Tag: সিভিল সার্জন

  • উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে সিভিল সার্জনের নির্দেশ

    উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে সিভিল সার্জনের নির্দেশ

    চট্টগ্রাম মহানগরীতে অবস্থিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার মালিকদের সাথে এক মতবিনিময় সভা সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় বেসরকারি হাসপাতাল ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডা: এ কে এম ফজলুল হক এর সভাপতিত্বে সিভিল সার্জন কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

    সভায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার মালিক অথবা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণভ্যূত্থানের আহত ও নিহতদের অবদানের কথা স্মৃতিচারণ করা হয়।

    সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টহগ্রাম জেলার সিভিল সার্জন ডা: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন “জনসাধারণকে উন্নত স্বাস্থ্য সেবা প্রদান নিশ্চিতকরণের লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধ পরিকর। তাই সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসাপাতালের সেবার মান বৃদ্ধি, সেবাপ্রাপ্তি সহজীকরণ, নিরাপদ ও টেকসই কর্ম পরিবেশ সৃষ্টি তথা জনসাধারণকে উন্নতর সেবা প্রদান নিশ্চিত করা বাধ্যতামূলক। কর্মরত চিকিৎসকসহ সকল স্তরে কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতার সহিত সেবা প্রদানের নির্দেশনা প্রদানের জন্য মালিক কর্তৃপক্ষকে অনুরোধ জানান। এছাড়াও হাসপাতালের প্রবেশপথ, বহিরাঙ্গন, আউটডোর ও ইনডোর সহ ওয়ার্ড এবং শৌচাগার ইত্যাদিতে পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি জন্য এবং ডেঙ্গু রোগীদের প্রটোকল অনুযায়ী চিকিৎসা সেবা প্রদানের গুরুত্ব আরোপ করেন”।

    সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেসরকারি হাসপাতাল ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক শেভরণ ক্লিনিক্যাল ল্যাবের মো: আবদুল মোকালিব, হাসপাতাল ক্লিনিক মালিক সমিতির সহ-সভাপতি ডা: এ টি এম রেজাউল করিম প্রমূখ।

  • চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে কন্ট্রোল রুম উদ্বোধন

    চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে কন্ট্রোল রুম উদ্বোধন

    চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের নীচ তলায় কন্ট্রোল রুম উদ্বোধন করা হয়েছে। সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন।

    কোভিড, নন-কোভিড, ডেঙ্গু, ম্যালেরিয়া, ডায়রিয়া, সংক্রামক ও অসংক্রামক রোগ সংক্রান্ত সকল প্রকার তথ্য এ কন্ট্রোল রুম (নম্বরঃ ০৩১৬৩৪৮৪৩) থেকে অফিস চলাকালীন সময়ে সংশ্লিষ্ট প্রয়োজনীয় দপ্তর সমূহে প্রেরণ করা হয়।

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান, সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. মোঃ ওয়াজেদ চৌধুরী অভি, এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. এএফএম জাহিদ জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র হেলথ এডুকেশন অফিসার থোয়াইনু মং মার্মাসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মচারীবৃন্দ।

    কন্ট্রোল রুমে ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান কন্ট্রোল রুমের সমন্বয়ক ও সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দার ফোকাল পারসনের দায়িত্ব পালন করবেন।

  • চট্টগ্রামে করোনায় মৃত্যু ৩, শনাক্ত ৩৬

    চট্টগ্রামে করোনায় মৃত্যু ৩, শনাক্ত ৩৬

    গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৬ জন। রবিবার ৩২ জনের করোনা শনাক্ত ও ১ জনের মৃত্যু হয়েছিল। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৩ দশমিক ৩৫ শতাংশ।

    সোমবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

    প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১০টি ল্যাবে ১ হাজার ৭৩ জনের নমুনা পরীক্ষা করে ৩৬ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দা ২৫ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

    সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, উপজেলাগুলোর মধ্যে আনোয়ারায় ২, রাউজানে ৬, ফটিকছড়িতে ২ ও সীতাকুণ্ডে ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদিন লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালী, পটিয়া, চন্দনাইশ, বোয়ালখালী, রাঙ্গুনিয়া, হাটহাজারী, মিরসরাই ও সন্দ্বীপে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি।

    চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ১ হাজার ৬৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দা ৭৩ হাজার ৬১৪ জন। বাকি ২৮ হাজার ১৬ জন বিভিন্ন উপজেলার।

    গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় মৃত ২ জন নগরের বাসিন্দা। আর একজন নগরের বাইরের বাসিন্দা। চট্টগ্রামে এ পর্যন্ত মোট এক হাজার ২৯৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭১৪ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৫৭৯ জনের।

    চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

    এন-কে

  • চট্টগ্রামে করোনায় শনাক্ত ৩২, মৃত্যু ১

    চট্টগ্রামে করোনায় শনাক্ত ৩২, মৃত্যু ১

    চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১ জন। এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩২ জন।

    আজ ২৬ সেপ্টেম্বর, রবিবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

    প্রতিবেদনে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৫২৮ জনের নমুনা পরীক্ষায় ৩২ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় ২ দশমিক ১ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে নগরের ২২ জন এবং উপজেলার ১০ জন।

    সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৪ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

    একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ২ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ২ জন ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

    এন-কে

  • চট্টগ্রামে করোনায় শনাক্ত ২৬

    চট্টগ্রামে করোনায় শনাক্ত ২৬

    চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৬ জন।

    ২৪ সেপ্টেম্বর, শুক্রবার সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

    প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১০ টি ল্যাবে ১ হাজার ২৮৪ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দা ২২ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

    সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৬ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

    একই সময়ে জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১ জন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

    চট্টগ্রামে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১ হাজার ৫১৬ জনের। শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দা ৭৩ হাজার ৫৪০ জন। বাকি ২৭ হাজার ৯৭৬ জন বিভিন্ন উপজেলার।

    গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় মৃত ৩ জনই নগরের বাসিন্দা। চট্টগ্রামে এ পর্যন্ত মোট এক হাজার ২৮৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭১১ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৫৭৮ জনের।
    চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

    এন-কে

  • চট্টগ্রামে করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ৪১

    চট্টগ্রামে করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ৪১

    গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪১ জন।

    ১৭ সেপ্টেম্বর, শুক্রবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারের একটি ল্যাবে ১ হাজার ৫১৩ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরের ৩৪ জন, বাকিরা বিভিন্ন উপজেলার।

    সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৯ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৯ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

    একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১ জন ও ইপিক হেলথকেয়ার ল্যাবে ৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

    চট্টগ্রামে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ এক হাজার ১৭২ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরের ৭৩ হাজার ৩২৮ জন। বাকি ২৭ হাজার ৮৪৪ জন বিভিন্ন উপজেলার।

    চট্টগ্রামে এ পর্যন্ত মোট এক হাজার ২৭৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭০৬ জন চট্টগ্রাম নগরের, বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৫৭৩ জন।

    চট্টগ্রামে গতবছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

    এন-কে

  • চট্টগ্রামে করোনায় শনাক্ত ১১২, মৃত্যু ২

    চট্টগ্রামে করোনায় শনাক্ত ১১২, মৃত্যু ২

    চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন আরও ১১২ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ এক হাজার ১৩১ জনে।

    এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২ জন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২৭৯ জনে। একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১২ জন।

    ১৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

    প্রতিবেদনে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৭৫৩ জনের নমুনা পরীক্ষায় ১১২ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৭৬ জন ও উপজেলার ৩৬ জন।

    সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৭ জন,

    ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ১৯ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

    একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৯ জন ও অ্যান্টিজেন টেস্টে ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

    চট্টগ্রামে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ১৩১ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরীর বাসিন্দা ৭৩ হাজার ২৯৪ জন। বাকি ২৭ হাজার ৮৩৭ জন বিভিন্ন উপজেলার।

    গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জনের মধ্যে ২ জনই চট্টগ্রাম নগরীর বাসিন্দা।
    উল্লেখ, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তি মারা যান।

    এন-কে

  • চট্টগ্রামে নতুন ৭৯ জনসহ মোট আক্রান্ত ১৯৩২৭, ২৪ ঘণ্টায় আরো ২ মৃত্যু

    চট্টগ্রামে নতুন ৭৯ জনসহ মোট আক্রান্ত ১৯৩২৭, ২৪ ঘণ্টায় আরো ২ মৃত্যু

    চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন আরো দুজনের মৃত্যুতে জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯৭। 

    তাছাড়া বুধবার (৭ অক্টোবর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় কক্সবাজারসহ মোট ৮টি ল্যাবে জেলার ৯৭৬টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৭৯ জনের দেহে করোনার অস্তিত্ব মিলেছে।

    চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৭৯ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৫৮ জন এবং উপজেলায় ২১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ৩২৭ জন।

    গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭৬টি নমুনা পরীক্ষা করে ১৯ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩৭৩টি নমুনা পরীক্ষা করে ৮ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩২৬টি নমুনা পরীক্ষা করে ১৭ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫৯টি নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

    তাছাড়া বেসরকারি হাসপাতাল ইম্পেরিয়াল ল্যাবে ৩১টি নমুনা পরীক্ষা করে ১০ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি ল্যাবে ২৬টি নমুনা পরীক্ষা করে ৭ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৫টি নমুনা পরীক্ষা করে ৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।

    অন্যদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রাম জেলার ৬৮টি নমুনা পরীক্ষা করে মাত্র ১ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেলেও এদিন জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২টি নমুনা পরীক্ষায় একজন করোনা আক্রান্ত ধরা পড়েনি।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • জেনারেল হাসপাতালে করোনা রোগীদের জন্য অত্যাধুনিক দুটো সি-প্যাপ মেশিন দিলেন ডা. শাহাদাত

    জেনারেল হাসপাতালে করোনা রোগীদের জন্য অত্যাধুনিক দুটো সি-প্যাপ মেশিন দিলেন ডা. শাহাদাত

    চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী ডা.শাহাদাত হোসেন
    চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা রোগীর শ্বাসকষ্ট লাঘবের জন্য অত্যাধুনিক দুটো সি-প্যাপ মেশিন হস্তান্তর কালে বলেছেন, করোনা চিকিৎসার বিভিন্ন সরঞ্জামাদির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্দকৃত বাজেটের ১০ হাজার কোটি টাকার থোক বরাদ্দ থেকে চট্টগ্রামের জন্য ৫০০ কোটি থেকে ১ হাজার কোটি টাকা বরাদ্দ দিবে। কিন্তু সরকার এখনও পর্যন্ত চট্টগ্রামবাসীর জন্য কোনো বরাদ্দ দেয় নি।

    তিনি আজ রবিবার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী এর কাছে করোনা রোগীর শ্বাসকষ্ট লাঘবের জন্য অত্যাধুনিক দুটো সি-প্যাপ মেশিন হস্তান্তরকালে উপরোক্ত কথাগুলো বলেন।

    শাহাদাত বলেন, রাজনীতিবিদ, সমাজসেবী, বিভিন্ন প্রতিষ্ঠান যেভাবে এগিয়ে এসেছে, সরকার ঠিক সেভাবে এগিয়ে আসেনি। সরকারের সর্বক্ষেত্রে দুর্নীতি আর দুঃশাসন। সরকারের প্রতিটি প্রতিষ্ঠানের দুর্নীতি থাকে কেউ রেহাই পাচ্ছে না।স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি দুঃশাসন সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য বিভাগ এখন “গলার কাঁটা” হিসাবে পরিণত হয়েছে।

    এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির উপদেষ্টা ও সাংবাদিক জাহিদুল করিম কচি প্রমুখ।
    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনায় ফেনীর সিভিল সার্জনের মৃত্যু

    করোনায় ফেনীর সিভিল সার্জনের মৃত্যু

    করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    মঙ্গলবার (৭ জুলাই) বিকাল সাড়ে ৫টার কিছু পরে রাজধানীর আসগর আলী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি ডা. শাহেদুল ইসলাম কাউসার।

    ডা. সাজ্জাদ করোনা আক্রান্তের পাশাপাশি কার্ডিয়াক অ্যারিথমিয়া এবং হার্ট ফেইলিউর হওয়ায় তাকে গত ১ জুলাই ভেন্টিলেশনে নেওয়া হয়েছিল। এরপর উচ্চপ্রবাহের অক্সিজেন দেওয়া হলেও তার অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। তার ফুসফুসে নিউমোনিয়া সংক্রমণও মারাত্মক আকার ধারণ করেছিল। চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। দীর্ঘ ২৪ দিন ধরে লড়াই করে মৃত্যুর কাছে হার মানলেন।

    এর আগে গত ১৪ জুন করোনায় শ্বাসকষ্ট অনুভব হলে তাকে ফেনী জেনারেল হাসপাতালের ৪০ শয্যার হাই-ফ্লো অক্সিজেন ইউনিটে ভর্তি করা হয়। পরে বৃহস্পতিবার (১৯ জুন) পরিবারের ইচ্ছায় ও আরও উচ্চ প্রবাহের অক্সিজেন সেবা চালু না হওয়ায় সিভিল সার্জনকে ঢাকায় পাঠানো হয়।

    এরও আগে ১২ জুন নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজ থেকে প্রাপ্ত ফলাফলে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেনের করোনা পজিটিভ আসে।

    সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন ১৭তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সরকারি চাকরিতে যোগদান করেছিলেন। তার স্ত্রী ডা. নাদিরা দিলরুবা স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক। তাদের একমাত্র মেয়ে এবার এসএসসি পাস করেছে।

    ফেনীর মেধাবী সন্তান সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন সদর উপজেলার লেমুয়ার দেওয়ানজি বাড়ির মরহুম দেওয়ান মাহবুবুল হকের বড় সন্তান। তার বয়স হয়েছিল ৫৩ বছর।

    ২৪ ঘণ্টা/এম আর

  • খাগড়াছড়ির প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি পুরোপুরি সুস্থ: সিভিল সার্জন

    খাগড়াছড়ির প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি পুরোপুরি সুস্থ: সিভিল সার্জন

    খাগড়াছড়ি প্রতিনিধি:::খাগড়াছড়ি জেলার প্রথম ও একমাত্র করোনা আক্রান্ত ব্যক্তি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।

    শুক্রবার (৮ মে) রাত ১০ টায় এ তথ্য নিশ্চিত করেছেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ।

    আজ আনুষ্ঠানিক ভাবে দীঘিনালা উপজেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা এই ব্যক্তিকে ছাড়পত্র দেয়া হবে বলে জানান সিভিল সার্জন।

    জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, খাগড়াছড়ি জেলায় প্রথম আক্রান্ত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয় গত ২২ এপ্রিল দীঘিনালা উপজেলার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার সময়। নারায়ণগঞ্জ ফেরত ওই ব্যক্তির কোন উপসর্গ না থাকার পরও গত ২৯ এপ্রিল করোনা পজেটিভ শনাক্ত হয়। এরপর ৩০ এপ্রিল দ্বিতীয় দফায় পজেটিভ ব্যক্তিসহ তার সংস্পর্শে থাকা ১৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। দ্বিতীয় দফায় গত ২ মে আক্রান্ত ব্যক্তির নমুনার ফলাফল নেগেটিভ আসলে ৩ মে তৃতীয় দফায় নমুনা সংগ্রহ করা হয়। যার ফলাফল আসে ৮ মে শুক্রবার রাতে। দুই দফায় ফলাফল নেগেটিভ হওয়ায় দীঘিনালার আক্রান্ত ব্যক্তি এখন পুরোপুরি সুস্থ বলে ধরে নিচ্ছে স্বাস্থ্য বিভাগ।

    খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, খাগড়াছড়ি জেলায় ৮ মে পর্যন্ত একজন ব্যক্তির করোনা পজেটিভ ছিল। যেহেতু তার দ্বিতীয় ও তৃতীয় নমুনার ফলাফল নেগেটিভ তাহলে সে এখন পুরোপুরি সুস্থ।

    পাশাপাশি খাগড়াছড়ি জেলায় এখন পর্যন্ত আর কোন করোনা পজেটিভ নেই।

    প্রসঙ্গত, খাগড়াছড়িতে শুক্রবার পর্যন্ত ২৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তারমধ্যে ১৬০ জনের নেগেটিভ। বাকী নমুনার ফলাফল এখনও হাতে আসেনি।

    ২৪ ঘন্টা/এম আর/প্রদীপ

  • খাগড়াছড়িতে করোনা শনাক্ত হওয়া ব্যক্তির শারীরিক অবস্থা স্থিতিশীল: সিভিল সার্জন

    খাগড়াছড়িতে করোনা শনাক্ত হওয়া ব্যক্তির শারীরিক অবস্থা স্থিতিশীল: সিভিল সার্জন

    খাগড়াছড়ি প্রতিনিধি::খাগড়াছড়িতে প্রথম শনাক্ত হওয়া করোনা পজেটিভ ব্যক্তির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ।

    সিভিল সার্জন জানান, নারায়ণগঞ্জ ফেরত দীঘিনালার এ ব্যক্তির শরীরে এখনও পর্যন্ত করোনার কোন উপসর্গ নেই। তিনি স্বাভাবিক আছেন। তবুও রিপোর্ট পজেটিভ আসার পর তাকে অন্যদের থেকে আলাদা রেখে পর্যাবেক্ষণ করা হচ্ছে। দীঘিনালার কামুক্কাছড়া উচ্চ বিদ্যালয়ে তার সাথে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ১৪ জনের কাছ থেকে বৃহস্পতিবার সকালে নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য পাঠানো হচ্ছে।

    প্রসঙ্গত, করোনার সংক্রামণের ৫২ তম দিনে খাগড়াছড়ি জেলায় প্রথম করোনা পজেটিভ শনাক্ত হয় গতকাল বুধবার। গত ১৮ এপ্রিল সে নারায়ণগঞ্জ থেকে খাগড়াছড়ি আসে।

    ২২ এপ্রিল ৪ জনের নমুনা সংগ্রহ করে টেস্টে পাঠানো হয় তার মধ্যে একজনের পজেটিভ বাকীদের নেগেটিভ।

    খাগড়াছড়িতে প্রবেশের সময় আক্রান্ত ব্যক্তিসহ অন্যান্যরা নারায়ণগঞ্জ ফেরত তথ্য গোপন রেখে প্রবেশ করে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ।

    ২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ