Tag: সালামীর টাকা

  • আইসোলেশন সেন্টারে ঈদ সালামীর টাকা প্রদান, রাউজানের দুই শিক্ষার্থীর মানবিকতা

    আইসোলেশন সেন্টারে ঈদ সালামীর টাকা প্রদান, রাউজানের দুই শিক্ষার্থীর মানবিকতা

    নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাউজানে সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরীর আহবানে সাড়া দিয়ে মানবিক কাজে সহযোগিতার হাত বাড়ালেন গহিরার দুই শিক্ষার্থী, সম্পর্কে তারা আপন ভাই। তাদের একজন মেহেরাজ চৌধুরী সিয়াম গহিরা উচ্চ বিদ্যালয় থেকে সদ্য এস.এস.সি.পাশ করেছেন। আর তার ছোটভাই মিনহাজ চৌধুরী মিরাজ ৫ম শ্রেণীতে অধ্যায়নরত। তাদের বাড়ি ইউনিয়নের রাহাত আলী মুন্সীর বাড়ীতে। দুই ভাই বিগত রমজানের ঈদে ঈদ সালামী হিসেবে প্রাপ্ত পাঁচ হাজার টাকা আইসোলেশন সেন্টার গঠন কাজের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ ও রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজের হাতে তুলে দেন। তাদের মানবিকতার মুগ্ধ সবাই।

    এ সময় মানবিক কাজে সহযোগিতার জন্য ভাতৃদ্বয়কে ধন্যবাদ জানান রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।

    এ সময় উপস্থিত ছিলেন- চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী , রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ ভাই, যুবলীগ নেতা আবদুল্লাহ আল মাসুদ, সাবের হোসেন,এবং সেন্ট্রাল বয়েজ অব রাউজান’র সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দীন জামান চিশতিসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে আক্রান্তরা যাতে সুচিকিৎসা পান সেই লক্ষ্যেতরুণ প্রজন্মের অন্যতম প্রতিনিধি ফারাজ করিম চৌধুরীর উদ্যােগে রাউজানের সুলতানপুর ৩১ শয্যা হাসপাতালটিকে আইসোলেশন সেন্টার হিসেবে প্রস্তত করা হচ্ছে।

    ফারাজ করিম চৌধুরীর আহবানে সাড়া দিয়ে আইসোলেশন সেন্টার গঠনে সহযোগিতার হাত বাড়াচ্ছে রাউজান এবং বিভিন্ন উপজেলার মানবিক মানুষেরা।

    ২৪ ঘণ্টা/এম আর