Tag: সাবেক মন্ত্রী

  • করোনায় সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের মৃত্যু

    করোনায় সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের মৃত্যু

    করোনায় আক্রান্ত হয়ে সাবেক মন্ত্রী ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ মারা গেছেন। আজ বুধবার দুপুর সোয়া ১টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮১ বছর।

    বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চৌধুরী কামাল ইবনে ইউসুফ করোনায় আক্রান্ত ছিলেন।

    ফরিদপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এ কে কিবরিয়া স্বপন বলেন, গত ১৯ নভেম্বর চৌধুরী কামাল ইবনে ইউসুফ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। ২১ নভেম্বর তার করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

    চৌধুরী কামাল ইবনে ইউসুফ ফরিদপুর-৩ (সদর) আসন থেকে পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, ত্রাণ ও দুর্যোগমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

    চৌধুরী কামাল ইবনে ইউসুফ ফরিদপুর জেলার বিখ্যাত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। কামাল ইউসুফের পিতামহ ছিলেন জমিদার চৌধুরী মঈজউদ্দীন বিশ্বাস। তার পিতা ইউসুফ আলী চৌধুরী (মোহন মিয়া) ব্রিটিশ শাসনামলে মুসলিম লীগ নেতা এবং চাচা চৌধুরী আবদুল্লাহ জহিরউদ্দীন (লাল মিয়া) আইয়ুব সরকারের মন্ত্রিসভায় ছিলেন এবং আরেক চাচা এনায়েত হোসেন চৌধুরী পাকিস্তানের জাতীয় পরিষদ সদস্য ছিলেন।

    কামাল ইউসুফের বড় মেয়ে চৌধুরী নায়াব ইউসুফ আগামীকাল অনুষ্ঠেয় ফরিদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি’র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নায়াব ইউসুফ কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক।

    এ কে কিবরিয়া স্বপন আরও বলেন, কামাল ইউসুফের দুই মেয়ে দেশের বাইরে আছেন। পরিবারের সদস্যরা আলোচনা করে জানাজা ও দাফনের তারিখ নির্ধারণ করবেন।

    কামাল ইবনে ইউসুফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

  • বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান আর নেই

    বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান আর নেই

    বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    মঙ্গলবার (০৪ আগস্ট) রাত ৯ টা ১০ মিনিটে রাজধানীর এভার কেয়ার (সাবেক এপোলো) হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার সকাল থেকেই আবদুল মান্নানের শারীরিক অবস্থা খুবই অবনতি হয়। ‌পরে সাবেক এই আমলাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়। রাত সাড়ে নয়টার দিকে তিনি ইন্তেকাল করেন।

    তিনি জানান, মরহুমের লাশ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। বুধবার সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় ধানমণ্ডির ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে নিজ গ্রাম নবাবগঞ্জে নেয়া হবে। সেখানেই তৃতীয় দফা জানাজা শেষে তাকে দাফন করা হবে।

    রোববারই বাবার অসুস্থতার খবর শুনে লন্ডন থেকে আবদুল মান্নানের একমাত্র মেয়ে মেহরাজ মান্নান ও তার স্বামী বিএনপি নেতা ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম ঢাকায় আসেন৷

    এদিকে আবদুল মান্নানের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    আব্দুল মান্নান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ছিলেন। অবসরে যাওয়ার পর তিনি বিএনপির প্রার্থী হিসেবে ঢাকা-২ আসন থেকে ১৯৯১, ফেব্রুয়ারি ১৯৯৬, জুন ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে অংশ নিয়ে পরপর চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

    তিনি ১৯৯১ সাল থেকে ৯৬ সাল পর্যন্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০ সালে বিএনপির ঢাকা জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান পদে ছিলেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ করোনায় আক্রান্ত

    সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ করোনায় আক্রান্ত

    সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

    শুক্রবার (১৯ জুন) তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

    বর্তমানে এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে থাকা খন্দকার মোশাররফ বলেন, ‘তিন দিন আগে করোনা পরীক্ষার প্রতিবেদন পজেটিভ এসেছে। এখন চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছি।’

    তিনি সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন।

    খন্দকার মোশাররফ ২০০৯ সালে গঠিত আওয়ামী লীগ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ছিলেন। পরে গত সরকারের আমলে তিনি এলজিআরডিমন্ত্রী হন। তিনি ফরিদপুর থেকে নির্বাচিত সংসদ সমস্য।

    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনা:সাবেক মন্ত্রীর বাসায় আক্রান্ত ৮, একজনের মৃত্যু

    করোনা:সাবেক মন্ত্রীর বাসায় আক্রান্ত ৮, একজনের মৃত্যু

    সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী ও লক্ষ্মীপুর-১ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য মরহুম জিয়াউল হক জিয়ার রাজধানীর মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডের বাসায় একজন মৃত ও ৮ জন করোনাভাইরাস আক্রান্ত রোগীর খবর পাওয়া গেছে।

    মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে মোহাম্মদপুর থানা পুলিশ ও আইইডিসিআরের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং পুরো এলাকা লকডাউন করে দেয়া হয়েছে।

    মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

    এদিকে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় মোহাম্মদপুর এলাকার আরও তিন সড়ক লকডাউন করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে এ তিনটি সড়কের প্রবেশপথ লকডাউন করা হয়েছে। ফলে এসব সড়কে কাউকে প্রবেশ এবং বাহির হতে দেয়া হচ্ছে না। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লকডাউনের আওতায় থাকবেন এসব এলাকার বাসিন্দারা।

    সড়কগুলো হলো-মোহাম্মদপুরের তাজমহল রোডের ২০ সিরিয়াল রোড, বাবর রোডের কিছু অংশ ও বসিলার পশ্চিম অংশ।

    মোহাম্মদপুর ফাড়ির ইনচার্জ মো. প্লাবন আহমেদ রাজিব বলেন, আমরা জানতে পেরেছি মোহাম্মদপুরের চারটি রোডে করোনা রোগী শনাক্ত হয়েছে। জানার সঙ্গে সঙ্গে ওসি স্যার ও এসি স্যারে নেতৃত্বে আমরা এই রোডগুলো লকডাউন করি। সবাই বাসায় থাকবেন। আমরা সতর্ক হওয়ার জন্য মাইকিং করছি। বিশেষ প্রয়োজন হলে ৩৩৩ তে কল দিয়ে আপনার কাঙিক্ষত সেবা পেতে পারেন।

    মোহাম্মদপুর থানার ওসি বলেন, আমরা মোহাম্মদপুরের চারটি রোডে ছয়জন করোনা রোগী শনাক্ত হওয়ায় রোডগুলো লকডাউন করে দিয়েছি। এ রোডে কারও প্রবেশ ও বাহির হওয়া নিষেধ করা হয়েছে।

  • সাবেক মন্ত্রী রহমত আলী আর নেই

    সাবেক মন্ত্রী রহমত আলী আর নেই

    আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ অ্যাডভোকেট মো. রহমত আলী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

    অ্যাডভোকেট রহমত আলীর ব্যক্তিগত সহকারী এসএম জাহাঙ্গীর আলম সিরাজী বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন তিনি ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর অ্যাডভোকেট রহমত আলী গাজীপুর-৩ (শ্রীপুর-ভাওয়ালগড়-পিরুজালী-মির্জাপুর) আসন থেকে ১৯৯১ সাল থেকে দশম সংসদ পর্যন্ত পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।

    অ্যাডভোকেট রহমত আলী সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রবক্তা। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মেয়ে রুমানা আলী টুসী একাদশ জাতীয় সংসদে ১৪নং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য।

  • দুর্নীতির মামলা:মীর নাসির ও মীর হেলালের সাজা বহাল

    দুর্নীতির মামলা:মীর নাসির ও মীর হেলালের সাজা বহাল

    দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিনের ১৩ বছরের কারাদণ্ড ও তার ছেলে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের ৩ বছরের কারাদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট।

    মঙ্গলবার বিকালে হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। রায়ের কপি পাওয়ার তিন মাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।

    ২০০৭ সালের ৬ মার্চ তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাসির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করে দুদক।

    এ মামলায় বিশেষ জজ আদালত একই বছরের ৪ জুলাই এক রায়ে মীর নাসির উদ্দিনকে ১৩ বছর এবং তার ছেলে মীর হেলালকে তিন বছরের কারাদণ্ড দেন।