Tag: সিলেট থান্ডার্স

  • বিশাল রানের পাহাড়ে চাপা দিয়ে খুলনার জয়রথ থামাল সিলেট

    বিশাল রানের পাহাড়ে চাপা দিয়ে খুলনার জয়রথ থামাল সিলেট

    ২৪ ঘন্টা ডট নিউজ। খেলার ঘন্টা : আন্দ্রে ফ্লেচারের ৫৭ বলে ১০৩ রানের ঝড়ো ইনিংসে ২৩৩ রানের পাহাড়সম টার্গেটে চাপা দিয়ে উড়ন্ত খুলনার জয়রথ থামিয়ে দিলো সিলেট থান্ডার্স।

    দাপুটে ম্যাচে টানা ৪ ম্যাচ পরাজয়ের বৃত্ত ভেঙে নিজেরাও পেয়েছে প্রথম জয়ের স্বাদ। অন্যদিকে বঙ্গবন্ধু বিপিএলে খুলনা টাইগার্সকে ৮০ রানের বড় ব্যবধানে প্রথম পরাজয়ের স্বাদ দিয়েছে সিলেট।

    শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে আন্দ্রে ফ্লেচারের সেঞ্চুরি এবং জনসন চার্লসের ৯০ রানে ভর করে ২৩২ রানের পাহাড় গড়ে সিলেট। জবাব দিতে নেমে শুরুতেই ওপেনার রহমতুল্লাহ গুরবাজকে ০ রানে রানে হরিয়ে চাপে পড়ে খুলনা। রাইলি রুশোর ৫২ এবং রবি ফ্রাইলিঙ্কের ৪৪ রানের ইনিংস কেবল ব্যবধানই কমিয়েছি। তারপরেও বড় হার এড়াতে পারেনি খুনলা।

    ইনিংসের ৯বল বাকি থাকতে ১৮ ওভার তিন বলে সবকটি উইকেট হারিয়ে খুলনা সংগ্রহ করে ১৫২ রান। সিলেটের পক্ষে ক্রিসমার স্যান্টোকি তিনটি এবং মনির হোসাইন ও এবাদত হোসাইন ২টি করে উইকেট লাভ করেন।

    সিলেট থান্ডার্সের হয়ে ১০৩ করে অপরাজিত থাকেন ফ্লেচার এবং ৯০ রান করেন চার্লস। মূলত এ দুজনের ব্যাটেই ওই বড় সংগ্রহ পায় ভাটি অঞ্চলের দলটি। যে ম্যাচে স্বভাবতই সেরা খেলোয়াড়টি হন এবারের আসরের প্রথম সেঞ্চুরিম্যান আন্দ্রে ফ্লেচার।সিলেট থান্ডার্স

    স্কোর: সিলেট থান্ডার: ২৩২/৫ (২০)। সিলেটের হয়ে আন্দ্রে ফ্লেচার ৫৭ বলে ১০৩ রান করে অপরাজিত থাকেন। এছাড়া ৩৮ বলে ৯০ রান তুলেন জনসন চার্লস। খুলনার রবি ফ্রাইলিঙ্ক ৪ ওভার বল করে ৩৭ রান দিয়ে তুলে নেন ২টি উইকেট। এছাড়া শফিউল ইসলাম, শহিদুল ইসলাম ও রবিউল হক একটি করে উইকেট শিকার করে নেন।

    খুলনা টাইগার্স: ১৮২/১০ (১৮.৩)। এ দলের রাইলি রুশো সব্বোচ্চ ৫২ রান তুলেন। এ রান তুলতে তিনি খরচ করেছে ৩২ বল। তাছাড়া রবি ফ্রাইলিঙ্ক ২০ বল খেলে ৪৪ রান তুলে নেন। সিলেটের হয়ে ৪ ওভারে ৩৭ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন ক্রিসমার সান্তকি। এছাড়া এবাদত হোসেন ও মনির হোসেন ২টি করে এবং নাভিদ উল হক নেন ১টি উইকেট।

  • চট্টগ্রাম চ্যালেঞ্জার্স’র জার্সি উন্মোচন : কাল উদ্বোধনী ম্যাচে প্রতিপক্ষ সিলেট থান্ডার্স

    চট্টগ্রাম চ্যালেঞ্জার্স’র জার্সি উন্মোচন : কাল উদ্বোধনী ম্যাচে প্রতিপক্ষ সিলেট থান্ডার্স

    ২৪ ঘন্টা ডট নিউজ। খেলার ঘন্টা : আজ রাত পেরুলেই আগামীকাল মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট উৎসব বঙ্গবন্ধু বিপিএল। সাত দলের অংশগ্রহণে শুরু হচ্ছে এবারের বিপিএল। অংশগ্রহনকারী দলগুলোর মধ্যে সবার আগে জার্সি উন্মোচন করলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

    সোমবার (০৯ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে জার্সি ও ক্রিকেটারদের আত্মপ্রকাশ অনুষ্ঠান করে চ্যালেঞ্জার্স। এ জার্সি পড়েই আগামীকাল ১১ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবারের আসরের উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে চিটাগং চ্যালেঞ্জার্সের খেলোয়াড়রা।

    আখতার গ্রুপের মালিকানাধীন দলটি নিজেদের ব্র্যান্ডিংয়ে জার্সি জড়িয়ে এবারের বিপিএলে প্রথম প্রতিপক্ষ সিলেট থান্ডার্স’র মুখোমুখি হবে। মাহমুদুল্লাহর ইনজুরিতে প্রথম দুই ম্যাচে চট্টগ্রামকে নেতৃত্ব দেবেন ইমরুল কায়েস।

    জার্সি উন্মোচনের সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যবস্থাপনা পরিচালক কে এম রিফাতুজ্জামান, ভাইস চেয়ারম্যান সাজনিন খান, একমির পরিচালক ফাহিম সিনহা, টিম ডিরেক্টর ও বিসিবি পরিচালক জালাল ইউনুসসহ দলের ক্রিকেটাররা। বিদেশি ক্রিকেটার রায়াদ এমরিদ, রায়ান বার্ল, অভিস্কা ফার্নান্দোসহ আরো অনেক ক্রিকেটার এসময় উপস্থিত ছিলেন।

    করাচিতে দিবা রাত্রির টেস্টে বাংলাদেশ খেলবে কিনা এই প্রশ্নের উত্তরে চট্টগ্রাম টিম ডিরেক্টর ও বিসিবি পরিচালক জালাল ইউনুস জানান, পাকিস্তান সিরিজই এখনও নিশ্চিত নয়।

    বিপিএলের উদ্বোধনী ম্যাচের দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের প্রতিপক্ষ থাকছে রংপুর রেঞ্জার্স।