Tag: সীতকুণ্ড

  • সীতাকুণ্ডের বিভিন্ন যুব সংগঠনের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

    সীতাকুণ্ডের বিভিন্ন যুব সংগঠনের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

    সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলায় কর্মরত যুব সংগঠনের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।

    আজ শনিবার বেলা ১১ টায় উপজেলা হলরুমে এই সভার আয়োজন করে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন।

    শাহাদাত হোসেন যুব সংগঠন গুলোর জন্য দুই ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করেন। সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড এবং অর্থনৈতিক কর্মকান্ড এই দুই ক্যাটাগরিতে মোট ছয়টি সংগঠনকে পুরস্কৃত করার ঘোষণা দেন তিনি।

    ‘দেশে এক ইঞ্চি জমিও পতিত রাখা হবে না’ স্লোগান দিয়ে তিনি বলেন যেসব যুব সংগঠন সামাজিক উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি অর্থনৈতিক কর্মকান্ড যেমন পতিত পুকুরে মাছ চাষ, অনাবাদী জমিতে সবজি চাষ অথবা বাণিজ্যিকভাবে ফল চাষ ও গবাদিপশুর খামার গড়ে তুলতে পারবে তাদের পুরস্কৃত করা হবে। আগামী বিজয় দিবসের অনুষ্ঠানে দুই ক্যাটাগরিতে মোট ছয়টি সংগঠনকে পুরস্কৃত করা হবে। এছাড়াও প্রতি তিন মাস পর পর সংগঠনের কর্মকাণ্ড বিশ্লেষণ করা হবে। সামাজিক সংগঠনগুলোর মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা সৃষ্টির জন্য তিনি আহবান জানান।

    তিনি বলেন, যুবকরা এ দেশের প্রাণশক্তি তারা যদি সমাজের ভালো কাজ, উন্নয়নমূলক কাজ ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ভূমিকা রাখে তাহলে এই দেশের সার্বিক অবস্থা পরিবর্তন হতে বাধ্য। সেই সাথে ২০২৩ সালে বিশ্বব্যাপী যে দুর্ভিক্ষের আশঙ্কা করা হচ্ছে এর থেকেও আমরা বেঁচে থাকতে পারবো। বিশ্বব্যাপী যত বিপর্যয় আসুক আমরা যদি ভাত, মাছ এবং সবজি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ থাকতে পারি অন্তত খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবো।

    ২৪ঘণ্টা/এসএ

  • সীতাকুণ্ডে জোয়ারের পানিতে ভেসে এসেছে ৭ মাস বয়সী শিশুর মৃতদেহ

    সীতাকুণ্ডে জোয়ারের পানিতে ভেসে এসেছে ৭ মাস বয়সী শিশুর মৃতদেহ

    সীতাকুণ্ড প্রতিনিধি: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগরের প্রবল জোয়ারে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় ভেসে এসেছে আনুমানিক ৭ মাস বয়সী অজ্ঞাত এক কন্যা শিশুর মৃতদেহ।

    মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডের আছোয়া শিপ ইয়ার্ড থেকে লাশটি উদ্ধার করে গাউছিয়া কমিটির মানবিক টিম।

    জানা যায়, সকালে শ্রমিকরা ইয়ার্ডে কাজ করার সময় লোহার প্লেটের উপর এক শিশুর লাশ পড়ে থাকতে দেখে। সাগরের প্রবল জোয়ারে শিশুর মৃতদেহটি ইয়ার্ডের ভিতর চলে আসে বলে জানান শ্রমিকরা।

    খবর পেয়ে মামুনুর রশিদের নেতৃত্ব ভাটিয়ারী ইউনিয়ন গাউছিয়া কমিটির টিম মৃতদেহটি উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কুমিরা নৌপুলিশের এস আই মাহবুব।

    তিনি বলেন, ‘শিপইয়ার্ডের দারোয়ান একটি শিশুর মরদেহ জোয়ারের পানিতে ভেসে আসতে দেখে আমাদের জানান। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মর্গে পাঠানো হয়।

  • বিএম ডিপো ট্র্যাজেডি : চমেকে থাকা ৮ জনের পরিচয় শনাক্ত

    বিএম ডিপো ট্র্যাজেডি : চমেকে থাকা ৮ জনের পরিচয় শনাক্ত

    সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আগুনে পুড়ে অঙ্গার হওয়া হাসপাতালের মর্গে থাকা ২২ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত হয়েছে ডিএনএ পরীক্ষার মাধ্যমে।

    ৫১ জনের মরদেহ উদ্ধার করা হলেও পরিচয় মেলেনি ২২ জনের। নিহতদের শনাক্তে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত হয়েছে।

    শনাক্ত হওয়া ৮ জনের নাম- আখতার হোসেন, আবুল হাশেম, মনির হোসেন, বাবুল মিয়া, সাকিব, মো. রাসেল, মো. শাহজাহান ও আব্দুস সোবহান প্রকাশ আব্দুর রহমান।

    ৭ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যায় এই ৮ জনকে তাদের পরিবারের মাঝে হস্তান্তর করা হয়। নিহত ৫১ জনের মধ্যে আগে ২৯ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছিল, এই ৮ জনসহ ৩৭ জনের পরিচয় শনাক্ত হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করে সীতাকুন্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, বিএম ডিপোর আগুনে পুড়ে আঙ্গার হয়ে যাওয়াদের মধ্যে ডিএনএ টেস্টের মাধ্যমে ৮ জনের পরিচয় শনাক্ত হয়েছে।

    উল্লেখ্য, গত ৪ জুন রাতে সীতাকুন্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর গ্রামে বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগার পর একের পর এক বিস্ফোরণে তা ছড়িয়ে পড়ে। ডিপোতে থাকা রাসায়নিকের কারণে ছড়িয়ে পড়া ওই আগুন ৮৬ ঘণ্টা পর বিভিন্ন বাহিনীর চেষ্টায় নেভানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত সীতাকুন্ড ও কুমিরা ফায়ার সার্ভিসের ১০ জন ফায়ার ফাইটারসহ ৫১ জন মারা গেছেন। আহত হয়েছেন ২৩০ জনেরও অধিক মানুষ।

  • কুমিরা-সন্দ্বীপ ঘাটে নিরাপদ যাত্রীসেবায় নৌ পুলিশের পক্ষ থেকে বিশেষ সেবা কেন্দ্র চালু

    কুমিরা-সন্দ্বীপ ঘাটে নিরাপদ যাত্রীসেবায় নৌ পুলিশের পক্ষ থেকে বিশেষ সেবা কেন্দ্র চালু

    সীতাকুণ্ড প্রতিনিধিঃ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সীতাকুণ্ডের কুমিরা-সন্দ্বীপ ঘাটে নিরাপদ যাত্রী পারাপারে বাংলাদেশ নৌ পুলিশের পক্ষ থেকে বিশেষ সেবা কেন্দ্র চালু করা হয়েছে। কুমিরা নৌ পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ সেবা ক্যাম্প খোলা হয়েছে। নৌ-পথের যাত্রী ও নৌ-যানের নিরাপত্তা এবং নদী-পথের সুরক্ষায় জন সচেতনতা তৈরীর লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচী গ্রহন করেছে।

    নৌ-পথে ঈদযাত্রা, দূর্যোগপূর্ণ আবহাওয়ায় নিরাপদ নৌ-পরিবহন ব্যবস্থা সুনিশ্চিতকরণ এবং নৌ-দূর্ঘটনা রোধে অতিরিক্ত যাত্রী বোঝাই না করা সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

    এ বিষয়ে কুমিরা নৌ পুলিশের ইনচার্জ মোঃ একরাম উল্লাহ বলেন, কুমিরা- সন্দ্বীপ নৌরুটে ঈদযাত্রা নিরাপদ ও আনন্দময় করতে বিশেষ সেবা কেন্দ্র চালু করা হয়েছে। যাত্রীদের ১০০% লাইভ জ্যাকেট নিশ্চিত করণ, অতিরিক্ত যাত্রী ধারণ থেকে বিরত, সুষ্ঠুভাবে টিকেটের ব্যবস্থা করা, মহিলা ও প্রবীণ নাগরিকদের জন্য বিশেস সুযোগ-সুবিধার ব্যবস্থা করা, অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি বন্ধসহ নদী-পথের নিরাপত্তা বিভিন্ন সচেতনতা মূলক কাযক্রম পরিচালনা করা হচ্ছে।

  • সড়কের উপর কন্টেইনার ডিপোর গাড়িতে নিত্য যানজট; সীতাকুণ্ডে এক ঘন্টার বিশাল মানববন্ধন

    সড়কের উপর কন্টেইনার ডিপোর গাড়িতে নিত্য যানজট; সীতাকুণ্ডে এক ঘন্টার বিশাল মানববন্ধন

    সীতাকুণ্ড প্রতিনিধিঃঢাকা চট্টগ্রাম মহাড়কের সীতাকুণ্ড অংশের বিভিন্নস্থানে সড়কের পাশে গড়ে উঠা একাধিক কন্টেইনার ডিপো, ট্রাক টার্মিনালের কারণে নিত্যদিনের তীব্র যানজটে অস্থির হয়ে উঠেছে সাধারন মানুষ ও মহাসড়ক দিয়ে যাতায়াত করা হাজারো দুর-দুরান্তের যাত্রী সাধারণ।

    সীতাকুণ্ড উপজেলার কুমিরা, জোড়আমতল, পাক্কা মসজিদ, বার আউলিয়া, কাসেম জুট মিলস বিএম ডিপো, ভাটিয়ারীর টোবাকো গেইট এলাকায় মহাসড়কের পাশেই গড়ে উঠেছে একাধিক কন্টেইনার ডিপো। ওই সব ডিপোগুলোতে প্রতিদিন শত শত কন্টেইনারবাহী গাড়ি ডিপোর প্রবেশ মুখ থেকে শুরু করে মহাসড়কের দুইপাশ দখল করে দাঁড়িয়ে থাকে। ফলে ব্যস্ততম মহাসড়কে নিত্য যানজটে নাকাল হাজারো মানুষ।

    বিশেষ করে উপজেলার জোড়ামতল ফকিরহাটস্থ ইসলামী বিশ্ববিদ্যালয়ের গেইট সংলগ্ন কেডিএস কন্টেইনার ডিপোর শত শত গাড়ি মহাসড়ক দখল করে তীব্র যানজটের সৃষ্টি করে।

    এছাড়া সোনাইছড়ির বিএম ডিপো, টোবাকো গেইটের পোর্টলিংক এর শত শত কন্টেইনার সড়ক দখল করে দাঁড়িয়ে থাকে। এদিকে মহাসড়কে প্রতিদিন তীব্র যানজটের কারণে ফুঁসে উঠেছে এলাকার সাধারণ মানুষ।

    এর থেকে প্রতিকার চেয়ে মানববন্ধনের আয়োজন করে স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এক ঘন্টার মানববন্ধন অনুষ্ঠিত হয় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যাল গেইটে।

    এতে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ শতাধিক সংগঠনে ব্যানারে হাজারো মানুষ অংশ গ্রহণ করে।

    এসময় বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া, চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য আ.ম.ম দিলসাদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক অর্থ সম্পাদক মোঃ আলাউদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াদ জিলান, আ.লীগ নেতা খায়রুল আজম জসিম, মোঃ ইউছুফসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

    মানববন্ধন থেকে এলাকাবাসী যানজট নিরসনে ৬টি প্রস্তাবনা সন্বলিত স্মারকলিপি প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, অতিরিক্ত পুলিশ সুপার, সীতাকুণ্ড মডেল থানা এবং বার আউলিয়া হাইওয়ে থানা বরাবরে।

  • ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বারৈয়াঢালা আ.লীগের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

    ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বারৈয়াঢালা আ.লীগের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

    সীতাকুণ্ড প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ড উপজেলার ২নং বারৈয়ারঢালা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২৩ জুন) বিকালে ইউনিয়ন সাধারণ সম্পাদক কার্যালয়ে উক্ত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    মিলাদ মাহফিলের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, সংকটে, সংগ্রামে ও অর্জনে গণমানুষের পাশে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ বছর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলার মানুষের অধিকার আদায়ে সংগ্রাম শুরু করে আওয়ামী লীগ। ৭৩ বছর পরেও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের গণমানুষের শান্তি-সমৃদ্ধি নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশ আওয়ামীলীগ।

    মাহফিলে উপস্থিত ছিলেন ২নং বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদ মিয়া, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মুক্তিযুদ্ধা নুরুল আফছার, মুক্তিযুদ্ধা আবুল কালাম চৌধুরী, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিদারুল আলম, ৫নং ওয়ার্ড সভাপতি ও ইউপি সদস্য দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক টিটু দে, ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মমিন উদ্দিন, ৭নং ওয়ার্ড সভাপতি আবদুল লতিফ ভুইঁয়া, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য রফিউজ্জামান রফিক, ৮নং ওয়ার্ড সভাপতি আনোয়ার সওদাগর, সাধারণ সম্পাদক রবিউল হোসেন রবি, ৮নং ওয়ার্ড এর ইউপি সদস্য দিদারুল আলম, ৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ইমাম হোসেন রাসেল, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সেলিম চৌধুরী, খুরশেদ আলম, নুর হোসেন, কবির আহম্মেদসহ যুবলীগ ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

    মাহফিলে দেশের উন্নতি, দুর্যোগ থেকে মুক্তি ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

  • কিডনি বিকল নুরের ছাপার চিকিৎসায় সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম’র ৭০ হাজার টাকা প্রদান

    কিডনি বিকল নুরের ছাপার চিকিৎসায় সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম’র ৭০ হাজার টাকা প্রদান

    সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মহানগর গ্রামের মোঃ নুরের ছাপা (৪০)। দুইটি কিডনি একেবারে বিকল। মরণব্যাধি কিডনি রোগে আক্রান্ত নুরের ছাপাকে সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের পক্ষ থেকে চিকিৎসার জন্যে ৭০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

    উপজেলার মহনগর গ্রামের মুহুরী বাড়ির চোকধন মিয়ার পুত্র নুরের ছাপা পূবালী ব্যাংক লি.এর স্বল্প আয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারী। তার কিডনি প্রতিস্থাপন করতে প্রায় ২২ লক্ষ টাকা খরচ হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ইতিমধ্য প্রায় ১৭ লক্ষ টাকা সংগ্রহ হয়েছে। প্রয়োজন আরো ৫লক্ষ টাকা।

    আগামী সপ্তাহে ঢাকার স্কয়ার হাসপাতালে তার কিডনি প্রতিস্থাপন করার কথা রয়েছে। শুক্রবার সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের পক্ষ থেকে নুরের ছাপার হাতে ৭০ হাজার টাকা তুলে দেওয়া হয়।

    এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মীর্জা মো.আকবর আলী চৌধুরী খোকন, উপদেষ্টা লায়ন নুরুল আবছার চৌধুরী, সাবেক সভাপতি শিল্পপতি ইনামুল আজিজ চৌধুরী লিটন,সাবেক সভাপতি লায়ন মো.গিয়াস উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন আলীম উল্যাহ মুরাদ,আজীবন সদস্য ডা,মানিক লাল দাশ গুপ্ত ও মো.শাহজাহান।

    নুরের ছাপাকে বাঁচাতে বিত্তবান ও মানবিক মানুষদেন এগিয়ে আহবান জানিয়েছে নুরের ছাপার পরিবার। সঞ্চয়ী হিসাব নংঃ ৪১৯৭১০১০২২১০৮ পূবালী ব্যাংক লি.সীতাকুণ্ড শাখা, চট্টগ্রাম। বিকাশ- 01815-810015 (পারসোনাল)।

  • সীতাকুণ্ডে ছিনতাইকারী চক্রের ৩ সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাব-৭

    সীতাকুণ্ডে ছিনতাইকারী চক্রের ৩ সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাব-৭

    সীতাকুণ্ড প্রতিনিধ: সীতাকুণ্ডে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছিনতাই করার সময় তিনজন ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-৭।

    শুক্রবার রাত সাড়ে নয়টার সময় উপজেলার উত্তর ইদিলপুর এলাকার মহাসড়কের উপর সমবেত হয়ে অস্ত্রের ভয় দেখিয়ে রাস্তায় চলাচলকৃত গাড়ী ও বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী এবং ঈদের কেনাকাটা করতে আসা জনসাধারনের নিকট হতে টাকা ও অন্যান্য মূল্যবান জিনিস ছিনতাই করার চেষ্টা করছে। এমন সংবাদে র‌্যাব-৭ এর একটি দল ঘটনাস্থল থেকে মোঃ ইমরান হোসেন পারভেজ (২০), মোঃ কাওসার আমিন (১৯) এবং সাখাওয়াত হোসেন সাকিব (১৯) কে আটক করে।

    র‌্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা ঈদ উপলক্ষে ঘরমুখী সাধারন মানুষের চলাচলের সময় পথিমধ্যে আটক করে দেশীয় অস্ত্রেের হুমকি দেখিয়ে পথচারীদের জিম্মি করে ভীতি প্রদর্শনের মাধ্যমে মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা ছিনতাই করে থাকে বলে নিজ মূখে স্বীকার করেছে। আটককৃত তিনজনকে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সীতাকুণ্ডে দুই শিপ‌ ব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় নিহত ১ আহত ১

    সীতাকুণ্ডে দুই শিপ‌ ব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় নিহত ১ আহত ১

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে পুরাতন জাহাজে কাজ করার সময় দুর্ঘটনায় আহত হওয়ার একদিন মোঃ মফিজ মিয়া (৪০) নামের এক শ্রমিক মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

    জানা যায়, বুধবার বেলা সাড়ে ১২টার সময় উপজেলার ভাটিয়ারী এলাকায় জিরি সুবেদার শিপ ইয়ার্ডে শ্রমিক মোঃ মফিজ মিয়া লোহার সাথে প্রচন্ড আঘাত পায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করায় পরবর্তীতে অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মফিজ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর বালাকোট এলাকার মৃত মোহাম্মদ মোতাহের মিয়ার পুত্র।

    এদিকে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় মাদামবিবিরহাট মক্কা শীপ ইয়ার্ডে মোঃ আব্দুল্লাহ (১৫) নামে শিশু শ্রমিক মাথায় আঘাত পেলে তাকে চমেক হাসপাতালের ২৮ নং ওয়ার্ডে ভর্তি করানো হয়। সে মাগুরা জেলা সদরের সত্য রামপুর এলাকার মোঃ ফকির মিয়ার পুত্র।

    সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

    ২৪ ঘণ্টা/দুলু

  • সীতকুণ্ডে প্রতিবন্ধীদের মাঝে হ্যান্ডিক্যাপের সহায়ক উপকরণ বিতরণ

    সীতকুণ্ডে প্রতিবন্ধীদের মাঝে হ্যান্ডিক্যাপের সহায়ক উপকরণ বিতরণ

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে এনজিও সংস্থা হ্যান্ডিক্যাপ ইন্টার ন্যাশনাল ও হিউম্যানিটি এ্যান্ড ইনক্লুশন বাংলাদেশের আয়োজনে প্রতিবন্ধী জনগোষ্ঠীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও মিল্টন রায়।

    সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে ও সঞ্জয় চৌধুরীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন হ্যান্ডিক্যাপ ইন্টার ন্যাশনাল এর বেইজ ম্যানেজার আব্দুল গফুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার।

    টেকিং সাকসেসফুল ইনোভেশন টু স্কেল-পাথওয়েজ ফর ডিজ্যাবিলিটি ইনক্লুসিভ গ্র্যাজুয়েশন আউট অফ প্রোভার্টি প্রজেক্ট এর আওয়ায় এদিন প্রতিবন্ধীদের জন্য সহায়ক হুইল চেয়ার (স্ক্র্যাচ), টয়লেট চেয়ার, হাঁটার লাঠি, সাদাছড়ি, টাই সাইকেলসহ মোট ২৩টি উপকরণ বিতরণ করা হয়। এ ছাড়া প্রশিক্ষণ প্রাপ্ত প্রতিবন্ধী পরিবারকে ৮টি সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও মিল্টন রায় বলেন, হ্যান্ডিক্যাপ ইন্টার ন্যাশনাল সবসময় প্রতিবন্ধীদের পাশে থেকে সহযোগিতা করে প্রশংসা কুড়িয়েছে। আজকেও যেসব সরঞ্জাম প্রদান করা হয়েছে তা তাদের অনেক কাজে আসবে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

    ২৪ ঘণ্টা/রিহাম/দুলু