Tag: সিগারেটের আগুনে

  • ফিরিঙ্গিবাজার ব্রীজঘাটে সিগারেটের আগুনে পুড়ল ফার্নিচার কারখানা

    ফিরিঙ্গিবাজার ব্রীজঘাটে সিগারেটের আগুনে পুড়ল ফার্নিচার কারখানা

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা ফিরিঙ্গবাজার ব্রীজঘাট এলাকায় আগুনে পুড়ে গেছে একটি ফার্নিচার কারখানা। গতকাল রবিবার রাত সাড়ে ১২টার সময় সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বললেন ফায়ার সার্ভিস।

    ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রেণ কক্ষ থেকে জানানো হয়, রাত সাড়ে ১২টার সময় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ৪টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে জানালেও তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানায়নি ফায়ার সার্ভিস।সিগারেটের আগুনে পুড়ল ফার্নিচার কারখানা

    তথ্যটি নিশ্চিত করেছে ৩৩ নম্বর ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। তিনি বলেন, ফায়ার সার্ভিসের দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা হয়েছে। তিনি এ ঘটনায় একটি ফার্নিচার কারখানার অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানান।

    ২৪ ঘন্টা/ আর এস পি

  • চট্টগ্রামে সিগারেটের আগুনে পুড়ল ৯ দোকান

    চট্টগ্রামে সিগারেটের আগুনে পুড়ল ৯ দোকান

    ২৪ ঘন্টা ডট নিউজ।নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি বালুরটাল এলাকায় আগুনে র ঘটনায় পুড়ে গেছে ৯টি দোকান। আজ সোমবার ২৪ ফেব্রুয়ারি ভোররাত সাড়ে ৩টার সময় সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন বলেন, সোমবার ভোররাত সাড়ে ৩টার সময় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় ভোর ৫টার সময় আগুন নিয়ন্ত্রণে আনেন।

    তিনি বলেন, এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও আগুনে ৯টি দোকান পুড়ে গিয়ে অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি ধারণা করছেন রাতে কারো ফেলে দেওয়া সিগারেটের আগুন থেকে কোন একটি দোকানে আগুন লাগে এবং পরে তা ছড়িয়ে পড়ে।