Tag: সীতাকুণ্ডে

  • ৯দিন পর জামিন পেয়েছেন সীমা গ্রুপের পরিচালক সান্টু

    ৯দিন পর জামিন পেয়েছেন সীমা গ্রুপের পরিচালক সান্টু

    সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্লান্টে বিস্ফোরণে নিজ প্রতিষ্ঠানের নিহত শ্রমিকের স্ত্রীর দায়ের করা মামলায় ৯ দিন পর জামিন পেয়েছেন সীমা গ্রুপের পরিচালক পারভেজ উদ্দিন সান্টু।

    বুধবার (২২ মার্চ) চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালতে শুনানি শেষে এই আদেশ দেন।

    এর আগে গত ১৪ মার্চ সন্ধ্যায় নগরীর জিইসি মোড় থেকে সীমা গ্রুপের পরিচালক পারভেজ উদ্দীন সান্টুকে গ্রেফতার করে শিল্প পুলিশ। পরের দিন তাকে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নাজমুন নাহারের আদালতে উপস্থাপন করা হয়।

    চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ বলেন, আদালতে সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণের মামলায় গ্রেফতার প্রতিষ্ঠানটির পরিচালক পারভেজ উদ্দীন সান্টুর জামিন আবেদন করা হয়েছিল। আদালত উভয় পক্ষের শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেছেন।

    উল্লেখ্য,গত ৪ মার্চ বিকালে উপজেলার কদমরসুলপুর এলাকায় সীমা অক্সিজেন প্লান্টে বিস্ফোরণে ৭জন নিহত হন, এছাড়া আহত হন আরো ৩৫ জন। এঘটনায় বিস্ফোরণে নিহত শ্রমিক মো. সালাহউদ্দিনের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে কারখানার মালিক, তিন ভাই সীমা অক্সিজেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মামুন উদ্দীন এবং দুই পরিচালক আশরাফ উদ্দীন ও পারভেজ উদ্দীনসহ ১৬ জনকে অভিযুক্ত করা হয়।

  • সীতাকুণ্ডে দুইলাখ টাকা জরিমানা গুনে ফেরত পেলেন জব্দকৃত স্কেভেটর

    সীতাকুণ্ডে দুইলাখ টাকা জরিমানা গুনে ফেরত পেলেন জব্দকৃত স্কেভেটর

    ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডে অবৈধভাবে পাহাড় কাটার সময় জব্দকৃত তিন স্কেভেটর দু’লক্ষ টাকা দিয়ে ছাড়িয়ে নিয়েছেন জনৈক মোহাম্মদ আলী নামের ঔই পাহাড়খোর।

    আজ (২৬ মে) বৃহস্পতিবার সকালে সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম তার দপ্তরে এক শুনানীতে এ জরিমানা করেন। মোঃ আলী চট্টগ্রামের পাঁচলাইশ বায়েজিদ বার্মা কলোনীর বাসিন্দা আব্দুর রহিমের পুত্র।

    গত ১৮ মে বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোড়ে পাহাড় কাটার খবর পেয়ে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম। সেসময় দুটি স্কেভেটর ও একটি বুলডোজার মেশিন জব্দ করা হয়।

    অভিযানের খবরে দুস্কৃতিকারীরা পালিয়ে যাওয়ায় সেদিন তাৎক্ষণিক কাউকে আইনের আওতায় আনা যায়নি।

    ৮ দিন পর পাহাড় কাটার দায় স্বীকার করে সহকারী কমিশনার (ভূমি) র কার্যালয়ে হাজির হলে মোঃ আলী নামে ওই ব্যক্তিকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (১) এর ৬ (খ) ও ১৫ এর ৫ বিধি মতে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

    ২৪ ঘন্টা/রাজীব

  • সীতাকুণ্ডে মাকে অচেতন করে ১৪ দিন বয়সী শিশু ছিনতাই

    সীতাকুণ্ডে মাকে অচেতন করে ১৪ দিন বয়সী শিশু ছিনতাই

    মাত্র ১৪ দিন বয়সী শিশু পুত্রকে ডাক্তার দেখাতে গিয়ে গাড়ির জন্য রাস্তায় অপেক্ষা করছিলেন মা জেনি আক্তার। এসময় একটি সিএনজি অটোরিকশা এসে দাঁড়ায় তার সামনে।

    গাড়িটিতে উঠে দেখেন সেখানে এক নারী। সীতাকুণ্ডের জোড় আমতল থেকে ভাটিয়ারী যাওয়ার পথে ঔই নারী জেনি আক্তারের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, আপনার বাচ্চাটাতো সুন্দর, একথা শুনার পর আর কিছু মনে নাই জেনি আক্তারের।

    এরপর জেনি আক্তারকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে বাচ্চা নিয়ে চম্পট ওই নারী। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলার ভাটিয়ারী এলাকায়। এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।

    উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিএম ডিপুর পূর্ব পার্শ্বে মোল্লাপাড়া গ্রামের ইয়াসিনের স্ত্রী জেনি আক্তার বলেন, আমি সকালে আমার ১৪ দিন বয়সের শিশু পুত্রকে ডাক্তার দেখাতে নিয়ে যায় উপজেলার জোড়ামতল এলাকায়।

    ওই সময় ডাক্তারের সাক্ষাত না পেয়ে ভাটিয়ারীতে যাওয়ার জন্যে রাস্তায় দাঁড়ালে আমার সামনে একটি সিএনজি অটোরিকশা এসে দাঁড়ায়। চালক কোথায় যাবো জিজ্ঞেস করলে আমি ভাটিয়ারী যাবো বলে ওই গাড়িতে উঠে দেখি সেখানে এক নারী বসা।

    কিছু দুর যাওয়ার পর ওই নারী আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, আপনার বাচ্চাটাতো সুন্দর আছে আমাকে একটু দেন দেখি। মাথায় হাত লাগানোে পর থেকে আমার মাথা ঘুরতে থাকে। আমি তার দিকে থাকিয়ে আছি কিন্তু কোন কথা বলার আর শক্তি পাচ্ছিনা।

    ভাটিয়ারী শহীদ মিনারের সামনে আসার পর আমাকে বলেছে আপনি গাড়ি থেকে নামুন বাচ্চা দিচ্ছি। আমি গাড়ি থেকে নামা মাত্রই গাড়িটি চলে যায়।

    আমাকে চেতনানাশক ঔষধ লাগিয়ে আমার শিশুকে নিয়ে পালিয়ে যায় ওই নারী ছিনতাইকারী। কিছুক্ষণ পর আমি স্বাভাবিক জ্ঞানে ফিরলে আমার সন্তানকে খুঁজতে থাকি। এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানায় জেনি আক্তার বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন।

    ২৪ ঘন্টা/Rsp

  • সীতাকুণ্ডের শীতলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

    সীতাকুণ্ডের শীতলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

    সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে কবিতা বৈদ্য (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সোনাইছড়ি শীতলপুর রেললাইনে এই দূর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা মহিলা একি এলাকার দৌলন বৈদ্যর স্ত্রী।

    জানা যায়,উপজেলার সোনাইছড়ি শীতলপুর এলাকার বৃদ্ধা মহিলা মঙ্গলবার সকালের দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে রেললাইনের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে পার হতে গেলে ঢাকামুখি (আপ লাইন) একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। পরে রেলওয়ে পুলিশ স্হানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে।

    এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ডের ফৌজদারহাট রেলওয়ে পুলিশের এ.এস.আই মোঃ হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,সকালের দিকে আপ লাইনের একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে শরীল খন্ড-দ্বিখন্ডিত হয়ে পড়ে এক বৃদ্ধা মহিলার।

    আমরা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরনের চেষ্টা করলে স্হানীয় গণ্যমান্য ব্যক্তির অনুরোধে উদ্ধতন স্যারদের সাথে আলাপ করে পরিবারের কাছে হস্তান্তর করেছি।

    ২৪ ঘন্টা/কামরুল দুলু

  • সীতাকুণ্ডে ২ কাভার্ডভ্যান সংঘর্ষে হেলপার নিহত-চালক আহত

    সীতাকুণ্ডে ২ কাভার্ডভ্যান সংঘর্ষে হেলপার নিহত-চালক আহত

    সীতাকুণ্ডে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে আরেকটি একই গাড়ির ধাক্কায় লিটন মিয়া (২৮) নামে এক হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে একই গাড়ির চালকও।

    মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার বড় দারোগারহাট এলাকার ওজন স্কেলর সামনে এ ঘটনা ঘটে। নিহত লিটন মিয়া ভোলা জেলার দৌলত খাঁ থানার আব্দুর রব এর পুত্র।

    কুমিরা হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। জানা যায়, মহাসড়কে দাড়িঁয়ে থাকা ঢাকামুখী একটি কাভার্ডভ্যানকে পিছন থেকে আরেকটি কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দিলে পিছনের গাড়ির হেলপার ঘটনাস্থলে প্রাণ হারান। এতে ওই গাড়ির ড্রাইভারও আহত হয়।

    উদ্ধার কাজে এগিয়ে আসা সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল বলেন, দুই গাড়ির সংঘর্ষে একজন গাড়ির সহকারী ঘটনাস্থলে নিহত হন। লাশটি উদ্ধার করে আমরা কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়িকে বুঝিয়ে দিয়েছি।

    ২৪ ঘন্টা/কামরুল দুলু

  • সীতাকুণ্ডে প্রলোভনে শিশু কন্যাকে ধর্ষণ, আটক ১

    সীতাকুণ্ডে প্রলোভনে শিশু কন্যাকে ধর্ষণ, আটক ১

    সীতাকুণ্ডে ৯ বছর বয়সী তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. শাহীন (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

    বুধবার (৩০ মার্চ) বিকেল সোয়া পাঁচটার দিকে জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. শাহীন উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নের ইয়াছিন নগর এলাকার নেজাম উদ্দিনের ছেলে।

    জানা যায়, গত ২৩ মার্চ প্রতিদিনের ন্যায় ভিকটিমের মা-বাবা কাজের উদ্দ্যেশ্য বাড়ি থেকে বাহির হয়। ঘরে বাবা ও মা না থাকায় তাদের ৩য় শ্রেণীতে পড়ুয়া শিশু কন্যা মাদ্রাসার ক্লাস শেষ করে দুপুর ২ টায় বাড়িতে আসলে উৎপেতে থাকা ধর্ষক মো. শাহীন শিশু কন্যাটিকে ম্যাজিক লাইট দেখাবে বলে ফুসলিয়ে তার বসত ঘরে নিয়ে যায়।

    এসময় ধর্ষক শাহীন শিশু কন্যার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। তার চিৎকার শুনে আশে পাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষক শাহীন তখন ঘর থেকে সু-কৌশলে পালিয়ে যায়।

    স্থানীয় লোকজন শিশু কন্যাকে বিবস্ত্র অবস্থায় দেখে তার বাবাকে মোবাইল ফোনে অবহিত করে। পরবর্তীতে বাবা অসুস্থ মেয়েকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

    সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করেন এবং বর্তমানে মেয়েটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

    এ ঘটনায় শিশু কন্যার বাবা বাদী হয়ে ২৭ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/২০০৩) এর ৯(১) সীতাকুণ্ড থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

    এবিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আসামিকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

    ২৪ ঘন্টা/কামরুল/রাজীব

  • সীতাকুণ্ডে রেলের পরিত্যক্ত জায়গায় উচ্ছেদ ঠেকাতে মানববন্ধন

    সীতাকুণ্ডে রেলের পরিত্যক্ত জায়গায় উচ্ছেদ ঠেকাতে মানববন্ধন

    চট্টগ্রামের সীতাকুণ্ডে কুমিরা রেলওয়ে কলোনিতে রেলওয়ে কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    আজ রবিবার সকাল ১০ টায় কুমিরা মাজার গেইটস্থ মহাসড়কের বাইপাস রোডে দেড় ঘন্টার মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশ গ্রহন করে। এর আগে একটি মিছিল কলোনী থেকে বের হয়ে মহাসড়ক পদক্ষিণ করে।

    মানববন্ধনে একাত্মতা জানান কুমিরা ইউনিয়নের চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী ও স্থানীয় ইউপি সদস্য মো. আলাউদ্দিন।

    জানা যায়, ১৯৯১ সালে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের পর ভিটে বাড়ি হারা তিনশ পরিবার কুমিরা রেলওয়ে স্টেশনের উত্তরে রেলের পরিত্যক্ত জায়গায় বসবাস শুরু করে।

    তিনশ পরিবারের প্রায় ১ হাজার মানুষ দীর্ঘ ৩১ বছর ওই পরিত্যক্ত জায়গা বাস্তহারা ও দখলদার হিসেবে বসবাস করছেন।

    এখানকার বসবাসরত নুর ইসলাম বলেন, ১৯৯১ সালে বন্যায় ক্ষতিগ্রস্ত আমরা তিনশ পরিবার রেলের পরিত্যক্ত জায়গাতে কাঁচা ঘর তৈরী করে আছি। রেলওয়ে ভূমি সংরক্ষণ নীতিমালায় রেলওয়ে কলোনি ও স্টেশন ইয়ার্ড এলাকায় কোন প্রকার লিজ প্রদান করা যায় না। তাই আমরা উক্ত ভূমি লিজের জন্যে রেলওয়ে প্রশাসনের নিকট আবেদন করি নাই।

    কিন্তু আমরা জানতে পেরেছি টি.কে গ্রুপ অব ইন্ডাস্ট্রি এর অনুকুলে আলহাজ্ব আবুল কালাম নামে একজনকে আমাদের ৩১ বছর ধরে দখলীয় ভূমির মধ্যে ১.৩৩ একর ভূমি রেলওয়ে প্রশাসন কৃষি লিজ প্রদান করেছে। এরপর থেকে ওই কোম্পানিকে জায়গা বুঝিয়ে দেওয়া জন্যে আমাদের উচ্ছেদ করার পরিকল্পনা নিচ্ছে রেলওয়ে।

    এব্যাপারে কুমিরা ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী বলেন, রেলের পরিত্যক্ত জায়গাতে তিনশ পরিবারের প্রায় ৩১ বছর ধরে বসবাস করে আসছে।

    বর্তমানে রেলওয়ে কর্তৃপক্ষ অন্যায়ভাবে ওই জায়গা একটি কোম্পানিকে লিজ দিয়ে ওই ভূমিহীন মানুষগুলোকে উচ্ছেদের পাঁয়তারা করছে। ওই পরিবারগুলোকে আগে পুর্ণবাসনের ব্যবস্থা করে তারপর উচ্ছেদ করতে হবে।

    ২৪ ঘন্টা/এন রানা

  • সীতাকুণ্ডে জরিমানার টাকা পরিশোধ না করায় ক্যাপিটাল পেট্রোলিয়ামের বিরুদ্ধে মামলা

    সীতাকুণ্ডে জরিমানার টাকা পরিশোধ না করায় ক্যাপিটাল পেট্রোলিয়ামের বিরুদ্ধে মামলা

    চট্টগ্রামের সীতাকুণ্ডে বঙ্গোপসাগরের সন্ধীপ চ্যানেল থেকে অবৈধভাবে বালু উত্তোলনও ফসলী জমি ভরাট করায় ধার্য্যকৃত ৫০ লাখ টাকা জরিমানা পরিশোধ না করায় ক্যাপিটাল পেট্রোলিয়াম লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম।

    আজ বৃহস্পতিবার (১০ মার্চ) চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক ফেরদৌস আনোয়ার বাদী হয়ে এই মামলাটি করেন। এর আগে বালু মহাল আইন না মেনে সাগর থেকে বালু উত্তোলনের প্রমাণ পেয়ে ক্যাপিটাল পেট্রোলিয়াম লিমিটেডকে তিনবার নোটিশ পাঠায় পরিবেশ অধিদপ্তর।

    তবে তারা শুনানিতে অংশ নেয়নি। পরপর এভাবে তিনবার নোটিশ পাঠিয়েও শুনানিতে অংশ না নেওয়ায় ২৭ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটিকে ৫০ লাখ টাকা জরিমানা করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মফিদুল আলম।

    সেসময় তিনি এক সপ্তাহের মধ্যে জরিমানার টাকা পরিশোধের পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। তবে সেই নির্দেশও উপেক্ষা করেছে অভিযুক্ত ক্যাপিটাল পেট্রোলিয়াম।

    মামলার বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মফিদুল আলম বলেন, বালু উত্তোলন বন্ধ করা, বালু উত্তোলনের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি সরিয়ে নেয়া ও ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের আদেশ দেওয়া হলেও তারা আদেশ পালন করেননি তাই বাধ্য হয়ে নিয়মিত মামলা করতে বাধ্য হলাম।

    ২৪ ঘন্টা/রাজীব

  • নানা আয়োজনে সীতাকুণ্ডে আন্তর্জাতিক নারী দিবস পালিত

    নানা আয়োজনে সীতাকুণ্ডে আন্তর্জাতিক নারী দিবস পালিত

    ‘নারীর সুস্বাস্থ্য ও জাগরণ’ এ স্লোগানে সীতাকুণ্ডে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

    এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে (৮মার্চ) মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় মুনস্টার কনভেনশন সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এর আগে একটি বর্ণাঢ্য র‌্যলী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে।

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন।

    স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর উদ্দিন রাশেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তাহমিনা আরজু, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলমগীর, সমাজ সেবা কর্মকর্তা লুৎফর নেছা বেগম, পরিসংখ্যান কর্মকর্তা সৌরভ পাল মিঠুন,সমবায় কর্মকর্তা মোঃ শহীদ ভূঁইয়া ও পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ফেরদৌসী আক্তারসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

    শেষে আইজিএ প্রশিক্ষণ শেষ করা ৫০ জন প্রশিক্ষণার্থীকে ১২ হাজার টাকা করে মোট ৬ লক্ষ টাকা ভাতার চেক হাতে তোলে দেন প্রধান অতিথি।

    নারীদের প্রতি শ্রদ্ধা, তাদের কাজের স্বীকৃতি দানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদযাপনের উদ্দেশ্যে নানা আয়োজনে ১৮৫৭ সাল থেকে বিশ্বব্যাপী পালিত হয় দিনটি।

    ২৪ ঘন্টা/কামরুল দুলু/রাজীব

  • সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫১ পরিবার নিঃস্ব

    সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫১ পরিবার নিঃস্ব

    সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫১টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দুপুর ২টা ২০ মিনিটের সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুলস্থ কেশবপুর গ্রামের চৌধুরী কলোনীতে এঘটনা ঘটে।

    খবর পেয়ে কুমিরা ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে প্রায় দুইঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৫১ পরিবারের নগদ টাকা, স্বর্ণালন্কারসহ ঘরের মুল্যবান আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার।

    স্থানীয় জনপ্রতিনিধি ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, দুপুরে একটি বসতঘরে রান্না করার সময় গ্যাসের চুলা থেকে আগুন লাগে। এসময় মূহুর্তের মধ্যে আগুন পুরো কলোনিতে ছড়িয়ে পড়ে। আগুনে ৫১ পরিবার সম্পুর্ণ নিঃস্ব হয়ে যায়।

    স্থানীয় সাবেক ইউপি সদস্য জহিরুল আলম বলেন, এটি একটি কলোনী, এখানে ৫১ পরিবার বসত করতো। আগুনে পুরো কলোনী পুড়ে ছাই হয়ে গেছে।

    আগুনে ক্ষতিগ্রস্থ আয়শা বেগম বলেন, আমি জায়গা কেনার জন্যে ঘরে আট লাখ টাকা ব্যাংক থেকে এনে রেখেছি, আগুনে টাকাসহ আমার সমস্ত কিছু জ্বলে ছাই হয়ে গেছে।

    কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, খবর পেয়ে আমরা ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করি। রান্না ঘরের গ্যাসের চুলা থোকে আগুন লাগার ধারণা করা হচ্ছে এবং আগুনে আনুমানিক ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

    ২৪ ঘন্টা/কামরুল দুলু/রাজীব

  • সীতাকুণ্ডে চোরাই সেগুন কাঠসহ কার্ভাডভ্যান জব্দ

    সীতাকুণ্ডে চোরাই সেগুন কাঠসহ কার্ভাডভ্যান জব্দ

    পাচার করার সময় সীতাকুণ্ডে চোরাই সেগুন ও চাপালিশ রদ্দা কাঠসহ একটি কভার্ডভ্যান আটক করেছে ফৌজদার হাট বিট-কাম-চেক ষ্টেশন চট্টগ্রাম উত্তর বন বিভাগ।

    কাভার্ডভ্যানটিতে আনুমানিক তিন লক্ষ টাকার সেগুন ও চাপালিশ রদ্দা কাট ছিল বলে জানান বিট কর্মকর্তারা।

    বৃহস্পতিবার সকাল ৫ টার সময় গোপন সংবাদের সূত্রে কাভার্ডভ্যানের ভিতর (ঢাকা মেট্রো – ড-১২-১৯৯৭) অবৈধভাবে কাঠ পাচার কালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কদমরসুল এলাকায় জব্দ করা হয়।

    ফৌজদারহাট বিট কাম চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা মোঃ শাহানশাহ নওশাদ বলেন, নিজস্ব সোর্সের মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে সেগুন গোল ও রদ্দা কাঠসহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। এব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়।

    ২৪ ঘন্টা/কামরুল দুলু/রাজীব

  • সীতাকুণ্ডে কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন

    সীতাকুণ্ডে কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন

    জনগনের স্বাস্থ্য সেবার লক্ষ্যে আধুনিক যন্ত্রপাতি, নির্ভুল পরীক্ষা ও বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে সীতাকুণ্ডে যাত্রা শুরু করেছে কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনোস্টিক সেন্টার।

    মঙ্গলবার (১লা মার্চ) দুপুরে এক অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সীতাকুণ্ড পৌরসভার উত্তর বাইপাসস্থ নুর মোস্তফা প্লাজার দ্বিতীয় তলায় কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার উদ্বোধন করা হয়।

    প্রধান অতিথি হিসেবে ফিতা ও কেক কেটে অনুষ্ঠানিক উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন।

    ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম, সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার মোঃ নুরুল আলম দুলাল, কাউন্সিল মফিজুর রহমান, আ.লীগ নেতা মোঃ সাইদ মিয়া, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান রানা, পৌর বাজার কমিটির সভাপতি রেজাউল করিম বাহার, সাধারণ সম্পাদক বেলাল হোসেনসহ কেয়ার ডায়াগনষ্টিক সেন্টার এর সকল পরিচালকবৃন্দ, এলাকার জনসাধারণ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান রানা বলেন,স্বাস্থ্যসেবা অঙ্গনের সর্ববৃহৎ এবং সর্বাধুনিক সেবার মান নিয়ে আধুনিক ডায়াগনস্টিক সেন্টারটি চালু করা হয়েছে। এটা আমাদের কোন ব্যবসা প্রতিষ্ঠান নয়।

    সীতাকুণ্ডের মানুষ কষ্ট করে যাতে শহরে চিকিৎসা নিতে যেতে না হয়। সব সুবিধা এখানে বিদ্যমান। অল্প খরচে স্বাস্থ্য পরীক্ষাসহ গরীব ও দুস্থ রোগীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা।

    ২৪ ঘন্টা/কামরুল দুলু/রাজীব