Tag: সিভাসু

  • করোনা : চট্টগ্রামের সিভাসু ল্যাবে একদিনে ৫৩ পজেটিভ, চট্টগ্রামে ৩৫

    করোনা : চট্টগ্রামের সিভাসু ল্যাবে একদিনে ৫৩ পজেটিভ, চট্টগ্রামে ৩৫

    ২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : প্রাণঘাতী করোনা পরীক্ষায় চট্টগ্রামের ২য় ল্যাবে নতুন করে একদিনে আরো ৫৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

    চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয (সিভাসু) ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৯৭ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ৫৩ জনের পজেটিভ আসে। এর মধ্যে চট্টগ্রাম নগরীর ২জন ও জেলার ৫ উপজেলায় ৩৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

    এনিয়ে আজ ১০ মে রবিবার দুপুর পর্যন্ত চট্টগ্রাম জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ায় ২৫৪ জন। এর মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৬৪ জন।

    রোববার (১০ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা.সেখ ফজলে রাব্বি।

    তিনি জানান, চট্টগ্রামে নুতনভাবে আরও ৩৫ জন করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। সেখানে নতুন করে আরো ১৪ জন করোনা আক্রান্ত হয়।

    এর পরে রয়েছে চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলা। সেখানে নতুন করে ১০ জন, সন্দ্বীপ উপজেলায় ৭ জন, এবং রাউজান ও বাঁশখালী উপজেলায় ১ জন করে নতুন ভাবে করোনা আক্রান্ত হয়েছে। চট্টগ্রাম মহানগরীতে ২ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে।

    সিভাসু ল্যাবে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলার বাইরে আরো তিন জেলায় নতুন করে আরো ১৮ জন করোনা শনাক্ত হয়। এর মধ্যে নোয়াখালী ৮ জন, ফেনী ৭ জন ও লক্ষ্মীপুর ৩ জন।

    ২৪ ঘণ্টা/ রাজীব প্রিন্স

  • করোনা/চট্টগ্রামে মৃতের সংখ্যা বেড়ে ১৬/সিভাসু ল্যাবে নতুন আক্রান্ত সাতজনের ১ জন চট্টগ্রামের

    করোনা/চট্টগ্রামে মৃতের সংখ্যা বেড়ে ১৬/সিভাসু ল্যাবে নতুন আক্রান্ত সাতজনের ১ জন চট্টগ্রামের

    ২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে প্রথম করোনা পরীক্ষার ল্যাব বিআইটিআইডিতে গতকাল শুক্রবারের রিপোর্টে নগরীর পাহাড়তলী বাঁচা মিয়া রোডের বাঁচা মিয়া কন্ট্রাক্টর বাড়ির মৃত জাফর আহমদের ছেলে নুরুল আলম (৬৫) ‘র করোনা পজেটিভ আসে।

    তবে তিনি আর বেঁচে নেই। রিপোর্ট হাতে পাওয়ার আগের দিন গত ৭ মে বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    ফলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে মৃত্যুর তালিকায় আরো একজন যুক্ত হল। শুক্রবার ৮ মে রিপোর্ট অনুযায়ী চট্টগ্রামে জেলায় মৃতের সংখ্যা বেড়ে এখন ১৬ জনে ঠেকেছে।

    জানা যায়, শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে ৬৫ বছর বয়সী বৃদ্ধ নুরুল আলম গত ৬ মে বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন।

    পরের দিন বৃহস্পতিবার সকালে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। একইদিন বিকালে ওই বৃদ্ধ হাসপাতালেই মারা যান।

    তার মৃত্যুর তথ্যটি আজ ৯ মে শনিবার দুপুরে নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তিনি জানান, রিপোর্ট আসার আগ পর্যন্ত মৃত ব্যক্তির মরদেহ চমেক হাসপাতালেই ছিলো।

    গতকাল রিপোর্টে মৃত ব্যাক্তিটির করোনা সনাক্ত হওয়ায় স্বাস্থ্য বিভাগের নিয়ম অনুযায়ী দাফন করতে বলা হয়েছে এবং বৃদ্ধার সংস্পর্শে আসাদের কোয়ারেন্টাইন নিশ্চিতের পাশাপাশি তাদের বাড়িও লকডাউন করা হচ্ছে।

    এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা টেস্টের ২য় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে আরো ৭ জনের করোনা পজিটিভ এসেছে বলে তিনি জানান।

    তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ওই ল্যাবে মোট ২৫ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়। এরমধ্যে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের ৩৫ বছর বয়সী এক পুরুষ করোনায় আক্রান্ত আছে। বাকি ছয়জন লক্ষীপুর জেলার বাসিন্দা বলে তিনি জানায়।

    নতুন একজনসহ এনিয়ে চট্টগ্রাম জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়ায় ২০৭ জনে। এর মধ্যে এ রিপোর্ট লেখা পর্যন্ত মোট ৪৯ জন করোনা জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • সিভাসু ল্যাবে আরো ৪০ জনের করোনা সনাক্ত, চট্টগ্রাম নগরে ২৫ জেলায় ১৪

    সিভাসু ল্যাবে আরো ৪০ জনের করোনা সনাক্ত, চট্টগ্রাম নগরে ২৫ জেলায় ১৪

    ২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের করোনা পরীক্ষার দ্বিতীয় ল্যাব ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু)তে গত ২৪ ঘণ্টায় ৬১টি নমুনা পরীক্ষা করে ৪০ জনের শরীরে করোনা সনাক্ত হয়।

    এরমধ্যে ৩৯ জন চট্টগ্রাম জেলা এবং ১ জন খাগড়াছড়ি জেলার মানিকছড়ির বাসিন্দা। আজ ৮ মে শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটে এসব তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, সিভাসু ল্যাবে সনাক্ত হওয়া চট্টগ্রামের ৩৯ জনের মধ্যে চট্টগ্রাম নগরীতে ২৫ জন এবং জেলার ৪ উপজেলায় আরো ১৪ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।

    চট্টগ্রাম নগরীতে সনাক্ত হওয়া ২৫ জনের মধ্যে নগরীর বাকলিয়ায় ৪ জন, হালিশহরে ৩ জন, ইপিজেড ২ জন, সাগরিকা অলংকারে ১ জন, সাগরিকা কাজিরদীঘিতে ১জন এবং নগরীর বহদ্দারহাট ১, কসমোপলিটন ১, আগ্রাবাদ ১, মেহেদীবাগ ১, নাসিরাবাদ ১, মোগলটলী ১, সরাইপাড়া ১, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ১, ফিরিঙ্গীবাজার ১, দামপাড়া ১, আইসফ্যাক্টরী রোড ১, মীর্জাপুল ১, সদরঘাট ১ ও আম বাগান রেলওয়ে কলোনীতে ১ জন করোনা রোগী সনাক্ত হয়।

    তাছাড়া গত ২৪ ঘণ্টায় একই ল্যাবে নমুনা পরীক্ষা করে চট্টগ্রাম জেলার ৪টি উপজেলায় আরো ১৪ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের করোনা হটস্পট সাতকানিয়ায় ৭ জন, সীতাকুণ্ডে ৫ জন, হাটহাজারীতে ১ জন এবং বোয়ালখালীতে আরো একজনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

    চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হওয়া ব্যক্তি দাঁড়াল ১৯৭ জনে। বাইরে থেকে পজিটিভ হয়ে আসা চট্টগ্রামের বাসিন্দা আছেন আরও পাঁচজন। এদের মধ্যে মারা গেছেন ১৩ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এখন পর্যন্ত ৪৭ জন।

    একই ল্যাবে আজ ভিন্ন জেলার একমাত্র রোগীটি খাগড়াছড়ি জেলার মানিকছড়ির বাসিন্দা বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • সিভাসু’তে ‘ভেটেরিনারি অ্যানেসথেসিয়া ও সফট টিস্যু সার্জারি’ প্রশিক্ষণ

    সিভাসু’তে ‘ভেটেরিনারি অ্যানেসথেসিয়া ও সফট টিস্যু সার্জারি’ প্রশিক্ষণ

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ‘ভেটেরিনারি অ্যানেসথেসিয়া ও সফট টিস্যু সার্জারি’ বিষয়ক সপ্তাহব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

    সিভাসু’র এস. এ. কাদেরী টিচিং ভেটেরিনারি হাসপাতাল এবং মেডিসিন ও সার্জারি বিভাগের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

    সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ভারতের তামিলনাডু ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অ্যানেসথেসিওলজিস্ট ড. এস. সিনথিল কুমার। প্রশিক্ষণ কর্মসূচিতে ছোট-বড় প্রাণী ও পাখির অ্যানেসথেসিয়া-বিশেষ করে গ্যাসীয়াস অ্যানেসথেসিয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

    সিভাসু’র মেডিসিন ও সার্জারি বিভাগের সার্জারি ইউনিটের শিক্ষক, স্মাতকোত্তর ছাত্রছাত্রী, ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন-এর শেষ বর্ষের শিক্ষার্থী, সিভাসু’র ঢাকাস্থ টিচিং এন্ড ট্রেনিং পেট হসপিটাল ও রিসার্চ সেন্টারের চিকিৎসক এবং সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের সার্জারির শিক্ষক উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।সিভাসু ভেটেরিনারি অ্যানেসথেসিয়া প্রশিক্ষণ

    সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ ও রিসোর্স পার্সনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।

  • সিভাসু’তে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

    সিভাসু’তে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)। নানা আয়োজনের মধ্য দিয়ে ১৪ ডিসেম্বর শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে বিশ্ববিদ্যালয়টি।

    আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, শোভাযাত্রা, পুষ্পাঞ্জলি প্রদান এবং শহীদ বুদ্ধিজীবীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত। শহীদ বুদ্দিজীবী দিবস সিভাসু র‌্যালি

    শনিবার সকাল ৮টায় উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ-এর নেতৃত্বে বের করা শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

    শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ পাহাড়তলী বধ্যভূমিতে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। এরপর শিক্ষক সমিতি, অফিসার সমিতি, প্রগতিশীল শিক্ষক ফোরাম, কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

    এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. জান্নাতারা খাতুন, পোল্ট্রি রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টারের পরিচালক প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ্বাস, রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেল-এর পরিচালক প্রফেসর ড. কবিরুল ইসলাম খান, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মেজবাহ উদ্দিন, প্রক্টর প্রফেসর গৌতম কুমার দেবনাথ, ভেটেরিনারি ক্লিনিক্স-এর পরিচালক প্রফেসর ড. ভজন চন্দ্র দাস এবং পরিচালক (অর্থ ও হিসাব) মো. আবুল কালাম প্রমুখ।

  • দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে খাদ্য-পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে হবে-তথ্যমন্ত্রী

    দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে খাদ্য-পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে হবে-তথ্যমন্ত্রী

    তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

    আজ শনিবার ১৯ অক্টোবর চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) দুইদিন ব্যাপি ১৬তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

    সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত দুইদিন ব্যাপি বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভাসু উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।

    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দা সারওয়ার জাহান। স্বাগত বক্তব্য রাখেন সিভাসু’র ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. শারমীন চৌধুরী।

    এবারের সম্মেলনের প্রতিপাদ্য: “Intensification of Livestock and Fisheries for Achieving Food Safety and Nutritional Security: Challenges and Opportunities”।

    তথ্যমন্ত্রী বলেন, একটি বিশ্ববিদ্যালয় কত বড় সেটার উপর বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা নির্ভর করে না। বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা নির্ভর করে গুণগত শিক্ষা ও গবেষণা কর্মের উপর। পৃথিবীতে অনেক ছোট ছোট বিশ্ববিদ্যালয় আছে যেগুলো শিক্ষা ও গবেষণা কর্মে খুবই ভালো।

    ঢাকায় টিচিং এন্ড ট্রেনিং পেট হসপিটাল ও রিসার্চ সেন্টার স্থাপন, রাঙ্গামাটির কাপ্তাই লেকে ভ্রাম্যমান গবেষণা তরী নির্মাণ, হাটহাজারীতে রিসার্চ এন্ড ফার্ম বেইজড ক্যাম্পাস ও কক্সবাজারে গবেষণা কেন্দ্র স্থাপনসহ সিভাসু অনেক উদ্ভাবনী উদ্যোগ নিয়েছে যা দেখে আমি মুগ্ধ। সিভাসুর শিক্ষার্থীরা বিদেশে যাচ্ছে এবং বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে আসছে। বিশ্ববিদ্যালয় এবং গবেষণা কর্মকে সমৃদ্ধ করার জন্য এধরণের এক্সচেঞ্জ প্রোগ্রাম খুবই গুরুত্বপূর্ণ।

    তিনি বলেন, দেশি-বিদেশি বিজ্ঞানী, গবেষক, শিক্ষাবিদ এবং পেশাজীবীদের এ সম্মেলন জ্ঞান ও গবেষণার নতুন ক্ষেত্র তৈরি করবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, আমি স্বপ্ন দেখি উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সিভাসু একটি ‘সেন্টার অব এক্সেলেন্স’ হবে এবং কৃষি বিজ্ঞান বিষয়ে এটি হবে সেরা বিশ্ববিদ্যালয়। তিনি সিভাসু কর্তৃপক্ষকে শিক্ষার গুণগত মান বজায় রাখার আহ্বান জানান।

    মন্ত্রী বলেন, স্বাধীনতার পর বাংলাদেশের জনসংখ্যা অনেক বেড়েছে, কমেছে আবাদি জমির পরিমাণ। তারপরও বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশের চাহিদা মিটিয়ে বাংলাদেশ আজ বিদেশে খাদ্য রপ্তানি করছে। উন্নয়নের অনেক সূচকে বাংলাদেশ ইতিমধ্যে পাকিস্তানকে এবং কিছু কিছু সূচকে ভারতকেও অতিক্রম করেছে। আর এগুলোর সবই সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে।

    আগে আমরা ঈদ-উল-আযহার সময় কোরবানির প্রাণীর জন্য পাশ্ববর্তী দেশের উপর নির্ভর করতে হতো। এখন আমাদের পর্যাপ্ত প্রাণিসম্পদ রয়েছে। এটি সম্ভব হয়েছে গবেষণা এবং নতুন নতুন আবিষ্কারের ফলে। আর এর পিছনে অবদান রয়েছে সিভাসু’র মতো বিশেষায়িত বিশ্ববিদ্যালয় এবং গবেষকদের।

    বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, গুণগত শিক্ষা ও গবেষণা ছাড়া দেশের ধারাবাহিক উন্নয়ন সম্ভব নয়। অর্থনৈতিক সক্ষমতা অর্জন এবং দারিদ্র্য দূরীকরণে গবেষণার সুদূর প্রসারী ভূমিকা রয়েছে। সিভাসুকে গবেষণার উন্নত প্লাটফর্ম উল্লেখ করে তিনি বলেন, এ ধরণের শিক্ষা প্রতিষ্ঠানকে পেট্রোনাইজ করলে দেশের জন্য মঙ্গলজনক হবে।

    দুইদিনের সম্মেলনে মোট ৭টি টেকনিক্যাল সেশনে ৪টি মূল প্রবন্ধ এবং ৫২টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়। সম্মেলনে বিষয়সংশ্লিষ্ট ৫২টি পোস্টার প্রদর্শিত হয়।

    আন্তর্জাতিক এ সম্মেলনে যুক্তরাজ্য, মালয়েশিয়া, ভারতসহ দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি সংস্থার প্রায় ৩০০ জন বিজ্ঞানী, গবেষক, শিক্ষাবিদ, পরিবেশবিদ, পেশাজীবী, এনজিও কর্মী, উন্নয়ন সহযোগী ও দাতা সংস্থার প্রতিনিধিগণ অংশগ্রহণ করছেন।