Tag: সিপিসি ক্যাম্প

  • হাটহাজারীতে র‌্যাবের সিপিসি-২ ক্যাম্প উদ্ধোবন/দুর্নীতিসহ নানা অপরাধ দমনে জন্মলগ্ন থেকে কাজ করছে র‌্যাব

    হাটহাজারীতে র‌্যাবের সিপিসি-২ ক্যাম্প উদ্ধোবন/দুর্নীতিসহ নানা অপরাধ দমনে জন্মলগ্ন থেকে কাজ করছে র‌্যাব

    ২৪ ঘণ্টা ডট নিউজ। হাটহাজারী প্রতিনিধি : অপরাধ দমনে এবার হাটহাজারীতে যুক্ত হলো র‌্যাব-৭ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি)-২ এর ক্যাম্প।

    র‌্যাব এর মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, বিপিএম,পিপিএম আজ রবিবার (১৪ জুন) চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী মাটিয়া মসজিদ এলাকার ম্যারেজ মহলে এ ক্যাম্প উদ্ধোধন করেন।

    ক্যাম্প উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, জঙ্গি, মাদক, দুর্নীতিসহ নানা অপরাধ দমনে র‌্যাব জন্মলগ্ন থেকেই কাজ করে যাচ্ছে।

    এসময় হাটহাজারী, রাউজান, ফটিকছড়িসহ পাবর্ত্য চট্টগ্রামে অপরাধ দমনে সিপিসি-২ ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করেন তিনি।

    তিনি বলেন, অনেক সময় আমরা দায়িত্ব পালন করতে গিয়ে আমরা বাধার সম্মুখীন হই। অপরাধীরা আমাদের বাধা দেয়। তখন স্থানীয় জনগণ, জনপ্রতিনিধিদের সহযোগিতা পাই। ভবিষ্যতেও এ সহযোগিতা চাই।

    সিপিসি-২ ক্যাম্পের অধিনায়ক মুশফিকুর রহমানের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল তোফায়েল মোস্তফা সরোয়ার, বিপিএম, পিএসসি, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুখ বিপিএম, পিপিএম, চট্টগ্রাম পুলিশ সুপার এস এম রশিদুল হক বিপিএম, পিপিএম, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস.এম রাশেদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (চট্টগ্রাম উত্তর) মশিউদ্দৌলা রেজা, হাটহাজারী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম প্রমূখ।

    ২৪ ঘণ্টা/মো. পারভেজ/রাজীব প্রিন্স