Tag: সাকিব-লিটন

  • অধিনায়কত্ব ফিরে পেলেন সাকিব, লিটন সহ-অধিনায়ক

    অধিনায়কত্ব ফিরে পেলেন সাকিব, লিটন সহ-অধিনায়ক

    জল্পনা ছিল আগেই, সেটি সত্যি হলো। বাংলাদেশ দলের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। সহ-অধিনায়ক করা হয়েছে লিটন কুমার দাসকে।

    আজ বৃহস্পতিবার (২ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দ্বিতীয় আনুষ্ঠানিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

    মুমিনুল হক টেস্ট অধিনায়কত্ব করতে চান না বলে জানানোর পর থেকে আলোচনায় নতুন টেস্ট অধিনায়ক। যেখানে সবচেয়ে বেশি শোনা যাচ্ছিল সাকিবের নাম। তাকেই দায়িত্ব দিয়েছে বিসিবি। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে তৃতীয় মেয়াদে টেস্ট অধিনায়কত্ব করতে যাচ্ছেন টাইগার অলরাউন্ডার।

    ২০১৯ সালে সাকিব নিষেধাজ্ঞায় পড়াতে হুট করেই টেস্ট অধিনায়কত্ব পান মুমিনুল হক। তার নেতৃত্বে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয় ছাড়া উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই। এই সময়ে মুমিনুল ব্যাট হাতেও ছিলেন নিজের ছায়া হয়ে।

    শ্রীলঙ্কা সিরিজের পরই তার ব্যাপারে জোর সমালোচনা শুরু হয়। যার অবসান ঘটালেন মুমিনুল নিজেই। গত ৩১ মে বিসিবি সভাপতিকে তিনি জানিয়ে দেন অধিনায়কত্ব আর করতে চান না। তার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে নতুন অধিনায়কের পথে হাঁটল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

    এর আগে ২০০৯ সালে মাশরাফি বিন মর্তুজা চোটে পড়ায় প্রথমবার টেস্ট অধিনায়কত্ব পান সাকিব আল হাসান। ওই মেয়াদে ২০১১ সাল পর্যন্ত ৯ টেস্টে নেতৃত্ব দিয়ে জেতেন একটিতে। এরপর ২০১৮ সালে মুশফিকুর রহিমের স্থলাভিষিক্ত হন টাইগার অলরাউন্ডার। ২০১৯ সালে নিষেধাজ্ঞায় পড়ার আগ পর্যন্ত নেতৃত্ব দেন ৫ টেস্টে। যেখানে দল জয় পায় দুই ম্যাচে। সব মিলিয়ে আগের দুই মেয়াদে ১৪ টেস্টে ১১ হারের বিপিরীতে ৩ জয় সাকিবের।

    তৃতীয় মেয়াদে সাকিব টেস্টে কতটা সাফল্য এনে দিতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।

  • সিপিএল খেলতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সাকিব-লিটন

    সিপিএল খেলতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সাকিব-লিটন

    খেলার ঘন্টা : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে গেলেন বাংলাদেশ দলের দুই ক্রিকেটার। বুধবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কাতার এয়ারওয়েজে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশে অলরাউন্ডার সাকিব আল হাসানের সাথে বাংলাদেশ ছেড়ে গেছে বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস।

    তবে তারা দু’জন খেলবেন দুই ভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে।সিপিএল আসরের বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলবেন সাকিব আল হাসান এবং ৬ষ্ঠ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সিপিএলে ডাক পাওয়া লিটন দাস খেলবেন জ্যামাইকা তালাওয়াসে।

    এছাড়াও এবার সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টের হয়ে দল পেয়েছিল তরুণ আফিফ হোসেন। কিন্তু বিসিবি অনাপত্তিপত্র না দেওয়ায় সে যেতে পারেননি। এর আগেও সিপিএলে খেলেছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ। আর দল পেলেও ম্যাচে নামা হয়নি মেহেদী হাসান মিরাজের।

    গত ৫ সেপ্টেম্বর থেকে শুরু হয় সিপিএল। লিগ পর্বের খেলা প্রায় শেষ পর্যায়ে। সাকিবের দল বার্বাডোজের ম্যাচ বাকি আছে চারটি। ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দলটি পয়েন্ট তালিকায় আছে পাঁচে।

    বার্বাডোজের শেষ চারে ওঠার ভালো সম্ভাবনা আছে। কিন্তু লিটনের দল জ্যামাইকা তালাওয়াস ৮ ম্যাচ খেলে ৬টিতে হেরে পয়েন্ট টেবিলের তলানীতে পড়ে আছে। ক্রিস গেইল, ডোয়াইন স্মিথদের নিয়ে গড়া এই দলের বাকি আছে আর দুই ম্যাচ।

    ২৪ ঘন্টা/রাজীব..