Tag: সাংসদপুত্র

  • বাংলাদেশের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণার দাবী রাউজানের সাংসদপুত্র ফারাজের

    বাংলাদেশের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণার দাবী রাউজানের সাংসদপুত্র ফারাজের

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : বিশ্বে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাস নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র, উদীয়মান সমাজসেবক ও রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী।

    শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব নয়, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের মাধ্যমে করোনা ভাইরাস সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগও গ্রহণ করেছেন তিনি।

    বিগত কয়েকদিন পূর্বে করোনা ভাইরাস নিয়ে ‘‘চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন’ স্হগিত রাখার যৌক্তিক দাবী তুলে ধরে একটি স্ট্যাটাস দেন ফারাজ করিম চৌধুরী। যা বৃহত্তর চট্টগ্রামে সাড়া জাগিয়েছিল।

    এবার সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্য নিয়েই আবারো সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হলেন সময়ের আলোচিত এই সমাজ কর্মী। এবার দেশের সকল পর্যটন কেন্দ্র আগামী ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণার জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবী জানিয়েছেন তিনি।

    নিচে ফারাজ করিম চৌধুরীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।

    ‘‘শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য স্কুল বন্ধ দেওয়া হল। আর স্কুল বন্ধের কারণে এখন সবাই ফ্যামেলী নিয়ে কক্সবাজার ঘুরতে গিয়েছে, যা আমাদের সকলের জন্য বিপদজনক। আপনাদের সহযোগিতা ছাড়া সচেতনতা সৃষ্টি করা সম্ভব নয়। একইভাবে আপনাদের সহযোগিতা ছাড়া প্রশাসনের উপর চাপ সৃষ্টি করাও সম্ভব নয়।

    আগামী সপ্তাহ থেকে ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হোক। যদি আপনি আমার সাথে একমত হয়ে থাকেন, তবে অবশ্যই এই স্ট্যাটাসটি শেয়ার করবেন।’’

    ২৪ ঘন্টা/নেজাম রানা/আর এসপি

  • দরিদ্র মেধাবী শিক্ষার্থী ইকরামের স্বপ্নপূরণ করলেন রাউজান সাংসদপুত্র ফারাজ করিম!

    দরিদ্র মেধাবী শিক্ষার্থী ইকরামের স্বপ্নপূরণ করলেন রাউজান সাংসদপুত্র ফারাজ করিম!

    ২৪ ঘন্টা ডট নিউজ।নেজাম রানা, রাউজান প্রতিনিধি : দারিদ্র্যের সাথেই শৈশব থেকেই বেড়ে উঠা ছেলেটির। চট্টগ্রামের বাঁশখালীর এক হত-দরিদ্র পরিবারের জন্ম নেওয়া মেধাবী শিক্ষার্থী মো. ইকরামের লেখাপড়ার প্রতি ছিল অদম্য স্পৃহা। সব সময় স্বপ্ন দেখতেন একদিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গন্ডি পার হয়ে ভর্তি হবেন বিশ্ববিদ্যালয়ে।

    সুযোগও হাতের মুঠোয় চলে চলো। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মতো দেশের স্বনামধন্য একটি শিক্ষা নিকেতনে অধ্যায়নের স্বপ্নপূরণের হাতছানি ইকরামের চোখেমুখে।

    কিন্তু চাইলেই কি আর সম্ভব ! তাইতো ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও আরেকটু হলে ফিকে হতে যাচ্ছিল তার বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন। ভর্তির ফি জোগার করতে না পারায় রীতিমতো টেনশনে নাওয়া-খাওয়াও টিকমতো করতে পারছিলনা ছেলেটি। হতাশা থেকেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন।

    ব্যস,! এই এক স্ট্যাটাসই যেন হয়ে উঠলো স্বপ্নপূরনের হাতিয়ার হিসেবে। মাত্র ১৫ হাজার টাকার অভাবে একটি দরিদ্র পরিবারের স্বপ্ন ভেঙ্গে চুরমার হওয়ার উপক্রম দেখে মেধাবী ছেলেটির দিকে সহযোগিতার হাত প্রসারিত করলেন রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর পুত্র ফারাজ করিম চৌধুরী।

    ছেলেটির ফেইসবুক স্ট্যাটাসটি দেখেই তার সাথে যোগাযোগ করেন সাংসদপুত্র ফারাজ করিম। তার সমস্যার কথা শুনে ছেলেটির লেখাপড়ার দায়িত্ব নিজে নেন উদীয়মান সমাজসেবক ফারাজ করিম।

    ছেলেটিকে এনে তার হাতে ফারাজ করিম চৌধুরীর পক্ষ থেকে ভর্তির প্রয়োজনীয় অর্থ তুলে দেন সেন্টাল বয়েজ অব রাউজান এর উপদেষ্টা এস.এ.এম হোসাইন।

    এ সময় সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি মো: সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতী, আবু বক্কর, মো: মিহানুর রহমান, মো: ফয়সাল, ফরহানুল ইসলাম, ইশতিয়াক কামাল রাকিব, নরুল আমিন অপুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।