Tag: সিএমপি

  • হরিজন সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সিএমপি কমিশনার

    হরিজন সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সিএমপি কমিশনার

    চট্টগ্রাম মেট্টোপলিন পুলিশের (সিএমপি) উদ্যোগে নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটাস্থ বান্ডেল রোডের হরিজন সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

    আজ রোববার (১৫ জানুয়ারি) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র তুলে দেন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়।

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার এমএ মাসুদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এন.এম নাসিরুদ্দিন, সিটি করপোরেশনের ফিরিঙ্গি বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর রুমকি সেনগুপ্ত ও পুলিশের বিভিন্ন স্তরের পদস্থ কর্মকর্তাগণ।

    শীতবস্ত্র বিতরণকালে সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, প্রচন্ড শীতে অসহায়, দুঃস্থ ও খেটে খাওয়া মানুষের কষ্টের শেষ নেই। এই কনকনে শীতে অসহায় মানুষের কথা চিন্তা করে মেট্টোপলিন পুলিশের উদ্যোগে হরিজন সম্প্রদায়সহ নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান করা হচ্ছে। অসহায় মানুষের সাহায্যার্থে সমাজের বিত্তবানদেও এগিয়ে আসার আহবান জানান তিনি।

  • রাঙামাটি প্রশিক্ষণে ‘মিসফায়ার’, গুলিবিদ্ধ সিএমপির ৩ পুলিশ

    রাঙামাটি প্রশিক্ষণে ‘মিসফায়ার’, গুলিবিদ্ধ সিএমপির ৩ পুলিশ

    রাঙামাটিতে চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি) প্রশিক্ষণের সময় এক নারী কনস্টেবলের ‘মিসফায়ারে’ তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। পরে আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আজ মঙ্গলবার সকালে পার্বত্য জেলা রাঙামাটির কাউখালী থানাধীন বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) ফায়ারিং প্রশিক্ষণের সময় এই দুর্ঘটনা ঘটে।

    আহতরা হলেন আকবরশাহ থানার পুলিশের নারী কনস্টেবল মিনু আরা, বাকলিয়া থানার কনস্টেবল সুমন কান্তি দে ও অভি বড়ুয়া।

    পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, আহতদের হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

    নগর পুলিশের জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত উপকমিশনার (পিআর) স্পিনা রানী প্রামাণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সিএমপির সদস্যদের নিয়ে বেতবুনিয়ায় বার্ষিক ফায়ারিং ট্রেনিং চলছিল। সেখানে আজ সকালের মহড়ায় এক নারী কনস্টেবল ফায়ারিংয়ের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এতে তাঁর মিসফায়ারে সেখানে থাকা তিন কনস্টেবল আহত হয়েছেন।’

  • থার্টি ফাস্ট নাইট উদযাপনে সিএমপির ১৬ নির্দেশনা

    থার্টি ফাস্ট নাইট উদযাপনে সিএমপির ১৬ নির্দেশনা

    থার্টি ফার্স্ট নাইট উদযাপন ঘিরে নগর এলাকায় জনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে ১৬টি নির্দেশনা দেওয়া হয়েছে

    শুক্রবার (৩০ ডিসেম্বর) সিএমপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। সেইসঙ্গে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।

    সিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) পংকজ দত্ত এ তথ্য নিশ্চিত করেছেন।

    নির্দেশনার মধ্যে রয়েছে, শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত পারকি ও পতেঙ্গা সমুদ্রসৈকতে জনসাধারণ অবস্থান না করা।

    নগরের বিভিন্ন রাস্তা, ফ্লাইওভার, ভবনের ছাদ ও প্রকাশ্য স্থানে জমায়েত কিংবা কোনও ধরনের উৎসব আয়োজন থেকে বিরত থাকা। এছাড়া উন্মুক্ত স্থানে নাচ-গান এবং ভবনের ছাদে আতশবাজি ও পটকা না ফাটানো।

    রাস্তায় উচ্চৈঃস্বরে গাড়িতে হর্ন বাজানো এবং বেপরোয়া গতিতে গাড়ি কিংবা মোটরসাইকেল চালাতেও নিষেধ করা হয়েছে।

    নির্দেশনার মধ্যে আরও রয়েছে— শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬ থেকে রোববার (১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র বহন না করা।

    শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত সব ধরনের বার এবং রাত ১০টা থেকে ফাস্ট ফুডের দোকান ও মার্কেট বন্ধ রাখা। হোটেলে ডিজে পার্টির নামে কোনো স্থান ভাড়া না দেওয়া।

    এছাড়া অনুমোদিত অনুষ্ঠানে নারীদের জন্য আলাদা ব্যবস্থা করা। সেইসঙ্গে আনন্দ উদযাপনের নামে নৈতিক মূল্যবোধ পরিপন্থী কাজ থেকে বিরত থাকা।

    যেকোনও প্রয়োজনে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ কিংবা সিএমপির নিয়ন্ত্রণ কক্ষ ০৩১-৬৩৯০২২, ০৩১-৬৩০৩৫২, ০৩১-৬৩০৩৭৫, ০১৬৭৬-১২৩৪৫৬ ও ০১৩২০-০৫৭৯৯৮ নম্বরে ফোন করার জন্য অনুরোধও করা হয়েছে।

    সিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ অতিরিক্ত উপকমিশনার (এডিসি) পংকজ দত্ত জানান, থার্টি ফাস্ট নাইট উদযাপনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বদ্ধপরিকর। সকল অনুষ্ঠান শান্তিপূর্ণ ও নিরাপদে সম্পন্ন করার লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন স্থানে চেকপোষ্ট স্থাপন, গীর্জা, হোটেল, ক্লাব, বিনোদন কেন্দ্রে পুলিশ মোতায়েন, টহল জোরদার, ট্রাফিক পুলিশের বিশেষ ব্যবস্থা এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।

  • নেদারল্যান্ডসে প্রশিক্ষণে গিয়ে সিএমপির দুই কনস্টেবল লাপাত্তা

    নেদারল্যান্ডসে প্রশিক্ষণে গিয়ে সিএমপির দুই কনস্টেবল লাপাত্তা

    চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আট সদস্যের একটি দল নেদারল্যান্ডসে প্রশিক্ষণে গিয়েছিল গত ৯ মে। কিন্তু প্রশিক্ষণ শেষ করে ফিরে আসার আগের দিন ২২ মে থেকে দুই কনস্টেবলের খোঁজ মিলছে না। বাকি ছয় সদস্যের দলটি প্রশিক্ষণ শেষ করে গত ২৪ মে দেশে ফিরেছে।

    শুক্রবার (২৭ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর) আমির জাফর। নিখোঁজ কনস্টেবলরা হলেন, শাহ আলম ও রাসেল চন্দ্র দে।

    তিনি বলেন, গত ৯ মে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৮ সদস্যের একটি দল কুকুরের ব্যবস্থাপনা, পরিচালনা ও প্রশিক্ষণ শীর্ষক ১৫ দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নিতে নেদারল্যান্ডসে যায়। কিন্তু দেশে আসার আগের দিন দুইজন কনস্টেবল ঘুরতে যাওয়ার কথা বলে বাইরে যান। এরপর থেকে তাদের খোঁজ মিলছে না। তারা ইচ্ছাকৃতভাবে পালিয়ে গেছেন নাকি কোনো বিপদে পড়েছেন তা এখনও জানা যায়নি, জানার চেষ্টা চলছে।

    তিনি বলেন, আমরা পুলিশ সদর দপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের খোঁজ নেওয়ার চেষ্টা করছি। নিখোঁজ হওয়া দুজনই পুলিশ কনস্টেবল। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

    সিএমপি সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার-টেররিজম ইউনিটের অধীনে একটি পূর্ণাঙ্গ ডগ স্কোয়াড ইউনিট খোলা হচ্ছে। আর সেই ইউনিটের কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৮ সদস্যের দলটি গত ৯ মে বাংলাদেশ থেকে নেদারল্যান্ডসে যায়। ওই দলের বাকি ৬ সদস্য গত ২৪ মে দেশে ফেরেন।

  • সিএমপির আওতা বাড়ছে

    সিএমপির আওতা বাড়ছে

    চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সেবা কার্যক্রমের আওতা বাড়ছে। দূরত্বের কারণে নগরীর কাছাকাছি এলাকার যেসব মানুষ পুলিশের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতেই নতুন চারটি থানা গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।

    হাটহাজারী, সীতাকুণ্ড ও পটিয়া থানাকে ভেঙে নতুন এসব থানা স্থাপন করা হবে। সহসাই নতুন এই প্রস্তাব বিভাগীয় কমিশনারের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।

    আয়তন বাড়িয়ে নতুন চারটি থানার গঠনের বিষয়ে গত বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ৩০৪ দশমিক ৬৬ বর্গকিলোমিটার আয়তনের সিএমপিতে বর্তমানে থানার সংখ্যা ১৬টি।

    জেলা প্রশাসক মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, হাটহাজারী, পটিয়া ও সীতাকুণ্ডের ইউএনও, সিএমপির বায়েজিদ, কর্ণফুলী, আকবরশাহ ও চান্দগাঁও থানার ওসি এবং তিন উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যনগণ এই বৈঠকে উপস্থিত ছিলেন।

    যেসব এলাকা নিয়ে নতুন চার থানা স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে তা হলোঃ হাটহাজারী থানাধীন ১৩ নম্বর দক্ষিণ মাদার্শা, ১৪ নম্বর শিকারপুর, ১৫ নম্বর বুড়িশ্চর ইউনিয়ন নিয়ে নতুন কুয়াইশ থানা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড, ১১ নম্বর ফতেপুর ও ১২ নম্বর চিকনদণ্ডী ইউনিয়ন নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থানা, সীতাকুণ্ড মডেল থানা এলাকার ৮ নম্বর সোনাছড়ি, ৯ নম্বর ভাটিয়ারি ও ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের আংশিক এলাকা নিয়ে গঠিত হবে ফৌজদারহাট থানা এবং পটিয়া থানাধীন ৪ নম্বর কোলাগাঁও, ৫ নম্বর হাবিলাসদ্বীপ, ৬ নম্বর কুসুমপুরা ও ৭ নম্বর জিরি ইউনিয়ন নিয়ে কালারপোল থানা।

    প্রসঙ্গতঃ ১৯৭৮ সালে প্রায় ২০৭ বর্গকিলোমিটার আয়তনে ছয়টি থানা নিয়ে চট্টগ্রাম নগর পুলিশের যাত্রা শুরু হয়। ২২ বছর পর ২০০০ সালের ২৭ মে সিএমপিতে নতুন আরো ছয়টি থানা যুক্ত হয়। থানাগুলো হলো, খুলশী, বায়েজিদ বোস্তামী, পতেঙ্গা, বাকলিয়া, হালিশহর ও কর্ণফুলী থানা। এর ১৩ বছর পর ২০১৩ সালের ৩০ মে নুতন আরো চারটি থানা স্থাপিত হয়। এগুলো হলো, আকবরশাহ, সদরঘাট, চকবাজার ও ইপিজেড থানা। সবমিলিয়ে বর্তমানে সিএমপির থানার সংখ্যা ১৬টি।

    জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সিএমপির সেবার আওতা বাড়াতে জেলার অংশ বিশেষ নিয়ে প্রস্তাবিত থানার বিবরণী তুলে ধরেন নগর পুলিশের উপ-কমিশনার (ডিসি-এস্টেট এন্ড ডেভেলপমেন্ট) এস এম মোস্তাইন হোসাইন।

    জানতে চাইলে ডিসি মোস্তাইন হোসাইন জানান, সীতাকুণ্ড, হাটহাজারী ও পটিয়ার ১৩টি ইউনিয়ন নিয়ে নতুন চার থানা গঠনের পরিকল্পনা নেয়া হয়েছে। ইউনিয়নগুলো জেলার ওই তিন থানা সদর থেকে দূরে আবার সিএমপির অতি সন্নিকটে। চারটি থানার প্রাথমিক নাম প্রস্তাব করা হয়েছে। পরে এসব নাম পরিবর্তন করা হতে পারে। যেমন- বৈঠকে ‘কুয়াইশ’ থানার নাম পরিবর্তন করে ‘মদুনাঘাট’ নামটি দেয়ার প্রস্তাব ওঠেছে। আবার ‘ফৌজদারহাট’ নামটি পরিবর্তন করে ‘কালুশাহ’ থানা নাম দেয়ার প্রস্তাব করেছেন কেউ কেউ। সবকিছু বিবেচনা করে সবার সম্মতিক্রমে যেভাবে সুন্দর হয় সেভাবেই করা হবে।

    ডিসি মোস্তাইন বলেন, আমরা আরো বৈঠক করবো। সবকিছু ফাইনাল করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ফাইল মন্ত্রণালয়ে পাঠানো হবে।

  • খুলশীতে কালভার্ট নির্মাণ: যান চলাচলে সিএমপির নির্দেশনা

    খুলশীতে কালভার্ট নির্মাণ: যান চলাচলে সিএমপির নির্দেশনা

    চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন জাকির হোসেন রোডে ঝাউতলা ও রেলক্রসিং সংলগ্ন এলাকায় চসিকের কালভার্ট নির্মাণ প্রকল্পের কাজ আগামী ১৩ থেকে শুরু হতে যাচ্ছে। ফলে শুক্রবার (১৩ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জিইসি মোড় থেকে একেখান যান চলাচলের উপর বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে সিএমপি থেকে।

    আজ বৃহস্পতিবার (১২ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, কালভার্ট নির্মাণ প্রকল্পের কাজ চলমান রাখার লক্ষ্যে জনস্বার্থে সকল প্রকার যানবাহন নিয়ন্ত্রণ বা চলাচলের নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, একেখান থেকে জিইসিমুখী সকল প্রকার যানবাহনসমূহ আকবরশাহ মোড়, পাঞ্জাবী লেইন, ওয়ারলেস মোড় (মুরগির ফার্ম) হয়ে আমবাগান, টাইগারপাস রোড ব্যবহার করবে। জিইসি থেকে একেখানমুখী ভারি যানবাহনসমূহ (বাস, ট্রাক, কাভার্ডভ্যান ইত্যাদি) টাইগারপাস, আমবাগন রোড ব্যবহার করে চলাচল করবে। জিইসি থেকে একেখানমুখী পথে কেবলমাত্র হালকাযান সমূহ জরুরি প্রয়োজনে একমুখী চলাচল করতে পারবে।

  • মোটরসাইকেলে শুধুই চালক,আরোহী নেয়া যাবে না

    মোটরসাইকেলে শুধুই চালক,আরোহী নেয়া যাবে না

    করোনা সংক্রমণ রোধে মোটরসাইকেলের চালক ছাড়া অন্য কোনো আরোহী না নেওয়ার অনুরোধ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। আগামীকাল বুধবার (৩০ জুন) থেকে এই নির্দেশনা মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করা হয়।

    এরআগে গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশও (ডিএমপি) একই ধরণের নির্দেশনা প্রকাশ করে।

    মঙ্গলবার (২৯ জুন) সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন সিএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আরফাতুল ইসলাম।

    তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে। জরুরি প্রয়োজনে মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রে একাধিক আরোহী নিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয় না।

    চলমান লকডাউনের মধ্যে মোটরসাইকেলে চালকের সঙ্গে পরিচিত ব্যক্তি রাইড শেয়ারিং করছেন অথবা পেশাগত কারণেও রাইড শেয়ার করছেন। এতে করে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি বাড়ছে।

    নির্দেশনা অনুযায়ী মোটরসাইকেল চালক ছাড়া অন্যকোনো আরোহীকে নেওয়া যাবে না।

  • সিএমপির ৮ ডিসির দফতর বদল

    সিএমপির ৮ ডিসির দফতর বদল

    চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার পদের ৮ কর্মকর্তার দফতর পরিবর্তন হয়েছে।

    সোমবার (১ মার্চ) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

    সিএমপি সূত্র জানায়, নগর পুলিশের সিটি এসবির উপ-কমিশনার হিসেবে দায়িত্বে থাকা আব্দুল ওয়ারিশকে সিএমপির পশ্চিম জোনের উপ-কমিশনার পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

    সিএমপিতে উপ-কমিশনার হিসেবে যোগদান করা জসিম উদ্দীনকে উপ-কমিশনার পিওএম (বন্দর ও উত্তর) পদে পদায়ন করা হয়েছে।

    ওই পদে থাকা শাকিলা সোলতানাকে উপ-কমিশনার ট্রাফিক (বন্দর) পদে বদলি করা হয়েছে।

    উপ-কমিশনার ক্রাইম পদে থাকা এম এন নাসিরুদ্দীনকে ট্রাফিক দক্ষিণ বিভাগের উপ-কমিশনার পদে এবং পশ্চিম বিভাগের উপ-কমিশনার পদে দায়িত্বে থাকা ফারুক উল হককে ডিবি (পশ্চিম ও বন্দর) বিভাগে উপ-কমিশনার পদে বদলি করা হয়েছে।

    ওই পদে দায়িত্ব পালন করে আসা মনজুর মোরশেদকে সিটি এসবির উপ-কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

    এছাড়া উপ-কমিশনার ট্রাফিক (বন্দর) পদে কর্মরত তারেক আহম্মেদকে উপ-কমিশনার ট্রাফিক (পশ্চিম) বিভাগে আর ট্রাফিক (পশ্চিম) বিভাগের উপ-কমিশনার জয়নুল আবেদীনকে উপ-কমিশনার ক্রাইম পদে পদায়ন করা হয়েছে।

  • করোনায় সিএমপি’র কনস্টেবল সাহেব আলীর মৃত্যু

    করোনায় সিএমপি’র কনস্টেবল সাহেব আলীর মৃত্যু

    করোনায় জীবন উৎসর্গ করলেন বাংলাদেশ পুলিশের আরও এক সম্মুখযোদ্ধা কনস্টেবল মোহাম্মদ সাহেব আলী (৫৭)। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ইপিজেড থানাধীন নিউমুরিং পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৩ সালের ৮ আগস্ট বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।

    মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি চাঁদপুর জেলার পুরান আদালত পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম রঞ্জন আলী পাটোয়ারী।

    বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

    আইজিপির শোকঃ
    ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) কনস্টেবল মোহাম্মদ সাহেব আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

    আইজিপি এক শোক বার্তায় বলেন, করোনাযুদ্ধে প্রথম সারির যোদ্ধা হিসেবে বাংলাদেশ পুলিশ একজন গর্বিত সদস্যকে হারালো।

    তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

  • সিএমপিতেও শুরু হলো করোনা ভ্যাকসিন কার্যক্রম

    সিএমপিতেও শুরু হলো করোনা ভ্যাকসিন কার্যক্রম

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইনে মহামারি করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

    আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমএপি)’র করোনা ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

    এই কেন্দ্রে প্রথম দিনেই সিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) আমির জাফর করোনা ভাইরাসের সুরক্ষা টিকা নেন। তাছাড়া এ টিকাদান কেন্দ্রে সাধারণ মানুষের পাশাপাশি চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি)র প্রায় দুশতাধিক সদস্য/সদস্যা করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেছেন বলে জানা যায়।

    নারী ও বয়স্কদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হচ্ছে জানিয়ে সিএমপি কমিশনার সলেহ মোহাম্মদ তানভীর বলেন, অ্যাপসের মাধ্যমে এ কেন্দ্রে ১৪৪২ জন টিকা গ্রহনের জন্য আবেদন করেছেন।

    আজ প্রথমদিন প্রায় ২শ পুলিশ সদস্যসহ মোট ৩০০ জনের মতো টিকা গ্রহণ করার কথা রয়েছে। তবে সিএমপির কেন্দ্র থেকে টিকা গ্রহন করতে আবেদনকারীর প্রত্যেকে টিকা নিতে পারবেন।

    যারা যারা আসবে আমরা সবাইকে টিকা দিয়ে দিবো। তবে নারী ও বয়স্কদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হচ্ছে। টিকাদান কর্মসূচির উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ।

    ২৪ ঘন্টা/রাজীব

  • সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

    সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

    চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার ওসি পদে রদবদল করা হয়েছে।

    আজ সোমবার (১৮ জানুয়ারি) বাংলাদেশ নির্বাচন কমিশনের স্মারকের আলোকে তাদের রদবদল করা হয়।

    বিষয়টি নিশ্চিত করে রাত পৌনে ১০টায় চট্টগ্রাম মেট্টপলিটন পুলিশ কমিশনার সালেহ্ মো. তানভীর বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের স্মারকের আলোকে তাদের বদলি করা হয়।

    চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মাত্র ৯ দিন আগে গুরুত্বপূর্ণ এসব থানার অফিসার ইনচার্জ পদে রদবদল নিয়ে নগর জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

    এর মধ্যে বহুল আলোচিত কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিনকে ডবলমুরিং থানায়, ডবলমুরিং থানার সদীপ কুমার দাশকে সিএমপি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

    একইসঙ্গে বাকলিয়া থানার মোহাম্মদ নেজাম উদ্দিনকে কোতোয়ালি থানায়, চকবাজার থানার রুহুল আমিনকে বাকলিয়া থানায়, চান্দগাঁও থানার আতাউর রহমান খোন্দকারকে চকবাজার থানায় এবং ডিবি উত্তরের পরিদর্শক মোস্তাফিজুর রহমানকে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জের দায়িত্ব দেয়া হয়েছে।

    গত ১২ জানুয়ারী নগরীর ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডে আওয়ামী লীগের দু’কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলগুলিতে একজনের মৃত্যু হয়। সে সাথে নগরীর বিভিন্ন এলাকায় একাধিক সংঘাতের ঘটনাও ঘটে।

    এরই প্রেক্ষিতে ২৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর নির্বাচন কমিশনে ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ সদীপ কুমার দাশের বিরুদ্ধে অভিযোগ জমা দেয়। অভিযোগের প্রেক্ষিতে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তারা।

  • চট্টগ্রামের ৪ থানা পেল পেট্রোল কার

    চট্টগ্রামের ৪ থানা পেল পেট্রোল কার

    চট্টগ্রাম মহানগরের জনগণকে তড়িৎ পুলিশি সেবা নিশ্চিত করতে নগর পুলিশে যুক্ত হয়েছে চারটি পেট্রোল কার।

    প্রাথমিক পর্যায়ে চারটি থানায় এগুলো দেওয়া হলেও পর্যায়ক্রমে নগরীর ১৬টি থানায় দেওয়া হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

    চট্টগ্রামের পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর মঙ্গলবার এসব পেট্রোল কার উদ্বোধন করেন।

    চট্টগ্রাম নগর পুলিশের জনসংযোগ কর্মকর্তার দায়িত্বে থাকা গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মোহাম্মদ আব্দুর রউফ জানান, ইনবিল্ট সিসি ক্যামেরার মাধ্যমে এসব পেট্রোল কারের নিয়ন্ত্রণ করা হবে।

    এসব কারে হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট ছাড়াও ওয়াকিটকি, অগ্নি নির্বাপন সরঞ্জাম, ক্রাইম সিন ম্যানেজমেন্ট বক্সও সংযুক্ত আছে। প্রতিটি কারে একজন করে এসআই ও এএসআই এবং দুই জন করে কনস্টেবল দায়িত্ব পালন করবেন।

    এডিসি রউফ জানান, এসব কারের কারণে যে কোন ঘটনায় পুলিশ সদস্যরা দ্রুত সাড়া দিতে পারবেন। প্রাথমিক পর্যায়ে কোতোয়ালি, ডবলমুরিং, পাঁচলাইশ ও খুলশী থানা পুলিশ এ চারটি গাড়ি ব্যবহার করবে, পর্যায়ক্রমে নগরীর প্রতিটি থানায় এ ধরনের গাড়ি দেওয়া হবে।

    তিনি বলেন, পুলিশের গাড়িতে সুনির্দিষ্ট চালক না থাকলেও এসব কার নিয়ে যে চারজন দায়িত্ব পালন করবেন তারাই কারগুলো চালাবেন।

    নাভানা গ্রুপের পক্ষ থেকে দুটি, স্মার্ট গ্রুপ ও চট্টগ্রামের ব্যবসায়ীদের সংগঠন চেম্বার অব কমার্সের পক্ষ থেকে একটি করে কার দেওয়া হয়েছে।

    সকালে দামপাড়া পুলিশ লাইনের জনক চত্বরে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের হাতে এসব কারের চাবি হস্তান্তর করা হয়।

    অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) আমেনা বেগম, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএম মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-কমিশনার (সদর) আমির জাফরসহ নাভানা গ্রুপ, স্মার্ট গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।