Tag: সিভিল সার্জন

  • করোনা:নারায়ণগঞ্জের সিভিল সার্জনসহ ৩ স্বাস্থ্য কর্মকর্তা আক্রান্ত

    করোনা:নারায়ণগঞ্জের সিভিল সার্জনসহ ৩ স্বাস্থ্য কর্মকর্তা আক্রান্ত

    নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ করোনায় আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন সরকারি জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান।

    তিনি জানান, শুক্রবার (১০ এপ্রিল) বিকালে সিভিল সার্জনের কোভিড-১৯ ফলাফল পজিটিভ এসেছে। তিনি এতদিন হোম কোয়ারেন্টাইনে ছিলেন, করোনা পজিটিভ আসার পর থেকে আইসোলেশনে আছেন’।

    জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, একই দিন করোনা ফলাফল পজিটিভ এসেছে বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মুহাম্মদ আব্দুল কাদেরের। তিনিও বর্তমানে আসোলেশনে আছেন।

    এর আগে করোনা ফলাফল পজিটিভ এসেছে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ও জেলা করোনা ফোকাল পারসন ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম। তিনিও বর্তমানে আইসোলেশনে আছেন।

    মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে তারা করোনায় আক্রান্ত হন। তাদের সাথে মাঠ পর্যায়ে কাজ করা জেলা প্রশাসক মো. জসিমউদ্দিনের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

    প্রসঙ্গত, করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ৭ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা লকডাউন ঘোষণা করা হয়।

  • করোনার সর্বোচ্চ ঝুঁকিতে চট্টগ্রাম

    করোনার সর্বোচ্চ ঝুঁকিতে চট্টগ্রাম

    সমুদ্র ও বিমান বন্দরের কারণে দেশে করোনা ভাইরাস সংক্রমণে সর্বোচ্চ ঝুঁকিতে চট্টগ্রাম। কারণ চট্টগ্রামে রয়েছে সমুদ্র বন্দর আরও বিমান বন্দর।

    সোমবার (১৬ মার্চ) বিকেল নগরীর জেনারেল হাসপাতালে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২০’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলা সিভিল সার্জন শেখ ফজলে রাব্বী মিয়া।

    সিভিল সার্জন বলেন, বন্দর দিয়ে প্রতিদিন নানা দেশের মানুষ জাহাজে করে আসছে। তারা আবার এদেশের মানুষের সাথে মিশছে। তাই সর্বোচ্চ ঝুঁকিতে চট্টগ্রাম। এছাড়া রয়েছে বিমান বন্দর। যদি সেখানে থার্মাল স্ক্যাকেনার বসানো হয়েছে।

    চট্টগ্রাম সিভিল সার্জন জানান, সোমবার পর্যন্ত বিদেশ ফেরত ২৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। প্রতিদিন এর সংখ্যা বাড়ছে। নগরীতে সাড়ে তিন’শো আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে। ফৌজদারহাট বিআইটি আইডি হাসপাতালে ৫০ টি, চট্টগ্রাম মেডিকেল ৩০টি আর চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১০০ টি সহ মোট ৩৫০ টি আইসোলেশন বেড প্রস্তুত আছে। এছাড়া ১৪ টি উপজেলার জন্য আর দেড়শোর মতো বেড প্রস্তুত রাখা হয়েছে।

    পাশাপাশি ২টি স্কুল ও আবাসিক হোটেল প্রস্তুত রাখা হয়েছে কোয়ারেন্টাইনের জন্য। একটি হালি শহরের এইচ আমীন একাডেমি অপরটি সিডিএ গার্লস স্কুল এন্ড কলেজ। এছাড়া দুটি আবাসিক।

    দেশের করোনা আক্রান্ত ৮ জন। কোয়ারান্টাইনে আড়াই হাজারের বেশি। বন্ধের ঘোষণা শিক্ষা প্রতিষ্ঠান। নির্দেশনা জনসমাগম এড়িয়ে চলা। এমন যখন অবস্থা তখন প্রস্তুত সর্বোচ্চ ঝুঁকিতে থাকা বন্দর নগরীর চট্টগ্রামও।

    করোনা মোকাবেলায় আক্রান্তদের জন্য নগরীতে প্রস্তুত রাখা হয়েছে ৩৫০ শয্যা আইসোলেশন বা পৃথকীকরণ বেড। পাশাপাশি ১৪ উপজেলায় রাখা হয়েছে আরো ১৫০টি বেড।

    তিনি বলেন, হোম কোয়ারান্টাইনে যারা আছে তাদেরকে অবহেলা করা যাবে না। এটা বৈশ্বিক সমস্যা। সবাইকে এক সাথে মোকাবেলা করতে হবে। তবে সংক্রমণ শতভাগ নিশ্চিত করা যাবে হোম কোয়ারেন্টাইনে যারা আছে তাদের সচেতনতার ওপর।

    সিটি নির্বাচনে গণসংযোগ করা নিয়ে তিনি বলেন, জনসমাগম এড়িয়ে চলতে হবে। প্রয়োজন ডিজিটাল প্রচারণা চালানো যেতে পারে।

  • অর্থ আত্মসাৎ : সাবেক সিভিল সার্জনসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

    অর্থ আত্মসাৎ : সাবেক সিভিল সার্জনসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : অর্থ আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    চট্টগ্রাম জেনারেল হাসপাতালের যন্ত্রপাতি কেনার নামে ৯ কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় দুদকের চট্টগ্রাম-১ কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়।

    ঢাকা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক সিরাজুল হক বাদী হয়ে দায়েরকৃত এ মামলায় চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খান চৌধুরী, তিন চিকিৎসক ও চার ঠিকাদারকে আসামি করা হয়। ডা. সরফরাজ খান ২৫০ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালের প্রাক্তন সিভিল সার্জন ও প্রাক্তন তত্ত্বাবধায়ক, (বর্তমানে অবসরপ্রাপ্ত)।

    অপর আসামিদের মধ্যে তিন চিকিৎসক হলেন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ও বাজার দর কমিটির সভাপতি ডা. মো. আব্দুর রব, হাসপাতালটির সিনিয়র কনসালটেন্ট (সার্জারী) ও বাজার দর কমিটির সদস্য সচিব ডা. বিজন কুমার নাথ, ও জুনিয়র কনসালটেন্ট (অর্থো-সার্জারী) ও বাজার দর কমিটির সদস্য ড. মো. মইন উদ্দিন মজুমদার।

    ঠিকাদারদের মধ্যে ঢাকা সেগুনবাগিচা তোপখানা রোডের বেঙ্গল সাইন্টেফিক এন্ড সার্জিকেল কোং প্রোপ্রাইটর মো. জাহের উদ্দিন সরকার, ঢাকা মিরপুরের মেসার্স আহম্মদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মুন্সী ফারুক হোসেন ও ঢাকা বনানীরপুরাতন ডিওএইচএস এলাকার এ এস এলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আফতাব আহমেদ।

    তথ্যটি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন। তিনি বলেন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে যন্ত্রপাতি ক্রয়ে অনিয়ম ও দুনির্তীর মাধ্যমে ৯ কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সাতজনকে আসামি করে (মামলা নং-৪৬ তারিখ: ২৫/১১/২০১৯ খ্রি:) মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদি দুদক প্রধান কার্যালয় সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক।

    জানা যায়, ২০১৪-১৫ সালে তৎকালীন সিভিল সার্জন ও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরফরাজ খান চৌধুরীর সময়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১২টি ভারি যন্ত্রপাতি ক্রয়ে ৯ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠে। ক্রয়কৃত সব যন্ত্রপাতির বর্তমান বাজার মূল্যের সাথে রয়েছে ব্যপক ব্যবধান।

  • আজিজুরের বদলি, ফজলে রাব্বি চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

    আজিজুরের বদলি, ফজলে রাব্বি চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকীকে স্বাস্থ্য অধিদপ্তদের উপ-সহকারী (হোমিও ও ট্রাডিশনাল মেডিসিন) হিসেবে বদলি করা হয়েছে। 

    চট্টগ্রামের নতুন সিভিল সার্জন হিসেবে নিয়োগ পেয়েছেন মুন্সিগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।

    বুধবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সহকারি সচিব(পার-২) শারমিন আক্তার জাহান সাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে আগামী তিন কর্মদিবসের মধ্যে তাদেরকে নতুন কর্মস্থলে যোগ দেয়ার কথা বলা হয়েছে।