Tag: সীতাকুণ্ডে থানা প্রশাসন

  • সীতাকুণ্ডে থানা প্রশাসনের সাথে বাঁশবাড়ীয়া ইউনিয়নের মতবিনিময় সভা

    সীতাকুণ্ডে থানা প্রশাসনের সাথে বাঁশবাড়ীয়া ইউনিয়নের মতবিনিময় সভা

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা বিষয়ে মডেল থানা প্রসাশনের সাথে বাঁশবাড়ীয়া
    ইউনিয়ন, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভা শনিবার (১ফেব্রুয়ারি) দুপুরে উক্ত ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ ফিরোজ হোসেন মোল্লা।

    স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ শওকত আলী জাহাঙ্গীরের সভাপতিত্বে ও মেম্বার সেলিম উদ্দিন ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আদিল চৌধুরীর যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন,ওসি (তদন্ত) শামীম শেখ,ওসি (ইন্টিলিজেন্ট) সুমন বণিক, ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল আলম, মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব,আ’লীগ নেতা আব্দুল বারেক সওদাগর,আরশেদ মাহমুদ সোহাগ ও আবু তাহের সওদাগর, আ’লীগ নেতা মোঃ ইসমাইল হোসেন।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান, যুবলীগ সভাপতি জয়নাল আবেদীন টিটু, সংরক্ষিত মেম্বার লাকি আক্তার, নুরনাহার বেগম, ইউপি সদস্য মোঃ রাশেদ, মোঃ হাসান, মোঃ সেলিম প্রমুখ।

    এতে আরো বক্তব্য রাখেন, মসজিদের ইমাম হাফেজ মাওলানা মেহেদী হাসান, মাওলানা জাফর উল্লাহ, মাওলানা আলী আহম্মদ, মাওলানা ইয়াছিনসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আসা অন্যান্য ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রধান অতিথি

    ওসি ফিরোজ হোসেন মোল্লা বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে প্রথমে মাদক দ্রব্য নিয়ন্ত্রন করতে হবে। তাই প্রত্যেক গ্রামে গ্রামে কমিটি গঠন করা খুবই জরুরী। যার যার এলাকায় অভিভাবকরা একটু সচেতন হলেই এলাকায় সন্ত্রাস ও বিভিন্ন রকম অপরাধ কমে যাবে। যুবকরা যখন টাকার জন্য মাদক সেবন করতে পারেনা, তখন তারা চুরি,ডাকাতিসহ সমাজে অপরাধ মূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ে।

    তিনি আরো বলেন বাঁশবাড়ীয়া ইউনিয়নের সুনাম সব স্থানে রয়েছে। এ সুনাম ধরে রাখতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। রাতে কোনো ঘরে ডাকাতি সংগঠিত হলে মসজিদের মাইকে সবাইকে সতর্ক করতে হবে এবং তার সাথে সাথে থানায়ও জানাতে হবে।