Tag: সাদার্ন ইউনিভার্সিটি

  • সাদার্ন ইউনিভার্সিটি-রেডিসন ব্লু’র মধ্যে এমওইউ স্বাক্ষর

    সাদার্ন ইউনিভার্সিটি-রেডিসন ব্লু’র মধ্যে এমওইউ স্বাক্ষর

    পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহযোগিতার লক্ষ্যে চট্টগ্রামের প্রথম পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ’র সাথে মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং( এমওইউ) স্বাক্ষর করেছে সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ।

    গতকাল ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে হোটেলের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্রে স্বাক্ষর করেন সাদার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. মোজাম্মেল হক এবং রেডিসনের ব্যবস্থাপক মি. রনি ফাস ।

    এসময় উপস্থিত ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. ইসরাত জাহান, প্রক্টর কাজী নাজমুল হুদা, বিভাগের প্রধান শাকিনা সুলতানা পমি, অনুষ্ঠানের সমন্বয়ক ও হোটেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর আলী ইকরামুল হক রমিসহ রেডিসনের কর্মকতার্বৃন্দ। সাদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের অন্তর্গত হোটেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগ ও রেডিসন ব্লু যৌথভাবে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করে।

    সমঝোতা স্মারকে স্বাক্ষরের ফলে সাদার্ন ইউনিভার্সিটির হোটেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট’র শিক্ষার্থীরা রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে ৬ মাসের ইন্টার্নশিপে যোগ দিয়ে হাতে—কলমে শেখার সুযোগ পাবেন। ইন্টার্নশিপে পাঁচতারা হোটেলে প্রতিদিনের কাজকর্ম পর্যবেক্ষণের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি এ প্রতিষ্ঠানে চাকরীর ক্ষেত্রে আগ্রাধিকার পাবেন সাদার্ন শিক্ষার্থীরা। ইন্টার্নশিপ প্রোগ্রাম সফলভাবে শেষ করার পর ইন্টার্ন শিক্ষার্থীদের সনদ প্রদান করবে হোটেল কতৃর্পক্ষ ।এছাড়াও রেডিসনের বিভিন্ন বিভাগের প্রধানগণ অতিথি শিক্ষক হিসেবে তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাসে অংশ নিয়ে কর্মক্ষেত্রের নিজেদের অর্জিত অভিজ্ঞতা শিক্ষার্থীদের সাথে শেয়ার করবেন। প্রশিক্ষণ, কর্মশালাসহ সম্ভাব্য পর্যটন শিল্পের গবেষণা ও উন্নয়ন কাজে সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এবং রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ একসাথে কাজ করবে।

    এ সম্পর্কে উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হক বলেন, এমওইউ স্বাক্ষরের মধ্যে দিয়ে সাদার্ন ইউনিভার্সিটি আরও এক ধাপ এগিয়ে গেলো। নিজেকে তুলে ধরার নতুন ক্ষেত্র সৃষ্টি হলো সাদার্ন শিক্ষার্থীদের জন্য। ধন্যবাদ জ্ঞাপন করছি রেডিসন ব্লু এর সকল কর্মকতার্কে এমন একটি উদ্যোগ গ্রহণ করার জন্য। শিক্ষার্থীদের কল্যাণে সাদার্ন ইউনিভার্সিটি ও রেডিসন ব্লু সব সময় পাশে থাকবে এটাই প্রত্যাশা করি।

    এন-কে

  • সাদার্ন ইউনিভার্সিটিতে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

    সাদার্ন ইউনিভার্সিটিতে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

    সাদার্ন ইউনিভার্সিটির আয়োজনে ১১তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০১৯ ( বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল) আজ শুক্রবার স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে অনুষ্ঠিত হয়।

    সকালে জাতীয় পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফাসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। এরপর সবার অংশগ্রহণে অলিম্পিয়াড র‌্যালি ক্যাম্পাস থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের আশা-পাশের সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে ফিরে আসে।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, উপ-উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ, প্রতিযোগিতার আহবায়ক প্রফেসর ড. মো. আবুল মনসুর চৌধুরী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. শরীফুজ্জামান, প্রফেসর এজেএম নুরুদ্দীন চৌধুরী, প্রফেসর ড. ইসরাত জাহান, বিভিন্ন বিভাগের উপদেষ্টা, বিভাগীয় প্রধাণগণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে আগত প্রতিনিধিবৃন্দ।

    চট্টগ্রামে প্রথম বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে সাদার্ন ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদকে আয়োজক মনোনীত করে বাংলাদেশ গণিত সমিতি এবং এ.এফ.এম মুজিবুর রহমান ফাউন্ডেশন।

    প্রতিযোগিতায় বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৩২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। যার মধ্যে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চুয়েট, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ নামকরা ১৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

    প্রতিযোগীতায় প্রথম হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মামুনুল ইসলাম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন চুয়েটের মুজেবুর রহমান মারুফ ও নাজমুল হাসান। এছাড়াও নির্বাচিত হয়েছেন চবির তানিয়া আকতার,ইয়াসিন আরাফাত ও রুবেল হোসেন, চুয়েটের আরাফাত খন্দকার ও সুব্রত ভট্টচার্য, প্রিমিয়ারের সুমাইয়া ইয়াসমিন এবং আইআইইউসি’র সাওদ মাহমুদ। বিজয়ী ১০ জন ঢাকার চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

    প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা বলেন, শিক্ষার্থীদেরকে ভীতি দূর করে গণিতের সাথে সখ্যতা তৈরি করতে হবে। আমার বিশ্বাস এই ধরনের প্রতিযোগিতা গণিত শিখার ক্ষেত্রে শিক্ষার্থীদের উৎসাহী করবে।বাংলাদেশ গণিত সমিতি এবং এ.এফ.এম মুজিবুর রহমান ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি সাদার্ন ইউনিভার্সিটিকে এমন একটি প্রতিযোগিতা আয়োজন করার সুযোগ দেওয়ায়।

  • সাদার্ন ইউনিভার্সিটিতে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড শুক্রবার

    সাদার্ন ইউনিভার্সিটিতে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড শুক্রবার

    সাদার্ন ইউনিভার্সিটির আয়োজনে ১১তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০১৯ ( বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল) ৮ নভেম্বর শুক্রবার স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে অনুষ্ঠিত হবে।

    সকাল ০৯টায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু হবে।

    নাসিরাবাদ দুই নাম্বার গেইট মোড় থেকে যাতায়াত সুবিধায় প্রতিযোগীদের পরিবহনে বিশেষ বাস সার্ভিস সকাল ০৮টায় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে। কেউ যদি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিযোগিতায় উপস্থিত হতে না পারে তাহলে উক্ত শিক্ষার্থী অনুপস্থিত হিসেবে বিবেচিত হবে।

    গণিত অলিম্পিয়াড সুন্দর ও নির্বিঘ্নে করতে প্রতিযোগীদের যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আয়োজক কমিটি। জরুরি প্রয়োজনে নিম্নোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জানা যাবে:-০১৭৭৫২১৯৩৮৭।

    উল্লেখ্য, বাংলাদেশ গণিত সমিতি এবং এ.এফ.এম মুজিবুর রহমান ফাউন্ডেশন আয়োজক হিসেবে এবার সাদার্ন ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদকে মনোনীত করে। সকল প্রতিযোগির জন্য রয়েছে টি-শার্ট ও সনদপত্র এবং বিজয়ীদের জন্য ক্রেস্ট ও সনদপত্র। এছাড়াও চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ১০ জন পাবেন অর্থ পুরস্কার।