Tag: সিনেমা

  • বছরজুড়ে ঢালিউডের আলোচিত সিনেমা

    বছরজুড়ে ঢালিউডের আলোচিত সিনেমা

    বছরের শুরুতে বাংলা সিনেমার যেমন খরা ছিল তেমনি খরা ছিল বছরের শেষ সময়েও। তবে গতবারের মতো এবারও দুই ঈদে মুক্তি পাওয়া সিনেমা নিয়েই ছিল দর্শকের উন্মাদনা দেখা গেছে। বছরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে যেমন মানসম্মত ছবি ছিলো তেমনি ছিল মানহীন সিনেমাও। বছরের দুই ঈদ, আর ঈদকে ঘিরেই আলোচনায় ছিলো মুক্তি পাওয়া ১৩ সিনেমা।

    রোজার ঈদে মুক্তি পায় ৮ সিনেমা- আমিই বাংলাদেশ, জ্বীন, লোকাল, কিল হিম, পাপ, শত্রু, প্রেম প্রীতির বন্ধন ও আদম।

    মুক্তি পাওয়া ৮ সিনেমার মধ্যে শাকিব খানের লিডার আমিই বাংলাদেশ দর্শক টানার শীর্ষে থাকলেও জ্বীন ছিলো দ্বিতীয় অবস্থানে। অনন্ত জলিলের কিল হিম সিনেমাটিও ছিলো নেটিজেনদের আলোচনায়। সিনেমা নিয়ে যেমন অন্তর্জালে আলোচনা হয়েছে, তেমনি সমালোচনাও হয়েছে বিস্তর।

    তবে দর্শক টানার প্রতিযোগিতায় লোকাল, পাপ, শত্রু, প্রেম প্রীতির বন্ধন ও আদম ছিলো অনেকটাই পিছিয়ে।

    তবে রোজার ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর চেয়ে কোরবানি ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো ছিলো বেশি আলোচনায়।

    কোরবানির ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো হলো- নির্মাতা হিমেল আশরাফের ‘প্রিয়তমা’, রায়হান রাফির ‘সুড়ঙ্গ’, চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’, বন্ধন বিশ্বাসের ‘লাল শাড়ি’ ও সৈকত নাসিরের ‘ক্যাসিনো’।

    মুক্তির পর দর্শক টানার প্রতিযোগিতায় সবচেয়ে এগিয়ে ছিলো শাকিব খানের প্রিয়তমা ও আফরান নিশোর সুড়ঙ্গ। সুপারহিটের তকমাও পেয়েছে সিনেমা দুটো। শাকিব খানের ভিন্ন লুক আর বড়পর্দায় আফরান নিশোর অভিষেক সবমিলিয়েই অনেকটাই হুমড়ি খেয়ে পড়েন দর্শকরা।

    কোরবানির ঈদের আরেক চমক ছিলো অভিনেতা মাহফুজ আহমেদের অভিনয়ে ফিরে আসা। দীর্ঘ আট বছর পর প্রহেলিকা সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা। তাই প্রিয়তমা ও সুড়ঙ্গের পাশাপাশি মাহফুজ ভক্তরাও সিনেমাটি দেখেছেন।

    ক্যাসিনো ও লাল শাড়ি সিনেমা দর্শকের মধ্যে তেমন সাড়া না ফেলতে পারলেও মুক্তি পর কয়েকদিন বেশ কিছু প্রেক্ষাগৃহে হাউজ ফুল দেখা গেছে।

    ঈদের মুক্তি পাওয়া সিনেমা বাইরেও ‘মা’, ‘মায়ার জঞ্জাল’, ‘জেকে ১৯৭১’ ও অন্তজালের মতো প্রায় দুই ডজনের মত সিনেমা ছিলো আলোচনায়। সিনেমাগুলোর মধ্যে বিগ বাজেট ও ভিন্ন গল্পের সিনেমা থাকলেও তেমন দর্শক টানতে পারেনি।

    এদিকে বছরের শেষ সময়ে এসে মুক্তি যুদ্ধের সিনেমা ১৯৭১ সেই সব দিনগুলি যেমন প্রশংসিত হয়েছে। তেমনি প্রচলিত প্রথা ভেঙে দর্শকও টেনেছে।

    তবে বছর জুড়ে মুক্তি পাওয়া সব সিনেমার মধ্যে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত সিনেমা মুজিব একটি জাতির রূপকার ছিল সবচেয়ে বেশি আলোচনায়। সিনেমাটিতে আরিফিন শুভর অভিনয় প্রশংসিত হওয়ার পাশাপাশি সমালোচনাও হজম করতে হয়েছে ছবিটির নির্মাণ প্রক্রিয়া নিয়েও।

  • অসুস্থ বাবাকে নিয়ে ১২০০ কিমি পাড়ি দেয়া জ্যোতিকে নিয়ে হচ্ছে সিনেমা

    অসুস্থ বাবাকে নিয়ে ১২০০ কিমি পাড়ি দেয়া জ্যোতিকে নিয়ে হচ্ছে সিনেমা

    এবার আরেকটি ভিন্নধর্মী সিনেমা তৈরি করছেন বলিউডের বিখ্যাত পরিচালক বিনোদ কাপড়ি। নাম দিয়েছেন ‘সাইকেল গার্ল’। সম্প্রতি অসুস্থ বাবাকে নিয়ে ১২০০ কিলোমিটার সাইকেল চালিয়ে শহর থেকে গ্রামে ফিরে অনন্য নজির স্থাপন করেছেন ভারতের এক কিশোরী। তাকে নিয়েই সিনেমাটি নির্মাণ করছেন তিনি।

    ওই কিশোরীর নাম জ্যোতি কুমারী। বয়স মাত্র ১৫। তার বাবা মোহন পাসওয়ান ভারতের অন্যতম প্রসিদ্ধ শহর গুরুগ্রামে রিকশা চালাতেন। কিন্তু দেশজুড়ে চলমান লকডাউনে তা বন্ধ হয়ে যায়। এর মধ্যে গত মার্চে দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

    মোহনের পৈতৃক নিবাস বিহারের দ্বারভাঙা জেলার সিরুহুলিয়া গ্রামে। বাবার অসুস্থতার খবর পেয়ে সেখান থেকে গুরুগ্রামের উদ্দেশে রওনা দেয় জ্যোতি। কিন্তু সেখানে গিয়ে আটকা পড়ে সে।

    বসে খেতে খেতে একপর্যায়ে মোহনের সঞ্চিত টাকা শেষ হয়ে যায়। ফলে তাকে ভাড়া ঘর ছেড়ে দিতে বলেন বাড়িওয়ালা। উদ্ভূত প্রতিকূল পরিস্থিতিতে গ্রামে ফেরা ছাড়া দ্বিতীয় কোনো উপায় ছিল না তার।

    অগত্যা ৫০০ টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড সাইকেল কেনে জ্যোতি। এর পর অসুস্থ বাবাকে নিয়ে ইট-পাথর, দালানকোঠার শহর ছেড়ে নির্মল বাতাস, সবুজ শ্যামল গ্রামের উদ্দেশে রওনা দেয় সে। এর মধ্যে দুদিন অভুক্ত থাকতে হয়েছে তাকে। তবু তার মানসিক দৃঢ়তায় ফাটল ধরেনি। হাল ছাড়েনি ও।

    টানা সাত দিন রুগ্ন বাবাকে সাইকেলে চাপিয়ে ১২০০ কিলোমিটার রাস্তা পেরিয়ে গ্রামে ফেরে জ্যোতি। কয়েক দিন ধরেই সেই খবর বাতাসে ভেসে বেড়াচ্ছে। তা কানে পৌঁছতেই তাকে ট্রায়ালে ডেকেছে সাইকেল ফেডারেশন অব ইন্ডিয়া। দিল্লিতে প্রশিক্ষণে তার যাবতীয় খরচ বহন করার প্রতিশ্রুতি দিয়েছে তারা। অনেকেই তাদের আর্থিকভাবে সহায়তাও করছেন।

    জ্যোতির এ লড়াই কেন্দ্র করেই সিনেমা বানাতে চাচ্ছেন বিনোদ। ইতিমধ্যে তার বাড়ির লোকজনের সঙ্গে কথা বলেছেন তিনি।

    খ্যাতনামা এ বলি নির্মাতা বলেন, লকডাউনে যেসব শ্রমিক পায়ে হেঁটে বা সাইকেলে চেপে হাজার হাজার কিমি পথ অতিক্রম করে বাড়ি ফিরেছেন, তাদের ওপর শর্টফিল্ম বানাচ্ছি। আমি এরই মধ্যে জ্যোতির ওপর সিনেমা বানানোর প্রস্তুতি শুরু করেছি। তার বাবার কাছ থেকে অনুমতিও নিয়েছি।

    ২৪ ঘণ্টা/এম আর

  • কমল হাসানের সিনেমার শুটিংয়ে ৩ জন নিহত

    কমল হাসানের সিনেমার শুটিংয়ে ৩ জন নিহত

    ভারতের প্রখ্যাত অভিনেতা কমল হাসান এবং রাকুল প্রীত অভিনীত ছবি ‘ইন্ডিয়ান ২’ ছবির সেটে ক্রেন ভেঙে পড়ে তিনজন মারা গেছে। আহত প্রায় দশ জনের অবস্থাও আশঙ্কাজনক। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ ১৫০ ফুট উচু ক্রেনের উপরে থাকা লাইটের সেটআপ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।

    প্রথমে জানা গিয়েছিল ছবির পরিচালক শঙ্কর গুরুতর আহত হয়েছেন। কিন্তু পরে জানা যায়, অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। শঙ্কর অক্ষত থাকলেও তাঁর ব্যক্তিগত সহকারী মধু (২৯) এবং সহকারী পরিচালক কৃষ্ণর (৩৪) ঘটনাস্থলেই মৃত্যু হয়।

    শুটিংয়ের সময় কমল হাসানও সেখানে ছিলেন। তিনিই তত্‍‌পর হয়ে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। হাসপাতালে ১০ জনকে ভর্তি করা হয়েছে।

    জানা গেছে, ছবির গুরুত্বপূর্ণ একটি দৃশ্যের শুটিং চলার সময় এই দুর্ঘটনা ঘটে। কমল হাসান অভিনীত মেগা বাজেটের এই ছবির প্রযোজক লাইকা প্রোডাকশনস। একাধিক ভাষায় ছবিটি রিলিজ হওয়ার কথা রয়েছে। ২০১৮ সাল থেকে ‘ইন্ডিয়ান ২’র শুটিং শুরু হলেও নানা সমস্যার কারণে ছবিটির কাজ এখনও শেষ হয়নি।

    কমল হাসান ছাড়াও এই ছবিতে রয়েছেন কাজল আগারওয়াল, সিদ্ধার্থ, রাকুলপ্রীত সিং প্রমুখ।

    শোক প্রকাশ করে টুইটারে কমল হাসান লিখেছেন, জীবনে অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু আজকের ঘটনা সব কিছুকে ছাপিয়ে গিয়েছে। তিনজন সহকর্মীকে হারালাম। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।