Tag: সাদিও মানে

  • সাদিও মানের রেকর্ডের দিনে লিভারপুলের জয়

    সাদিও মানের রেকর্ডের দিনে লিভারপুলের জয়

    ম্যাচের প্রথমার্ধে প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে শততম গোলের রেকর্ড স্পর্শ করেন সাদিও মানে। সেইসঙ্গে জালের দেখা পেয়েছেন মোহাম্মদ সালাহ ও নাবি কেইটা। তারকাদের জ্বলে ওঠার দিনে ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসকে উড়িয়ে দিল লিভারপুল।

    গতকাল শনিবার রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে পঞ্চম রাউন্ডে ক্রিস্টাল প্যালেসকে ৩-০ গোলে হারিয়েছে লিভারপুল। এই জয়ের মাধ্যমে লিগ টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে প্রিমিয়ার লিগের অন্যতম ক্লাবটি।

    ঘরের মাঠে এদিন বল দখল ও আক্রমণে দুটোতেই দাপুটে ছিল লিভারপুল। ম্যাচের ৬০ ভাগ সময় বল দখলে রেখে ২৫টি শট নেয় তারা, যার মধ্যে ১০টিই ছিল অনটার্গেটে যাওয়ার মতো। অন্যদিকে, প্যালেসের ১২ শটের মাত্র দুটি লক্ষ্যে যাওয়ার মতো ছিল।

    ম্যাচের ৪৩ মিনিটে মানের হাত ধরে প্রথম গোলের দেখা পায় লিভারপুল। কর্নারে সালাহর হেডে দুর্দান্ত সেভ করেন গুয়াইতা। কিন্তু, ছুটে এসে কাছ থেকে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন মানে। সব প্রতিযোগিতা মিলিয়ে লিভারপুলের জার্সিতে মানের ১০০টি গোল হলো।

    মানের এগিয়ে নেওয়ার পর বাকি দুই গোল করেন সালাহ ও কেইটা। ম্যাচের ৭৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। কর্নারে ভার্জিল ফন ডাইক হেড করতে লাফিয়ে ঠিকমতো বলে মাথা ছোঁয়াতে পারেননি। তাঁর কাঁধে লেগে বলে যায় ছয় বক্সের মুখে সালাহর পায়ে। সুযোগ হাতছাড়া না করে গোল করেন মিসরের এই ফরোয়ার্ড।

    আর, ৮৯তম মিনিটে সব স্কোরলাইন ৩-০ করেন কেইটা। ফলে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে লিভারপুর। পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি, তিনে আছে ইউনাইটেড।

    এন-কে

  • গ্লোব সকারের বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

    গ্লোব সকারের বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

    গ্লোব সকারের বর্ষসেরা খেলোয়াড় পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশিত হয়েছে আজ। প্রত্যশামত এই তালিকায় আছেন মেসি এবং রোনালদো।

    আগামী ২৯ ডিসেম্বর জমকালো অনুষ্ঠানের মাধ্যমে গ্লোব সকারের একাদশ তম সংস্করণের পুরস্কার প্রদান করা হবে।

    এই পুরস্কারটি সর্বোচ্চ পাঁচবার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোই ইতিহাসের একমাত্র ফুটবলার যে কিনা একবারের বেশি এই পুরস্কারটি জয়ের কৃতিত্ব দেখিয়েছেন। সর্বোচ্চ পাঁচবার এই পুরস্কার নিজের করে নিয়েছেন এই পর্তুগীজ তারকা।

    এবারের পুরস্কারের জন্য মনোনীত ফুটবলাররা হলো

    ক্রিস্টিয়ানো রোনালদো (জুভেন্টাস, পর্তুগাল)

    লিওনেল মেসি (বার্সেলোনা, আর্জেন্টিনা)

    ভার্জিল ভ্যান ডিজক (লিভারপুল, নেদারল্যান্ডস)

    অ্যালিসন বেকার (লিভারপুল, ব্রাজিল)

    সাদিও মানে (লিভারপুল, সেনেগাল)

    মোহাম্মদ সালাহ (লিভারপুল, মিশর)

    বার্নার্ডো সিলভা (ম্যান সিটি, পর্তুগাল)