Tag: সিরাজগঞ্জ

  • পেঁয়াজের হালি ১৬ টাকা

    পেঁয়াজের হালি ১৬ টাকা

    গত কিছুদিনযাবত ক্রমাগত দাম বাড়ায় পাত থেকে একরকম উধাও হয়ে গেছে কাঁচা পেঁয়াজ, পেঁয়াজের সালাদ, ছোট-বড় মাছের দো-পেঁয়াজো। অনেকের তরকারি ডালায় যে কয়টা পেঁয়াজ দেখা যাচ্ছে তাও ‘সবে ধন নীলমণি।’ এরই মধ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জে পেঁয়াজের বিক্রিতে দেখা গেলো এক নতুন ধারা।

    রায়গঞ্জে পেঁয়াজের হালি এখন ১৬ টাকা। নিম্ন আয়ের ক্রেতারা হালি হিসাবে পেঁয়াজ কিনছেন। আর ওজন করে বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে। এতে প্রতিটি পিঁয়াজের মূল্য দাঁড়াচ্ছে ৪ টাকা। গত সপ্তাহের কেজি প্রতি পিঁয়াজের দাম ১২০ টাকা থেকে আরও এক ধাপ বেড়ে শনিবার পেঁয়াজ বিক্রি হয়েছে কেজি প্রতি ১৫০-১৬০ টাকায়। শনিবার উপজেলার চান্দাইকোনা, ধানগড়া, ব্রহ্মগাছা, নিমগাছিসহ বিভিন্ন হাটবাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।

    চান্দাইকোনা বাজারের খুচরা কাঁচামাল ব্যবসায়ী রবিউল বলেন এক কেজি পেঁয়াজ গুণে দেখা গেছে সংখ্যায় তা হয় ৩৬ থেকে ৪১টি। অর্থাৎ সর্বোচ্চ ১০ হালি। তাই যাদের পয়সা কম তারা হালি হিসাবে পেঁয়াজ কিনছেন।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. শামীমুর রহমান জানান, স্থানীয় বণিক সমিতির নেতৃবৃন্দদের অতি মুনাফা লোভীদের বিষয়ে তথ্য দিতে বলা হয়েছে। কেউ মজুদ করে থাকলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • তাড়াশে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

    তাড়াশে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

    কন্যা শিশুর অগ্রযাত্রা,দেশের জন্য নতুন মাত্রা- এ প্রতিপাদ্যকে সামনে রখেে সিরাজগঞ্জের তাড়াশে নানা আয়োজনে জাতীয় কন্যা শশিু দবিস পালতি হয়েছে।

    দিবসটি উপলক্ষে তাড়াশ উপজেলা প্রসাশন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার র্কাযালয়ের আয়োজনে সোমবার দুপুরে উপজলো পরষিদ চত্বরে মানববন্ধন পালতি হয়।

    মানববন্ধন শেষে উপজলো পরষিদ হলরুমে উপজলো নর্বিাহী অফসিার (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুল্লাহ এর সভাপত্বতিে আলোচনা সভা অনুষ্ঠতি হয়।

    এ সময় উপজলো ভাইসচয়োরম্যান আনোয়ার হোসেন খান, মহলিা ভাইস-চয়োরম্যান প্রভাষক মর্জিনা ইসলাম,উপজলো মহিললা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুনসহ আরো অনেকেই।

    এ ছাড়া মানববন্ধন ও আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।