রাস্তায় চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার লুকিং গ্লাস ভিতরে না রেখে বাইরে রাখার সুপারিশ করে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে বুয়েটের মেকানিক্যাল বিভাগ।
বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বৃহস্পতিবার এ প্রতিবেদন দাখিল করা হয়।
প্রতিবেদনের বিষয় বিস্তারিত জানাতে বুয়েটের মেকানিক্যাল বিভাগে প্রধান ড. মোহাম্মদ আশিকুর রহমান ও বিআরটিএ’র পরিচালক সীতাংশু বিশ্বাসকে আগামী ২৪ নভেম্বর হাইকোর্টে উপস্থিত থাকতে বলা হয়েছে। ওই দিন তাদের মতামত গ্রহণের পর এ বিষয়ে পরবর্তী আদেশ দেবেন হাইকোর্ট।
আদালতে আজ রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। রিটের পক্ষে ছিলেন আইনজীবী মো. তানভীর আহমেদ।
আইনজীবী তানভীর আহমেদ সাংবাদিকদের বলেন, ২০১৮ সালে দুজন ছাত্র মারা যাওয়ার ঘটনায় হাইকোর্টে এ রিট করা হয়েছিল। পরে একই রিটে সম্পূরক আবেদনও করে হয়। ওই আবেদনে ১৯৪০ সালের আইন অনুযায়ী সিএনজির লুকিং গ্লাস বাইরে থাকার বিষয়ে যুক্তি তুলে ধরা হয়েছিল।
তিনি আরও বলেন, এ বিষয়ে বুয়েট থেকে বিশেষজ্ঞ মত চেয়েছিলেন হাইকোর্ট। তারই ধারাবাহিকতায় বিশেষজ্ঞরা তাদের মত দিয়েছেন। তারা বলেছেন, সিএনজিচালিত অটো রিকশার লুকিং গ্লাস বাইরে রাখতে হবে।
২৪ঘণ্টা/এনআর