Tag: সাইকেল

  • ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ২০৮ কিশোর

    ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ২০৮ কিশোর

    কমলমতি শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কার ঘোষণা করেছিলেন নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান খবিরুল ইসলাম। সেই ঘোষণার উদ্বুদ্ধ হয়ে টানা ৪০ দিন মসজিদে জামাতে নামাজ পড়ে সাইকেলসহ বিভিন্ন পুরস্কার জিতে নিয়েছে ২০৮ জন কিশোর।

    শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে বিহারীপুর গ্রামের মসজিদ সংলগ্ন স্থানে নওগাঁ জেলা জর্জ কোর্টের অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে সাইকেলগুলো দেওয়া হয়। এ সময় ইউনিয়নের ৯ টি মসজিদের ইমাম-মোয়াজ্জেমকে বিচারকের দায়িত্ব পালন করায় বিশেষ উপহার দেওয়া হয়।

    জানা যায়, এসো ভাই নামাজ পড়ি, এসো বন্ধু সমাজ গড়ি লক্ষ্যকে সামনে রেখে ইউনিয়নের আট ওয়ার্ডের আট মসজিদে গত পহেলা অক্টোবর এ নামাজ প্রতিযোগিতা শুরু হয়। একটানা ৪০ দিন চলমান প্রতিযোগিতায় স্বস্ব মসজিদের ইমাম ও মোয়াজ্জেম বিচারকের দায়িত্ব পালন করেন। প্রতিযোগিতায় তিন শত পঞ্চাশ জন ৮ হতে ১৮ বছরের কিশোররা অংশগ্রহণ করে দুই শত আট জন বিজয়ী হয়।

    এ ব্যাপারে পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান খবিরুল ইসলাম বলেন, আগামী প্রজন্মকে নেশা মুক্ত ধর্মজ্ঞান সম্পন্ন বিবেকবান আদর্শ সমাজিক মানুষ, ইসলাম ধর্ম সঠিকভাবে জানা ও বোঝা এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার লক্ষে এ উদ্যোগ নেওয়া হয়।

  • সড়ক বন্ধ করে সাইকেল র‌্যালির প্রতিবাদ করায় প্রাণ হারায় যুবক

    সড়ক বন্ধ করে সাইকেল র‌্যালির প্রতিবাদ করায় প্রাণ হারায় যুবক

    ২৪ ঘন্টায় চট্টগ্রাম : চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় সড়ক অবরোধ করে সাইকেল র‌্যালি করার প্রতিবাদ জানাতে গিয়ে খুন হলেন মো. হাশেম খান নামে ৩৩ বছর বয়সী এক যুবক। তিনি নগরীর হালিশহর রঙ্গিপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

    আজ বুধবার (১৭ মার্চ) দুপুরে নগরীর ডবলমুরিং থানা আগ্রাবাদ জাম্বুরি পার্ক সংলগ্ন এলাকায় খুনের ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছে বলে খবর পাওয়া যায়।

    তথ্যটি নিশ্চিত করে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় জড়িত ২৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বললেন ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন।

    তিনি বলেন, আটককৃতদের বেশিরভাগই আগ্রাবাদ ইস্টার্ণ বয়েজ ক্লাব নামে একটি সংগঠনের সদস্য। তারা সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জাম্বুরি পার্ক এলাকায় সাইকেল র‌্যালি করছিলো।

    ওইসময় রিকশাযোগে জরুরি কাজে বাসায় যাচ্ছিলেন যুবক হাশেম। সড়ক বন্ধ করে র‌্যালি করার প্রতিবাদ করলে তার উপর চড়াও হয় সাইকেল র‌্যালিতে অংশগ্রহণকারীরা।

    পরে হাশেমের প্রতিবাদে একমত পোষণ করে আশেপাশের আরো কয়েকজন এগিয়ে এলে তাদের উপরও হামলা চালানো হয়। পিটুনীতে এক পর্যায়ে গুরুতর আহত হয় হাশেম, সজীব, আরমান ও রবিউল।

    পরে স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় যুবক হাশেম। আহত অপর তিনজন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানায় ওসি।

    ২৪ ঘন্টা/রাজীব প্রিন্স

  • ৩২৮৩ কি.মি সাইকেল চালিয়ে ওমরাহ পালনে মক্কা গেলেন তরুণী

    ৩২৮৩ কি.মি সাইকেল চালিয়ে ওমরাহ পালনে মক্কা গেলেন তরুণী

    উড়োজাহাজ নয়, গাড়ি বা মোটরসাইকেলও নয়, সাইকেল চালিয়ে একাই সৌদি আরবের উদ্দেশে গেলেন তিউনিশিয়ার এক তরুণী।

    তার নাম সারা হাবা। ওমরাহ পালনের উদ্দেশ্যে তিউনিশিয়া থেকে সাইকেল চালিয়ে ৩ হাজার ২৮৩ কিলোমিটার (২০৪০ মাইল) পথ পাড়ি দিয়ে সৌদির জেদ্দায় পৌঁছান সারা। এ দুরত্ব অতিক্রম করতে সময় নেন মাত্র ৫৩ দিন।

    তিউনিশিয়া নিউমেরিক জানিয়েছে, সারা হাবার বাড়ি আফ্রিকার দেশ তিউনিশিয়ায়। তিনি মিশর ও সুদানের বেশিরভাগ মরুভূমি দিয়ে সাইকেল চালিয়ে ৫৩ দিনে সৌদিতে পৌঁছুতে সক্ষম হন।

    সাইক্লিংটোমেকা নামক হ্যাশট্যাগ ব্যবহার করে যাত্রার সব তথ্য ও তার অবস্থান বিষয়ে সোশ্যাল মিডিয়ায় আপডেট দিয়েছেন। তিনি তার সাইকেলের নাম রেখেছেন মেরজুগা, যার অর্থ দোয়া ও অনুগ্রহ।

    পবিত্র কাবায় পৌঁছে মহান আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে নিজের ইনস্টাগ্রামে সারা হাবা লিখেছেন, ‘আল্লাহর ঘর তাওয়াফের উদ্দেশে এ যাত্রা শুরু করি। এজন্য সময় নষ্ট না করতে একটি মুহূর্তের জন্যও থামিনি আমি। আমার ইচ্ছা শক্তিই আমার শরীরকে টেনে নিয়েছে। এত অল্প সময়ে আমি সফর শেষ করতে পারব ভাবতেও পারিনি।’

    সারা আরো বলেন, ‘প্রতিদিন টানা ১০ থেকে ১২ ঘণ্টা করে সাইকেল চালিয়েছি। মরুভূমি পাড় হওয়ার সময় আমার সাইকেল নষ্ট হয়ে গিয়েছিল। তবে আলহামদুলিল্লাহ, নিজেই সাইকেলটি ঠিক করতে পেরেছি। রাস্তায় আমাকে অনেক মানুষ খাবার ও পানি দিয়ে এবং নানা সহযোগিতা করেছেন।’

    তবে সৌদি আরবে পৌঁছে মক্কা শহরে ঢুকতে পারবেন কি না সে বিষয়ে চিন্তিত ছিলেন সারা।

    তিনি বলেন, ‘মক্কা যতোই কাছে আসছিল ততোই চিন্তা বাড়ছিল যে আমাকে পবিত্র নগরীতে প্রবেশ করতে দেবে কি না সে দেশের প্রশাসন। তবে আমি আল্লাহর ঘরের যাত্রী জেনে পথে অগণিত মানুষের দোয়ায় আমি সফল হয়েছি। আমার এ কষ্ট আল্লাহ কবুল করুন এ কামনা করি।’

    উল্লেখ্য, সৌদি আরবের আইন অনুযায়ী, ৪৫ বছরের কম বয়সী যে কোনো নারী ওমরাহ বা হজ আদায় করতে মাহরাম সঙ্গে নিয়ে যেতে হয়।

  • মসজিদে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সাইকেল পেল ১৫ কিশোর

    মসজিদে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সাইকেল পেল ১৫ কিশোর

    মসজিদে জামাতের মাধ্যমে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ১৫ কিশোরকে পুরস্কৃত করেছে সিলেটের এক মসজিদ কমিটি।

    নিয়মিত নামাজ আদায়ের পুরস্কার হিসেবে এসব কিশোরদের প্রত্যেককে বাইসাইকেল দিয়েছেন তারা।

    এমন অভিনব কর্মসূচি পালন করেছে সিলেটে সৈয়দ হাতিম আলী (রহ.) মাজার জামে মসজিদ।

    শিশু কিশোরদের নামাজে আগ্রহী করতেই এই সাইকেল বিতরণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।

    মঙ্গলবার বিকেলে ওই কিশোরদের পুরস্কার হিসেবে বাইসাইকেল দেয়া হয়।

    সৈয়দ হাতিম আলী (রহ.) মাজার জামে মসজিদ কমিটির সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর থেকে এই প্রতিযোগিতা শুরু হয় যেখানে ওই এলাকার ৩৩ জন শিশু-কিশোর অংশ নেয়। টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতে সক্ষম হয় ১৫ কিশোর।

    মঙ্গলবার সেই ১৫ কিশোরকে অনুষ্ঠানিকভাবে বাইসাইকেল দিয়ে পুরস্কৃত করা হয়েছে। তবে যারা টানা ৪০ দিন নামাজ আদায় করতে পারেনি তাদেরকেও নিরাশ করেনি আয়োজকরা। সেই ১৮ শিশু-কিশোরদের একটি করে জায়নামাজ প্রদান করেছেন তারা।

    এ বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন, তুরস্কের দেখাদেখি এমন প্রতিযোগিতার বিষয়ে ভাবনা হয় শিবগঞ্জের সৈয়দ হাতিম আলী (রহ.) মাজার জামে মসজিদ কমিটির। কমিটি ও তালীমুদ্দীন একাডেমির উদ্যোগে শিশু-কিশোরদের নামাজে উদ্বুদ্ধ করতে এই প্রতিযোগিতার আয়োজন করেছেন। এমন আয়োজন যেন দেশের সব মসজিদেই হয় সে আশা ব্যক্ত করেছেন তারা।

  • বাংলাদেশ থেকে বাইসাইকেল আমদানির আগ্রহ মমতার

    বাংলাদেশ থেকে বাইসাইকেল আমদানির আগ্রহ মমতার

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পারস্পরিক স্বার্থে বাংলাদেশ থেকে বাইসাইকেল আমদানির আগ্রহ প্রকাশ করেছেন।

    তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে বাইসাইকেলের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশ পশ্চিমবঙ্গে সাইকেল রফতানির এ সুযোগটি কাজে লাগাতে পারে।’

    আজ কলকাতার তাজবেঙ্গল হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মধ্যকার বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন।

    বৈঠকে মমতা এ বিষয়ে দু’টি প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, বাংলাদেশের উদ্যোক্তারা যৌথভাবে পশ্চিমবঙ্গে বাই সাইকেলের কারখানা স্থাপন করতে পারেন। এ প্রসঙ্গে তিনি বলেন, তাঁর সরকার এ ব্যাপারে জমি বরাদ্দ দেবে।

    মমতা বলেন, দ্বিতীয়ত বাংলাদেশের বিনিয়োগকারীরা এ ধরনের কারখানা বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে স্থাপন করতে পারে। এতে পরিবহন খরচ অনেকটাই কমে যাবে।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিল্পকারখানার ওপর সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করেন।

    মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের সমাজকল্যাণমূলক কর্মসূচির সম্পকে অবহিত করেন। তিনি উল্লেখ করেন, ভারতের অন্যান্য রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গ সর্বোচ্চ ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা মমতা ব্যানার্জিকে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির বিষয়ে অবহিত করেন। তিনি দেশে শিক্ষা খাতের উন্নয়নে তাঁর সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

    মোমেন বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভারতের ইডেন গার্ডেনে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্ট ম্যাচ দেখার জন্য কলকাতা সফরে আসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব শহিদুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী এবং ঢাকায় ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস এ সময় উপস্থিত ছিলেন।