Tag: সিএমপি কমিশনার

  • দুষ্টু গরু রাখব না, শূন্য গোয়াল রাখব : সিএমপি কমিশনার

    দুষ্টু গরু রাখব না, শূন্য গোয়াল রাখব : সিএমপি কমিশনার

    পুলিশের কাজে গাফিলতি থাকলে জড়িতদের ছাড় দেওয়া হবে না। কোনো থানার ওসি আমার আত্মীয় নয়। কাজের অসঙ্গতি হলেই তাদেরকে জবাব দিতে হবে। কোনো প্রটোকল, গার্ড ছাড়াই বিভিন্ন থানাগুলোতে আমি পরিদর্শনে যাব। আমি দুষ্টু গরু রাখব না, শূন্য গোয়াল রাখব।

    সোমবার (৮ জুলাই) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে নবনিযুক্ত কমিশনার মো. সাইফুল ইসলাম।

    পরিবহনে চাঁদাবাজিসহ নানান অপরাধে পুলিশের যোগসাজশ থাকার প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো ব্যক্তির দায় সংস্থা নেবে না। এসবের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করব।’

    শিশু নিখোঁজের কথা বলে গুজব সৃষ্টি করা হচ্ছে দাবি করে তিনি বলেন, অনেকে প্রেম করে বাড়ি ছেড়ে যাচ্ছে, আবার কেউ মাদ্রাসা থেকে পালিয়ে যাচ্ছে, অনেকে পরিবারের সঙ্গে অভিমান করে যাচ্ছে; তাদের অধিকাংশই আবার ঘরে চলে এসেছে। অভিভাবকদের বলব, যাতে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার আগে তার ছেলে কোথায়, কী কারণে গেছে- এসব বিষয়ে নজর রাখা দরকার।

    বিট পুলিশের বিষয়ে তিনি বলেন, ‘বিট পুলিশের কমিটিতে যারা থাকবো, তাদের সিডিএমএস যাচাই করা হবে। পুলিশের কাছে গিয়ে যেন কাউকে হয়রানির শিকার হতে না হয়, সেই ব্যবস্থা নেওয়া হবে।’

    কমিশনার বলেন, আমি চট্টগ্রামকে ভালো করেই চিনি। এখানে আমি আগেও কর্মরত ছিলাম। আপনারা আমাকে সহযোগিতা করবেন। সিএমপি আপনাদের সঙ্গে আছে। এখানকার অপরাধীরা আমার আত্মীয় নয়। সুতরাং তাদেরকে আইনের আওতায় আনা সময়ের ব্যাপার। সিএমপির দরজা সবার জন্য খোলা থাকবে।

  • উষ্ণতার পরশ নিয়ে শীতার্তদের পাশে সিএমপি

    উষ্ণতার পরশ নিয়ে শীতার্তদের পাশে সিএমপি

    অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়।

    এই উপলক্ষ্যে ৩০ ডিসেম্বর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের জনক চত্বরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়।

    অনুষ্ঠানে শীতার্তদের মাঝে বিতরণের লক্ষ্যে সিপিডিএল এর পক্ষ থেকে ১০০০ পিস কম্বল সিএমপি ও কমিউনিটি পুলিশিং সেল, চট্টগ্রাম মহানগরের নিকট হস্তান্তর করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও মহানগর কমিউনিটি পুলিশিং সেল এর যৌথ উদ্যোগে এসব কম্বল নগরীর অসহায় জনসাধারণের মাঝে বিতরণ করা হয়।

    এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়া, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), অহিদ সিরাজ চৌধুরী স্বপন সদস্য সচিব মহানগর কমিউনিটি পুলিশিং সেল, ইঞ্জিনিয়ার ইফতেখার ম্যানেজিং ডিরেক্টর সিপিডিএল, মহানগর কমিউনিটি পুলিশিং সেলের সদস্য জাফর ইসলামসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও মহানগর কমিউনিটি পুলিশিং সেল এর নেতৃবৃন্দ।

  • অসহায় ও গরীবদের মাঝে ইফতার বিতরণ করলেন সিএমপি কমিশনার

    অসহায় ও গরীবদের মাঝে ইফতার বিতরণ করলেন সিএমপি কমিশনার

    নগরীর ট্রাফিক-উত্তর বিভাগের আওতাধীন প্রবর্তক মোড় এলাকায় আজ ১০ এপ্রিল সোমবার সন্ধ্যায় অসহায় মানুষ, দুঃস্থ, গরীব ও পথ শিশুদের মাঝে ইফতার প্যাকেট বিতরণ শেষে সেখানে দায়িত্বরত টিআই, সার্জেন্ট ও কনস্টেবলদের সাথে ইফতারে অংশ নেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)।

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জয়নুল আবেদীন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এন.এম নাসিরুদ্দিন, ট্রাফিক বিভাগের সকল ডিসি, এডিসি, এসি, অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

  • ৩০ শ্রমিককে উদ্ধার করা চা-দোকানদারকে পুরস্কৃত করল সিএমপি

    ৩০ শ্রমিককে উদ্ধার করা চা-দোকানদারকে পুরস্কৃত করল সিএমপি

    চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুনের ঘটনায় আহত ৩০ শ্রমিককে দেয়ালের উপর দিয়ে বের করে আনা চা-দোকানি হানিফকে পুরস্কৃত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর।

    বুধবার (৮ জুন) নিজ কার্যালয়ে হানিফের হাতে পুরস্কার তুলে দেন তিনি। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

    এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজে বলা হয়েছে, চট্টগ্রামের সীতাকুণ্ডে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত ৩০ শ্রমিককে দেয়ালের উপর দিয়ে বের করে আনেন চা-দোকানি হানিফ। নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যের জীবন বাঁচানোর চেষ্টার মাধ্যমে যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তিনি, তা অনেকের জন্য হয়ে থাকবে অনুকরণীয়। হানিফের এই সাহসিকতা, জীবনমুখিতা, অসামান্য অবদানকে সম্মান ও স্বীকৃতি প্রদান করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর।

    পুরস্কার দেওয়ার সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোহাম্মদ মনজুর মোরশেদ, সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুনসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    উল্লেখ্য, শনিবার সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় বিএম কনটেইনার ডিপোর দক্ষিণ–পূর্ব কোণের দেয়াল ঘেঁষে থাকা চা-দোকানি মো. হানিফ (৫০) একাই ৩০ শ্রমিককে দেয়াল পার করে নিরাপদে নিয়ে এসেছেন। আর এই কাজটি তখনই তিনি করেছিলেন, বিস্ফোরণের পর সবাই যখন ছোটাছুটি করছেন, তখন বাঁচার আকুতি নিয়ে নিরাপত্তা দেয়াল টপকাতে চাওয়া ৩০ শ্রমিককে একাই দেয়াল পার করেছিলেন তিনি।

    ঘটনার দিনের বর্ণনা করতে গিয়ে হানিফ বলেছিলেন, প্রতিদিনের মতো শনিবার রাতেও দোকানে করছিলেন। হঠাৎ বিস্ফোরণের শব্দ। মানুষ চারদিকে ছোটাছুটি শুরু করে। বিস্ফোরণে আহত শ্রমিকরা তার দোকান ঘেঁষে থাকা উঁচু নিরাপত্তা দেয়াল টপকে পার হওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু পোড়া শরীর, ভাঙা হাত–পা আর রক্ত ঝরা শরীর নিয়ে পার হতে পারছিলেন না।

    এমন অবস্থা দেখে নিজের বাড়ি না গিয়ে দোকানের চালায় উঠে পড়েন। আহত শ্রমিকদের উদ্ধার করা শুরু করেন। প্রথমে পাঁচ শ্রমিককে পার করে আনেন। এরপর স্ত্রী নাছিমা বেগম তার খোঁজ করতে দোকানে আসেন। তখন স্ত্রীকে দিয়ে বাড়ি থেকে একটি কাঠের মই আনান। মই পাওয়ার পর আরও ২৫ শ্রমিককে উদ্ধার করে প্রাণে বাঁচান হানিফ। পরে আহতদের অ্যাম্বুলেন্সে করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    হানিফ বলেন, এখানে দোকান থাকায় ডিপোতে কাজ করা বেশির ভাগ শ্রমিকই পরিচিত। তাদের বাঁচার আকুতি উপেক্ষা করতে পারিনি। তাই ভয়াবহ এমন পরিস্থিতিতে শুধু নিজে বাঁচার কথা না ভেবে শ্রমিকদের উদ্ধারে এগিয়ে যাই।

    চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর এলাকার মৃত নুরুল আহাদের ছেলে হানিফ। ছোটবেলা থেকেই তিনি সোনাইছড়ি ইউনিয়নের লালবেগ এলাকায় বসবাস করেন। দুই বছর আগে বিএম ডিপোর পাশে এই চা দোকান দেন আট সন্তানের জনক হানিফ।

  • বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে সামাজিক সংগঠনের ফ্রন্ট লাইনারদের জন্য: সিএমপি কমিশনার

    বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে সামাজিক সংগঠনের ফ্রন্ট লাইনারদের জন্য: সিএমপি কমিশনার

    নিজস্ব প্রতিনিধি : করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণ মোকাবিলায় সাধারণ মানুষ যাতে যথাযথভাবে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানে এমন কর্মসূচি নিয়ে আবারো মাঠে নেমেছে ‘চরপাথরঘাটা ইউনিয়ন সামাজিক সংগঠন সমন্বয় পরিষদ’।

    ২৫ নভেম্বর (বুধবার) দুপুর ১২টায় কর্ণফুলী উপজেলার ‘হল টোয়েন্টি ওয়ান’ এ ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির অনুপ্রেরণায় মাস্ক বিতরণ ও পরিধানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করা হয়।

    সাধারণ মানুষের সচেতনতায় এতে সংগঠনের আহ্বায়ক লায়ন হাকিম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

    প্রধান অতিথি বলেন, ‘আমাদের জীবনে নতুন একটি জিনিস চলে এসেছে। মুখে মাস্ক পরিধান করতে হয়। হাসিমুখে আছি না ঘোমড়া মুখে আছি, বুঝায় যায় না। কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি বিষয় খুব সরাসরি সজোরে বলেছেন, মাস্ক বাধ্যতামূলক। নো মাস্ক, নো সার্ভিস। নির্দেশনাও রয়েছে, মাস্ক না পারলে যেনো সরকারি সেবা দেওয়া না হয়। সারা পৃথিবীতে করোনা একটি স্থায়ী প্রভাব ফেলে দিয়েছে। পুরো বিশ্বের মতো বাংলাদেশ ও তার বাহিরে নয়।
    বাংলাদেশ অন্যান্য দেশের চেয়ে অনুন্নত থাকার পরও দুর্বলতম কোন ম্যাজিকের কারণে এটি ঠেকিয়ে দিয়েছে। কি সেই ম্যাজিক? সেই ম্যাজিক হলো আমাদের মানুষ। মানুষ সৃষ্টির সেরা জীব কিন্তু কেন? পশুপাখি অন্যায় ও অপরাধ করেনা। তারপরেও মানুষ শ্রেষ্ঠ। এর একটিই কারণ মানুষেই একমাত্র অন্যের জন্য নির্দ্ধিধায় নিজের জীবন দিয়ে থাকেন।’

    নবাগত সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, ‘অন্যের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়ে এই মহামারি করোনা দূর্যোগেও বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে চরপাথরঘাটা সামাজিক সংগঠনের মতো অনেক ফ্রন্ট লাইনারদের জন্য। যারা করোনাকালে দেখিয়ে দিয়েছে বাঙালি বীরের জাতি। যে রকম ছিলো আমাদের মুক্তিযুদ্ধ। বঙ্গবন্ধুর ডাকে কোন চিন্তা ভাবনা না করে দেশকে স্বাধীন করার জন্য ঝাঁপিয়ে পড়েছিলো।’

    সিএমপি কমিশনার আরো বলেন, ‘বিশ্বের সেরা ১০ টি প্রবৃদ্ধি ও উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশ একটি। এই ঘুরে দাঁড়ানোর কারণ হলো আমরা করোনার সাথে অভিযোজিত করেছি। মাস্ক এখন অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। যা অবশ্যই পরতে হবে। করোনাকে ভয় না পেয়ে ফেইস করতে হবে। কিছু রোলস ও প্রিভেন্ট মানতে হবে। সহজ উপায় হলো মাস্ক পরা। আমরা সুস্থ্য থাকলে আমাদের সব চলবে। করোনা মোকাবিলা করে বিশ্বের অন্যান্য দেশকে আমরা দেখিয়ে দেবো বাঙালি বীরের জাতি। সরকারের ভিশন ২০৪১ সাল যেনো আমরা সফল করতে পারি। আর সামাজিক সচেতনতায় এমন একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য চরপাথরঘাটা সামাজিক সংগঠনকে সিএমপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।’

    অনুষ্ঠানে সিএমপি কমিশনারকে ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার ইসলাম আহমেদ, সংগঠনের যুগ্ম আহ্বায়ক এমএ মারুফ, প্রধান স্বাস্থ্য সমন্বয়ক মার্শাল মনির আহমেদ।

    সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেস্ট উপহার তুলে দেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ্ব আজিম আলী, লায়ন হাকিম আলী ও ছাফা গ্রুপ অব কোম্পানীর চেয়ারম্যান আলহাজ্ব এমএন ছাফা।

    এইসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক শ্যামল কুমার নাথ, মিলন মাহমুদ, ডিসি ট্রাফিক শহীদুল্লাহ, কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার এসি ইয়াসির আরাফাত, কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ।

    সদস্য সচিব মুহাম্মদ সেলিম হকের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সচিব ফরিদ জুয়েল, অর্থ কমিটির সচিব সেলিম খান, সমন্বয়ক আলী হায়দার, মহিউদ্দিন মন্জু, ছাবের আহমদ, এমএন আক্তারসহ প্রমুখ। মঞ্চের সামনে বিভিন্ন ক্যাটাগরি সারিতে ছিলেন শিক্ষক-শিক্ষিকা, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় প্রতিনিধি, শ্রমিক প্রতিনিধি, সিএনজি চালক, মালিক সমিতির প্রতিনিধি, বাজার কমিটির প্রতিনিধি, রিক্সা-অটোরিক্সা সমিতির প্রতিনিধি, সাম্পান মালিক প্রতিনিধিগণ।

    প্রসঙ্গত, বিগত সময়ে করোনা মোকাবেলায় চরপাথরঘাটা সামাজিক সংগঠনের সফলতা উদাহরণ হিসেবে নিয়েছে বহু ইউনিয়ন ও সংগঠন। মানুষকে কঠোর স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করতে ও কভিড-১৯ ভাইরাস মোকাবেলায় সাফল্য দেখিয়েছে চরপাথরঘাটার এই সংগঠন।

    ২৪ ঘণ্টা/মহিউদ্দিন

  • আইনশৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা চাইলেন সিএমপি কমিশনার

    আইনশৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা চাইলেন সিএমপি কমিশনার

    কিশোর গ্যাং কেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণ, দমন, প্রতিরোধসহ সব ধরনের আইনশৃঙ্খলা রক্ষার কাজে সবার সহযোগিতা চাইলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমশিনার সালেহ মোহাম্মদ তানভীর।

    শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় নগরের দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ সহযোগিতা চান।

    সালেহ মোহাম্মদ তানভীর বলেন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে অন্য সবার মতো বাবা মাকে এগিয়ে আসতে হবে। সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মেলামেশা করছে সেসবের খোঁজখবর রাখতে হবে। সর্বোপরি সন্তানদের বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে।

    ১৬ থানার কমিউনিটি পুলিশদের দৃষ্টি আকর্ষণ করে কমিশনার আরও বলেন, কমিউনিটি পুলিশিং বিষয়ে জনসমর্থন পেতে হলে কমিউনিটি পুলিশিং পুরোপুরিভাবে কার্যকর করতে হবে। সাধারণ মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকটাও নজরে রাখতে হবে।

    শীতে করোনা ভাইরাস বাড়তে পারে উল্লেখ করে সিএমপি কমিশনার বলেন, আশা করি পূর্বের মতো ভবিষ্যতেও করোনা নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশ এগিয়ে আসবে এবং কাজ করবে—বলেও মন্তব্য করেন তিনি।

    বক্তব্যের শেষে মাদক, জঙ্গিবাদ ও যৌন হয়রানি নির্মুলের বিষয়ে কমিউনিটি পুলিশ সদস্যদের শপথ পাঠ করান সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

    এর আগে বিগত ১ বছরের সফলতার জন্য ১৬ থানার কমিউনিটি পুলিশ সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। তারও আগে সিএমপির পক্ষ থেকে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরকে কমিউনিটি পুলিশং ডে এর সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

    চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) এসএম মোস্তাক আহমদ খান, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-কমিশনার (সদর) আমির জাফর, উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক, চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক অহিদ সিরাজ চৌধুরী স্বপন।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • সিএমপি কমিশনারের সাথে চসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাত

    সিএমপি কমিশনারের সাথে চসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাত

    চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন করোনাকালে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কর্তৃপক্ষের কর্মকর্তা ও সদস্যদের জীবনের ঝুঁকি নিয়ে জরুরী সেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, এধরনের মানবিক কর্তব্য পালনের মধ্য দিয়ে পুলিশের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাসের ভিত্তি সু-প্রতিষ্ঠিত হয়েছে। পাশাপাশি পুলিশের ভাবমূর্তিতে নতুন মাত্রা যুক্ত হয়েছে।

    তিনি আজ সকালে সিএমপি দপ্তরে কমিশনার সালেহ আহমদ তানভীর পিপিএম এর সাথে সৌজন্য সাক্ষাতকালে করোনাকালে পুলিশের ইতিবাচক ভূমিকার জন্য এ প্রশংসা সূচক মন্তব্য করেন।

    তিনি করোনাকালে সিএমপি’র যেসকল কর্মকর্তা-সদস্য প্রাণ বিসর্জণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আপদকালীন পরিস্থিতি মোকাবেলায় প্রয়াত এই সম্মুখ যোদ্ধারা জাতীয় বীরের মর্যাদা প্রাপ্ত।

    তিনি সিএমপি কর্তৃপক্ষকে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও নগরবাসীর নিরাপত্তায় মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রধানমন্ত্রী ঘোষিত শুন্য সহনীয় নীতি অনুসরণের আহবান জানান।

    সিএমপি কমিশনার প্রশাসক হিসেবে দায়িত্বপ্রাপ্ত খোরশেদ আলম সুজনের ভূমিকা ও কার্যক্রমের প্রশংসা করেন এবং তাঁকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

    এসময় অতিরিক্তি পুলিশ কমিশনার আমেনা বেগম, শ্যামল কুমার নাথ, ডিসি ডিবি বন্দর মোস্তাইন হোসেন, ডিসি ট্রাফিক মোহাম্মদ শহিদ উল্লাহ, ডিসি সরবরাহ মোখলেসুর রহমান উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • চট্টগ্রামের নতুন ডিআইজি আনোয়ার, সিএমপি কমিশনার তানভীর

    চট্টগ্রামের নতুন ডিআইজি আনোয়ার, সিএমপি কমিশনার তানভীর

    চট্টগ্রাম রেঞ্জ ও নগর পুলিশের বড় দুটি পদে পরিবর্তন হলো একদিনেই। চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজীপুর নগর পুলিশের কমিশনার আনোয়ার হোসেন। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

    সোমবার (৩১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

    জানা গেছে, চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুককে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বদলি করা হয়েছে। ওই পদে পদায়ন করা হয়েছে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেনকে।

    অন্যদিকে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. মাহাবুবুর রহমানকে ঢাকার শিল্পাঞ্চল পুলিশ ইউনিটের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে বদলি করা হয়েছে। তার পদে পদায়ন করা হয়েছে ডিএমপির অতিরিক্ত কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরকে।

    এর আগে ২০১৮ সালের ২৭ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে সিএমপি কমিশনার হিসেবে যোগদান করেন মাহাবুবর রহমান। একই বছরের ২ জুলাই পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে যোগদান করেন খন্দকার গোলাম ফারুক।

    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনা জয় করলেন সিএমপি কমিশনার,দিতে চান প্লাজমা

    করোনা জয় করলেন সিএমপি কমিশনার,দিতে চান প্লাজমা

    করোনা জয় করলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান রিপন। নিজ বাসায় কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিয়ে জয় করেছেন করোনা। গতকাল রাতে নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে।

    সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান নিজেই বিষয়টি নিশ্চিত করে বলেন, নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে।

    বাসায় থেকে চিকিৎসকের পরামর্শ মেনে চলে সুস্থ হয়েছি।

    আমার রক্তের গ্রুপ বি পজিটিভ। আমি করোনা আক্রান্ত রোগীকে প্লাজমা দিতে চাই।

    তিনি বলেন, রিপোর্ট নেগেটিভ এলেও চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে থাকবো।

    শিগগির পুরোদমে ফের কাজে যোগ দেবো।

    উল্লেখ্য, নমুনা পরীক্ষা করানো হলে গত ৯ জুন করোনা পজিটিভ বলে জানতে পারেন সিএমপি কমিশনার। তবে তিনি করোনা আক্রান্ত হলেও তার শরীরে জ্বর বা তেমন কোনও উপসর্গ ছিল না।

    করোনার শুরু থেকে মো. মাহাবুবর রহমানের নেতৃত্বে মানুষকে হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা থেকে শুরু করে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের পরিবহন সুবিধা দিয়ে নানান কর্মকাণ্ডের কারণে প্রশংসিত হয়েছে সিএমপি।
    ২৪ ঘণ্টা/এম আর

  • সিএমপি ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্টদের সাপ্তাহিক ডে-অফ প্রথা চালু

    সিএমপি ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্টদের সাপ্তাহিক ডে-অফ প্রথা চালু

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট, টিএসআইদের একঘেয়েমিভাব দূর করে কাজের প্রতি নতুন উদ্দীপনা তৈরি করার লক্ষ্যে সাপ্তাহিক ছুটির আদলে ডে-অফ প্রথা চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। 

    প্রথমবারের মত ট্রাফিক বিভাগে এ প্রথা চালু করে যুগান্তকারী এ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান। বাস্তবায়নে রয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খান। 

    বুধবার ৪ ডিসেম্বর সকালে সিএমপির জনসংযোগ শাখা থেকে গনমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত সার্জেন্ট, টিএসআইগণ সপ্তাহের শুক্রবার ও শনিবার পালাক্রমে তাদের পছন্দমত যে কোন একদিন ছুটি পাবেন।

    সিএমপি সূত্র জানায়, এ প্রথা চালু হওয়ায় অফিসারদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা পরিবারকে সময় দেওয়ার সুযোগ পাবেন যা আগে ছিল না। কর্মকর্তাদের মধ্যে একঘেয়েমিভাব দূর হয়ে কাজের প্রতি নতুন করে উদ্দীপনা বৃদ্ধি পাবে।

    সিএমপির উদ্ধতন কর্মকর্তারা মনে করেন, আগে সপ্তাহের সাত দিন নিয়ম মেনে অফিসারগণ ডিউটি পালন করতেন। ফলে পরিবারকে সময় দেওয়ার সুযোগ পাওয়া যেত না। এতে ব্যক্তিগত ও পারিবারিক কাজকর্ম সম্পাদন বিঘ্নিত হত।

    চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)’দ্বয়ের আন্তরিকতায় এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) উত্তর ও বন্দর এর সহযোগিতায় সিএমপি ট্রাফিক বিভাগ নতুন এই যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করেছে।

  • বিস্ফোরণের ঘটনা খতিয়ে দেখতে সিএমপির আলাদা তদন্ত কমিটি

    বিস্ফোরণের ঘটনা খতিয়ে দেখতে সিএমপির আলাদা তদন্ত কমিটি

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের পাথরঘাটায় গ্যাসের লাইন লিকেজ হয়ে বিস্ফোরণের পর দেয়াল ধ্বসে হতাহতের ঘটনাটি খতিয়ে দেখতে আলাদা তিন সদস্যের কমিটি গঠন করেছে সিএমপি কমিশনার মাহবুবর রহমান। এ কমিটির নেতৃত্ব দেবেন উপ-পুলিশ কমিশনার মেহেদী হাসান।

    রবিবার দুপুর ১টার সময় পাথরঘাটা ব্রিক ফিল্ড রোডের দুর্ঘটনাস্থল পরিদর্শণে গিয়ে সিএমপি কমিশনার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেন। এসময় সিএমপি কমিশনার গণমাধ্যমকে বলেন, তদন্তের প্রেক্ষিতে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

    দুর্ঘটনার জন্য কারো গাফিলতি আছে কিনা এবং ভবন নির্মাণে নিয়ম নীতি ঠিকমতো মানা হয়েছে কিনা ও কি কারণে এত বিকট শব্দে বিস্ফোরণের ঘটনাটি ঘটে তা খতিয়ে দেখার জন্য কমিটি গঠন করা হয়েছে। গাফিলতির প্রমাণ পাওয়া গেলে কমিটির তদন্তের উপর দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে জানায় সিএমপি কমিশনার মাহবুবর রহমান।

    উল্লেখ্য : আজ ১৭ নভেম্বর রবিবার সকাল ৯টার দিকে পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের বড়ুয়া ভবনে গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর দু’টি ভবনের দেয়ালের একাংশ ধসে পড়ে। এ ঘটনায় ৪ জন পুরুষ ২ জন মহিলাসহ ৭ জন নিহত হয়। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধিন আছে আরো ১০ জন। এরমধ্যে তিন জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

    হতাহতের ঘটনার পর চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রশাসক ও সিএমপির উদ্ধতন কর্মকর্তা, সিডিএ কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শণ করেন।

    এ ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত টিম গঠন করে আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত টিমের প্রতিবেদন দিতে বলেছেন জেলা প্রশাসক। এছাড়া নিহতদের প্রত্যেককে ২০ হাজার এবং আহতদের চিকিৎসা সেবার ভার নিয়েছেন চসিক ও জেলা প্রশাসন।

  • উপ পুলিশ কমিশনার শ্যামলের পদোন্নতিতে শুভেচ্ছা জানালেন সিএমপি কমিশনার

    উপ পুলিশ কমিশনার শ্যামলের পদোন্নতিতে শুভেচ্ছা জানালেন সিএমপি কমিশনার

    চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর উপ-পুলিশ কমিশনার (সদর) শ্যামল কুমার নাথ’ অতিঃ ডিআইজি পদে পদোন্নতি পাওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান।

    আজ মঙ্গলবার সকালে সিএমপি কমিশনারের কার্যালেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাকে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তাঁর ভবিষ্যত জীবনের সর্বাঙ্গীন সফলতা ও সমৃদ্ধি কামনা করেছেন উপস্তিত উদ্ধতন কর্মকর্তারা।

    এসময় উপস্তিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খান, উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোঃ মিজানুর রহমানসহ পুলিশের অন্যান্য উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ। আরো খবর : চট্টগ্রামের মিনা ও শ্যামলসহ অতিরিক্ত ডিআইজি হলেন ৮ পুলিশ কর্মকর্তা

    উল্লেখ্য গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৮ পুলিশ কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়।

    এর মধ্যে চট্টগ্রামের রয়েছে দুজন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর) শ্যামল কুমার নাথ ছাড়াও অপরজন হলেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নুরে আলম মিনা।