Tag: সীতাকুণ্ডের

  • ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্যাতন : ১০ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

    ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্যাতন : ১০ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের কুমিরায় অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি)র এক ছাত্রকে শিবির আখ্যা দিয়ে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যলয়ের ১০ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২, চট্টগ্রামে এর আদালতে হামলার শিকার মাসুদুর রহমান আদনান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

    আদালত অভিযোগ আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে তদন্তের নির্দেশ দিয়েছেন।

    মামলা দায়েরের বিষয়ে বাদী ও আইআইইউসি’র কুর’আনিক সাইন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২য় সেমিস্টারের ছাত্র সুদুর রহমান আদনান বলেন, মামলাটি পিবিআই নিয়েছেন। গণমাধ্যমে আমাকে নির্যাতনের ছবি ছেপেছে। আশা করি পিবিআইয়ের ওপর যদি কোন ধরণের চাপ না আসে তাহলে সঠিক তদন্ত হবে এবং আসামীদের উপযুক্ত শাস্তি হবে। আর আমি ন্যায় বিচার পাবো।

    মামলার এজহার থেকে জানা যায়, আইন বিভাগের ছাত্র (আইডি নং- LM- 183122) উচো অং মারমাকে ১নং আসামী করে মোট ১০ জনের বিরুদ্ধে ওই মামলা দায়ের করা হয়।

    এজহারে অভিযুক্ত বাকি আসামিরা হলো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের ছাত্র মশিউর রহমান মৃদুল, একই বিভাগের অনিক ইসলাম অনিক, ওমর ফারুক তুহিন, আব্দুল্লাহ আল নাঈম রবিন আইন বিভাগের হাসান হাবিব মুরাদ, এমবিএ এর ছাত্র শফিউল ইসলাম, ইকোনমিক্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের রবিউল হোছাইন রনি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের ছাত্র আব্দুল্লাহ আলম তাশরীফ এবং কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের ছাত্র মো. আফজাজুল হক অমি। বাদী জানায়, তারা সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।

    আইআইইউসি সুত্রে জানায়, গত ২৭ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের উসমান (রা.) হলের আদনানকে শিবির সন্দেহে মারধর করেন ছাত্রলীগ পরিচয়ধারী কয়েক ছাত্র। পরে শিক্ষকেরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। এ ঘটনার জেরে ২৯ জানুয়ারি ক্যাম্পাসে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান করে।

    পরে উদ্বুদ্দ পরিস্থিতিতে জরুরি সিন্ডিকেট সভা ডেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ছাত্রদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

  • সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার

    সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ভাটিয়ারি থেকে পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টায় উপজেলার ভাটিয়ারী এলাকার শ্যামলী পরিবহণ বাস কাউন্টারের পাশ থেকে তাদের গ্রেফতার করারা হয়।

    জানা যায়, গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে এসআই মো. আব্দুল মজিদ সরকার, এসআই মো. মামুন হোসেন এবং এএসআই রুবেল সরকারের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। এসময় সাব্বির হোসেন মুন্না (২৪) ও মো. সুমন খানের দেহ তল্লাশী চালালে তাদের কাছ থেকে ৫ শত পিস ইয়াবা উদ্ধার হয়।

    গ্রেফতার সাব্বির নগরীর আকবরশাহ থানার কর্ণেলহাট এলাকার শাহের পাড়ার মুনছুর আলী বাড়ির জসিম উদ্দিনের ছেলে এবং সুমন খান হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বড় খান্দির সুরুজ খানের ছেলে।

    এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ইন্টেলিজেন্ট সুমন বনিক বলেন, গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে ভাটিয়ারী থেকে দুইজনকে গ্রেফতার করি, দেহ তল্লাশী করে দুইজনের কাছে পাঁচশত পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১),১০ এর (ক) ধারায় মামলা করা হয়েছে বলে তিনি জানান।

  • সীতাকুণ্ডের সি.সি.সি উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন

    সীতাকুণ্ডের সি.সি.সি উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : ‘এসো স্মৃতির অঙ্গণে, মিলি প্রীতির বন্ধনে’ এই শ্লোগানে সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী চিটাগং ক্যামিকেল কমপ্লেক্স (সিসিসি) উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন হয়েছে।

    প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করেছে স্কুলটি, এ উপলক্ষে নানাবিধ সাংস্কৃতিক আয়োজন আর নবীন-প্রবীণদের প্রাণের মেলায় মেতে ছিল শিক্ষা প্রতিষ্ঠানটি।

    শনিবার (২৫ জানুয়ারি) বাড়বকু-স্থ সিসিসি স্কুলের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উপলক্ষে জমকালো আয়োজনে মুখরিত ছিল স্কুল প্রাঙ্গণ। সকালের ১ম পর্বে বেলুন উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এর আগে বর্নাঢ্য এক র‌্যালী অনুষ্ঠিত হয়।

    র‌্যালীটি স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রায় আধা কিলোমিটার মহাসড়ক পদক্ষিণ করে স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর আলোচনা সভায় চট্টগ্রাম বিশ্ববাদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

    অনুষ্ঠানের আহবায়ক লায়ন মো.গিয়াস উদ্দিনের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ শামীম আল রাজী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সচিব প্রফেসর আবদুল আলীম, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব দিদারুল কবির, সিসিসি উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক সঞ্জীব কুমার দে প্রমূখ।বিদ্যালয়ের ৫০ বছরে সূবর্ণ জয়ন্তী

    প্রথম পর্ব শেষে বিকেলের ২য় পর্বে অনুষ্ঠিত হয় গুণীজন সম্মাননা, স্মৃতিচারণ, র‌্যাফেল ড্র, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, বর্ণীল আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যায় মেতে উঠেন স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী আর শিক্ষকরা।

    অনুষ্ঠানে মিরাক্কেল খ্যাত আরমানের পরিবেশনা উপস্থিত হাজারো দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন।

  • সীতাকুণ্ডের সলিমপুরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

    সীতাকুণ্ডের সলিমপুরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে আগুনে পুড়ে শুপ্রভা বড়ুয়া নামে ছয় মাসের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সলিমপুর এলাকায় এঘটনা ঘটে।

    সীতাকুণ্ড মডেল থানার জিডি সূত্রে জানা যায়, সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর ছিন্নমূল এলাকার বৌদ্ধ মন্দির পাহাড়ের উপরে ওমান প্রবাসী স্বপন বড়ুয়া তার স্ত্রী সুমী বড়ুয়া, তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে বসবাস করে আসছিলেন।

    সুমি বড়ুয়া শনিবার সকালে ঘর থেকে বের হলে দুই মেয়ে ও এক ছেলে চুলার আগুন নিয়ে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত তাদের টিনসেড ঘরে আগুন লেগে যায়।

    দুই মেয়ে ও এক ছেলে ঘর থেকে বের হয়ে চিৎকার করলে আশপাশের লোকজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু পাহাড়ের উপর পানি স্বল্পতার কারনে আগুন নেভাতে দেরী হওয়ায় ঘরের ভিতর খাটের উপর শুয়ে থাকা শিশু কন্যা শুপ্রভা বড়ুয়া আগুনে পুড়ে মৃত্যু বরন করেন।

    সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) শামিম শেখ জানান, এ ঘটনায় বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • ফৌজদারহাট কে.এম উচ্চ বিদ্যালয় ৯৯ ব্যাচের ২০ বছর পূর্তিতে মিলনমেলা

    ফৌজদারহাট কে.এম উচ্চ বিদ্যালয় ৯৯ ব্যাচের ২০ বছর পূর্তিতে মিলনমেলা

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী ফৌজদারহাট কে.এম উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৯ ব্যাচের ২০ বছর পূর্তিতে সাবেক শিক্ষার্থীদের সংগঠন ছাত্র ছাত্রী কল্যাণ পরিষদের আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার দিনব্যাপী এ পুনর্মিলনী ও মিলনমেলায় অনুষ্ঠানমালার মধ্যে ছিলো উদ্বোধন, স্মৃতিচারণ ও আলোচনা সভা, মধ্যাহ্নভোজ, শিক্ষক সম্মাননা, র‌্যাফেল ড্র, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষে এক বর্নাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি স্কুল প্রাঙ্গন থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পদক্ষিণ করে আবার স্কুল প্রাঙ্গনে এসে শেষ হয়।

    সকাল থেকে সাবেক শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে স্কুল মাঠ। ঐতিহ্যবাহী বিদ্যালয়ের ওই ব্যাচের পুনর্মিলনী উৎসবে সাবেক শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন আনন্দে, যেন খুঁজে পেয়েছিলেন নিজেদের শৈশব। সবাইকে আবার একসঙ্গে পেয়ে যেন কর্মজীবনের সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল সাবেক শিক্ষার্থীদের।

    পুরোনো ক্যাম্পাসকে নতুন করে ক্যামেরাবন্দী করে রাখতে ছিল অনেক কসরত। প্রাণের বিদ্যালয়ে মধুর মিলনে সতীর্থরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে বন্ধুত্বের নতুন বন্ধন তৈরি করেন। সব ভেদাভেদ ভুলে সবাই একই মিশেলে মিলিত হন।

    সাবেক শিক্ষার্থীরা বলেন, আমরা শৈশব-কৈশোরের খোঁজে এখানে ছুটে এসেছি, স্বপ্নের দরবারে, স্মৃতির আঙিনায়। জাঁকজমকপূর্ণ এ আয়োজনের উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম। তিনি বলেন, পুনর্মিলনী অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন রচিত হয়। সুখ-দুঃখের স্মৃতি রোমন্থন করার সুযোগ ঘটে। এর মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হয়।ইউএনও মিল্টন রায়

    ছাত্র ছাত্রী পরিষদ ব্যাচ ৯৯ এর সভাপতি মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়।

    মুবিন উদ্দিন ও ইকরাম উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ সলিমপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুন, বিশিষ্ট সমাজ সেবক এ.কে.এম জাফর উল্লাহ, প্রিমিয়াম ট্রেড কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এস.এম নুরুন্নবী, তাহের এন্ড সন্স চেয়ারম্যান নেছার আহম্মদ, ছাত্র ছাত্রী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আরমান।

  • বুধবার সীতাকুণ্ডের ফুলতলা ওবায়দিয়া দরবার শরীফে পবিত্র খোশরোজ শরীফ

    বুধবার সীতাকুণ্ডের ফুলতলা ওবায়দিয়া দরবার শরীফে পবিত্র খোশরোজ শরীফ

    সীতাকুণ্ড প্রতিনিধি : হযরত গাউছুল আযম মাইজভান্ডারী মাওলানা শাহ্ ছুফী সৈয়দ আহম্মদ উল্লাহ (কঃ) এর পবিত্র খোশরোজ শরীফ উদযাপন উপলক্ষে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী সোনাইছড়ি শাখার উদ্যেগে দক্ষিণ সোনাইছড়ির বার আউলিয়াস্থ ফুলতলা ওবায়দিয়া দরবার শরীফে প্রতি বছরের ন্যায় বুধবার (১৫ জানুয়ারী) দিনব্যাপী কোরআনখানী, মিলাদ মাহফিল ও ফাতেহা খানীর আয়োজন করা হয়েছে।

    এ উপলক্ষে বাদে ফজর খতমে কুরআন, বাদে জোহর নাতে রাসুল(সঃ), বাদে আসর মিলাদ মাহফিল এবং বাদে এশা মোনাজাত ও তবারুক বিতরণের আয়োজন করা হয়েছে।

    উক্ত পবিত্র খোশরোজ শরীফে উপস্থিত হয়ে সকলের সার্বিক সহযোগীতা দিয়ে গাউছুল আজম মাইজভান্ডারীর রুহানী ফয়েজ ও দু’জাহানের কামিয়াবী হাছিল করার জন্য ওবায়দিয়া দরবার শরীফ এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন সভাপতি উপাধ্যক্ষ মোঃ বাদশা আলম ও সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর আলম।

  • সন্দ্বীপ ও সীতাকুণ্ডের মানুষের সুবিধার্থে ঢাকাগামী আন্ত:নগর দুটি ট্রেন দাঁড়াবে কুমিরাতে

    সন্দ্বীপ ও সীতাকুণ্ডের মানুষের সুবিধার্থে ঢাকাগামী আন্ত:নগর দুটি ট্রেন দাঁড়াবে কুমিরাতে

    সীতাকুণ্ড প্রতিনিধি : সন্দ্বীপ ও সীতাকুণ্ডের মানুষের সুবিধাত্বে উপজেলার কুমিরা রেলওয়ে স্টেশনে আজ শুক্রবার (১০ জানুয়ারী) থেকে ঢাকাগামী আন্ত:নগর দুটি ট্রেন দুই মিনিটের জন্য দাঁড়াবে।

    সীতাকুণ্ড ও সন্দ্বীপের মানুষ কুমিরা রেলস্টেশন থেকে ট্রেনে চেপে ঢাকায় যেতে পারবেন।

    সীতাকুণ্ডবাসী দীর্ঘদিন ধরে আন্ত:নগর ট্রেন স্টেশন করার দাবী জানিয়ে আসছিলেন। যে দুটি ট্রেন কুমিরা স্টেশনে দাঁড়াবে, সেগুলো হলো চট্টলা এক্সপ্রেস ও মহানগর এক্সপ্রেস।

    কুমিরা রেলওয়ে স্টেশন মাস্টার সাইফুদ্দিন বশর বলেন, রেলওয়ে প্রধান কার্যালয় থেকে পাওয়া নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টা ৫৮ মিনিটে কুমিরা স্টেশনে পৌঁছাবে। ২ মিনিট স্টেশনে যাত্রীদের জন্য অপেক্ষার পর ৯টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। বেলা ৩টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছাবে ট্রেনটি। কুমিরা স্টেশনে শুধু সুলভ আসনের টিকিট কাটা যাবে। এর দাম হবে ১৭৫ টাকা। দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে আসবে মহানগর এক্সপ্রেস। ট্রেনটি কুমিরা স্টেশনে পৌঁছাবে দুপুর ১২টা ৫৬ মিনিটে। ২ মিনিট অপেক্ষার পর ১২টা ৫৮ মিনিটে কুমিরা স্টেশন ছেড়ে যাবে। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। কুমিরা স্টেশনে ৩৪৫ টাকায়ে শোভন চেয়ারের টিকিট কেনা যাবে।

    মাস্টার সাইফুদ্দিন বশর বলেন, সীতাকুণ্ডের স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সন্দ্বীপের যাত্রী ও আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় এবং শিল্পকারখানার কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের কথা বিবেচনা করে কুমিরায় আন্তনগর ট্রেন স্টেশন স্থাপন করেছে কর্তৃপক্ষ। এতো দিন সীতাকুণ্ড ও সন্দ্বীপ দুটি উপজেলার মানুষ সাত লাখের বেশি মানুষকে ট্রেনে চলাচল করতে হতো ৩৮ কিলোমিটার দূরে চট্টগ্রাম স্টেশনে। বর্তমানে কুমিরা থেকে ঢাকা যেতে পারবে এমন সুবিধা পেয়ে খুবি আনন্দিত সীতাকুণ্ড ও সন্দ্বীপের মানুষ।

  • বাঁশবাড়ীয়া নাথপাড়া একতা গোষ্ঠির ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন

    বাঁশবাড়ীয়া নাথপাড়া একতা গোষ্ঠির ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের দক্ষিণ বাঁশবাড়ীয়া নাথপাড়া একতা গোষ্ঠির উদ্যেগে দিবারাত্রী অলিম্পিক ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে।

    মঙ্গলবার সন্ধ্যায় নাথপাড়া শীতলাতল কালী মন্দির সংলগ্ন মাঠে অনুষ্ঠিত মাসব্যাপী উক্ত ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করেন ৬নং বাশঁবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর।

    খেলায় মোট ২৪ টি দল অংশ গ্রহণ করে। উদ্বোধনী খেলায় অংশ নেয় অগ্রজ ইলেভেন স্টার বনাম উইন স্টার ক্লাব।

    উদ্বোধনী অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান,ইউপি সদস্য শফিউল আলম শফি, মহিলা সদস্য কোহিনুর আরা বেগম, ভবতোষ নাথ মাষ্টার, আ.লীগ নেতা মোঃ পেয়ারু,সুজিত বরণ নাথ, লিটন কুমার নাথ,পংকজ কুমার নাথ প্রমূখ।

  • ১১ দফা দাবিতে সীতাকুণ্ডের হাফিজ জুট মিলস শ্রমিকদের আমরণ অনশন শুরু

    ১১ দফা দাবিতে সীতাকুণ্ডের হাফিজ জুট মিলস শ্রমিকদের আমরণ অনশন শুরু

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : বেতন-ভাতা পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে মঙ্গলবার দুপুর থেকে আমরণ অনশন কর্মসূচী শুরু করেছে সীতাকুণ্ডের হাফিজ জুট মিলের শ্রমিকরা।

    বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল সি.বি.এ নন সি.বি.এ সংগ্রাম পরিষদের আয়োজনে উক্ত আমরণ অনশন শুরু হয়।

    এসময় শ্রমিক নেতারা পাটকল শ্রমিকদের জন্য জাতীয় মজুরি কমিশন বাস্তবায়ন, পিপিপি বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারি ও কর্মকর্তাদের পিএফ গ্র্যাচ্যুইটির টাকা পরিশোধ, শ্রমিকদের সাপ্তাহিক মজুরি নিয়মিত পরিশোধ, পাট মৌসুমে পাট কেনার অর্থ বরাদ্দসহ শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট ১১ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।

    তীব্র শীতে কেন পাটকল শ্রমিকদের রাজপথে থাকতে হবে জানিয়ে তারা বলেন, “শ্রমিকদের ৬টি সেক্টরের ৪টি সেক্টর বাস্তবায়ন হল। পাট-সেক্টর করতে এত গড়িমসি কেন? গত কয়েকটা বছর আমরা আশা করেও বারবার প্রতারিত হচ্ছি।

    আমারা রাস্তায় থাকত চাই না, উৎপাদন বাড়িয়েমিলকে এগিয়ে নিতে চাই। গত কয়েক বছর পাটকলগুলোতে নামমাত্র পাট ক্রয় করা হচ্ছে। উৎপাদন একেবারে তলানিতে। কেন এমন হবে?”

    অনশন কর্মসূচীতে বক্তব্য রাখেন হাফিজ জুট মিলস ওয়ার্কাস ইউনিয়নের সভাপতি নুর মোহাম্মদ মিলন, সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী,জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ রবিউল হকসহ বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ।

  • সীতাকুণ্ডের ভাটিয়ারীতে দরিদ্র শিশুদের বিনামূল্যে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত

    সীতাকুণ্ডের ভাটিয়ারীতে দরিদ্র শিশুদের বিনামূল্যে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়ন ইমামনগর যুব সমাজের উদ্যোগে
    গ্রামের হত দরিদ্র সন্তানদের বিনামূল্যে সুন্নাতে খাৎনা করানো হয়েছে।

    শনিবার সকালে ইমাম নগর গ্রামে আয়োজিত ক্যাম্পে গ্রামের দরিদ্র ১২ জন শিশুকে বিনামূল্যে খৎনা, পোশাক ও ঔষধ দেওয়া হয়।

    পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বিনামূল্যে উক্ত সুন্নাতে খৎনা ক্যাম্পের আয়োজন করা হয়।

    উক্ত কর্মসূচি উদ্বোধন করেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজীম উদ্দিন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি সেকান্দার হোসেন, মাওলানা ড.কামাল উদ্দিন আল-আজহারী, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মো.আলমগীর হোসেন মাসুম,বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আফছার, মো.মনির হোসেন, মোহাম্মদ আলী,মোঃ নজরুল প্রমুখ।

  • সীতাকুণ্ডের বার আউলিয়া থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা

    সীতাকুণ্ডের বার আউলিয়া থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের বার আউলিয়া থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলানো অবস্থায় বিবি আয়েশা লাকি (২১) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

    আজ রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার সোনাইছড়ির বার আউলিয়া মাজারের পূর্ব পার্শ্বে জসিম উদ্দিনের বাড়ি থেকে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ লাশটি উদ্ধার করেন।

    পুলিশ লাশটি সুরতাল করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

    এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য লাকির স্বামী সেলিম উদ্দিন এবং ভাসুর জসিমকে আটক করেছে পুলিশ। এটাকে ফাঁসি নয় বলে দাবী করছে লাকির আত্মীয়-স্বজনরা। লাকির খালা পারভিন আক্তার ও নানী নুরজাহান বেগম বলেন, স্বামী, ভাসুর,জা মিলে লাকিকে হত্যা করে লাশ ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়েছে।

    জানা যায়, ৪ বছর আগে নজির আহমেদের সাথে মৃত নুর উদ্দিনের মেয়ে বিবি আয়েশা লাকির বিয়ে হয়। তাদের আড়াই বছরের এক শিশুপুত্র রয়েছে। লাকির মা-বাবা মারা যাওয়ার পর শীতলপুর গামারীতলা এলাকায় নানার বাড়িতে বড় হয় লাকি। নানা নুর আহম্মদ নাতনী লাকিকে বিয়ে দেয়।

    লাকির খালা পারভিন আক্তার বলেন, আমার ভাগনীর বিয়ের পর থেকে স্বামীর সাথে তার ভাবির পরকিয়া প্রেমের সম্পর্ক রয়েছে। বিষয়টি আমার ভাগনী বারবার আমাদেরকে জানিয়েছিল। স্বামী সেলিম আগেও একটা বিয়ে করে পরকিয়ার কারণে সে স্ত্রী চলে যায়। সকালে আমাদেরকে জানানো হয় লাকি ফাঁসি খেয়েছে।

    এব্যাপারে স্বামী সেলিম ভাবির সাথে পরকিয়ার কথা অস্বীকার করে বলেন, রাতে আমার স্ত্রীর সাথে সামান্য কথাকাটাকাটি হয়, এর পর সে মোবাইল ভেঙ্গে ফেলে। আমি রাগ করে অন্য রুমে শুতে যায়। এদিকে মধ্যে রাতে আমার ছেলের কান্নার আওয়াজ শুনে দরজা খুলতে গিয়ে দেখি দরজা ভিতর থেকে বন্ধ। এরপর বিষয়টি স্থানীয় ইউপি সদস্য নাছিরকে জানায়। সকাল থেকেই দরজা খুলতে না পেরে পুলিশকে খবর দিলে পুলিশ দরজার খিল খুলে দেখতে পায় সিলিং ফ্যানের সাথে সে ঝুলে আছে।

    এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ওসি ( তদন্ত) শামীম শেখ বলেন, খবর পেয়ে আমরা ঘটনারস্থলে গিয়ে ভিতর থেকে রুমের দরজা বন্ধ পাই, পরে লাকির শশুড় বাড়ির লোকজনের সামনে ভিতর থেকে লাগানো খিল খন্তা দিয়ে খুলে দেখতে পাই ফ্যানের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলানো লাশ উদ্ধার করি, সুরতাল রির্পোট তৈরী করে দেখা যায় শুধুমাত্র গলায় ফাঁসের দাগ রয়েছে। এটা কি হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্তের পর জানা যাবে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি এবং জিজ্ঞাসাবাদের জন্য স্বামী এবং তার বড় ভাইকে আটক করা হয়েছে।

  • স্বাধীনতার ৪৮ বছরেও রক্ষণা-বেক্ষন নেই সীতাকুণ্ডের মুক্তিযুদ্ধের বধ্যভূমির

    স্বাধীনতার ৪৮ বছরেও রক্ষণা-বেক্ষন নেই সীতাকুণ্ডের মুক্তিযুদ্ধের বধ্যভূমির

    ২৪ ঘন্টা ডট নিউজ।কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড : মহান মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী এদেশের নিরীহ জনসাধারণসহ মুক্তিযোদ্ধাদের ধরে নিয়ে নির্বিচারে হত্যা করেছে। এর মধ্যে অনেকের লাশ নদীতে ভাসিয়ে দেয়া হয়েছে। আবার অনেককে বিভিন্ন স্থানে মাটিচাপা দেয়া হয়েছে। বীর সেনানীদের সেই গণকবরগুলো আজও অরক্ষিত অবস্থায় পড়ে আছে।

    কোথাও কোথাও সেই গণকবরগুলো চিহ্নিতই করা হয়নি। এতে নির্মমতার স্মৃতিচিহ্ন গায়েব হয়ে যাচ্ছে। বধ্যভূমির চিহ্নিত ও সংস্কারের দাবি উঠলেও অবহেলায় পড়ে রয়েছে নির্মমতার স্মৃতি চিহ্নগুলো।

    দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বধ্যভূমিগুলো সংরক্ষণের উদ্যোগ নিয়েছিল সরকার। তার মধ্যে ৩৫টি প্রকল্প বানিয়ে ২০০৪ থেকে ২০০৮ সালের মধ্যে ওই বধ্যভূমিগুলোতে স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছিল। কিন্তু মহান স্বাধীনতার ৪৮ বছরেও রক্ষণা-বেক্ষণ নাই সীতাকুণ্ডের মুক্তিযুদ্ধের বধ্যভূমির।

    বছরের পর বছর ধরে স্থাপনা চিহ্নিত শহীদদের স্বরণ করা হলেও অন্তরালে থেকে গেছে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা বধ্যভূমিগুলো। স্বাধীনতার দীর্ঘ বছর পার হতে চললেও নেয়া হয়নি বধ্যভূমিতে স্মৃতিচিহ্ন তৈরির উদ্যোগ। ফলে অযত্ন-অবহেলায় বিলীন হতে চলেছে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বধ্যভূমিগুলো। স্বাধীনতা যুদ্ধে সীতাকুণ্ডে শহীদ হন ১৯ জন মুক্তিযোদ্ধা।

    এছাড়া যুদ্ধকালীন সময়ে গন শহীদ হয়েছিলেন ১৬০ সাধারণ মানুষ। এসব শহীদ মুক্তিযোদ্ধাদের ১টি স্মৃতিস্তম্ভ শহীদ মিনার থাকলেও অধিকাংশ মুক্তিযোদ্ধা পড়ে রয়েছে পরিত্যক্ত বধ্যভূমিতে।

    উপজেলার নানা অজানা স্থানে অসংখ্য নাম না জানা মুক্তিযোদ্ধাদের বধ্যভূমি থাকলেও সরকারিভাবে নথিভুক্ত রয়েছে গুটি কয়েক বধ্যভূমির নাম। যেসব বধ্যভূমির নাম উপজেলা মুক্তিযাদ্ধা সংসদ কার্যালয়ে রেজিস্ট্রিভুক্ত রয়েছে- সীতাকুণ্ড রেল স্টেশন বধ্যভূমি, চন্দ্রনাথ ধাম বধ্যভূমি, সোনাইছড়ি ইউনিয়নের পাক্কার মসজিদ বধ্যভূমি, লালবেগ সিএনসি স্টেশন বধ্যভূমি, হাটহাজারী লিং রোড বধ্যভূমি, সলিমপুরের ফকিরহাট ওভারব্রীজের নিচে।

    রেজিস্ট্রিভুক্ত বধ্যভূমির কিছুর স্মৃতি চিহ্ন থাকলেও অধিকাংশই হয়ে পড়েছে অরক্ষিত। ফলে রক্ষণাবেক্ষণ ও তদারকি অভাবে দিনে দিনে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচিহ্ন বধ্যভূমিগুলো বিলীন হওয়ার পথে। তাছাড়া স্মৃতিচিহ্ন না থাকার কারণে অধিকাংশ বধ্যভূমি অরক্ষিত হয়ে পড়ায় সে সব জায়গায় স্থাপনা গড়ে তুলেছে দখলদাররা। কিছু বধ্যভূমির স্মৃতিচিহ্ন থাকার পরও দখলে নিয়ে গড়ে তোলা হয়েছে স্থাপনা।

    সোনাইছড়ি ইউনিয়নের লালবেগ এলাকায় মহাসড়ক সংলগ্ন বধ্যভূমিটি দখল করে গড়ে তোলা চট্টলা সিএনজি ফিলিং স্টেশন। একইভাবে পৌরসভার রেল লাইন সংলগ্ন বধ্যভূমিটি বেদখল হয়ে গড়ে উঠেছে একাধিক স্থাপনা। এভাবে একর পর এক শহীদদের বধ্যভূমিগুলো বিলীন হওয়ায় বহু লোক স্বাধীনতার সময় হারানো পরিবারের সদস্যদের স্মৃতি চিহ্নটুকু হারিয়ে ফেলছেন।

    তাছাড়া যেসব স্থাপনা সমূহের স্মৃতি চিহ্ন রয়েছে সঠিক সংরক্ষণের অভাবে তাও হারিয়ে যাওয়ার পথে। এছাড়া যেসব বধ্যভূমির স্মৃতিচিহ্ন নেই সেসব বধ্যভূমি দখল করে গড়ে উঠেছে স্থাপনা।

    মুক্তিযোদ্ধা সংসদসহ উপজেলা প্রশাসনের স্থাপনাসমূহ রক্ষণা-বেক্ষণের উদ্যোগ নিয়েও তা বারবার পিছিয়ে গেছে বলে জানান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদদের কমান্ডার মো.আলিম উল্লা।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় বলেন, বিষয়টি নিয়ে মুক্তিযোদ্ধারা এগিয়ে আসলে প্রশাসনের কিছু করার থাকে। তবে এর মধ্যে চন্দ্রনাথ ধামের বধ্যভূমির স্মৃতিচিহ্ন তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ধীরে ধীরে বাকি বধ্যভূমির সংরক্ষনের কার্যকর পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।