Tag: সিএনজি যাত্রীর

  • পটিয়াতে সড়কেই প্রাণ গেলো সিএনজি যাত্রীর

    পটিয়াতে সড়কেই প্রাণ গেলো সিএনজি যাত্রীর

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া নাইখাইন এলাকার সড়ক দুর্ঘটনায় মারা গেছে রনজিত বড়ুয়া (৫০) নামে এক সিএনজি (অটোরিক্সার) যাত্রী।

    আজ শুক্রবার সকাল ৭টায় কক্সবাজারমূখী গ্রীন লাইন পরিবহনের একটি চেয়ারকোচের সঙ্গে সিএনজির( অটোরিক্সার) মুখোমূখী সংঘর্ষের ঘটনায় তার মৃত্যু হয়। নিহত রনজিত রাঙ্গুনিয়া উপজেলার মৃত যতিন্দ্র লাল বড়ুয়ার ছেলে বলে জানা গেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারমূখী গ্রীনলাইন পরিবহনের একটি যাত্রীবাহী চেয়ারকোচ (ঢাকা মেট্রো ব-১৪-১৩৬৮) পটিয়া উপজেলার নাইখাইন এলাকায় পৌছালে শহরমূখী একটি সিএনজির সঙ্গে মুখোমূখী সংঘর্ষ হয়। এতে রনজিত বড়ুয়া নামের এক সিএনজি যাত্রী ঘটনাস্থলে নিহত হন।

    পটিয়া থানার ওসি (তদন্ত) জব্বারুল ইসলাম ২৪ ঘন্টা ডট নিউজকে জানিয়েছেন, শুক্রবার সকালে একটি চেয়ারকোচের সঙ্গে সিএনজি টেক্সীর সংঘর্ষ হওয়ার বিষয়টি তিনি শুনেছেন।

    তবে ঘটনাস্থল পটিয়া-ক্রসিং হাইওয়ে পুলিশের অধীনে। যার কারণে হাইওয়ে পুলিশ বিষয়টি দেখাশুনা করছে। পটিয়া থানায় মামলা হলে বিস্তারিত তিনি জানাতে পারবেন বলে জানিয়েছেন।