Tag: সিইউজে’র ক্ষোভ

  • সাংবাদিক নাদিম খুন, সিইউজে’র সমাবেশ শনিবার

    সাংবাদিক নাদিম খুন, সিইউজে’র সমাবেশ শনিবার

    সন্ত্রাসীদের হামলায় নিহত জামালপুর সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের শাস্তির দাবিতে সমাবেশের আয়োজন করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

    শনিবার (১৭ জুন) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সাংবাদিকদের অংশগ্রহণ কামনা করা হয়েছে।

    সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে খুনের ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সংগঠনের নেতারা।

    বিবৃতিতে সিইউজে সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, সংবাদ প্রকাশের জেরে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম লোকজন দিয়ে তাঁকে হত্যা করিয়েছেন। সাংবাদিক নাদিমের এ নির্মম হত্যাকাণ্ড মুক্ত সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।

    এ ঘটনা পেশাদার সাংবাদিকদের নিরাপত্তাহীনতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। অতীতে বিভিন্ন সময় একাধিক সাংবাদিক খুনের ঘটনা ঘটলেও ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় বার বার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।

  • সাংবাদিক আজাদের উপর হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম সিইউজের

    সাংবাদিক আজাদের উপর হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম সিইউজের

    রাঙ্গুনিয়ায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর সাংবাদিক আবু আজাদের ওপর হামলার প্রতিবাদ, হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

    মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে সিইউজে সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ থেকে প্রধান আসামি ইসলামপুর ইউনিয়ন পরিষদ সদস্য মহিউদ্দিন তালুকদার মোহনসহ জড়িত অন্যদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন সাংবাদিক নেতারা। মধ্যে আসামীরা গ্রেফতার না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারী দেন তাঁরা।

    সিইউজে’র যুগ্ম সম্পাদক সাইদুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদ উল আলম, সিইউজে সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সিইউজে’র সাবেক সভাপতি মোহাম্মদ আলী, বিএফইউজে’র নির্বাহী সদস্য আজহার মাহমুদ, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজিব, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর ব্যুরো প্রধান শামসুদ্দীন ইলিয়াস।

    সমাবেশে উপস্থিত ছিলেন সিইউজে’র সাবেক সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, সহ-সভাপতি অনিন্দ্য টিটো, সাবেক যুগ্ম সম্পাদক সবুর শুভ, সাংগঠনিক সম্পাদক মো. মহরম হোসাইন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক তাহের ও এসএম ইফতেখারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরওয়ার কামাল, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ কুতুব ও ইফতেখার ফয়সাল, নির্বাহী সদস্য আলাউদ্দিন হোসেন দুলাল, সুপ্রভাত ইউনিট প্রধান স ম ইব্রাহিম, প্রতিনিধি ইউনিটের ভারপ্রাপ্ত প্রধান সোহেল সরওয়ার।

    এছাড়া আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক নজরুল ইসলাম, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলিউর রহমান, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আইয়ুব আলী, নির্বাহী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, মহসীন চৌধুরী, সাবেক অর্থ সম্পাদক তাপস বড়ুয়া রুমু, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশ, সিইউজে’র সদস্য কুতুব উদ্দিন চৌধুরী সহিদুল ইসলাম সহিদ, আল রাহমান, সুবল বড়ৃয়া, রাহল কান্তি দাশ, ওমর ফারুক, হুমায়ুন মাসুদ, অনুপম শীল, চম্পক চক্রবর্তী, কাঁকন দাশ, নয়ন চক্রবর্তী, ইফতেখার মারুফ, ইকবাল হোসেন, সনজীব দে বাবু, মিজানুর রহমান ইউসুফ, নুর মোহাম্মদ রুবেল, সুজন আচার্য্য, কমল দাশ, বাচ্চু বড়ুয়া, এমএ হান্নান কাজল, এমরাউল কায়েস মিঠু ।

    রোববার সকালে রাঙ্গুনিয়ায় অবৈধ ইট ভাটার ছবি তোলায় ইসলামপুর ইউনিয়ন পরিষদ সদস্য মহিউদ্দিন তালুকদার মোহনসহ ৫-৬ জন পিস্তল ঠেকিয়ে সাংবাদিক আবু আজাদকে মারধর করে। অস্ত্রের মুখে মোহন ওই সাংবাদিককে গাড়িতে তুলে স্থানীয় মঘাছড়ি বাজারে নিয়েও কয়েক দফা পেটায়। এরপর তার কার্যালয়ে বেঁধে রেখে নির্যাতন করে। তার মোবাইল ফোন ভেঙে ফেলে এবং মানিব্যাগ ও আইডি কার্ড- সব কেড়ে নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। মারধরের এক পর্যায়ে মোহনের মোবাইল ফোন দিয়ে আবু আজাদের সঙ্গে ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী সঙ্গে ফোনে কথাও বলে। এরপর ওই সাংবাদিকের পকেটে মোহন নিজের ভিজিটিং কার্ড ঢুকিয়ে দিয়ে ক্ষমতা থাকলে কিছু করতে বলে হুমকিও দেয়।

    সোমবার সন্ধ্যায় ইসলামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মহিউদ্দিন তালুকদার মোহন, চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী, ইট ভাটার ম্যানেজার কামরান, মোহনের সহযোগী কাঞ্চন তুড়ির নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৫-৭ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক আবু আজাদ।

  • সাংবাদিক সুজাউদ্দিনের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি সিইউজের

    সাংবাদিক সুজাউদ্দিনের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি সিইউজের

    কক্সাবাজারে সাংবাদিক সুজাউদ্দিন রুবেলের ওপর হামলাকারীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে শাস্তির আওতায় আনায় দাবি জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। রোববার এক বিবৃতিতে সিইউজে সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম এ দাবি জানান।

    বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যমকর্মীদের উপর হামলার ঘটনা উদ্বেগজনক। অতীতে সাংবাদিকদের উপর হামলার বিচার না হওয়ার কারণেই সাংবাদিকদের উপর হামলার ঘটনা বাড়ছে। সাংবাদিক সুজাউদ্দিন রুবেলের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি অতীতে সাংবাদিক হত্যা ও হামলার ঘটনায় জড়িতদের বিচারের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

    বিবৃতিতে সংগঠনের নেতারা বলেন, হত্যার উদ্দেশ্যেই সাংবাদিক সুজাউদ্দিন রুবেলের উপর হামলা চালানো হয়েছে। ছিনতাইয়ের উদ্দেশ্য থাকলে তাঁর পকেটের টাকা নিয়ে যেত হামলাকারীরা। কিন্তু তা না করে কেবল মুঠোফোন ছিনিয়ে নিয়ে গেছে তারা। কেবল হামলাকারী নয়, তাদের পেছনে কাদের আশ্রয়-প্রশ্রয় রয়েছে তাদেরও খুঁজে বের করতে হবে।

    নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার সাতবছরেও করা যায়নি। দেশের নানা অঞ্চলে সাংবাদিকের উপর হামলার ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে একজন সংসদ সদস্যের প্রশ্রয়ে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। সাংবাদিকদের উপর চলমান নির্যাতন ও হামলার ঘটনা রোধ করা না গেলে গণমাধ্যমের স্বাধীনতা আরো খর্ব হওয়ার পাশাপাশি দেশে দুর্নীতি ও অপরাধ বেড়ে যাবে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • রাইফার মৃত্যু: দুই বছরেও পুলিশের তদন্ত শেষ না হওয়ায় সিইউজে’র ক্ষোভ

    রাইফার মৃত্যু: দুই বছরেও পুলিশের তদন্ত শেষ না হওয়ায় সিইউজে’র ক্ষোভ

    দুই বছরেও শিশু রাইফার মৃত্যুর ঘটনায় পুলিশের তদন্ত শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতারা। এক বিবৃতিতে অতিদ্রুত মামলাটির তদন্ত শেষ করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।

    যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দুই বছর বয়সী শিশুকন্যার মৃত্যুর পর স্বাস্থ্য অধিদপ্তর ও সিভিল সার্জনের গঠিত দু’টি কমিটির প্রতিবেদনে ম্যাক্স হাসপাতালের অব্যবস্থাপনা এবং হাসপাতালটির কতিপয় চিকিৎসকের অবহেলার বিষয়টি উঠে এসেছে। এরপরও এখন পর্যন্ত হাসপাতাল ও অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। বরং রহস্যজনকভাবে দুই বছরেও পুলিশ এ ঘটনায় আদালতে প্রতিবেদন জমা দিতে পারেনি। পুলিশের গাফেলতির কারণে দীর্ঘদিন প্রতিবেদন না পাওয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল রাইফার মা-বাবাসহ বিচারপ্রত্যাশী সাধারণ মানুষকে হতাশ করবে।

    নেতৃবৃদন্দ বলেন, দেশে প্রায়ই চিকিৎসা অবহেলায় মানুষের প্রাণহানিসহ নানা ভোগান্তির কথা উঠে আসে। এসব অবহেলার সুষ্ঠু বিচার যদি ভুক্তভোগীরা না পায় তবে মানুষের ভোগান্তি যেমন বাড়বে, তেমনি দেশমানুষের সেবায় নিয়োজিত নিষ্ঠাবান চিকিৎসকদের নিয়ে মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হবে।

    গলা ব্যথা নিয়ে ২০১৮ সালের ২৮ জুন চট্টগ্রাম নগরের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয় রাইফাকে। চিকিৎসাধীন অবস্থায় ২৯ জুন মধ্যরাতে মারা যান রাইফা। মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা আর দুই দফা ভুল চিকিৎসার স্বীকার হয়ে মৃত্যু হয়েছে রাইফার। এ অভিযোগে চট্টগ্রামের চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন রাইফার বাবা রুবেল খান।

    মামলায় হাসপাতালে কর্তব্যরত শিশু বিশেষজ্ঞ বিধান রায় চৌধুরী, চিকিৎসক দেবাশীষ সেন, শুভ্র দেব এবং ম্যাক্স হাসাপাতালের ব্যবস্থাপনা পরিচালক লিয়াকত আলী খানকে আসামী করা হয়েছিলো।

    ২৪ ঘণ্টা/এম আর