রাজধানীর দুই সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে ভোটের ফলাফল প্রত্যাখ্যান করেছেন বিএনপির দুই মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গুলশান ইমানুয়েল কনভেনশন সেন্টারে যৌথ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ফল প্রত্যাখ্যানের ঘোষণা দেন দুই প্রার্থী।
এ সময় তারা নির্বাচনের দিন কেন্দ্র দখল, ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট জালিয়াতি, এজেন্ট বের করে দেয়া, অভিযোগ দেয়া সত্ত্বেও নির্বাচন কমিশনের নীরব ভূমিকার কথা তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, ইভিএম প্রক্রিয়ায় নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, অনেক মেশিনে ধানের শীষ প্রতীকই রাখা হয়নি। কমিশন একটি মনগড়া ও বানোয়াট ফলাফল ঘোষণা করেছে। এ নির্বাচনে ভোটারদের সাথে অন্যায়-অবিচার করা হয়েছে।
উত্তর সিটিতে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল বলেন, আওয়ামী লীগের সিনিয়র নেতাদের নির্দেশে ভোটারদের কেন্দ্রে প্রবেশে ঢুকতে দেয়া হয়নি। বানানো লাইনে নেতাকর্মীদের দাঁড় করিয়ে রেখে কেন্দ্র নিয়ন্ত্রেণের চেষ্টা করা হয়। পুলিশের পোশাকে ক্ষমতাসীন দলের কর্মীদের দখলে ছিলো কেন্দ্রগুলোতে ভোট কারচুপির জন্য। নির্বাচনের দিন পরিকল্পিতভাবেই ভোটারদের আসতে দেয়নি ক্ষমতাসীনরা।
তিনি বলেন, ফলাফল প্রকাশ পেতে ভোর ৪টা পর্যন্ত অপেক্ষা করতে হলেও আওয়ামী লীগের প্রার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে রাত ৯টায় দেখা করে নিজেদের মেয়র ঘোষণা করেন। এতেই প্রমাণ হয় বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কখনই সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন সম্ভব নয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইঁয়া, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।