Tag: সিলগালা

  • কাজির দেউরি শিশু পার্কের ইজারা বাতিল, সিলগালা

    কাজির দেউরি শিশু পার্কের ইজারা বাতিল, সিলগালা

    চট্টগ্রাম নগরীর কাজির দেউরি সংলগ্ন শিশু পার্কটির ইজারা বাতিলসহ সিলগালা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়া হয়েছে। এটি হবে সর্ব সাধারণের জন্য উন্মুক্ত স্থান ও শিখা অনির্বাণ।

    আজ ২৩ অক্টোবর সোমবার দুপুরে চট্টগ্রাম সেনানিবাসের এক্সিকিউটিভ অফিসার সাজিয়া তাহেরকে স্থাপনাটি বুঝিয়ে দেয়া হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের নির্দেশে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন আরডিসি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) নু এমং মারমা মং ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম।

    চট্টগ্রাম জেলা প্রশাসনের আরডিসি নু এমং মারমা মং বলেন, শিশু পার্কের জায়গাটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্পত্তি। চট্টগ্রাম সিটি করপোরেশনকে যেসব শর্তে জমিটি ব্যবহার করতে দেওয়া হয়েছিল তার ব্যত্যয় ঘটায় শিশু পার্কটির ইজারা বাতিলসহ সিলগালা করে জমিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

    উল্লেখ্য, চট্টগ্রামে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছিল সার্কিট হাউসে। এ সার্কিট হাউসে মুক্তিযোদ্ধাদের ইলেকট্রিক চেয়ারে নির্যাতন করা হয়েছিল। এখানেই শুরু হয়েছিল মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলা। বিজয় মঞ্চে স্মৃতিচারণ করতেন বীর মুক্তিযোদ্ধারা। ইতোপূর্বে চট্টগ্রামের বিভিন্ন মহল থেকে দাবি উঠেছিল সার্কিট হাউস সংলগ্ন বাণিজ্যিক শিশু পার্কটি বন্ধ করে সেখানে স্মৃতিসৌধ নির্মাণ এবং সর্ব সাধারণের জন্য উন্মুক্ত সবুজ চত্বর তৈরির। এ দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছিল বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

  • নারায়ণগঞ্জে যুবলীগ নেতার ১২শ’ বস্তা চাল মিলল গোডাউনে,সিলগালা

    নারায়ণগঞ্জে যুবলীগ নেতার ১২শ’ বস্তা চাল মিলল গোডাউনে,সিলগালা

    ২৪ ঘণ্টা ডট নিউজ। জেলার খবর : নারায়ণগঞ্জে বন্দর উপজেলার মনদপুরের একটি গোডাউনে অভিযান চালিয়ে মজুদ করা ১২শ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

    গতকাল ২৯ এপ্রিল বুধবার রাত ১১টার দিকে মনদপুরের কেওঢালা এলাকার হায়দার নিট কম্পোজিটের গোডাউনে অভিযানটি পরিচালিত হয়। অভিযানের নের্তৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার।

    জানা গেছে মদনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাবেদ ভূইয়া গোডাউনটিতে এসব চাল মজুদ করেছেন। অভিযানের সময় চালগুলোর প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় চালগুলো তাৎক্ষনিক জব্দ করা হয়।

    তাছাড়া গোডাউনটি সিলগালা করা হয়েছে জানিয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার বলেন, গোপন সূত্রে খবর পেয়ে গোডাউনটিতে অভিযান চালাই। অভিযানে মোট ১২শ’ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। আপাতত চালগুলো জব্দ করেছি এবং গোডাউন সিলগালা করে দিয়েছি।

    তবে এই চাল তারা ত্রাণ দেয়ার উদ্দেশে মজুদ করা হয়েছে দাবি করছে চালের মালিক ও গোডাউনে থাকা লোকজন। কাগজপত্র দেখিয়ে প্রমাণ করতে পারলে চালগুলো ফেরত দেওয়া হবে অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বললেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার।

    বন্দর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম জানান, চাল মজুদের বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহি কর্মকর্তা থানা পুলিশকে সাথে নিয়ে সেখানে অভিযানে যান।

    পরে গুদামে ১২শ’ বস্তা চাল মজুদ পেয়ে এর মালিক যুবলীগ নেতা জাবেদ ভূঁইয়ার কাছে চালের কাগজপত্র দেখতে চান ইউএনও। কিন্তু তিনি কাগজপত্র দেখাতে পারেনি। তাই ইউএনও চালের গুদামটি সীলগালা করেন।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • চট্টগ্রামে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, সিলগালা মেডিকেল হল

    চট্টগ্রামে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, সিলগালা মেডিকেল হল

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : এস এস সি পাস করে এমবিবিএস চিকিৎসক সেজে সাধারণ রোগীদের সাথে প্রতারণার অভিযোগে এক ভুয়া চিকিৎসককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এসময় ম্যাজিস্ট্রেট অভিযানের খবর পেয়ে চন্দ্রিকা মেডিক্যাল হল থেকে পালিয়ে যায় অপর এক ভুয়া চিকিসক।

    মঙ্গলবার চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা কালী বাড়ি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতের কাছে ধরা পড়ে ভুয়া চিকিৎসক সজীব দাশ রুপন (২৯)।

    রুপন মাত্র এসএসসি পাস করে নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে ওই এলাকায় নিয়মিত রোগী দেখতেন। চিকিৎসক সেজে প্রতারণার অভিযোগে তাকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন বলে নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।

    তিনি বলেন, মঙ্গলবার ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় রুপন নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিলেও তার চিকিৎসক হিসেবে কোন কাগজপত্র দেখাতে পারেনি। ফলে প্রতারণার অভিযোগে তাকে দণ্ড দেয়া হয়।

    একই অভিযানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে ওই এলাকার চন্দ্রিকা মেডিক্যাল হল থেকে অপর এক ভুয়া চিকিৎসক পালিয়ে যায়। পরে ভুয়া চিকিৎসকের চেম্বার চন্দ্রিকা মেডিক্যাল হলটি সিলগালা করে দেওয়া হয়। পালিয়ে যাওয়া চিকিৎসকের নাম বিমল দাস বলে নিশ্চিত করেন ম্যাজিস্ট্রেট।

    এছাড়া একই অভিযানে মেয়াদোর্ত্তীণ ওষুধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্স না থাকায় অপর দুই ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে কালী বাড়ি এলাকার মেডিক্যাল প্লাস ফার্মেসিকে ৩ হাজার এবং স্বাগত ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করার কথা জানিয়েছে ম্যাজিস্ট্রেট।

    অভিযানে ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক মো. আকিব হোসেন, তত্ত্বাবধায়ক হোসাইন মোহাম্মদ ইমরান, কামরুল হাসান, পাহাড়তলী থানার উপ-পরিদর্শক (এসআই) তৌফিকুল ইসলাম নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন।

  • পঁচা ডিম আর বিষাক্ত রং দিয়ে তৈরি হচ্ছে খাদ্য, সীতাকুণ্ডে বেকারী সিলগালা

    পঁচা ডিম আর বিষাক্ত রং দিয়ে তৈরি হচ্ছে খাদ্য, সীতাকুণ্ডে বেকারী সিলগালা

    ফ্রিজে রাখা ডিমগুলো বেশ কয়েকমাস আগের,বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। বিস্কুট, কেক ও মিষ্টিতে ব্যবহার করা হচ্ছে বিষাক্ত রং।

    আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে সীতাকুণ্ড উপজেলার মধ্যম মাহমুদাবাদ এলাকায় এম.বি ফুডস্ এন্ড কনফেকশনারী বেকারীতে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় এসব বিষয় ধরা পড়ে।

    অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন এবং খাদ্য উৎপাদনে নিষিদ্ধ সাল্টু, ইন্ডাস্ট্রিয়াল গ্রেড কালার ও ফুড এসেন্স ব্যবহার এবং বিএসটিআই এর নকল লোগো ব্যবহারের দায়ে বেকারীটি সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

    অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়। অভিযানের খবর পেয়ে বেকারীর মালিক ও কর্মচারীরা পালিয়ে যায়।

    সূত্র জানায়, বেকারীটিতে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। বেকারীতে তৈরি করা খাদ্যের প্যাকেটে উৎপাদন তারিখ নেই, বিএসটিআই এর কোন লাইসেন্স নেই কিন্তু নকল লোগো ব্যবহার করছে তারা।

    এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, বেকারীটাতে অভিযানে গিয়ে যেন বোকা বনে গেলাম, এমন নোংরা ও স্যাতস্যাতে পরিবেশে খাদ্য তৈরী করছে দেখে। সেখানে দূর্গন্ধে দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। পঁচা ডিম আর বিষাক্ত রং দিয়ে তারা তৈরী করছে খাদ্য।

    বেকারীতে কাউকে পাওয়া যায়নি, সেটি সিলগালা করে দেওয়া হয়েছে এবং বেশ কিছু খাদ্য জব্দ করে তা ধ্বংস করা হয়েছে বললেন ম্যাজিস্ট্রেট।

    অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসটিআই এর অফিসার রাজিব দাশ গুপ্ত, সীতাকুণ্ড স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক ফাতেমা আকতার।

  • রেয়াজউদ্দিন বাজারে সন্ধান মিলেছে প্যারাসুট ও কুমারিকা ব্র‍্যান্ডের নকল কারখানার

    রেয়াজউদ্দিন বাজারে সন্ধান মিলেছে প্যারাসুট ও কুমারিকা ব্র‍্যান্ডের নকল কারখানার

    চট্টগ্রাম নগরীর রেয়াজউদ্দিন বাজারে নারিকেল তেলের জনপ্রিয় প্যারাসুট ও কুমারিকা ব্র‍্যান্ডের নকল হেয়ার অয়েল কারখানার সন্ধান মিলেছে।

    আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে ৫টা পর্যন্ত জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্দ্যগে পরিচালিত তদারকিমূলক কার্যক্রম চলাকালে এসব প্রসাধনীর নকল কারখানাটির সন্ধান মেলে।

    নগরীর খুল‌শি ও কোতয়ালী থানার বি‌ভিন্ন এলাকায় তদার‌কিমূলক অ‌ভিযান প‌রিচা‌লিত হয়। পৃথক এসব অভিযানে ৫ প্র‌তিষ্ঠান‌কে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় মোট ৯০ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে।

    পৃথক এসব অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এর সহকারী প‌রিচালক (মে‌ট্রো) বিকাশ চন্দ্র দাস এবং চট্টগ্রাম জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।

    অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, তদারকিমূলক কার্যক্রম পরিচালনার সময় জনপ্রিয় প্যারাসুট ও কুমারিকা ব্র‍্যান্ডের নকল হেয়ার অয়েল কারখানার সন্ধান মিলেছে নগরীর রেয়াউউদ্দিন বাজারে। যেখানে আসল ব্রান্ডের সাথে মিল রেখে হুবহু লেবেল, স্টিকার, বোতলের ডিজাইন এমনকি বিএসটিআইয়ের সিলও নকল করে এসব প্রসাধনী তৈরি করা হচ্ছিলো।

    তিনি বলেন, বাজারের ভাই ভাই স্টোর নামক একটি প্রতিষ্ঠানটি এসব নকল হেয়ার অয়েল প্রস্তুত করে বাজারজাত ও সংরক্ষণ করার জন্য রাখা ছিলো। মঙ্গলবার সকালে বিষয়টি ধরা পড়লে প্রতিষ্ঠানটি সিলগালা ক‌রে বন্ধ করে দেয়া হয়। তাছাড়া এ প্রতিষ্ঠানটি থেকে আনুমানিক দুই লক্ষ টাকা মূল্যের প্যারাসুট ও কুমারিকা ব্র‍্যান্ডের নকল হেয়ার অয়েল জব্দ করার পর সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

    একই দিন একই বাজারে তদারকিমূলক কার্যক্রম পরিচালনার সময় অননু‌মো‌দিত প‌ণ্যে বিএসটিআই এর মানচিহ্ন সম্বলিত অবৈধ স্টিকার ব্যবহারের উ‌দ্দে‌শ্যে সংরক্ষণ করায় আনোয়ার ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করে প্রায় ১০ হাজার ভুয়া স্টিকার জব্দ করার কথা জানিয়েছেন হাসানুজ্জামান।

    অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এর সহকারী প‌রিচালক (মে‌ট্রো) বিকাশ চন্দ্র দাস ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, নগরীর খুলশী থানা এলাকায় তদারকিমূলক কার্যক্রম পরিচালনার সময় অননুমোদিত রং, নকল চে‌রি ও হাইড্রোজ ইত্যাদি খাবা‌রে ব্যবহা‌র করে বিক্রি করার অপরাধ দৃশ্যমান হলে ইসলাম এন্ড ব্রাদার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রায় ১০ কে‌জি ইন্ড্রা‌স্টিয়াল রং, নকল চে‌রি ও হাই‌ড্রোজ ধ্বংস করা হয়।

    অন্যদিকে মহানগরীর ঝাউতলা বাজা‌রের বিভিন্ন দোকান প‌রিদর্শন ক‌রে পিঁয়াজসহ নিত্যপ‌ণ্যের ক্রয় ভাউচার ও মূল্য তা‌লিকা তদার‌কি করা হয়। এসময় আইনুল স্টোর‌কে কৃ‌ত্রিম রং মি‌শ্রিত মটর বিক্র‌য়ের জন্য সংরক্ষণ করায় ৫ হাজার টাকা জ‌রিমানা ক‌রে প্রায় ৫ কি‌লোগ্রাম মটর ধ্বংস করা হয়।

    ইকবা‌লের দোকান‌কে মূল্যতা‌লিকা প্রদর্শন না করায় ৫ হাজার টাকা জ‌রিমানা ক‌রে সতর্ক করা হয়। এছাড়াও ঝাউতলা বাজা‌রের মুরগী ব্যবসায়ীদের মুর‌গী জবাই কর‌তে চোঙ ব্যবহার ও স্বাস্থ্যসম্মত উপা‌য়ে মুরগী প্র‌ক্রিয়া কর‌তে অনু‌রোধ করা হয়। জনস্বা‌র্থে এই কার্যক্রম অব্যাহত থাক‌বে বলে জানিয়েছেন তিনি।

    অ‌ভিযা‌নের সা‌র্বিক নিরাপত্তায় এ‌পি‌বিএন, ৯ এর সদস্যবৃ‌ন্দ নি‌য়ো‌জিত ছি‌লেন।