Tag: সাভার

  • সাভারে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা বৈজ্ঞানিক কর্মকর্তাসহ নিহত ৪, আহত ৩৫

    সাভারে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা বৈজ্ঞানিক কর্মকর্তাসহ নিহত ৪, আহত ৩৫

    সাভারের বলিয়াপুরে ঢাকা-আরিচা মহাসড়কে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের তিন কর্মকর্তাসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩৫ জন যাত্রী।

    নিহতরা হলেন- বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা অন্তঃসত্ত্বা পূজা সরকার, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুজ্জামান, পরমাণু শক্তি কমিশনের ইঞ্জিনিয়ার কাউসার আহম্মেদ রাব্বি ও স্টাফ বাসের চালক রাজিব হোসেন।

    সাভারের ট্রাফিক পরিদর্শক আব্দুস সালাম সমকালকে জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে বলিয়াপুরের শ্যামলী পেট্রোল পাম্পের সামনে একটি যাত্রীবাহী বাস ইউটার্ন নেওয়ার সময় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের দ্রুতগামী একটি বাস ধাক্কা দেয়। এ সময় ঢাকাগামী একটি গরুবোঝাই ট্রাক আবার বাসের সামনের অংশে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

    আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

  • জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন

    জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন

    সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

    বুধবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টা ৩৫ মিনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার সামরিক সচিবরা শ্রদ্ধা নিবেদন করেন।

    রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামিম উজ জামান ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী শ্রদ্ধা নিবেদন করেন।

    জাতীয় প্যারেড স্কয়ারে ভোর ৬টা ৩৪ মিনিটে ৩১বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।

    প্রথমে রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর।

    শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল।

    তবে করোনা পরিস্থিতির কারণে এবার বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়নি।

    পর্যায়ক্রমে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

    একে একে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন, সরকারি-বেসরকারি দফতর, সাধারণ মানুষের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

    আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বিজয়ের ৪৯তম বার্ষিকী। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন।

    ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহ্রাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি বাহিনীর ৯১,৬৩৪ জন সেনাসদস্য বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে।

    এর ফলে পৃথিবীর বুকে বাংলাদেশ নামের একটি স্বাধীন ও সার্বভৌম দেশের অভ্যুদয় ঘটে। এ মহতী অর্জনে রয়েছে ৩০ লাখ শহীদের আত্মদান আর ২ লাখ মা-বোনের সম্ভ্রম।

  • আশুলিয়া থানার ওসিসহ ৫ পুলিশ করোনায় আক্রান্ত

    আশুলিয়া থানার ওসিসহ ৫ পুলিশ করোনায় আক্রান্ত

    সাভারের আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপুসহ পাঁচ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

    শুক্রবার (২৯ মে) সকালে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

    ওসি রিজাউল হক দিপু বিষয়টি নিশ্চিত করে জানান, গত দুইদিন ধরে তার শরীরে জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরে শুক্রবার সকালে জানতে পারেন তার করোনা পজিটিভ। বর্তমানে তিনি আশুলিয়া থানায় তার কক্ষে হোম আইসোলেশনে রয়েছেন।

    ওসি আরও জানান, তিনিসহ আশুলিয়া থানার পাঁচ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আরও আট পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদেরও করোনা পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

    সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাজমুল হুদা মিঠু জানান, সাভারে নতুন করে আরও ৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা ৩৮৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৪১ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ছয়জন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানে বেঁচে গেল আত্মহত্যা করতে যাওয়া যুবক

    পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানে বেঁচে গেল আত্মহত্যা করতে যাওয়া যুবক

    রাজধানীর অদূরে সাভার পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানে বেঁচে গেল আত্মহত্যা করতে যাওয়া এক যুবক।

    ঢাকার সাভারে ৯৯৯ এ ফোন পেয়ে আত্মহত্যা করতে যাওয়া এক যুবককে উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।

    মঙ্গলবার বিকালে রাজাসন পলু মার্কেট এলাকায় এ ঘটনায় ঘটে। বাংলাদেশ পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা গেছে।

    বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে বলা হয়, মঙ্গলবার বেলা ৩টার দিকে একজন ৯৯৯ এ ফোন করে জানান, পলু মার্কেট এলাকায় এক ব্যক্তি ৬ তলা বিল্ডিংয়ের ছাদে উঠে নিচে লাফ দিয়ে আত্মহত্যা করতে উদ্যত হয়েছেন। বিষয়টি জানানো মাত্রই সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়।

    পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে লোকটি ছাদে এমনভাবে দাঁড়ানো, একটু বেখেয়ালি নড়াচড়া করলেই নিচে পরে যেতে পারে। তখন পুলিশ তার সঙ্গে কথার চেষ্টা করলে লোকটি জানায়, তার বাড়ি রংপুর। তিনি ওখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবেন। ওখান থেকে নামবেন না। কেউ উদ্ধার করতে এলে লাফ দিবেন বলেও হুমকি দিচ্ছিলেন। কিন্তু এভাবে কিছুক্ষণ কথা বলার পর পুলিশ এটা বুঝতে পারে, লোকটি মানসিকভাবে পুরোপুরি সুস্থ নন। তখন, চিন্তা বেড়ে যায় উপস্থিত পুলিশের। তাকে উদ্ধারের জন্য নেয়া হয় ত্বরিত ব্যবস্থা।

    লোকটিকে উদ্ধার করতে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা দুটি দলে ভাগে হয়ে যায়। পুলিশের একটি দল ওই লোকটির সঙ্গে কথা বলে তার মনোযোগ তাদের দিকে ধরে রাখছিল। অন্য দলটি ওই ভবনের ছাদে ওঠে। সেখানে গিয়ে দেখে ছাদের দরজাটি ওই লোকটি বাইরের দিক থেকে আটকে রেখেছে। দরজা না ভেঙ্গে ছাদে ওঠার কোনো উপায় নেই।

    তখন পুলিশ হালকা করে ছাদের স্টিলের দরজায় টোকা দেয়। তখন দেখা যায়, আত্মহত্যা করতে যাওয়া লোকটির খেয়াল নিচে থাকা পুলিশ সদস্যদের দিকে। দরজার শব্দ সে খেয়াল করছে না। ঠিক এই সুযোগেই পুলিশ শাবল দিয়ে দেয়ালের খানিকটা ইট ভেঙ্গে একটি ফুটো তৈরি করে। এরপর সেখান দিয়ে হাত ঢুকিয়ে দরজা খুলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে।

    এর মাধ্যমেই প্রায় এক ঘণ্টা ধরে চলা পুলিশের উদ্ধার অভিযানের সফল সমাপ্তি ঘটে।

  • আশুলিয়ায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    আশুলিয়ায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    শুক্রবার (২৫ অক্টোবর) সকালে বুড়িরবাজার এলাকার একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

    নিহতরা হলেন- ছাদিয়া আক্তার (২৩) ও তার স্বামী সোহাগ মিয়া (২৬)। ছাদিয়া খুলনা জেলার রূপসা থানার মনু মিয়ার মেয়ে ও সোহাগ বাগেরহাট জেলা সদর থানার মোস্তফা মিয়ার ছেলে।

    পুলিশ জানায়, রাতে কোনো এক সময় ওই দম্পতি গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারে। তবে ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

    আশুলিয়া থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষটি তদন্ত করে দেখা হচ্ছে।’

    এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

  • গাছ কেটে ভাইরাল হওয়া লাকি আটক

    গাছ কেটে ভাইরাল হওয়া লাকি আটক

    সাভারের সিআরপি এলাকায় ছাদবাগানের গাছ কেটে ভাইরাল হওয়া খালেদা আক্তার লাকীকে আটক করেছে পুলিশ।

    বুধবার সকালে সাভারের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

    সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সাঈদ জানান, অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য খালেদা আক্তার লাকীকে আটক করা হয়েছে।

    প্রসঙ্গত, সুমাইয়া হাবিব নামে সাভারের বাসিন্দা সিআরপি এলাকার বাসিন্দা মঙ্গলবার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে খালেদা আক্তার লাকীকে দা হাতে ছাদবাগানের গাছ কেটে ফেলতে দেখা যায়। ভিডিওটি ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়লে বেশ কিছু গণমাধ্যমে এ নিয়ে সংবাদও প্রকাশ হয়।

    ফেসবুকে ভিডিও শেয়ারের পাশাপাশি একটি দীর্ঘ পোস্টও দেন সুমাইয়া হাবিব। পোস্টে গাছ কেটে ফেলার বিষয়টি উল্লেখ করে সুমাইয়া লেখেন, ‘এই মহিলার গাছ পছন্দ না। তার বক্তব্য, আমাদের গাছ ছাদের পরিবেশ নষ্ট করে ফেলছে। তাই এই মহিলা আমাদের সব গাছ কেটে ফেলছে। কী অপরাধ ছিল গাছের? কী অপরাধ ছিল? কেউ বলতে পারবেন?’

    অবশ্য মঙ্গলবার রাতে ফেসবুকে লাইভে এসে খালেদা আক্তার লাকীকে নির্দোষ দাবি করেন তার ছেলে।