Tag: সাইফুল আলম মাসুদ

  • এস আলম পরিবারের পুত্রবধূ এমপি দিদারের মেয়ে করোনায় আক্রান্ত!

    এস আলম পরিবারের পুত্রবধূ এমপি দিদারের মেয়ে করোনায় আক্রান্ত!

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান এস আলম পরিবারের আরো এক সদস্য করোনায় আক্রান্ত হলেন। এবার আক্রান্ত হলেন এস আলম গ্রুপ চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদের বড় ভাই মোরশেদুল আলমের ছেলে মাহমুদুল আলম আকিবের স্ত্রী এবং চট্টগ্রামের সীতাকুণ্ডের সংসদ সদস্য দিদারুল আলমের মেয়ে।

    গত বৃহস্পতিবার (২৮ মে) করোনা পরীক্ষায় তার পজেটিভ আসে। এর আগে গত ২৩ মে চট্টগ্রামের সাবেক মেয়র এম মনজুর আলমের নাতনি রাফিকা ফৌজদারহাটস্থ বিআইটিআইডি ল্যাবের করোনা পরীক্ষার জন্য নমুনা দেন।

    এর আগে গত ১৭ মে থেকে শিল্পপতি এস আলম পরিবারের ৮ সদস্য করোনায় আক্রান্ত হন। গত ২২ মে এস আলম পরিবারের জ্যেষ্ঠ সদস্য এবং সাইফুল আলম মাসুদের বড় ভাই মোরশেদুল আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে মারা যান।এস আলম পরিবারের পুত্রবধূ

    জানা যায়, ২০১৭ সালের ৭ আগষ্ট করোনায় মারা যাওয়া মোরশেদুল আলম এর ছেলে মাহমুদুল আলম আকিবের সাথে সাবেক মেয়র এম মনজুর আলমের নাতনি ও বর্তমান সীতাকুণ্ড ৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের মেয়ে রাফিকা বিবাহ বন্ধনে আবদ্ধহয়।

    সম্প্রতি নগরীর সুগন্ধার বাসায় এস আলম পরিবারের ৮ সদস্য করোনা আক্রান্ত হওয়ার পর ধারণা করা হচ্ছে এস আলম পরিবারের ওই পুত্রবধূও সেখান থেকেই সংক্রমিত হয়েছেন। করোনভাইরাসে আক্রান্ত এস আলম পরিবারের সাত সদস্য বর্তমানে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।এস আলম পরিবার

    চিকিৎসাধীন আছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের মা চেমন আরা বেগম (৮৫), ছেলে আহসানুল আলম মারুফ (২৬), পাঁচ ভাই এস আলম গ্রুপের পরিচালক রাশেদুল আলম (৬০), এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ লাবু (৫৩), ইউনিয়ন ব্যাংক ও এস আলম গ্রুপের পরিচালক মোহাম্মদ শহীদুল আলম, এস আলম গ্রুপের পরিচালক ওসমান গণি (৪৫) এবং ওসমান গণির স্ত্রী (৩৬)।

    এদিকে খবর নিয়ে জানা গেছে চলতি মে মাসের প্রথম সপ্তাহে ভুমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মেয়ে জেবা জামান চৌধুরীর সাথে এস আলম পরিবারের আরেক সন্তান ও ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ লাবুর ছেলে আতিকুল আলমের বাগদান সম্পন্ন হয়েছে।

    নগরীর সার্সন রোডস্থ মন্ত্রী বাসভবনে অনুষ্ঠিত ঘরোয়া এ বাগদান অনুষ্ঠানে দুই পরিবারে অন্তত ৬০ থেকে ৭০ জন সদস্য ও আত্মীয় স্বজন উপস্থি ছিলেন। সেখানে কোন ধরণের সর্তকতা কিংবা সামাজিক দুরত্ব মানা হয়নি।

    এ অনুষ্ঠানের পরপরই এস আলম পরিবারে ৯ সদস্য এবং অনুষ্ঠানে অংশ নেয়া বায়তুশ শরফে পীর মাওলানা শাহ কুতুব উদ্দিনও করোনায় আক্রান্ত হন। পরে ২০ মে রাজধানীর ধানমন্ডিস্থ আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

    একদিন পর ২২ মে রাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মারা যান এস আলমের বড় ভাই ও এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক মোরশেদুল আলম। এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নাতী বউ এমপি দিদারের মেয়ে ইশফাক আরা জাহান রাফিকাও ছিলেন।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • দুর হবে পটিয়াবাসীর দুঃখ! দক্ষিণ চট্টগ্রামের ৬ রুটে চলবে এসআলমের ১শ বাস

    দুর হবে পটিয়াবাসীর দুঃখ! দক্ষিণ চট্টগ্রামের ৬ রুটে চলবে এসআলমের ১শ বাস

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাজীব সেন প্রিন্স,চট্টগ্রাম : দক্ষিণ চট্টগ্রামের পটিয়া রুটে বাসে ভাড়া নৈরাজ্য ও যাত্রী ভোগান্তি দূরীকরণে চট্টগ্রাম সিনেমা প্যালেস থেকে পটিয়া স্টেশন পর্যন্ত নতুন বাস সার্ভিস চালু করেছে দেশের বৃহত্তর শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপ।এস আলম বাস

    এছাড়াও আগামী দু একদিনের মধ্যে চট্টগ্রামের সিনেমা প্যালেস থেকে বাঁশখালী ও পেকুয়া রুটে এস আলমের নতুন বাস সার্ভিসটি চালু হচ্ছে।

    বুধবার দুপুরে এই সার্ভিসের উদ্ধোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। এ সময় এস আলম গ্রুপের পরিচালক (টেকনিক্যাল) শহীদুল আলম ও ডিসি ট্রাফিক (উত্তর) মো. শহীদুল্লাহসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    নতুন বছরের প্রথম দিন ১ জানয়ারি চট্টগ্রাম সিনেমা প্যালেস থেকে শুরু হওয়া বাস সার্ভিসের ৩২ আসনের বাসগুলোতে প্রতি সিটের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। নগরীর সিনেমা প্যালেস থেকে প্রতিদিন সকাল থেকে আধ ঘণ্টা পরপর ৩০টি বাস আসা যাওয়া করবে। পরবর্তীতে বাসের সংখ্যা আরও বাড়নো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।এস আলম বাস ভাড়া

    তবে ভাড়াটা একটু বেশি হয়েছে মন্তব্য করে ভাড়াটা ৩৫ টাকা থেকে ৪০ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য শিল্প প্রতিষ্ঠানটির উদ্দ্যেক্তা ও গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন পটিয়াবাসীরা। তাছাড়া নগরীর কোতোয়ালি ও শাহ আমানত ব্রীজ সংলগ্ন এলাকায় আলাদা যাত্রী কাউন্টার রাখারও দাবি জানিয়েছেন তারা।

    পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ড হিন্দুপাড়ার বাসিন্দা ও ব্যাংকার সৌরভ দে নতুন বাস সার্ভিসটি চালু করায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দক্ষিণ চট্টগ্রামের পটিয়াবাসীদের দীর্ঘদিনের দুঃখ এবার লাঘব হবে।

    শহর থেকে বাড়ি আবার বাড়ি থেকে শহর মুখী হতে চট্টগ্রামের শাহ আমানত সেতুর গোল চত্বরে এবং পটিয়ার বিভিন্ন স্টেশনে গণপরিবহনের জন্য যাত্রীদের আর যুদ্ধ করতে হবে না।

    তাছাড়া দীর্ঘদিন ধরেই পরিবহণ মালিকদের কাছে জিম্মি হয়ে থাকা যাত্রীরা এবার কিছুটা স্বস্থির নিঃশ্বাস ফেলতে পারবে। চালক ও হেলপারদের নৈরাজ্য সীমা নিয়ন্ত্রণে আসবে। অপ্রীতিকর ঘটনা ও যাত্রী হয়রানী হ্রাস পাবে বলে মনে করেন পটিয়ার এ বাসিন্দা।

    একই এলাকার রুবেল দে নামে এক শিক্ষকও পটিয়াবাসীর দীর্ঘদিনের আশা পূরণ করে নতুন এ বাস সার্ভিস চালু করায় এস আলম গ্রুপের চেয়ারম্যানকে আন্তরিক ধন্যবাদ জানায়। তবে ভাড়াটা একটু বেশি হয়েছে জানিয়ে তা ৩৫ থেকে ৪০ টাকার মধ্যে সীমাবদ্ধ রেখে যাত্রীদের সুবিধার্থ এ নগরীর কোতোয়ালি ও নতুন ব্রিজে আলাদা বাস কাউন্টার রাখার জন্য কতৃপক্ষকে বিনীত অনুরোধ জানান।

    এস আলম গ্রুপ কর্মকর্তারা জানায়, চট্টগ্রাম নগরী ও দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন রুটে গণপরিবহণ সংকট ও যাত্রীদের দুর্ভোগ লাঘবে প্রায় ৭৫ কোটি টাকা বিনিয়োগ করছে দেশের বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান এস আলম গ্রুপ। শীঘ্রই এসি ও নন এসি মিলে ২০০ বাস নামাচ্ছে প্রতিষ্ঠানটি।

    যাত্রী সেবা নিশ্চিত করতে চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেস থেকে ইতিমধ্যে দক্ষিণ চট্টগ্রামের পটিয়া রুটে এ বাস সার্ভিস শুরু হয়েছে। আগামী দুএকদিনের মধ্যে দক্ষিণ চট্টগ্রামের আরো কয়েকটি রুটে এ সার্ভিসটি চালু হবে।এস আলম বাস ভাড়া কাউন্টারে

    জানা যায়, নগরীর প্রধান ব্যস্ততম রুট কালুরঘাট থেকে পতেঙ্গা, লালদীঘি থেকে ভাটিয়ারী এবং নিউমার্কেট থেকে ফতেয়াবাদ রুটগুলোতে চলাচলের জন্য অন্তত ৪০ কোটি টাকা ব্যয়ে ৩২ আসনের ১শ এসি বাস নামানোর কথা ভাবছে শিল্প প্রতিষ্ঠানটি। কর্তৃপক্ষের অনুমোদন পেলে নতুন বছরের শুরু থেকে মহানগর রুটে বাস চলাচল শুরু হবে।

    অন্যদিকে দক্ষিণ চট্টগ্রামসহ আরো ৬টি রুটে ৩০ কোটি টাকা ব্যয়ে ১শ নন এসি বাস সার্ভিসটি চালু এবং এসব সার্ভিস তদারকি ও রক্ষণাবেক্ষনের জন্য আরো ৫ কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে কতৃপক্ষ।

    ভারতের গাড়ি প্রস্তুতকারী কোম্পানি অশোক লেল্যান্ড থেকে এসব বাস সরবরাহ করা হবে। প্রতিষ্ঠানটি বাসগুলোর চেসিস সরবরাহ করবে। আর বডি প্রস্তুত হবে দেশেই। এস আলম গ্রুপ বাসগুলো সরবরাহ করতে কার্যাদেশ দিয়েছে এবং বিআরটিএ’র রোড পারমিট ও চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অনুমোদন পেলে আগামী মাস থেকে মহানগর রুটে বাসগুলো চলাচল শুরু করবে।

    এস আলম গ্রুপের কর্মকর্তারা জানিয়েছেন ইতিমধ্যে ৩০টি বাস দিয়ে দক্ষিণ চট্টগ্রামের দুটি রুটে নতুন সার্ভিসটি চালু করা হয়েছে।

    সিনেমা প্যালেস-পেকুয়া-মগনামা-মহেশখালী ও সিনেমা প্যালেস-পটিয়া ছাড়াও শীঘ্রই দক্ষিণ চট্টগ্রামে আরো ৪টি রুটে বাস সার্ভিসটি চালু হওয়ার কথা রয়েছে।

    রুটগুলোর মধ্যে থাকছে চট্টগ্রাম-বাঁশখালী, চট্টগ্রাম-সাতকানিয়া, চট্টগ্রাম-লোহাগাড়া ও চট্টগ্রাম-চকরিয়া। নগরী ও দক্ষিণ জেলার ৯টি রুটে বাস সার্ভিসটি পুরোপুরি চালু হয়ে গেলে অন্তত ৫শ লোকের কর্মসংস্থান হবে বলে মনে করছেন এসআলম গ্রুপের কর্মকর্তারা।

    শিল্প প্রতিষ্ঠানের উদ্দ্যেগে সার্ভিসটি পুরোপুরি চালু হলে গণপরিবহনে শৃঙ্খলা আনার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন বেলাল। তিনি বলেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছিরের অনুরোধ রক্ষা করেছেন গ্রুপটির চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ।

    বাসে অনিয়ম, যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার, যেখানে-সেখানে বাস থামানো বন্ধ করতে এবং যাত্রীদের স্বস্তির জন্য সিটি মেয়র এসআলম গ্রুপকে অনুরোধ করেছেন নগরীতে তাদের প্রতিষ্ঠানের বাস নামাতে।

    এ ব্যাপারে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীনও স্বীকার করেছেন নগরীকে আরো সুন্দর করতে এবং গণপরিবহণের নৈরাজ্য ও হয়রানী থেকে নগরবাসীকে স্বস্থি দেওয়ার উদ্দ্যেশে আমি এস আলম গ্রুপকে নগরীতে বাস নামানোর জন্য আমি অনুরোধ করেছিলাম, তারা রাজি হয়েছে।

    এস আলম গ্রুপ বর্তমানে দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। পরিবহন, হোটেল, ঢেউটিন, সয়াবিন তেল, সিমেন্ট, চিনি, সিআর কয়েলসহ বেশ কয়েকটি শিল্প-কারখানা গড়ার মাধ্যমে প্রতিষ্ঠা পায় এস আলম গ্রুপ।

    এস আলম গ্রুপ চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ
    শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ

    গ্রুপটি কয়েক বছর আগেও তেল, গম, চিনি আমদানিতে শীর্ষ অবস্থানে থাকলেও বর্তমানে ভোগ্যপণ্যের ব্যবসা থেকে কিছুটা সরে এসে জ্বালানি, সিমেন্ট, ইস্পাত, ঢেউটিন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতে ব্যবসা সম্প্রসারণ করছে।

    ব্যাংক ও আর্থিক খাতের প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও সোস্যাল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এসব ব্যাংক ছাড়াও রিলায়েন্স ফাইন্যান্স ইনভেস্টমেন্ট, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিট্যাল ও ইনভেস্টমেন্ট লিমিটেড, রিলায়েন্স ব্রোকারেজ সার্ভিসেস, নর্দান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির মালিকানা রয়েছে প্রতিষ্ঠানটির।