Tag: সানাই মাহবুব

  • ব্যাংকারের সাথে ঘর বাঁধলেন সানাই মাহবুব

    ব্যাংকারের সাথে ঘর বাঁধলেন সানাই মাহবুব

    দেশের আলোচিত মডেল-অভিনেত্রী সানাই মাহবুব। তিন বছর আগে সাবেক এক মন্ত্রীকে বিয়ে করছেন বলে খবর নিশ্চিত করেছিলেন নিজেই। এরপর তিনবছরে বিয়ের আর কোন খবর নেই।

    তবে তিনবছর পর শুক্রবার সত্যি সত্যি বিয়ের পিঁড়িতে বসেছেন এ অভিনেত্রী। বেসরকারি একটি ব্যাংকে কর্মরত আবু সালেহ মুসার সাথেই তার বিয়ে হয়। মুসা নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়ন দক্ষিণ দুরকুঠি এলাকার বাসিন্দা আনছার আলীর ছেলে।

    সানাই মিডিয়ার কাজের চেয়ে অন্যান্য ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচিত ছিলেন। শরীরে সার্জারি করানো, ফেসবুক লাইভে এসে নানা রকম মন্তব্য আর নিজেকে খোলামেলা রূপে উপস্থাপনের জন্য বেশি আলোচনায় ছিলেন তিনি।

    তবে ২০২১ সালে অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন সানাই। তার পর থেকেই আর আলোচনায় নেই তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সচল থাকলেও আগের মতো খোলামেলাভাবে আর দেখা যায়নি তাকে।

    ২৪ ঘন্টা/রাজীব

  • করোনা আক্রান্ত সানাই আইসিইউতে ভর্তি

    করোনা আক্রান্ত সানাই আইসিইউতে ভর্তি

    করোনাভাইরাসে আক্রান্ত ভার্চ্যুয়াল জগতে আলোচিত সানাই মাহবুবের শারীরিক অবস্থা আরো খারাপ হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করানো হয়েছে।

    শুক্রবার (৭ আগস্ট) বেলা সোয়া ১২ টায় সানাইয়ের বড় ভাবি শাহিনা আফরোজ মিষ্টি এতথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু আজ সকালে সানাইয়ের অবস্থা আরো বেশি খারাপ হতে শুরু করলে তাকে আইসিইউতি নেয়া হয়।

    এর আগে জানা গেছে, সানাইয়ের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গলাব্যথা ও কাশির সঙ্গে শ্বাসকষ্টও রয়েছে সানাইয়ের। শরীরও বেশ দুর্বল। তার শরীরে করোনা ভাইরাস শনাক্তের পর পরিবারের অন্য সদস্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

    নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ আসার পর সানাই বলেছেন, দুই সপ্তাহ আগে আমার শরীরে করোনার লক্ষণ দেখা দেয়। আতঙ্ক নিয়েই নমুনা পরীক্ষা করিয়েছিলাম। অবশেষে বুধবার ফলাফল এসেছে আমি করোনা পজিটিভ। আমি দোয়া চাই ভয়ংকর এই ভাইরাসের হাত থেকে যেন মুক্ত হতে পারি। আবার যেন কাজে ফিরতে পারি, সুন্দরভাবে জীবনযাপন করতে পারি।

    উল্লেখ্য, দেশীয় শোবিজের আলোচিত নাম সানাই মাহবুব। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা সানাই নাম লিখিয়েছেন চলচ্চিত্রেও। কিন্তু ক্যারিয়ার শুরু পর থেকেই বিভিন্ন সময়ে বিতর্কের শিকার হয়েছেন তিনি।

    ২৪ ঘণ্টা/এম আর