Tag: সিএনজি চালক

  • রাউজানে করোনা আক্রান্ত সিএনজি চালক, বাড়ি লকডাউন

    রাউজানে করোনা আক্রান্ত সিএনজি চালক, বাড়ি লকডাউন

    ২৪ ঘণ্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে ডাবুয়া ইউনিয়নে এক সিএনজি চালকের নমুনা পরীক্ষায় একটিতে নেগেটিভ এবং অপরটিতে করোনা পজেটিভ এসেছে। তার বাড়ি লকডাউন করে তাকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিয়েছে প্রশাসন।

    জানা গেছে, কিছুদিন পূর্বে ওই সিএনজি চালকের শরীরে জ্বর অনুভব হওয়ায় সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা সেবা নেন। তবে ঔষধ সেবনের পরও শরীরের জ্বর না কমায় তার নমুনা সংগ্রহ করা হয়।

    আজ ১০ মে রবিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ল্যাবে তার নমুনা পরীক্ষার পর করোনা ভাইরাসের অস্থিত্ব পাওয়া যায়। তবে বর্তমানে সিএনজি চালকের শরীরে করোনার কোন উপসর্গ নেই। এরপরও তাকে হোম কোয়ারিন্টনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

    হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় যাতে তার পরিবারে খাদ্য সংকট না হয় সেজন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ ও রাউজানের সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরীর পক্ষ হতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী তার পরিবারে প্রদান করা হয়।

    বিষয়টি নিয়ে কথা বলার জন্য রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর আলম দীনের মোবাইলে ফোন করলে কল রিসিভ না হওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

    এদিকে ওই সিএনজি চালকের নমুনায় একটিতে নেগেটিভ আর একটিতে পজেটিভ আসায় আগামীকাল সোমবার পুনরায় তার নমুনা পরীক্ষা করা হবে বলে জানা গেছে।

    ২৪ ঘণ্টা/নেজাম রানা/আর এস পি

  • ভাটিয়ারীতে কর্মহীন একশ’ সিএনজি চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    ভাটিয়ারীতে কর্মহীন একশ’ সিএনজি চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    সীতাকুণ্ড প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রামণের কারণে কর্মহীন হয়ে পড়া সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীর সিএনজি চালকদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম এর অনুরোধে চট্টগ্রাম অটো রিক্সা,অটো টেম্পু ড্রাইভার্স ইউনিয়নের পক্ষ থেকে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় ভাটিয়ারী শহিদ মিনারস্থ কার্যলয়ে উক্ত শুকনো খাবার বিতরণ করা হয়।

    লকডাউনের কারণে বন্ধ থাকা কর্মহীন হয়ে পড়া প্রায় একশত জন চালকের জন্য উক্ত খাদ্য সংগঠনের পক্ষ থেকে বিতরণ করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান নাজীম উদ্দিন, চট্টগ্রাম অটো রিক্সা ও অটো টেম্পু ড্রাইভার্স সহকারী ইউনিয়নের সভাপতি মোঃ ফারুক হোসেন, কেন্দ্রীয় নেতা মঞ্জুর আলম, অর্থ সম্পাদক কায়সারুল আলম বাবলু, সংগঠনের ভাটিয়ারী শাখার সভাপতি নবিউল আলম, সহ-সভাপতি আলতাব হোসেন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি শাহিন আহমেদ।

  • সড়ক দুর্ঘটনা : বাকলিয়ায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু, ফ্লাইওভারে আহত সিএনজি চালক

    সড়ক দুর্ঘটনা : বাকলিয়ায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু, ফ্লাইওভারে আহত সিএনজি চালক

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

    বুধবার ২৭ নভেম্বর ভোর ছয়টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারের মুরাদপুর অংশের ফরেস্ট গেইট এলাকায় এবং একইদিন সকাল আটটার দিকে নগরীর বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় পৃথক দুর্ঘটনা দুটি ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাকলিয়া নতুন ব্রিজ এলাকায় বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী জামাল উদ্দিন (৫০) নিহত হয়েছে। এঘটনায় তার স্ত্রী নিলু আক্তার (৩৬) গুরতর আহত হয়েছে। নিহত জামাল পূর্ব বাকলিয়া এলাকার মৃত আবদুর রহমান এর ছেলে।

    বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন বলেন, দ্রুতগামী একটি বাস স্বামী স্ত্রী আরোহিত একটি মোটর সাইকেলকে ধাক্কা দিলে দুজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে স্বামী জামাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

    এ ঘটনায় আহত স্ত্রী নিলু আক্তারকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিহতের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানায় আলাউদ্দিন।

    এদিকে পাঁচলাইশ থানার উপ পরিদর্শক মো. ইমাম হোসেন জানিয়েছেন বুধবার ভোর ৬টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারের মুরাদপুর অংশে ফরেস্ট গেইট এলাকায় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে এক সিএনজি অটো রিকশা চালক গুরুতর আহত হয়েছে।

    কাভার্ডভ্যানটি ফ্লাইওভার থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং আহত সিএনজি অটো রিকশাচালককে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহত চালকের নাম পরিচয় তাৎক্ষনিক জানাতে পারেনি তিনি।