সীতাকুণ্ড প্রতিনিধি:চট্টগ্রাম নগরীর সিটি গেইট এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ সোমবার (১৫ জুন) সকালে এ দূর্ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ দেলোয়ার (৪০)।
তিনি সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে আছাদী শীপ ব্রেকিং ইয়ার্ডের সুপার ভাইজার হিসেবে কর্মরত ছিলেন। দেলোয়ার কর্ণেলহাট প্রশান্তি আবাসিক এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে আছাদী শিপ ব্রেকিং ইয়ার্ডের কার্টিং ম্যানেজার মোঃ করিম বলেন, সকালে দেলোয়ার বাসা থেকে মোটর সাইকেল যোগে কর্মস্থলে আসার পথে সিটি গেইট এলাকায় ঢাকামূখী একটি কাভার্ডভ্যান পিছন থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হন।
এ বিষয়ে আকবরশাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, কাভার্ডভ্যানের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়। আমরা লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। ড্রাইভারসহ গাড়িটি আটক করা হয়েছে।
২৪ ঘণ্টা/এম আর/দুলু