Tag: সার্ভেয়ার গ্রেফতার

  • ঘুষ নেওয়ায় দুদকের হাতে গ্রেফতার সার্ভেয়ার আবদুর রহমান

    ঘুষ নেওয়ায় দুদকের হাতে গ্রেফতার সার্ভেয়ার আবদুর রহমান

    ঘুষ নেওয়ার অভিযোগের সত্যতা পেয়ে দুদকের হাতে গ্রেফতার হয়েছে কক্সবাজারের মহেশখালী ভূমি অফিসের সার্ভেয়ার আবদুর রহমান। গ্রেফতার পরবর্তী তার কাছ থেকে ঘুষের আড়াই লাখ টাকাও উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    আজ সোমবার বিকেলে মহেশখালী ভূমি অফিসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    দুদকের চট্টগ্রাম কার্যালয়ের বিভাগীয় উপ-পরিচালক মো. মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘুষ নেওয়ার অভিযোগ পেয়ে অভিযানে মহেশখালী ভূমি অফিসে অভিযানে গেলে ঘুষ লেনদেনের বিষয়টি প্রমাণিত হয়। এসময় ঘুষের আড়াই লাখ টাকাসহ সার্ভেয়ার আবদুর রহমানকে গ্রেফতার করা হয়।