Tag: সালমান খান

  • কলকাতায় মঞ্চ মাতালেন ভাইজান

    কলকাতায় মঞ্চ মাতালেন ভাইজান

    ১৩ বছর পর কলকাতায় গেছেন বলিউডের ভাইজান সালমান খান। শনিবার (১৩ মে) ইস্টবেঙ্গল ক্লাবের অনুষ্ঠানে এসে মঞ্চ মাতান তিনি। সঙ্গে ছিলেন পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্দেজ, সোনাক্ষী সিনহার মতো বলিউড নায়িকারা।

    নিজের হিট গান ‘ও ও জানে জানা’, ‘জিনে কে হ্যায় চার দিন’, ‘মুন্নি বদনাম হুয়ি’তে নেচে মঞ্চ মাতান সালমান। রোম্যান্টিক গানে পা মেলান সোনাক্ষী, জ্যাকলিন, পূজার সঙ্গেও। গত কয়েক মাস ধরে একের পর এক প্রাণনাশের হুমকি পেয়ে চলেছেন ভাইজান। সেই সব হুমকিকে উড়িয়ে দিয়ে খোশমেজাজে মঞ্চে পারফর্ম করলেন সালমান।

    শনিবার দুপুরে কলকাতায় পা রেখেই সোজা কালীঘাটে যান সালমান। পরনে আকাশি জিন্স এবং একই রঙের শার্ট। সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বলিউডের ভাইজান। তাকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। হরিশ চ্যাটার্জি রোড তখন উপচে পড়ে অনুরাগীদের ভিড়ে। নায়কের ‘দর্শন’ পেতে কালীঘাটে হাজির হয়েছিলেন নেতাজিনগর সালমান খান ফ্যান ক্লাবের সদস্যরাও। উজ্জ্বয়ন চৌধুরী নামে ক্লাবের এক সদস্য বলেন, ‘সালমান খানকে ইস্টবেঙ্গল ক্লাবেও দেখব। ওকে কালীঘাটেও দেখব।’

    অন্যদিকে ইস্টবেঙ্গলে ক্লাবের পক্ষ থেকে আজীবন সদস্যপদ দিয়ে সম্মানিত করা হয় সালমান খানকে। অনুষ্ঠানের শেষে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় তাকে। সম্মান ও উপহার পেয়ে আপ্লুত তারকা। অনুষ্ঠানের শেষে প্রথমে মঞ্চে ওঠেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয় সালমানকে। তারপর মঞ্চে ওঠেন ইস্টবেঙ্গলের কর্তা দেবব্রত (নীতু) সরকার। ছিলেন ইস্টবেঙ্গলের বাকি কর্তারাও। সালমানকে চিরাচরিত লাল-হলুদ উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয় ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে। ক্লাবের শতবর্ষ উপলক্ষ্যে তৈরি বিশেষ মুদ্রাও দেওয়া হয় স্মারক হিসাবে। সালমানের প্রিয় ২৭ নম্বর লাল-হলুদ জার্সি তুলে দেওয়া হয় তার হাতে। এছাড়াও মাঠের ঘাস এবং মাটি প্রতীকী হিসেবে তুলে দেওয়া হয় তার হাতে।

  • দক্ষিণী স্টাইলে দারুণ এন্ট্রি সালমানের

    দক্ষিণী স্টাইলে দারুণ এন্ট্রি সালমানের

    অভিনয় জগতে সালমান খান মানেই হলো নতুন কোনো চমক। এটা হোক নতুন চরিত্রে কিংবা পোশাকে। আর এবার দক্ষিণী স্টাইলে লুঙ্গি, শার্ট পড়ে রীতিমতো নজর কাড়লেন বলিউডের এই অভিনেতা।

    সম্প্রতি মুক্তি পেয়েছে সালমানের নতুন ছবি ‘কিসি কা ভাই কিসি কি জানে’র নতুন গান ‘বথুকাম্মা’। দক্ষিণী ভাষার এই গানেই চমক দিলেন তিনি। ইতোমধ্যেই তার এই লুক দেখে অনুরাগীদের মধ্যে ব্যাপক হইচই পড়ে যায়।

    দক্ষিণী সুপারস্টার তামিল ছবি ‘বীরম’-এর অনুপ্রেরণায় তৈরি সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি। সালমানের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন ফারহাদ শামজি। চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। প্রথমে ‘বীরম’ এর রিমেক হিসেবে ‘বচ্চন পাণ্ডে’ তৈরি করতে চেয়েছিলেন ফারহাদ। কিন্তু পরে আরেক তামিল ছবি ‘জিগরঠান্ডা’র রিমেক হিসেবে ছবিটি তৈরি করেন। আর নায়ক হিসেবে নেন অক্ষয় কুমারকে।

    পরে যখন সালমান খানের সঙ্গে সিনেমা তৈরির পরিকল্পনা হয়, তখন ‘বীরম’ ছবির প্রস্তাব দেন ফারহাদ। প্রথমে এই ছবির নাম ঠিক হয়েছিল ‘কভি ঈদ কভি দিওয়ালি’। কিছুদিন আগেই ছবির নাম পাল্টানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আর তা বদলে ‘কিসি কা ভাই কিসি কি জান’ রাখা হয়। নায়িকা হিসেবে বাছা হয় পূজা হেগড়েকে।

  • ফের গায়কের ভূমিকায় সালমান

    ফের গায়কের ভূমিকায় সালমান

    ‘পাঠান’ দিয়ে দীর্ঘ ৪ বছর পর সিনেমায় ফিরে ঝড় তুলেছেন শাহরুখ খান। এবার সালমান খানের পালা।

    তার জন্য অপেক্ষা করতে হবে চলতি বছরের ঈদ পর্যন্ত। মুক্তি পাবে ‘ভাইজান’-এর নতুন ছবি, ‘কিসি কা ভাই, কিসি কি জান’।

    আর সেই সিনেমায় থাকছে বাড়তি এক চমক। সূত্রের খবর, ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় সালমানের কণ্ঠে গানও শুনবেন তার ভক্ত-অনুরাগীরা।

    সিনেমারা অ্যালবামে থাকছে ‘নাইয়ো লাগদা’ গানের অন্য একটি ভার্সন। সেই সংস্করণটি গাইবেন স্বয়ং সালমান। সেই গানে সুর করবেন হিমেশ রেশমিয়া।

    সম্প্রতি সুরকার হিমেশ রেশমিয়া নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন। পোস্টটি তিনি সালমান খানকে ট্যাগ করে লিখেছেন, সত্যিই অত্যন্ত উত্তেজিত। ভাইজান কিছু স্পেশালভাবে মুক্তি পেতে চলেছে ‘নাইয়ো লাগদা’।

    তথ্য এটুকুই। এর বেশি জানা যায়নি। কারণ, এখনই এই গান নিয়ে বিশেষ কোনো তথ্য দিতে নারাজ ছবির নির্মাতারা। ঈদের আগে ভক্তদের চমকে দিতে চান সালমান। তাই ছবি মুক্তির আগেই তার গাওয়া গানটি প্রকাশ্যে আনার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

    ভাইজানকে দেখতে আর তার কণ্ঠে গান শুনতে মুখিয়ে সিনেপ্রেমীরা। অবশ্য সালমানের কণ্ঠে গান এই প্রথম নয়। এর আগে বেশ কয়েকটি ছবিতে তাকে শ্রোতারা গায়কের ভূমিকায় দেখেছেন।

    ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘কিক’ ছবিতে ‘হ্যাংওভার’ গানটি গেয়েছিলেন সল্লু ভাই। এরপ পর ‘হিরো’ সিনোমায় ‘মায় হু হিরো তেরা’ টাইটেল ট্র্যাকের একটি ভার্সন গান সালমান। টাইটেল ট্র্যাকটিতে কণ্ঠ দেন তরুণ শিল্পী আরমান মালিক। দুটো গানই জনপ্রিয় হয়েছিল বেশ।

    গানের প্রতি যে তার ভালোলাগা আছে, তার প্রমাণ সালমানের সমাজমাধ্যমের পাতা। সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের প্রয়াণের পরে তারই একটি গানের কয়েক কলি গেয়ে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেতা।

  • গডফাদারে সালমান খান!

    গডফাদারে সালমান খান!

    সুপারস্টার চিরঞ্জীবীর সঙ্গে জুটি বেঁধেছেন বলিউড ভাইজান সালমান খান। আপকামিং এ মুভিটির নাম ‘গডফাদার’। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

    এরই মধ্যে দক্ষিণী এই মুভিটির টিজার প্রকাশ পেয়েছে নেটদুনিয়ায়। এ ছবিতে অভিনয়ের মাধ্যমে সালমান দক্ষিণী ছবিতে হাতেখড়ি নিয়েছেন বলা যায়। যার গুরু চিরঞ্জীবী।

    তেলুগু ভাষার এ ছবিটি মূলত সুপারহিট মালয়ালম ছবি ‘লুসিফার’ রিমেক। প্রকাশিত হওয়া ১ মিনিট ৩৩ সেকেন্ডের টিজারে দুই তারকাকেই আলাদা আলাদা গুরুত্ব দেয়া হয়েছে।

    টিজারে দেখা যায়, একদিকে বন্দুক হাতে এন্ট্রি হচ্ছে চিরঞ্জীবীর তো অন্যদিকে কালো জ্যাকেট চাপিয়ে বাইকে চেপেছেন সালমান খান।

    গুঞ্জন উঠেছে, সালমানের পানভেলের ফার্ম হাউসে এ ছবির শুটিং হয়েছে। রাজনৈতিক থ্রিলারে নির্মিত এই ছবিতে সালমান ক্যামেরায় ধরা দেবেন অ্যাকশন মুডে। আশা করা হচ্ছে, চলতি বছরের শেষের দিকেই মুক্তি পাবে দর্শক হৃদয়ে প্রতীক্ষিত গডফাদার সিনেমাটি।

    এন-কে

  • সুশান্তের আত্মহত্যা: সালমান-কারান-সঞ্জয়-একতা সহ ৮ জনের বিরুদ্ধে মামলা

    সুশান্তের আত্মহত্যা: সালমান-কারান-সঞ্জয়-একতা সহ ৮ জনের বিরুদ্ধে মামলা

    বলিউডের তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় ভারতীয় অভিনেতা সালমান খান, একতা কাপুর, পরিচালক সঞ্জয় লীলা ভানসালি, পরিচালক-প্রযোজক কারান জোহারসহ ৮ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন এক আইনজীবী।

    বুধবার (১৭ জুন) বিহারের একটি আদালতে মামলাটি করেন তিনি।

    এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মামলাটি আমলে নিয়ে আগামী ৩ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

    বিহারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে করা মামলায় অ্যাডভোকেট সুধীর কুমার ওঝা নামে ওই আইনজীবী অভিযোগ করেছেন, অভিযুক্তরা চক্রান্তের মাধ্যমে সুশান্তকে আত্মহত্যায় বাধ্য করেছেন যা হত্যাকাণ্ডের সমতুল্য।

    মামলায় অভিযুক্ত বাকিরা হলেন- আদিত্য চোপড়া, সাজিদ নাদিওয়াদওয়ালা, ভূষণ কুমার ও পরিচালক দীনেশ।

    অভিযোগকারী আইনজীবীর ভাষ্য, অভিযুক্তরা চক্রান্ত করে সুশান্তের সিনেমা মুক্তি পেতে দেননি। এমনকি তাদের কারণে কোনো ধরনের সিনেমা সংক্রান্ত অনুষ্ঠানেও নিমন্ত্রণ পেতেন না সুশান্ত।

    আইনজীবী ওঝা আরও বলেন, সুশান্তের মৃত্যুতে শুধু বিহারই নয় পুরো ভারতের মানুষই কষ্ট পেয়েছেন। ভারতীয় আইনের ৩০৬, ১০৯, ৫০৪ ও ৫০৬ ধারায় করা এই মামলায় সাক্ষী করা হয়েছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে।

    প্রসঙ্গত, গত রোববার মুম্বাইয়ের বান্দ্র ফ্ল্যাটে আত্মহত্যা করেন ভারতীয় চলচ্চিত্রের চলতি সময়ের সফল অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ৩৪ বছর বয়সী এই অভিনেতা গত ছয় মাস ধরে মানসিক বিষণ্ণতায় ভুগছিলেন বলে জানা গেছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করলেন সালমান-ক্যাটরিনা

    প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করলেন সালমান-ক্যাটরিনা

    আজ সন্ধ্যায় বঙ্গবন্ধু ‍বিপিএলের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাতে ঢাকায় এসেছেন বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ।

    বিপিএল সপ্তম আসরের উদ্বোধন ঘোষণার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেসিডেন্স বক্সে বসে ভারতীয় তারকা সঙ্গীত শিল্পী সোনু নিগমের গান শুনছেন ঠিক তখন প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করতে সেখানে আসেন সালমান-ক্যাটরিনা।

    প্রধানমন্ত্রীর উদ্বোধন ঘোষণার আগেই শুরু হয়েছে প্রথম পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান। সূচিতে বিকেল ৫টার কথা বলা হলেও বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে বেজেছে ৫টা ৪০ মিনিট। এরপর সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে মইদুল ইসলাম খান ডি রকস্টার শুভ আসেন দিনের প্রথম পারফরম্যান্স নিয়ে। এরপর মঞ্চে আসবেন ভারত বরেণ্য সঙ্গীত শিল্পী কৈলাশ খের।

    উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ মঞ্চে উঠবেন একদম শেষে। প্রথমে একক পারফরম্যান্স করবেন দু’জন। এরপর আবার দুজনের দ্বৈত পারফরম্যান্স দিয়ে শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠান। সালমানের আগে মঞ্চে উঠবেন ক্যাটরিনা। তাকে দেখা যাবে ৯টা ৩৫ মিনিটে।

    ক্যাটরিনার ২৫ মিনিটের পারফরম্যান্সের পর রাত ১০টায় আসবেন সালমান। তিনি একা মঞ্চ মাতাবেন ২০ মিনিট। এরপর দু’জন মিলে ১০টা ২০ থেকে প্রায় ১১টা পর্যন্ত দর্শকদের উপহার দেবেন দ্বৈত পারফরম্যান্স।

    আগামী ১১ ডিসেম্বর থেকে বিপিএলের খেলা শুরু হবে। ঢাকা, সিলেট এবং চট্টগ্রামে বিপিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

  • সালমান খানের বাড়ির সামনে বিক্ষোভ

    সালমান খানের বাড়ির সামনে বিক্ষোভ

    শুক্রবার থেকে বিগ বস ১৩ এর সম্প্রচার বন্ধ করার দাবিতে সালমান খানের বাড়ির সামনে বিক্ষোভ করছেন একদল মানুষ। এই বিক্ষোভ থেকে আবার গ্রেফতার হয়েছে ২০ জন।

    মূলত বিগ বসের ১৩তম সিজনে ‘বেড ফ্রেন্ড ফরেভার’ শুরু হওয়ার পর থেকে এটি বন্ধের দাবি ওঠে।

    অভিযোগ, এই শোয়ের মাধ্যমে অশ্লীলতা ছড়ানো হচ্ছে। যা কিনা ভারতের ভাবমূর্তি নষ্ট করছে। ফলে সালমান খানের বাড়ির সামনে অবস্থান নেয় কর্ণি সেনার সদস্যরা। তারা এটি বন্ধে বিক্ষোভ করতে থাকে।

    অনলাইন পোর্টাল বলিউড হাঙ্গামা জানিয়েছে, বিক্ষোভকারীরা অভিযোগ করেন, এই অনুষ্ঠানে নানা ধর্মের মানুষ, অবিবাহিত মানুষ একসঙ্গে এক বিছানায় শোন, যা ভারতীয় সংস্কৃতির পরিপন্থী।

    এতে করে শুক্রবার মুম্বাইয়ে সালমানের বাড়ির বাইরে বিক্ষোভ প্রদর্শন করে তারা। এসময় ২০ জনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার পর সালমান খানের বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    এর আগে উত্তর প্রদেশ বিধানসভার সদস্য নন্দ কিশোর গুজ্জার অনুষ্ঠানটির সম্প্রচার বন্ধে তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরকের কাছে চিঠি পাঠান। একই দাবি করে জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছে গাজিয়াবাদের ব্রাহ্মণ মহাসভা।

    ইতোমধ্যে এই শো নির্মাতাদের কাছ থেকে রিপোর্ট তলব করেছে তথ্য মন্ত্রণালয়। এদিকে ‘বিগ বস’ নিয়ে এত কিছু হয়ে যাওয়ার পরও সালমান খানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

  • ফেবুতে বলিউড সুপারস্টার সালমান খানকে হত্যার হুমকি

    ফেবুতে বলিউড সুপারস্টার সালমান খানকে হত্যার হুমকি

    বিনোদন ঘন্টা : বলিউড সুপারস্টার, বলিউডের ভাইজানকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

    স্টুডেন্ট অর্গানাইজেশন অব পাঞ্জাব ইউনিভার্সিটির (এসওপিইউ) ফেসবুক ওয়ালে সালমান খানের একটি ছবি দিয়ে এমন একটি পোস্ট দেওয়া হয়। যা ভাইরাল হওয়ার পর তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ।

    ওই পোস্টে বলা হয়েছে, ‘সালমান, ভারতীয় আইন থেকে নিজেকে বাঁচাতে পারবে ভাবছো? তবে বিষ্ণয় সমাজ ও সোপু পার্টি তোমাকে মৃত্যুদণ্ডের ঘোষণা দিয়েছে। তুমি সোপুর আদালতে অভিযুক্ত। মেয়েদের সম্মান করো, প্রাণী রক্ষা করো, মাদক এড়িয়ে চলো, দরিদ্রকে সাহায্য করো।’

    এদিকে আজ বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিলুপ্তপ্রায় কৃষ্ণসার হরিণ শিকার মামলার শুনানি হবে। এই মামলায় সালমানের পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে। তবে এখন তিনি জামিনে মুক্ত রয়েছেন। আজ তাকে আদালতে হাজিরা দিতে হবে। তা না হলে জামিন বাতিল হয়ে যাবে।

    এ অবস্থায় শুনানির দিনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুলিশ বেশ সতর্ক রয়েছে। এর আগে আদালতে সালমানকে যথাযথ নিরাপত্তা দেওয়া হয়েছে বলে জানান ডিসিপি ধর্মেন্দ্র যাদব।

    এর আগেও গ্যাংস্টার লরেন্স বিষ্ণয় নামের একজন পুলিশের সামনে সালমানকে হত্যার হুমকি দেয়। ওই ঘটনার পর ৫৩ বছর বয়সী এই তারকার নিরাপত্তা জোরদার করা হয়। এছাড়া তার ব্যক্তিগত দেহরক্ষীও রয়েছে।

    ২৪ ঘন্টা/আরএস..