Tag: সাংসদ

  • সাংসদ একরামুলকে বহিষ্কারের দাবিতে কোম্পানীগঞ্জে রোববার আধাবেলা হরতাল

    সাংসদ একরামুলকে বহিষ্কারের দাবিতে কোম্পানীগঞ্জে রোববার আধাবেলা হরতাল

    নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে দল থেকে বহিষ্কার এবং বিচারের দাবিতে কোম্পানীগঞ্জ উপজেলায় আগামীকাল রোববার আধাবেলা হরতালের ডাক দেওয়া হয়েছে। রোববার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ হরতাল চলবে।

    আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর বঙ্গবন্ধু চত্বরে নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে এই হরতালের ডাক দেন।

    কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত সাংবাদিকদের জানান, হরতালের সমর্থনে আজ শনিবার বিকেলে বিক্ষোভ মিছিলও করবে উপজেলা আওয়ামী লীগ।

    এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে কটূক্তি করার প্রতিবাদে বসুরহাট রূপালী চত্বরে একরামবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে ঘোষণা দিয়ে কর্মসূচি শুরু করেন আবদুল কাদের মির্জা।

    আবদুল কাদের মির্জা বিক্ষোভ সমাবেশে বলেন, ‘নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে বহিষ্কার ও জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি ভেঙে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’

    এ সময় আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী প্রমুখ।

    এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে লাইভে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে রাজাকার পরিবারের সন্তান বলে আখ্যায়িত করেন।

    আগামী কয়েকদিনের মধ্যে এসব নিয়ে কথা বলা শুরু করবেন বলে হুমকি দিয়ে একটি ভিডিও আপলোড করেন তিনি। এরই মধ্যে একরামুল করিম চৌধুরীর এ বক্তব্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে।

    পরে অবশ্য ফেসবুক আইডি থেকে লাইভ ভিডিওটি সরিয়ে নেন এমপি একরামুল। এর আগেই কয়েক মিনিটের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

  • এবার করোনায় আক্রান্ত হলেন পটিয়ার সাংসদ ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক

    এবার করোনায় আক্রান্ত হলেন পটিয়ার সাংসদ ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক

    চট্টগ্রাম ডেস্ক : এবার প্রাণঘাতী করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ পটিয়া আসনের সাংসদ সামশুল হক চৌধুরীর শরীরেও।

    নানা ব্যস্ততায় থাকা হুইপের শারীরিক অসুস্থতা দুর্বল হওয়ায় গত ২৩ ডিসেম্বর করোনা পরীক্ষার জন্য স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে তার নমুনা সংগ্রহ করা হয়। ফলাফলে তার করোনা পজেটিভ আসে।

    হুইপের করোনা পজেটিভ হওয়ার তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাংসদ সামশুল হকের ছেলে ও চট্টগ্রাম চেম্বার পরিচালক নাজমুল করিম চৌধুরী শারুন।

    তিনি জানান, বর্তমানে তিনি চট্টগ্রাম শহরের নিজ বাসায় আইসোলেশনে আছেন। তার শারিরীক অবস্থা আগের চেয়েও ভাল মন্তব্য করে তার পিতার সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেছেন নাজমুল করিম শারুন।

    উল্লেখ্য হুইপ সামশুল হক চৌধুরী এমপি সর্বশেষ গত ২০ ডিসেম্বর বন্দর উপদেস্টা কমিটির সভায় অংশ গ্রহণ করেছিলেন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • নিখোঁজের একদিন পর নিজ বাড়ির পুকুরেই মিলল সাংসদ নদভীর ভাইয়ের লাশ

    নিখোঁজের একদিন পর নিজ বাড়ির পুকুরেই মিলল সাংসদ নদভীর ভাইয়ের লাশ

    চট্টগ্রাম ডেস্ক : নিখোঁজ হওয়ার একদিন পর নিজ বাড়ির পুকুরেই মিলল সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীর বড় ভাই আবুল ওয়াফা মো. শাহাবুদ্দীনের মরদেহ।

    আজ বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে সাংসদ নদভীর গ্রামের বাড়ি সাতকানিয়া উপজেলার মাদার্শা গ্রামের পুকুর থেকেই মরদেহটি উদ্ধার করে তার স্বজনরা।

    মৃত্যুকালে শাহাবুদ্দিনের বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের ভাতিজা আ ন ম সেলিম চৌধুরী। তিনি বলেন, গতকাল মঙ্গলবার দুপুর থেকে তার চাচা নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও পরিবারের কোন আত্মীয়-স্বজন তার খোজ দিতে পারেনি।

    আজ বুধবার ভোরে নিজ বাড়ির পুকুরেই চাচার মরদেহ ভেসে উঠে। চাচার মরদেহটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। আজ রাত সাড়ে ৮টায় বাড়ির পাশের বাবুনগর প্রাথমিক বিদ্যালয়ে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছেন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • রাউজান সাংসদের মেঝ ভাই ফজলে রাব্বিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রকাশ

    রাউজান সাংসদের মেঝ ভাই ফজলে রাব্বিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রকাশ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজান সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর মেঝ ভাই এবিএম ফজলে রাব্বি চৌধুরী (মানিক) সহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রকাশ গৃহীত হয়েছে।

    ১০ মে বুধবার বিকালে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।সংসদে শোক প্রস্তাব

    সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন সরকারি দলের বেগম মতিয়া চৌধুরী, আ স ম ফিরোজ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, জাসদের হাসানুল হক ইনু ও বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা।

    শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে মৃত্যুবরণকারীদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য রুহুল আমিন মাদানী। এর আগে তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

    উল্লেখ্য গত বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টায় হৃদ রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসাপাতালে ইন্তেকাল করেন এবিএম ফজলে রাব্বি চৌধুরী। তিনি রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন।

    তিনি পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সাবেক বিরোধী দলীয় নেতা একেএম ফজলুল কবির চৌধুরীর ২য় পুত্র এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক ছিলেন।

    সংসদে বড় ভাইয়ের শোক প্রস্তাব আনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।

    ২৪ ঘণ্টা/নেজাম রানা/রাজীব প্রিন্স

  • করোনার বিষ ছড়িয়ে পড়েছে সাংসদ মোছলেম উদ্দিনের পরিবারে! ১৫ জনের নমুনায় ১০ জনই আক্রান্ত

    করোনার বিষ ছড়িয়ে পড়েছে সাংসদ মোছলেম উদ্দিনের পরিবারে! ১৫ জনের নমুনায় ১০ জনই আক্রান্ত

    ২৪ ঘণ্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী আসনের সাংসদ মোস্তাফিজুর রহমানের পর এবার বোয়ালখালীর সাংসদ মোছলেম উদ্দিনের পরিবারে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনার বিষ। ১৫ জনের নমুনা পরীক্ষা দিয়ে ১০ জনের শরীরেই মিলেছে করোনার সংক্রমণ।

    চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদসহ তার পরিবারের ১০ সদস্যের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। যাদের মধ্যে তাঁর স্ত্রী, ছেলে নাতিসহ পরিবারের সদস্যরা রয়েছেন।

    এর আগে গত ৯ জুন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম নগরীর লালখান বাজারের বাসা থেকে ওই পরিবারের ১৫ সদস্যের নমুনা সংগ্রহ করেন। তাদের মধ্যে ৫ জনের ফলাফল নেগেটিভ আসলেও বাকি ১০ জনেই পজেটিভ।

    চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মোছলেম উদ্দিনের সঙ্গে করোনা আক্রান্ত পরিবারের অন্যরা হলেন তার স্ত্রী শিরিন আহমেদ (৫৮), ফারহানা ইমন (৩৬) , আরিফুল ইসলাম (৩২), আবিয়াস ইসলাম (১৮), আইমান ইসলাম (১৮), নামির ইসলাম ফাহাদ (৮), কাজী শারমিন সুমি (৪৩), জেসমিন (১৫) এবং তাসলিমা (১৩)।

    এর আগে বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান পরিবারের ১১ সদস্যসহ করোনা আক্রান্ত হন। এ নিয়ে চট্টগ্রামের দ্বিতীয় কোন সাংসদ ও তার পরিবারে করোনা শনাক্ত হলো।

    বুধবার (১০ জুন) দিবাগত রাত ১টায় ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়। এ সাংসদ পরিবারসহ বুধবার চট্টগ্রামে ১০৮ জনের শরীরের সংক্রমণ পাওয়া গেছে করোনা ভাইরাসের। যার তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

    উল্লেখ্য, ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে বুধবার সর্বমোট ১৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ১৫ জনের ফলাফল পজেটিভ আসে। এদের সকলেই নগরীর বাসিন্দা। যাদের মধ্যে সাংসদ সদস্যসহ তার পরিবারের ১০ জন, বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক সদস্য, চিকিৎসক রয়েছেন।

    ২৪ ঘণ্টা/পূজন সেন/রাজীব প্রিন্স

  • রাউজান সদর ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন সাংসদ ফজলে করিম

    রাউজান সদর ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন সাংসদ ফজলে করিম

    নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: রাউজান সদর ইউনিয়নে চার শত কর্মহীন, হতদরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার (খাদ্য সামগ্রী) বিতরণী করা হয়েছে।

    শনিবার (১৬ মে) রাউজান ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেল পথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

    রাউজান ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগেরর সভাপতি বিএম জসিম উদ্দিন হিরুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শাহা আলম চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নূরুল আমিন। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এনামুল হকের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা নাহিয়ান নাছির, সারজু মোহাম্মদ নাছের, সেচ্ছাসেবক লীগ নেতা শওকত হোসেন, ইসহাক ইসলাম, মাসুদ আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদসহ আরো অনেকেই।

    প্রধান অতিথি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন সরকারী ত্রাণ ও আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এক লাখের অধিক পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছি। শুধু প্রধানমন্ত্রীর উপহার দেয়া হয়েছে প্রায় ৪২ হাজার পরিবারকে। আমরা আরো ৬৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছি। করোনাভাইরাস মোকাবেলায় সরকার আন্তরিক ভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে। কোন মানুষ খাদ্য সংকটে থাকবে না। আপনাদের মনে রাখতে হবে আমেরিকার মতো শক্তিশালী দেশ আজ অসহায়। সেখানে এক লাখের উপর মানুষ মারা যাবে করোনা রোগে। ইতিমধ্যে ৮৬ হাজার ছাড়িয়েছে।

    ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু তার বক্তব্যে বলেন, যোগ্য পিতার-যোগ্য সন্তান ‘ফারাজ করিম চৌধুরী’। নিত্য নতুন ভাবনায় অসাধারণ প্রতিভা রয়েছে তার। করোনা মোকাবেলায় শহরের সকল হাসপাতালেরর ডাক্তার ও অন্যান্য সেবাদানকারীদের প্রতিদিন সেহেরীর খাওয়া দেয়া হচ্ছে। রাউজানের মানুষের জন্য ত্রাণ তহবিল গঠন করে সব শ্রেণী পেশার মানুষের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছেন। এমন গর্বিত সন্তানকে নিয়ে আমরা স্বপ্ন দেখি আগামীর প্রজম্মের নতুন রাউজান।

    পরে চার শতাধিক কর্মহীন, হতদরিদ্র, মধ্যবিত্তদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন সাংসদ ফজলে করিম।

    ২৪ ঘণ্টা/এম আর

  • রাউজানে প্রতিবন্ধীদের খাদ্য সহায়তা দিলেন সাংসদ ফজলে করিম চৌধুরী

    রাউজানে প্রতিবন্ধীদের খাদ্য সহায়তা দিলেন সাংসদ ফজলে করিম চৌধুরী

    ২৪ ঘণ্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চোধুরী এমপি নিজের হাতে প্রতিবন্ধী ও এতিমদের খাদ্য সহায়তা প্রদান করেন।

    রাউজান সেন্ট্রাল বয়েজ অব রাউজান এবং ব্রাদার্স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় গতকাল ১০ মে রবিবার উপজেলা অডিটোরিয়ামে অসহায় সাড়ে ৩শ এতিম ও প্রতিবন্ধীর মধ্যে এসব খাদ্য সহায়তা তুলে দেন তিনি। 

    জানা যায়, প্রধানমন্ত্রীর নির্দেশে সাংসদ ফজলে করিম চৌধুরীর পৃষ্টপোষকতা ও তরুণ রাজনীতিক ফারাজ করিম চৌধুরীর ব্যবস্থাপনায় রাউজান উপজেলার প্রতিবন্ধী ও এতিমদের মধ্যে খাদ্য সহায়তা প্রদানের উদ্দ্যেগ নেন রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

    এরই অংশ হিসেবে গতকাল রবিবার রাউজান পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ ফজলে করিম। এসময় তিনি অসহায় প্রতিবন্ধিদের সাহায্যার্থে  সকল বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। পরে প্রায় সাড়ে তিনশ এতিম ও প্রতিবন্ধীদের হাতে খাদ্য তুলে দেন।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার জুনায়েদ কবির সোহাগ, ছাত্র নেতা দীপলু দে দীপু।

    ব্রাদার্সের সাধারন সম্পাদক শোয়েব ইমরানের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, ব্রাদার্স সভাপতি শাহাদাত রিফাত, পৌর যুবলীগ সেক্রেটারী জিয়াউল হক রোকন, আবু ছালেক, ছাত্রলীগ নেতা মোহাম্মদ আসিফ, শাওন দে, ইমতিয়াজ জামাল, নকিব, চিশতি, ফাহিম, নয়ন, মিনহাজ, সোহেল, রিয়াদ, এরফান সৌরভ, সাইমন, সাজ্জাদ, হাসান মির্জা ফাহিম, সাকিব রাজিন, কায়সার প্রমুখ।

    ২৪ ঘণ্টা/নেজাম রানা/ আর এস পি

  • করোনা : বাবা ভান্ডারীর ওরশ স্থগিত

    করোনা : বাবা ভান্ডারীর ওরশ স্থগিত

    ফটিকছড়ি প্রতিনিধি: হযরত গাউছুল আজম আলহাজ্ব শাহ্‌ছুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান আল হাচানী, আল মাইজভান্ডারী প্রকাশ বাবা ভান্ডারী (কঃ) কেবলা কাবার বার্ষিক ওরশ স্থগিত করা হয়েছে। আগামী ২২ চৈত্র, ৫ এপ্রিল বার্ষিক ওরশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

    বুধবার (২৫ মার্চ) দুপুরে মাইজভান্ডার গাউছিয়া রহমান মনজিলের সম্মেলন কক্ষে দরবারের সকল আওলাদে পাক ও প্রশাসনের সমন্বয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সায়েদুল আরেফিন এর সভাপতিত্বে ওরশ শরীফ ও করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় বিষয়ে এক প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

    সরকারী ঘোষণা অনুযায়ী দেশের সার্বিক পরিস্থিতি ও জনস্বার্থ বিবেচনায় করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ওরশের সকল আনুষ্ঠানিকতা ও গণ জমায়েত এর কর্মসূচী স্থগিত ঘোষনা করা হয়েছে। তবে ওরশ উপলক্ষে কোরান খতম, মিলাদ ও দোয়া মাহফিলসহ কর্মসূচী সীমিত আকারে বিভিন্ন মনজিলে ঘরোয়া ভাবে পালন করা হবে।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভান্ডার ওরশ কমিটির সভাপতি ও বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) এর চেয়ারম্যান, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি। সভায় দরবারের সকল মনজিলের সকল সম্মানিত আওলাদগন উপস্থিত ছিলেন।

    সভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিটিএফ এর যুগ্ন মহাসচিব, শাহ্জাদায়ে গাউছে জামান আলহাজ্ব শাহ্ছুফি সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী।

    সভায় ফটিকছড়ি উপজেলা পরিষদ এর চেয়ারম্যান এইচ. এম. আবু তৈয়ব, উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগন ও ফটিকছড়িতে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

  • বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সাংসদ ফজলে করিমের শ্রদ্ধা

    বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সাংসদ ফজলে করিমের শ্রদ্ধা

    রাউজান প্রতিনিধি : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

    শনিবার (৭ মার্চ) সকালে তিনি রাউজান সদর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা জানান।

    এছাড়াও শ্রদ্ধা জানিয়েছেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব,সি.সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম,স্বপন দাশ গুপ্ত, শাহ্ আলম চৌধুরী,সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ কফিল উদ্দীন চৌধুরী,রাউজান পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খাঁন, আওয়ামীলীগ নেতা জানে আলম জনি, সাইফুল ইসলাম চৌধুরী রানা, জসিম উদ্দিন চৌধুরী, আলমগীর আলী,রাউজান পৌর ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ,আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী,জসিম উদ্দিন,নুরুল ইসলাম চৌধুরী শাহ্জাহান,যুবলীগ নেতা সারজু মোঃ নাছের, সুমন দে,মফজল আহম্মদ,আহসান হাবিব চৌধুরী,স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শওকত হোসেন, ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান মাসুদ, সাখাওয়াত হোসেন পিবলু,মোহাম্মদ আসিফসহ আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দগণ।

  • রাউজানে একুশে বই মেলা উদ্বোধন করলেন সাংসদ ফজলে করিম চৌধুরী

    রাউজানে একুশে বই মেলা উদ্বোধন করলেন সাংসদ ফজলে করিম চৌধুরী

    রাউজান প্রতিনিধি : রাউজানে দুই দিনব্যাপী একুশে বই মেলা ও বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।

    শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাউজান সদরে স্বাধীনতা স্মৃতিস্তম্ভ সংলগ্নস্থলে এ বই মেলাও চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করেন রাউজান উদ্দীপ্ত তরুণ।

    উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান পৌর দ্বিতীয় প্যানেল মেয়র ও রাউজান উদ্দীপ্ত তরুণ সংগঠনের প্রধান উপদেষ্টা জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দ চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, সহকারী ভুমি কমিশনার আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব,সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ্।

    রাউজান উদ্দীপ্ত তরুণ সংগঠনের সভাপতি মোহাম্মদ রবিন ও সম্পাদক মোহাম্মাদ তাসিফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শ্যামল পালিত,কামরুল হাসানা, বাহাদুর, সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, রাউজান পৌর আওয়ামী লীগের সি.সহ জসিম উদ্দিন,সাধারন সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী শাহ্জাহান,আব্দুল লতিফ, উপজেলা যুবলীগের সহ সভাপতি সারজু মোহাম্মাদ নাছের, সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার সোহেল, যুগ্ম সম্পাদক আহসান হাবিব চৌধুরী, তপন দে, আবু ছালেক,সংগঠনের উপদেষ্টা দিলীপ দে দিপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুন, নাছির উদ্দিন, তানভীর চৌধুরী, রাউজান পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারন সম্পাদক আসিফ, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ প্রমুখ।

    পরে প্রধান অতিথি এবি এম ফজেল করিম চৌধুরী বই মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন।