Tag: সীতাকুণ্ডের

  • সীতাকুণ্ডের কৃতি সন্তান প্যাসিফিক জিন্স এর চেয়ারম্যান নাছির উদ্দিনের ইন্তেকাল

    সীতাকুণ্ডের কৃতি সন্তান প্যাসিফিক জিন্স এর চেয়ারম্যান নাছির উদ্দিনের ইন্তেকাল

    দেশের বিশিষ্ট শিল্পপতি ও প্যাসিফিক জিন্স লিমিটেড এর চেয়ারম্যান, চট্টগ্রামের সীতাকুণ্ডের কৃতি সন্তান আলহাজ্ব নাছির উদ্দীন আজ বিকাল সোয়া ৩টায় ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি- রাজেউন)।

    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। মরহুম আলহাজ্ব নাছির উদ্দিন সীতাকুণ্ডের প্রয়াত সাংসদ আওয়ামী লীগ নেতা আবুল কাসেম মাস্টারের ছোট ভাই। তিনি দীর্ঘদিন বিভিন্ন জঠিল রোগে ভুগছিলেন। গত দেড়মাস যাবত ব্যাংককের ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

    মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর মরদেহ আগামী ০২ মার্চ বুধবার সকালে থাইল্যান্ড থেকে বিমানযোগে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হবে।

    ওইদিন সকাল ৯:৩০ মিনিটে চট্টগ্রাম ইপিজেড এলাকায় এ প্রথম জানাযা অনুষ্ঠিত হবে। একইদিন বাদে যোহর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে।

    বাদে আসর সলিমপুরস্হ নিজ বাড়িতে তৃতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এদিকে আলহাজ্ব নাছির উদ্দীন এর মৃত্যুতে সীতাকুণ্ডে সবার মাঝে শোকের ছাড়া নেমে আসে।

    ২৪ ঘন্টা/কামরুল দুলু/রাজীব

  • সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ট্রেনের ধাক্কায় নৌবাহিনীর লেন্স নায়েক নিহত

    সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ট্রেনের ধাক্কায় নৌবাহিনীর লেন্স নায়েক নিহত

    ২৪ ঘণ্টা সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাট এলাকায় ট্রেনের ধাক্কায় মোঃ মাসুদ রানা (২৪) নামে এক নৌ বাহিনীর লেন্স নায়েক নিহত হয়েছে।

    বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত মোঃ মাসুদ রানার বাড়ি যশোর জেলায় বলে জানা গেছে।

    জানা যায়, মাদামবিবির হাট এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর ঘাটির অদুরে ঢাকা-চট্টগ্রাম রেললাইনে চট্টগ্রামমুখী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন মাসুদ রানা।

    তাকে উদ্ধার চট্টগ্রাম সিএমএইচ এ নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

    বিষয়টি নিশ্চিত করে ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, ট্রেনের ধাক্কায় বাংলাদেশ নৌবাহিনীর একজন লেন্স নায়েক আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

    ২৪ ঘণ্টা/কামরুল/রাজীব

  • সীতাকুণ্ডের বার আউলিয়ায় ভেন্টিলেটর ভেঙে ওয়ালটন শো-রুমে চুরি

    সীতাকুণ্ডের বার আউলিয়ায় ভেন্টিলেটর ভেঙে ওয়ালটন শো-রুমে চুরি

    ২৪ ঘণ্টা সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া মাজার সংলগ্ন আনজুমান ইসলাম মার্কেটের আল-আমিন ইলেকট্রনিক্স (ওয়ালটন শোরুমে) মঙ্গলবার রাত ২টায় সময় চুরির ঘটনা ঘটেছে।

    চোরের দল দোকানে থাকা ওয়ালটন কোম্পানির ২০টি দামি মোবাইল ফোন ও নগদ ৪০ হাজার টাকা নিয়ে গেছে। ২০ টি মোবাইলের বাজার মূল্য আনুমানিক ২ লক্ষ ৫০ হাজার টাকা। ৩/৪ জনের একটি চোরের দল দোকানের ভেন্টিলেটর ভেঙে প্রবেশ করে।

    এ ঘটনায় বুধবার ওয়ালটন শোরুমের এর মালিক মোহাম্মদ আলী বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

    মালিক মোহাম্মদ আলী জানান, বার আউলিয়া বাজারে রাতে তিন নৈশ প্রহরী দায়িত্ব থাকা অবস্থায় চোরের দল দোকানের ভেন্টিলেটর ভেঙ্গে ভিতরে ঢুকে কিভাবে ২০টি দামি মোবাইল ও নগদ ৪০ হাজার নিয়ে যায়। এতে তিন নৈশ প্রহরী চুরির সাথে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

    এ ঘটনায় ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে চোরদের দেখা গেলেও মুখে মাক্স থাকা কারণে তাদেরকে চেহারা বুঝা যাচ্ছেনা।

    সীতাকুণ্ড থানার এসআই হারুন উল রশীদ বলেন দোকানে চুরির একটি অভিযোগ পেয়েছি, ঘটনাটি তদন্ত চলছে।

    ২৪ ঘণ্টা/কামরুল/রাজীব

  • সীতাকুণ্ডের কেএসএ ষ্টীল ও সীমা ষ্টীলকে পরিবেশের ৫ লক্ষ টাকা জরিমানা

    সীতাকুণ্ডের কেএসএ ষ্টীল ও সীমা ষ্টীলকে পরিবেশের ৫ লক্ষ টাকা জরিমানা

    ২৪ ঘণ্টা সীতাকুন্ড প্রতিনিধি : পরিবেশের শর্ত ভঙ্গ এবং পরিবেশের ক্ষতি সাধন করার অপরাধে সীতাকুণ্ডের কে এস এ স্ট্রীল ও সীমা স্টীলকে ৫ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।

    মঙ্গলবার শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

    বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ এবং পরিবেশের ক্ষতি সাধন করার অপরাধে সীতাকুণ্ডের কে এস এ স্ট্রীল (শিপব্রেকিং ইয়ার্ড)কে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। 

    তাছাড়া একই অপরাধে সীমা স্ট্রীল মিলসকে ৩ লক্ষ টাকা এবং সীমা অটো রি রোলিং মিলসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    তিনি বলেন, উক্ত তিনটি প্রতিষ্ঠান পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করেছে এছাড়া তারা পরিবেশের ক্ষতি সাধন করেছে। এই অপরাধে ৩ প্রতিষ্ঠানকে শুনানীতে ডাকা হয়।

    শুনানীকালে প্রতিষ্ঠানগুলোকে মোট ৫ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ২৪ ঘণ্টা/কামরুল/রাজীব

  • সীতাকুণ্ডের ভাটিয়ারীতে এক ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের হেলপার নিহত

    সীতাকুণ্ডের ভাটিয়ারীতে এক ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের হেলপার নিহত

    ২৪ ঘণ্টা সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের হেলপার নিহত হয়েছে। নিহতের নাম সাইফুল ইসলম (৩০)।

    আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বানুরবাজারস্থ টোবাকো গেইট এলাকায় এদূর্ঘটনা ঘটে।

    স্থানীয় সুত্রে জানা যায়,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি দাঁড়ানো ট্রাক থেকে হেলপার সাইফুল রাস্তা পারাপারের সময় আরেকটি ঢাকামূখী পন্য বোঝায় ট্রাক সাইফুলকে ধাক্কা দেয় এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    চট্টগ্রাম মেডিকের কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এস আই আলাউদ্দিন তালুকদার ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, সকালে ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম নামে এক ব্যাক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

    নিহত সাইফুলের গ্রামের বাড়ি পটিয়া উপজেলায় বলে জানা গেছে।

    ২৪ ঘণ্টা/কামরুল/রাজীব

  • করোনা রোগীদের বিনামুল্যে অক্সিজেন দিচ্ছে সীতাকুণ্ডের এস.এল গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠান

    করোনা রোগীদের বিনামুল্যে অক্সিজেন দিচ্ছে সীতাকুণ্ডের এস.এল গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠান

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে তথা চট্টগ্রাম করোনা আক্রান্ত রোগীদের প্রয়োজনে বিনামূল্যে অক্সিজেন রিফিল করে দেবে সীতাকুণ্ডের এস.এল গ্রুপের কর্নধার আলহাজ্ব মোহাম্মদ লোকমান এর মালিকানাধীন এস.এল অক্সিজেন।

    এ ক্ষেত্রে রোগীদেরকে অক্সিজেন নেওয়ার জন্য খালি বোতল দিতে হবে। এ তথ্য নিশ্চিত করেছেন এস.এল গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ লোকমান।

    জানা যায়, বর্তমানে কেউ করোনা আক্রান্ত হলেই বেশিরভাগ ক্ষেত্রে তাদের শ্বাস-প্রশ্বাস ব্যাহত হচ্ছে। এ ক্ষেত্রে তাদেরকে অক্সিজেন সাপোর্ট দেওয়া জরুরী হয়ে পড়েছে। আর করোনা ছড়িয়ে পড়ার সাথে সাথে তাই চট্টগ্রামসহ সারা দেশেই অক্সিজেনের চাহিদা ব্যাপকভাবে বেড়ে গেছে।

    এ সুযোগে এক শ্রেণির ব্যবসায়ী অক্সিজেনের দাম ইচ্ছেমত কয়েকগুন বাড়িয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে। ঠিক এমন সময়ে রোগীদের কথা চিন্তা করে বিশেষ উদ্দ্যোগ নিয়েছে সীতাকুণ্ডের এস.এল গ্রুপ।

    এ ব্যাপারে এস.এল গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ লোকমান বলেন, বর্তমান বাস্তবতায় মানবিক সাহায্য খুবই গুরুত্বপূর্ন বৈশ্বিক মহামারীর এই দুঃসময়য়ে কিছু ব্যক্তি বিশেষের জন্য মানবিক বিপর্যয় হউক এটা আমরা চাই না।

    করোনা আক্রান্ত রোগিরা অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে। এটি খুবই দুঃখজনক। এ কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে করোনা রোগীদের সহায়তায় আমাদের কারখানা থেকে বিনামূল্যে অক্সিজেন রিফিল করে দেব।

    তবে সেক্ষেত্রে রোগীদেরকে খালি বোতলের ব্যবস্থা করতে হবে। কারণ, বর্তমানে আমাদের প্রতিষ্ঠানে অক্সিজেনের বোতলের সংকট আছে।

    তিনি বলেন, কারো প্রয়োজনে যতগুলো বোতল লাগে তত পরিমান অক্সিজেন আমরা দেব। তাই রোগীদের আশ্বস্ত করে তিনি বলেন, আমরা চাই সীতাকুণ্ড তথা চট্টগ্রামের কোন রোগীই যেন অক্সিজেনের অভাবে মারা না যান। আমাদের অক্সিজেনের কারনে কারো বিন্দুমাত্র উপকার হলেই আমাদের এই উদ্যেগ সার্থক হবে।

    কারো অক্সিজেন প্রয়োজন হলে জালাল উদ্দিন জিকু অথবা মামুনুর রশিদ মামুন এর সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। মোবাইল নং-০১৬৭৫-৮৭৩৬১৬, ০১৯১৯-১৭২১০৯,০১৮৬৪-৯৯১২২৯।

    এদিকে করোনায় শ্বাসকষ্ট রোগীদের ফ্রি অক্মিজেন সেবায় এগিয়ে এসেছেন সীতাকুণ্ডের অনেক শিল্পপতিরাও।

    তাদের মধ্যে রয়েছেন জিরি সুবেদার, এমপি দিদারুল আলমের মালিকানাধীন গোল্ডেন অক্মিজেন, উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন, সীমা অক্সিজেন, মাস্টার আবুল খাায়ের’ অক্মিজেনসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

    ২৪ ঘণ্টা/কামরুল ইসলাম দুলু/রাজীব প্রিন্স

  • সীতাকুণ্ডের মাদ্রাসা থেকে অধ্যক্ষ নুরুল কবিরকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ

    সীতাকুণ্ডের মাদ্রাসা থেকে অধ্যক্ষ নুরুল কবিরকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড যুবাইদিয়া মহিলা ফাজিল মাদ্রাসার প্রধান মাওলানা নুরুল কবিরকে সাময়িকভাবে বরখাস্ত করেছে মাদ্রাসা কৃর্তপক্ষ।

    আজ ১১ মে (সোমবার) যুবাইদিয়া মহিলা ফাজিল মাদ্রাসার গভর্ণিং বডির পক্ষে পৌর মেয়র, মুক্তিযুদ্ধা আলহাজ্ব বদিউল আলম এর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

    এর আগে মানবতা বিরোধী অভিযোগে অভিযুক্ত মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গ্রেফতার হয়েছিলেন এ মাদ্রাসা শিক্ষক।

    উপজেলার বারৈয়াঢালা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলাম মাওলানা নুরুল কবিরের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়েরের প্রেক্ষিতে গত সোমবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করেছিলো।

    ২৪ ঘণ্টা/কামরুল দুলু/আর এস পি

  • সীতাকুণ্ডের সবধরনের বিনোদন কেন্দ্রে জনসমাগম নিষিদ্ধ

    সীতাকুণ্ডের সবধরনের বিনোদন কেন্দ্রে জনসমাগম নিষিদ্ধ

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : করোনা ভাইরাসের কারণে সতর্কতার অংশ হিসেবে সীতাকুণ্ডের সবধরনের বিনোদন স্পর্টগুলোতে জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করেছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন।

    আজ বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিন্টল রায় এর পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

    জানা যায়, সীতাকুণ্ডের বিনোদন কেন্দ্র গুলিয়াখালি বীচ, বাশঁবাড়ীয়া সমুদ্র সৈকত, কুমিরা-সন্দ্বীপ জেটি ও ভাটিয়ারী ক্যাফে ২৪ এ প্রতিদিন শত শত ভ্রমণ পিয়াসুদের আগমন ঘটে। সারা দেশের মতো সরকার সীতাকুণ্ডের জনসমাগম জায়গা গুলোতে বেড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মিন্টল রায় ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, সরকার করোনা ভাইরাসের কারণে সতর্কতার অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে থাকার নির্দেশনা দিয়েছে।

    তিনি বলেন, উদ্ভুদ পরিস্থিতিতে সবাই যেখানে বাড়িতে সতর্কতার সঙ্গে থাকবেন, সেখানে সীতাকুণ্ডে দুইটি সমুদ্র সৈকত ও একটি জেটিতে ভিড় করছেন। তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গুলিয়াখালি, বাশঁবাড়িয়া সমুদ্র সৈকত ও কুমিরা জেটিসহ উপজেলার সবধরনের বিনোদন কেন্দ্রে জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

    আমরা আশা করবো সবাই এ নির্দেশনা বাস্তবায়নে পুলিশকে সহায়তা করবেন। প্রয়োজন ছাড়া যেখানে সেখানে ঘোরাঘুরি থেকে নিজেদের বিরত রাখবেন।

    পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সীতাকুণ্ডের উল্লেখিত বিনোদন কেন্দ্রগুলোতে সবধরনের জনসমাগম নিষিদ্ধ থাকবে বলে তিনি জানান।

    ২৪ ঘন্টা/ কামরুল দুলু/ আর এস পি..

  • সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে ইয়াবাসহ আটক ২

    সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে ইয়াবাসহ আটক ২

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে ৫শত পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৫মার্চ) দুপুর একটার সময় ভাটিয়ারী বাস কাউন্টারের পাশ থেকে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হচ্ছে ফরিদপুর জেলার, বোয়ালমারী থানার পশ্চিম ছরবর্ণি গ্রামের মিজানুর রহমানের পুত্র মোঃ ইমরান হোসেন (২৫) এবং মাগুরা জেলা ও থানার মোহাম্মদপুর গ্রামের আতিউর রহমানের পুত্র মোঃ আল ইমরান (২৮)।

    থানা সূত্রে জানা যায়, মাদক বিরোধী অভিযানে সীতাকুণ্ড মডেল থানার এসআই মাহবুবের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের সূত্রের সংবাদে দুইজনকে আটক করে তাদের দেহ তল্লাশী করে ৫শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সীতাকুণ্ডের সোনাইছড়িতে নির্মাণ হচ্ছে ১০ শয্যার সরকারি হাসপাতাল

    সীতাকুণ্ডের সোনাইছড়িতে নির্মাণ হচ্ছে ১০ শয্যার সরকারি হাসপাতাল

    ২৪ ঘন্টা ডট নিউজ। কামরুল দুলু,সীতাকুণ্ড : সীতাকুণ্ডের সোনাইছড়িতে নির্মিত হচ্ছে ১০ শয্যার অধুনিক একটি সরকারি হাসপাতাল। মা ও শিশুসহ সকলের স্বাস্থ্য সেবা দেওয়া হবে এই হাসপাতালে।

    হাসপাতালের জন্য তিন কোটি টাকা মূল্যের ৫১ শতক জমি দান করেছেন বিশিষ্ট শিল্পপতি ও শিপ ব্রেকার্স মাস্টার আবুল কাসেম। সবুজে ঘেরা পাহাড়ের পাদদেশে এই জমির উপর প্রায় ৪ কোটি ৮৩ লাখ টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে দুইটি বহুতল ভবন।

    পরিবার পরিকল্পনা অধিদপ্তর এই ভবনটি নির্মাণ করার জন্য সম্পন্ন করেছেন। গত ডিসেম্বর মাস থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান ভবন নির্মাণের কাজ শুরু করেছে। চলতি মাসের প্রথম তলার ছাদ দেওয়া হবে। আগামী ডিসেম্বর অথবা জানুয়ারিতে চালু হতে পারে এই হাসপাতালের চিকিৎসা সেবা। এই হাসপাতালটি নাম দেওয়া হয়েছে বানু-মোনাফ মা ও শিশু কল্যাণ কেন্দ্র।

    হাসপাতালটি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় অবস্থিত। ২০১৭ সালে জুন মাসে অজ্ঞাত রোগে সোনাইছড়ি ইউনিয়নের ত্রিপুরা পাড়ায় মারা যায় ১১ শিশু। আক্রান্ত হন আরও শতাধিক শিশু। পরবর্তীতে অজ্ঞাত রোগটি ‘হাম’ বলে নিশ্চিত হন স্বাস্থ্য কর্মকর্তারা। ওই সময় উঠে আসে ত্রিপুরা পল্লীর বাসিন্দাদের স্বাস্থ্য না নেওয়ার বিষয়টি।

    পাহাড়ে বসবাসরত নৃ-গোষ্ঠির এই মানুষগুলো আধুনিক স্বাস্থ্য সেবা না নিয়ে ঝাঁড়ফুক ও কবিরাজি চিকিৎসায় প্রতি ঝুকে পড়া। সরকারিভাবে বিনা মূল্যে দেওয়া ‘হাম’সহ ১০টি রোগের টিকা দেওয়া বিষয়টি ছিলো তাদের অজানা।

    শিশু মৃত্যুর ঘটনার পর সরকারি ভাবে ত্রিপুরা পল্লীর পাশে ওই সময় অস্থায়ী ভাবে স্থাপিত হয় কমিউনিটি ক্লিনিক। পাহাড়ে নৃ-গোষ্ঠিসহ স্থানীয় বাসিন্দারা চিকিৎসা নিচ্ছেন ওই ক্লিনিক থেকে। প্রতিদিন দেড়শ থেকে দুইশ রোগীর চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তব্যরত চিকিৎসকদের।

    তবে সেবা প্রার্থীরা বেশিরভাগই নারী ও শিশু। এরই মধ্যে সরকারিভাবে মন্ত্রনালয়ে সিদ্ধান্ত হয় ওই এলাকায় যদি কেই জমি দান করেন তা হলে ১০ শয্যার একটি হাসপাতাল করবে সরকার।

    বিষয়টি গুরুত্ব দিয়ে সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির আহমেদ জমি সন্ধান করতে মরিয়া হয়ে ওঠেন। অনেক দানশীল ও ব্যবসায়ীর কাছে ধর্ণা দিয়েও কোন কাজে হয়নি। পরবর্তীতে চেয়ারম্যানের অনুরোধে জমি দান করতে এগিয়ে আসেন স্থানীয় শিপ ব্রেকার্স ও শিল্পপতি মাস্টার মোহাম্মদ আবুল কাসেম।তিনি সরকারি নিয়ম মোতাবেক ৫১শতক জমি রেজিষ্ট্রারী করে দেন হাসপাতালের জন্য।

    এ ব্যাপারে সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির আহমেদ বলেন, সোনাইছড়ি ইউনিয়ন পরিষদে একটি কমিউনিটি ক্লিনিক রয়েছে। কিন্তু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্বে পাহাড়ে বসবাস করে চার শতাধিক নৃ-গোষ্ঠি পরিবার। তারা অধুনিক চিকিৎসা সেবা কী জানতো না। কখনো টিকাও নেইনি তারা।

    ফলে ২০১৭ সালের জুনে ‘হাম’ রোগে আক্রান্ত হয়ে মারা যায় ত্রিপুরা পল্লীর ১১ শিশু। সরকার বিষয়টি বিবেচনায় নিয়ে একটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র করার উদ্যোগ নেন। এতে পাহাড়ে বসবাসরত নৃ-গোষ্ঠিসহ স্থানীয় গর্ভবতী মা, কিশোর কিশোরীসহ শিশুদের স্বাস্থ্য সেবা দেওয়া হবে। থাকবে ঠিকা কার্যক্রমও।

    জমিদাতা বিশিষ্ট শিল্পপতি মাদার স্টিল শিপ ব্রেকার্সের মালিক মাস্টার মোহাম্মদ আবুল কাসেম বলেন, সোনাইছড়ি ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্বে কোন স্বাস্থ্য সেবা কেন্দ্র নেই। পাহাড়ে থাকা নৃ-গোষ্ঠিসহ স্থানীয় গবীর অসহায় পরিবারের নারী শিশুরা অর্থ অভাবে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

    আমার বাবা আলহাজ্ব আবদুল মোনাফ অনেক সময় বিষয়টি অনুধাবন করে আমাকে বলতে ওই এলাকার গবীর অসহায় লোকদের জন্য একটি হাসপাতাল করতে। স্থানীয় চেয়ারম্যান মনির আহমেদ হাসপাতাল নির্মাণের বিষয়টি আমাকে জানালে আমি ৫১ শতক জায়গা হাসপাতালের জন্য দান করি।

  • সীতাকুণ্ডের কুমিরা মাইক্রোবাস চালক সমবায় সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

    সীতাকুণ্ডের কুমিরা মাইক্রোবাস চালক সমবায় সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের কুমিরা মাইক্রোবাস চালক সমবায় সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন এবং বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে।

    শনিবার উপজেলার বাঁশবাড়িয়া বীচে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০ থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি নির্বাচিত হন মো. দিদারুল ইসলাম।

    সহ-সভাপতি পদে মো. সেলিম, সাধারণ সম্পাদক পদে মো. মিজান, অর্থ সম্পাদক পদে বেলাল হোসেন, সহ-অর্থ সম্পাদক পদে মো. সালাউদ্দিন এবং প্রচার সম্পাদক পদে মোহাম্মদ সালাউদ্দিন নির্বাচিত হন।

    নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আলমগীর মেম্বার, সামসুল আলম কোম্পানী এবং মোহাম্মদ আলী। নির্বাচিতরা আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।

  • আইআইইউসিতে সকল প্রকার সভা-সমাবেশ, মিছিল-মিটিং নিষিদ্ধ

    আইআইইউসিতে সকল প্রকার সভা-সমাবেশ, মিছিল-মিটিং নিষিদ্ধ

    কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের কুমিরায় অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় আইআইইউসিতে সকল প্রকার সভা-সমাবেশ, মিছিল-মিটিং সম্পুর্ণরুপে নিষিদ্ধ ঘোষণা করেছে কতৃপক্ষ।

    সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা এগারোটায় ক্যাম্পাসের অডিটোরিয়াম হলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। আইআইইউসি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর কে এম গোলাম মহিউদ্দিন এর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন রেজিস্টার আবুল কাসেম।

    এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রক্টর মোস্তফা মনির, ট্রেজারার আবদুল হামিদ, এবং সায়েন্স ফ্যাকাল্টি দেলোয়ার হোসেন।

    লিখিতি বক্তব্যে আবুল কাসেম বলেন, বাংলাদেশের উচ্চ শিক্ষার ক্ষেত্রে বেসরকারী বিশ্ববিদ্যালয় একটি বহুল নন্দিত এবং সফল উদ্যাগ এর নাম,যা জাতির জন্য ব্যাপক কল্যান বয়ে এনেছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সেশনজট, অপরাজনীতি ও অপতৎপরতা মুক্ত উচ্চ শিক্ষা প্রদানে বেসরকারী বিশ্ববিদ্যালয় সমূহ সারাদেশে একটি বিপ্লব সাধন করেছে।

    আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এই বিল্পবে প্রথম সারির অংশীদার। এই বিশ্ববিদ্যালয় ১৯৯৫ সালে যাত্রা শুরু করে অল্প সময়ে দেশ-বিদেশে ব্যাপক সুনাম ও সুখ্যাতি লাভ করে। বিগত ২৫ বছরে এই বিশ্ববিদ্যালয়কে সেশনজটের শিকার হতে হয়নি। অস্থিতিশীল পরিস্থিতির কারণে কখনোই বিশ্ববিদ্যালয় বন্ধ থাকেনি। গুণগতমান ও নৈতিকতার সমন্বিত শিক্ষা প্রদানে সুদৃঢ় থাকায় আমরা কেবল সামনের দিকে অগ্রসর হয়েছি।

    সাম্প্রতিক সময়ে এই সামনে চলায় হঠাৎ ছন্দপতন ঘটে। আমাদের সন্তানতুল্য কিছু সংখ্যক শিক্ষার্থী ছাত্রসুলভ নয় এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন ফ্যাকাল্টির ডীন, বিভাগীয় চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট নানা অনৈতিক, অযৌক্তিক, অবৈধ ও অন্যায় দাবীর অভিযোগ আসতে থাকে।

    এসকল দাবীর মাঝে রয়েছে-ফেল করা ছাত্রকে পাশ করিয়ে দেয়া, বিরাট অংকের বকেয়া টাকা মওকুফ করে দেয়া, নকলের অভিযোগে অভিযুক্তকে শাস্তির আওতামুক্ত করা, বকেয়া পরিশোধ না করে সনদপত্র উত্তোলন করতে চাওয়া, শিক্ষক ও শিক্ষার্থীদের নিকট চাঁদা দাবী করা এবং পরীক্ষার হলে অনৈতিক সুবিধা দাবী করা ইত্যাদি।

    কিন্ত নিয়মের পরিপন্থী এ সকল দাবী পুরণ করা সম্ভব না হলে তারা মুক্তিযুদ্বের স্মৃতিবাহী এবং দেশের একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনের নামে পেশী শক্তির মাধ্যমে দাবী আদায়ে অন্যায্য চাপ দিতে থাকে। একই সাথে তাদের কর্মকাণ্ডে আইন নিজের হাতে তুলে নেয়া ও অসৌজন্যমূলক আচরণের অনেক নজির ক্যাম্পাসে দৃশ্যমান হয়।

    এর মধ্যে রয়েছে প্রকাশ্য দিবালোকে শিক্ষকবৃন্দের উপস্থিতিতে শিক্ষার্থীদের ওপর নির্মম নির্যাতন, পিতৃতুল্য শিক্ষকবৃন্দকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হেনস্থা করা, হুমকি দেয়া, অফিস কক্ষ ভাংচুর করা, শিক্ষকদের বাসভবনে বিশৃঙ্লা করা।

    এছাড়া রেজিস্ট্রেশনবিহীন অবৈধ অবস্থান, বহিরাগতদের আশ্রয় প্রদান, হল প্রশাসনের সাথে অসহযোগীতা ও অসৌজন্যমূলক আচরণ, ডাইনিং এ ফ্রি খাওয়া, ডাইনিং ম্যানেজারের নিকট হতে জোরপূর্বক টাকা ছিনতাই ইত্যাদি।

    এছাড়া র‌্যাগিং এর নামে শারীরিক ও মানসিক নির্যাতন এবং নেশাজাতীয় দ্রব্যের বহুল ব্যবহারের মতো গুরুতর অভিযোগ ও রয়েছে। সর্বশেষ গত ২৭ জানুয়ারী হলের একজন আবাসিক শিক্ষার্থীর উপর অমানবিক নির্যাতনের অভিযোগ পাওয়া যায়। এই হৃদয় বিদারক ঘটনার শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে ক্ষোভের সঞ্চার করে এবং তারা ক্লাস ছেড়ে প্রতিবাদে যোগ দেন।

    যার পরিপ্রেক্ষিতে ২৯ শে জানুয়ারী জরুরী সিন্ডিকেট সভায় সিদ্ধান্তের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ এবং শ্রেণী কার্যক্রম অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

    বিগত ৮ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী একটি বক্তব্য উল্লেখ করেন, ” বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসর ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করতে চাইলে সরকার তাতে কোন প্রকার হস্তক্ষেপ করবে না ” প্রধানমন্ত্রীর এই বক্তব্যের আলোকে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ধারা ১৮ এবং ধারা ৩৭ অনুযায়ী বিগত ২২৯ তম সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক সুষ্ঠু ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিতকল্পে কর্তৃপক্ষের নির্দেশক্রমে সোমবার হতে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে র‌্যাগিং ও সকল প্রকার রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে।

    আমরা চাই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জ্ঞানের চর্চা করুক ও প্রতিভার বিকাশ ঘটাক। আমাদের পরম স্নেহের সন্তানতুল্য ছাত্ররা এই বিশ্ববিদ্যালয়ের সুনাম রক্ষায় জ্ঞানমখি হবে। ছাত্র হিসেবে মানানসই নয় এমন কর্মকাণ্ডে নিজেদের ব্যস্ত না করে নতুন জ্ঞান সৃষ্টির মহারথীদের কাতারে নিজেদের সামিল করতে প্রতিটি মুহূর্তকে ব্যবহার করবে।