Tag: সাইকেল চোর

  • চবি প্রশাসনের হাতে ধরা সাইকেল চোর

    চবি প্রশাসনের হাতে ধরা সাইকেল চোর

    ২৪ ঘন্টা ডট নিউজ। চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্বিবিদ্যালয়ে (চবি)এক সাইকেল চোরকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে তাকে হাটহাজারি মডেল থানায় প্রেরণ করা হয়। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের কর্মচারীরা।

    আটক ওই ব্যক্তির নাম নাসির উদ্দীন সুমন (৩০)। তার বাড়ি ফেনী জেলায়।

    জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি কলা ভবনের শেষ ফটকের সামনে নাট্যকলা বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের শরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থীর সাইকেল চুরি হয়। এ ঘটনায় ওই শিক্ষার্থী বিশ্বিবিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দেয়।

    পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সিসিটিভি ফুটেজ দেখে তাকে সনাক্ত করে। আজ সে ক্যাম্পাসে আসলে নিরাপত্তা দপ্তরের কর্মীরা তাকে আটক করে। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করে প্রক্টরিয়াল বডি।

    এ বিষয়ে বিশ্বিবিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, এক শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে আমরা সিসিটিভি ফুটেজ দেখি। তখন আটক ব্যক্তিকে একটি সাইকেল নিয়ে যেতে দেখা যায়। পরে তাকে আজ ক্যাম্পাসে দেখা গেলে আটক করে পুলিশের নিকট সোপর্দ করা হয়।