Tag: সাধারণ ডায়েরি

  • মসজিদে মুঠোফোন হারালেন রেলমন্ত্রী, থানায় সাধারণ ডায়েরি

    মসজিদে মুঠোফোন হারালেন রেলমন্ত্রী, থানায় সাধারণ ডায়েরি

    ২৪ ঘন্টা ডট নিউজ। ডেস্ক : মসজিদে নামায পড়তে গিয়ে নিজের ব্যাক্তিগত মুঠোফোনটি হারিয়ে ফেলেছেন রেলমন্ত্রী নু‌রুল ইসলাম সুজ‌ন। তার মুঠোফোনটি ফিরে পেতে পুলিশের শরনাপন্ন হয়ে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি।

    থানায় সাধারণ ডায়েরি করার বিষয়টি নিশ্চিত করে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, শনিবার রাতে মন্ত্রীর পক্ষ থেকে এক ব্যক্তি রমনা থানায় মুঠোফোন হারানোর বিষয়টি উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করেন।

    সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন শুক্রবার রাজধানীর বেইলি রোডের ‘টিপ টপ’ মসজিদে নামাজ আদায়ের পর থেকে মন্ত্রী তার ব্যবহৃত মুঠোফোনটি খুঁজে পাচ্ছেন না।

    তবে মুঠোফোনটি চুরি হয়েছে নাকি কোথাও হারিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা বিষয়টি তদন্ত করে হারানো মোবাইল ফোনটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।