Tag: সাবেক প্রেসিডেন্ট

  • পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ মারা গেছেন

    পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ মারা গেছেন

    পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল (অব.) পারভেজ মোশাররফ ৭৯ বছর বয়সে মারা গেছেন।

    রোববার (৫ ফেব্রুয়ারি) তার পরিবার এ তথ্য নিশ্চিত করেছে। সাবেক এই সামরিক শাসক দুবাইয়ের আমেরিকান হাসপাতালে অসুস্থতার জন্য চিকিৎসাধীন ছিলেন।

    মোশাররফ ব্রিটিশ ভারতের দিল্লিতে ১৯৪৩ সালের ১১ আগস্ট জন্মগ্রহণ করেন। ১৯৬১ সালের ১৯ এপ্রিল তিনি পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুল থেকে কমিশন পান। সাবেক এই সামরিক শাসক ১৯৬৫ ও ১৯৭১ সালের যুদ্ধেও অংশ নেন।

    ১৯৯৪ সালে জেনারেল পদে উন্নীত হন এবং এক বছর পর ১৯৯৯ সালের ১২ অক্টোবর জেনারেল (অব.) মোশাররফ একটি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন।

  • করোনা: কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট ওপাঙ্গোর মৃত্যু

    করোনা: কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট ওপাঙ্গোর মৃত্যু

    কঙ্গো প্রজাতন্ত্রের সাবেক প্রেসিডেন্ট জ্যাকস জোয়াকুইম ইয়োম্বি ওপাঙ্গো নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে প্যারিসের একটি হাসপাতালে মারা গেছেন।

    সোমবার (৩০ মার্চ) তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তার পরিবারের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এএফপি। মৃত্যুকালে ওপাঙ্গোর বয়স হয়েছিল ৮১ বছর।

    তিনি ১৯৭৭ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত কঙ্গোর নেতৃত্ব দেন। তার ছেলে জ্যাঁ জ্যাকস বলেন, করোনায় আক্রান্ত হওয়ার আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন। কঙ্গোর উত্তরাঞ্চলে ১৯৩৯ সালে তার জন্ম।

    ওপাঙ্গো ছিলেন একজন সেনা কর্মকর্তা। প্রেসিডেন্ট মারিয়েন এনগৌবি হত্যাকান্ডের পর রাষ্ট্রক্ষমতায় বসেন তিনি।

    কঙ্গোয় ১৯৯৭ সালে গৃহযুদ্ধ শুরুর পর ওপাঙ্গো ফ্রান্সে নির্বাসন জীবন শুরু করেন। ২০০৭ সালে দেশে ফিরতে পারলেও অসুস্থতার কারণে ফ্রান্স ও কঙ্গোতে থাকতেন ওপাঙ্গো।

    মধ্য আফ্রিকান দেশটিতে ১৯৯১ সালে বহু দলীয় রাজনীতির আবির্ভাব ঘটানো জাতীয় সম্মেলনের আগে মুক্তি পান ওপাঙ্গো।

    র‌্যালি ফর ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি প্রতিষ্ঠা করেন তিনি। তবে ১৯৯২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যান।

    প্রেসিডেন্ট প্যাসকাল লিসোবার সঙ্গে যুক্ত হয়ে ১৯৯৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত কঙ্গোর প্রধানমন্ত্রী হন তিনি।

    বিশ্বজুড়ে মহামারী রূপ নেওয়া করোনায় এ পর্যন্ত ৭ লাখ ৮৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে, মারা গেছে প্রায় ৩৮ হাজার। আর সুস্থ হয়েছেন ১ লাখ ৬৬ হাজারের বেশি মানুষ।

  • মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক মারা গেছেন

    মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক মারা গেছেন

    মিশরের ক্ষমতাচ্যুত সাবেক প্রভাবশালী রাষ্ট্রপতি হোসনি মোবারক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    মঙ্গলবার দেশটির কায়রো হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে গার্ডিয়ান।

    আরব বসন্তের ধাক্কায় ২০১১ সালে টানা ১৮ দিনের তীব্র আন্দোলনের মুখে মোবারকের ৩০ বছরের কঠোর শাসনের অবসান ঘটে। ক্ষমতাচ্যুত হওয়ার দুই মাস পর ২০১১ সালের এপ্রিলে গ্রেপ্তার হন হোসনি মোবারক। তখন থেকেই তিনি কারাগারে বন্দি ছিলেন। পরে অসুস্থ হয়ে পড়লে কড়া নিরাপত্তায় সামরিক হাসপাতালে চিকিৎসাধীন থাকেন।

    অভ্যুত্থান চলাকালে বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ থেকে শীর্ষ আদালত তখন তাকে খালাস দেন। ২০১২ সালে একটি অভিযোগে মোবারককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরে এই আদেশের বিরুদ্ধে আপিল করলে উচ্চ আদালত পুনর্বিচারের নির্দেশ দেন। দুই বছর পর মামলাটি খারিজ করে দেন আদালত। এরপর গত ২ মার্চ আপিল আদালত তাকে হত্যাকাণ্ডের দায় থেকেও অব্যাহতি দেন। বেশিরভাগ অভিযোগ থেকে খালাস পান ২০১৭ সালে।

    পুরো আরব বিশ্ব কাঁপিয়ে তোলা ওই গণ-অভ্যুত্থানে গদি হারানো নেতাদের মধ্যে মোবারকই প্রথম, যাকে নানা অভিযোগে বিচারের মুখোমুখি হতে হয়েছে।