Tag: সাংসদ মোস্তাফিজ

  • সাংসদ মোস্তাফিজের বহিষ্কার দাবিতে এবার রাস্তায় নামলেন লোহাগাড়ার মুক্তিযোদ্ধারা

    সাংসদ মোস্তাফিজের বহিষ্কার দাবিতে এবার রাস্তায় নামলেন লোহাগাড়ার মুক্তিযোদ্ধারা

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর সংসদ সদস্য পদ বাতিল এবং আওয়ামী লীগ থেকে তাঁকে বহিষ্কারের দাবি নিয়ে রাস্তায় নামলেন লোহাগাড়ার মুক্তিযোদ্ধারা।

    এসময় তাদের সাথে একাত্মতা ঘোষণা করে কর্মসূচিতে যোগ দেন মুক্তিযোদ্ধা পরিবাবের সদস্যগণ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যগণ এবং মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতাকর্মীগণ।

    আজ বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে লোহাগাড়া উপজেলা পরিষদ সম্মুখস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অনুষ্টিত মানববন্ধন থেকে এ দাবি জানান মুক্তিযোদ্ধারা। লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।

    মানববন্ধনে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আখতার আহমদ সিকদার, যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার মোস্তাফিজুর রহমান চৌধুরী, ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আব্দুল হাকিম চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য ইউপি সদস্য কাউছার আলম ও ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সাদ্দাম প্রমুখ।

    মানববন্ধনে বক্তারা, বাশঁখালীর সাংসদ মোস্তাফিজুর রহমানের সংসদ সদস্য পদ বাতিল এবং দল থেকে তাকে বহিষ্কারের দাবি জানান। মানববন্ধন ও সমাবেশ শেষে মুক্তিযোদ্ধারা একই দাবী জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

    উল্লখ্য, গত সোমবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে শান্তিপূর্ণ মানববন্ধনে বাশঁখালীর এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর নির্দেশে সন্ত্রাসী বাহিনী কর্তৃক মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও মুক্তিযোদ্ধার সন্তানদের উপর বর্বরোচিত হামলা চালানো হয়।

    ২৪ ঘণ্টা/এম আর/আজাদ