Tag: সাবরিনা সুলতানা চৌধুরী

  • সাবরিনার ২ এনআইডি, ইসিতে দুদকের চিঠি

    সাবরিনার ২ এনআইডি, ইসিতে দুদকের চিঠি

    জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীর নামে দুটি জাতীয় পরিচয়পত্র পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যে কারণ প্রকৃত তথ্য জানতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক সেলিনা আখতার মনি।

    আজ বুধবার (২৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে দুদকের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রণব কুমার ভট্টাচার্য্য।

    তিনি বলেন, ‘সম্প্রতি ডা. সাবরিনার বিষয়ে দুইটি আইডির তথ্য পায় দুদক। এ বিষয়ে জানতে নির্বাচন কমিশনের চিঠি দেওয়া হয়েছে।’

    দুদক সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের সচিব বরাবর দেওয়া চিঠিতে ডা. সাবরিনা দুইটি জাতীয় পরিচয় পত্রের আইডির নম্বর দিয়ে গত ১৯ আগস্ট চিঠি দেওয়া হয়েছে। এখনো চিঠির জবাব পায়নি দুদক। চিঠিতে অতি জরুরি কথা উল্লেখ করা হয়।

    করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীকে এরই মধ্যে জেলগেটে গত ২৪ আগস্ট জিজ্ঞাসাবাদ করে দুদক। একই ঘটনা ২৩ আগস্ট তার স্বামী আরিফুল হক চৌধুরীকেও জিজ্ঞাসাবাদ করা হয়।
    জিজ্ঞাসাবাদে দুজনেই নমুনা পরীক্ষা ও আত্মসাত করা অর্থের বিষয়ে সুনির্দিষ্টভাবে জানাতে পারেনি।

    ধারণা করা হচ্ছে, নথিপত্রে বড় ধরণের গলদ থাকার কারণেই তাদের বক্তব্যে অসঙ্গতি ছিল।

    এ ছাড়া তাদের সহযোগী আ স ম সাঈদ চৌধুরী, হুমায়ুন কবির ওরফে হিমু ও তার স্ত্রী তানজীনা পাটোয়ারী এবং প্রতিষ্ঠানটির ট্রেড লাইন্সেসের স্বত্বাধিকারী জেবুন্নেছা রিমাকেও জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে। গত ৬ আগস্ট জেলগেটে জিজ্ঞাসাবাদের প্রার্থনা করে দুদক।

    করোনার রিপোর্ট জালিয়াতির কারণে সাবরিনা চৌধুরীর স্বামী আরিফ চৌধুরীসহ ছয়জনকে গ্রেপ্তার করে ডিএমপি। সরকারি কর্মকর্তা হিসেবে বহাল থেকে ক্ষমতার অপব্যবহার করে তার স্বামী আরিফ চৌধুরীর সহায়তায় করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন ডা. সাবরিনা চৌধুরী। ১৫ হাজার ৪৬০টি জাল প্রতিবেদন তৈরি ও সরবরাহ করে তারা ৮ কোটি টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

    গত ১৩ জুলাই অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। বিভিন্ন সূত্রে জানা যায়, ডা. সাবরিনা চৌধুরী পেশায় একজন হৃদরোগ সার্জন। তার স্বামী আরিফ চৌধুরী। যার চতুর্থ স্ত্রী সাবরিনা।

    আরিফের মালিকানাধীন জেকেজি হেলথ কেয়ার নামের প্রতিষ্ঠানের মাধ্যমে তারা ২৭ হাজার করোনা রোগীর নমুনা সংগ্রহ করে। এর পর কোনো পরীক্ষা ছাড়াই ১৫ হাজার ৪৬০টি ভুয়া রিপোর্ট দেন। বাকি ১১ হাজার ৫৪০টি রিপোর্ট দিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) মাধ্যমে। এ অভিযোগে প্রতিষ্ঠানটিতে গত ২৩ জুন অভিযান চালিয়ে সিলগালা করে দেওয়া হয়।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ডিজিটাল আইনে গ্রেফতারকৃতদের ছেড়ে দিতে অনুরোধ করছেন নাসিমের পুত্রবধূ সাবরিনা

    ডিজিটাল আইনে গ্রেফতারকৃতদের ছেড়ে দিতে অনুরোধ করছেন নাসিমের পুত্রবধূ সাবরিনা

    সদ্য প্রয়াত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে কটুক্তি করে গ্রেফতার ব্যক্তিদের অব্যাহতি দিতে অনুরোধ জানিয়েছেন তার পুত্রবধূ ঢাকা বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাবরিনা সুলতানা চৌধুরী।

    মোহাম্মদ নাসিমের মৃত্যুরপর কটূক্তির অভিযোগে বিভিন্ন ব্যক্তিদের নামে ডিজিটাল সিকিউরিটি আইনে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এই আইনের বিপক্ষে তার অবস্থানের কথাও তুলে ধরেছেন তিনি। ফেসবুকে ২০ জুন তিনি এ বিষয়ে একটি পোস্ট দেন।

    এতে তিনি লিখেছেন:
    ভীষণ মনোঃকষ্ট নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম নিজের বাবার অপমানে।

    তাতে গণতন্ত্র ব্যাহত হয়েছে। তারপর আমি নিজে চোখটা বন্ধ করে অনেকক্ষণ ভাবলাম যে বাবা থাকলে কি করতেন। উত্তরটা পেয়ে গেলাম।

    তিনি হাসতেন, বলতেন ক্ষমা করতে। গ্রেফতার বা শাস্তি কিছুই চাইতেন না। এরকমই মানুষ ছিলেন তিনি। আমি নিজেও কখনো পারিবারিক কিছু কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে আনিনি। একটা ছবি পর্যন্ত না।

    নিজে ১৩ দিন আইসিইউতে ছিলাম। বাবাকে হারালাম। তারপর এসব নিষ্ঠুর আচরণ। তাই উত্তেজিত হয়ে পড়েছিলাম। কোনো শাস্তি বা মামলা আমরা চাই না। এই আইনের বিরুদ্ধে আমি নিজেও দাঁড়িয়েছি। আর কোনো দলকানা মানুষও আমি নই। বাবা তাঁর শেষ সময় পর্যন্ত দেশের জন্যে কাজ করেছেন। তারপরও যদি তাঁর কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা তাঁকে ক্ষমা করবেন। কন্যা হিসেবে আমি দোয়া চাই ওনার জন্যে। হিংসা বিদ্বেষ কখনো ভালো কিছু হতে দেয় না। সকল শিক্ষক মুক্তি পান, ভালো থাকুন। গণতন্ত্রের পক্ষে লড়াই করা মানুষটা যেনো জান্নাতবাসী হোন। আমাকেও ক্ষমা করবেন সাময়িক উত্তেজনার জন্যে। আমিও যেনো আমার সীমিত সামর্থ্য মানুষের পাশে থাকতে পারি। ভালো থাকবেন আপনারা।

    ২৪ ঘণ্টা/এম আর