Tag: সীতাকুণ্ডে

  • দূর্যোগ মোকাবেলায় সীতাকুণ্ডে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি

    দূর্যোগ মোকাবেলায় সীতাকুণ্ডে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি

    সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপকূলের সর্বত্র মাইকিং করে জনসাধারণকে সতর্ক করছে ঘূর্ণিঝড় প্রস্তুতি কেন্দ্রের (সিপিপি) স্বেচ্ছাসেবকরা।

    এবিষয়ে জনগণকে সচেতন করে তাদের জানমাল নিরাপদে রাখতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাইকিং করা হচ্ছে। উপজেলায় ৬০টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া প্রয়োজনে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি অবকাঠামো দুর্যোগকালীন সময়ে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতে পারে।

    দুর্যোগে আক্রান্ত হলেও সবগুলো সাইক্লোন শেল্টারে পর্যাপ্ত খাদ্য মজুদ রাখা হয়েছে বলে জেলা প্রশাসক জানান। ঘূর্ণিঝড় বিষয়ে জনসাধারণকে অবগত করার জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট স্থানসমূহে বিশেষ পতাকা টানানো হয়েছে। বন্ধ রাখা হয়েছে চট্টগ্রাম-কুমিরা ঘাট। কুমিরা থেকে সন্দ্বীপে এবং সন্দ্বীপ থেকে যাত্রীবাহী কোন বোট ছেড়ে যায়নি।

    উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় সকালে কুমিরা-সন্দ্বীপ ঘাটসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেছেন, দূর্যোগ মোকাবেলায় প্রশাসনের পক্ষ সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলো শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ সবধরণের সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।

    দূর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস,পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর সাথে সমন্বয়ক রেখে কাজ করে যাচ্ছেন বলে তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে জানিয়েছেন।

  • সীতাকুণ্ডে এস এস শিপ ইয়ার্ডকে ৩০ হাজার টাকা জরিমানা

    সীতাকুণ্ডে এস এস শিপ ইয়ার্ডকে ৩০ হাজার টাকা জরিমানা

    পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করার অভিযোগে সীতাকুণ্ডে এস এস গ্রীন শিপ রিসাইক্লিং ইন্ডাট্রিজ নামক একটি পুরাতন জাহাজ ভাঙ্গা কারখানাকে ৩০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।

    আজ বুধবার (৬ নভেম্বর ) শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

    বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করার অপরাধে উক্ত জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুক্তাদির হাসান ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, এস এস গ্রীন শিপ রিসাইক্লিং ইন্ডাট্রিজকে পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করেছে। এই অপরাধে উক্ত প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে সীতাকুণ্ড ও পটিয়ায় মহড়া

    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে সীতাকুণ্ড ও পটিয়ায় মহড়া

    সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ দুর্যোগ মোকাবিলার সর্বোত্তম উপায়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০১৯। এ উপলক্ষে বুধবার (৬ নভেম্বর) সকাল ১০টায় সীতাকুণ্ড ও পটিয়া ফায়ার সার্ভিস স্টেশন এর আয়োজনে পৃথক পৃথক আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।

    আমাদের সীতাকুণ্ড প্রতিনিধি কামরুল ইসলাম দুলু জানিয়েছেন, আজ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হচ্ছে সীতাকুণ্ডে। এ উপলক্ষ্যে বুধবার সকালে আলোচনা সভা ও মহড়ার আয়োজন করে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশন।

    স্টেশনের অফিসার তাশারফ হোসেনের সভাপতিত্বে ও ফায়ারম্যান মনিরুজ্জামানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ৬নং ওয়ার্ড কাউন্সিলর দিদারুল আলম এ্যাপোলো, সাদেক, মস্তান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাফর সাদেক, ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন, রেডিও সাগর গিরি সিনিয়র প্রযোজক সঞ্জয় চৌধুরী, ফায়ার সার্ভিসের ভোলেনটিয়ার নওসিন আল মাহমুদ।

    এছাড়াও এ.জি.এম.আই গ্যাস লিঃ এর সিকিউরিটি এন্ড সেপ্টি ম্যানেজার খোরশেদ আলম, ইপসা এরিয়া ম্যানাজার দিদারুল ইসলাম, ফায়ার সার্ভিস লিডার মঈন উদ্দীন, আবুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

    আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনার সময় উদ্ধার কার্যক্রম ও অগ্নিনির্বাপক মহড়া প্রদর্শন করেন।

    এদিকে পটিয়া প্রতিনিধি সঞ্জয় সেন জানিয়েছেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালন করেছেন পটিয়া ফায়ার সার্ভিস। ”সচেতনতা, প্রশিক্ষণ ও প্রস্তুতি দুর্যোগ মোকাবেলা সর্বোত্তম উপায়” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অথিতি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান।

    বুধবার সকালে ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি) সাব্বির রহমান সানি।

  • সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়িচাপায় সেনাসদস্যের মৃত্যু, আহত এক

    সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়িচাপায় সেনাসদস্যের মৃত্যু, আহত এক

    চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির চাকার নিচে পৃষ্ট হয়ে শেখ সাব্বির আহম্মেদ (৩০) নামে এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আনোয়ার হোসেন নামে অপর এক সেনা সদস্য আহত হয়েছেন।

    আজ মঙ্গলবার রাত পৌনে ১০ টার সময় নগরীর নিউমার্কেট থেকে মোটরসাইকেল যোগে ভাটিয়ারি যাওয়ার পথে ফৌজদারহাটস্থ ইডেন পার্ক কমিউনিটি সেন্টারের সামনে দুর্ঘটনাটি ঘটে।

    নিহত সাব্বির আহম্মেদ খুলনা জেলার ফুলতল শিরোমনি গ্রামের পশ্চিম পাড়ার শেখ জামিল আহম্মেদের ছেলে। সে বর্তমানে বাংলাদেশ সেরাবাহিনী ভাটিয়ারিতে কর্মরত।

    সীতাকুণ্ডের বারআউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল আওয়াল ২৪ ঘন্টা ডট নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মঙ্গলবার রাত পৌনে ১০ টার সময় সাব্বির ও আনোয়ার মোটর সাইকেলযোগে নগরীর নিউ মার্কেট থেকে ভাটিয়ারি যাচ্ছিলেন।

    মোটরসাইকেলটি ফৌজদারহাটস্থ ইডেন পার্ক কমিউনিটি সেন্টারের সামনে রাস্তার পাশে কোন কিছুর সাথে ধাক্কা লেগে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে।

    এসময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী অজ্ঞাত কোন গাড়ি সাব্বিরকে চাপা দিয়ে পালিয়ে যায়। চাকার নিচে পৃষ্ট হয়ে সেনা সদস্য সাব্বির ঘটনাস্থলেই মারা যায়।

    এ ঘটনায় আহত অপর সেনা সদস্য আনোয়ারকে  উদ্ধার করে সেরাবাহিনীর বিএমএ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

    এদিকে ঘটনার পরপর ঘটনাস্থল পরিদর্শণে আসেন সীতাকুন্ড এএসপি শম্পা রানী ও মডেল থানার ওসিসহ প্রশাসনের কর্মকর্তারা।

  • সীতাকুণ্ডে সাড়ে ৫ হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষ

    সীতাকুণ্ডে সাড়ে ৫ হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষ

    দেশের প্রধান সবজি উৎপাদনের ভান্ডার হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ড। সীতাকুণ্ডে চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন অঞ্চলে সাড়ে ৫ হাজার হেক্টর জমিতে শীতকালীন বিভিন্ন রকম সবজির চাষ হয়েছে। তবে বিভিন্ন সমস্যায় জর্জরিত উপজেলার প্রায় ১৯ হাজার কৃষক পরিবার।

    এ জেলার হাট-বাজার গুলোতে তেমন কোনো নিয়ন্ত্রন নেই বললে চলে। ফলে খুচরা দোকানীরা ৪০ টাকার সবজি তার দ্বিগুণ দামে বিক্রি করছেন বলে প্রায় সময় ক্রেতা ও হাটে সবজি বিক্রি করতে আসা কৃষকরা ক্ষোভের সাথে অভিযোগ করেন। অন্যদিকে সিন্ডিকেটের থাবায় কৃষকদের সদ্য চাষকরা শীতকালীন সবজির প্রকৃত মূল্য পাবে কি পাবেনা তাও অনেকটা অনিশ্চিত।

    পৌরসভাস্থ মোহন্তের হাট বাজারে বিভিন্ন অঞ্চল থেকে আসা পাইকার তাদের পছন্দের শীতকালীন সবজি প্রতিটি শীত মৌসুমে ট্রাক ও কাভার্ডভ্যান করে ঢাকা এবং চট্টগ্রামের হাটহাজারী, রিয়াজউদ্দিন বাজার, পাহাড়তলী,ওয়ার্লেস ঝাউতলা বাজারসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যান আগত পাইকার।

    একটু ভাল দামের আশায় উপজেলার কৃষক পরিবার গুলো মৌসুম ছাড়াই আগাম বিভিন্ন রকম সবজির চাষ করে থাকেন। তবে পাইকারী বাজারে সবজির দাম কম থাকলেও খুচরা বাজারে কিন্তু অনেক বেশি। ফলে ক্রেতাদের কাছ থেকে ইচ্ছে মত দাম নিয়ে অনেকে আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে বলে ক্ষোভ বাজারে আসা একাধীক সল্প আয়ের ক্রেতাদের।

    এখানকার খুচরা দোকানীরা সবজিতে প্রতি কেজি ১৫ থেকে ২০টাকা করে বেশি নিচ্ছেন। যা সাধারণ ক্রেতাদের অনেকটা হতাশ করে তুলছে।

    অভিযোগে জানা যায়, পৌরসদর মহোন্তের হাট, বড়দারোগা হাট, বাড়বকুণ্ড, শুকলালহাট, কুমিরা, ভাটিয়ারী, ফৌজদারহাটসহ উপজেলার অনেক হাটে কৃষকদের অধিক উৎপাদিত সবজি যখন সাপ্তাহিক হাটে নিয়ে আসেন। তখন এক ধরনের পাইকার তাদের কাছ থেকে খুব কমদামে সবজি ক্রয় করে বাইরে বেশি দামে বিক্রি করছেন। ফলে সারা বছর সবজি চাষকরে যে লাভের কথা ভাবে কৃষক, তা আর হয়ে উঠেনা। এতে অধিক লাভবান হচ্ছেন পাইকার ও খুচরা দোকানি। মধ্যখানে শুধু লোকসান গুনতে থাকেন খেটে খাওয়া কৃষি পরিবারগুলো।

    এদিকে মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সাগরের বেড়িবাঁধ এলাকার পুরানো এক কৃষক মোঃ আলি ২৪ ঘন্টা যট নিউজকে জানান, মাথার ঘাম পায়ে ফেলে জমিতে ফসল উৎপাদন করেন তিনি। এবছর অন্তত ৫ একর জমিতে ছোট শশা ও শীতকালীন শিমের চাষ করেছেন। এতে তার শেষ পর্যন্ত খরচ পড়বে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা। পরিস্থিতি ও বাজার দর ভাল থাকলে তিনি কমপক্ষে ৮ লক্ষ টাকারও বেশি সবজি বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।

    তিনি আরো বলেন, একটি সিন্ডিকেট ৬০ টাকার সবজি ৪০ টাকা করে বলেন। কাচা মাল পঁচে যাওয়ার ভয়ে আমরা কৃষক কম দামে পাইকারদের কাছে বিক্রি করে দেই। শুধুু তাই নয় ১০০ কেজি সবজি বিক্রি করলে ৮০ কেজির টাকা পাওয়া যায়। আর বাকি ২০ কেজি টাকা বিভিন্ন অযুহাতে বাদ দিয়ে দেন পাইকার সিন্ডিকেট।

    উপজেলা বিভিন্ন হাট বাজারে পাইকারী দামে কৃষক টমেটো বিক্রি করছে কেজি ৭০ টাকা, আর খুচরা বাজারে ১২০ টাকা, বেগুন ৩৫ ও খুচরা বাজারে কেজি ৫০, ঢেঁড়শ ৪০ খুচরা বাজারে ৫০, চিচিংগা কেজি ৩০, খুচরা বাজারে ৪৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

    সীতাকুণ্ড উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুভাষ চন্দ্রনাথ ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, বর্তমানে সবজি বিক্রি করে অনেক লাভবান হচ্ছে কৃষক। চলতি বছর সাড়ে ৫হাজার হেক্টর জমিতে ১৯ হাজার কৃষক তাদের নিজ নিজ জমিতে শিমসহ বিভিন্ন রকম শীতকালীন সবজির চাষ করেছেন। তার মধ্যে তিন হাজার হেক্টর জমিতে শিম ও আড়াই হাজার জমিতে অন্যান্য সবজির চাষ হয়েছে।

    তিনি বলেন চলতি মৌসুমে সবজি শিম প্রতি হেক্টরে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০ মেট্রিকটন। আর অন্যান্য সবজি হেক্টরে ৩৫ মেট্রিকটন।

  • সড়ক পরিবহন আইন সম্পর্কে সচেতন করতে সীতাকুণ্ডে ট্রাফিক পুলিশের লিফলেট বিতরণ

    সড়ক পরিবহন আইন সম্পর্কে সচেতন করতে সীতাকুণ্ডে ট্রাফিক পুলিশের লিফলেট বিতরণ

    নতুন প্রণীত ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ সম্পর্কে পরিবহন শ্রমিকদের সচেতন করতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা ট্রাফিক পুলিশ সীতাকুণ্ড জোন।

    আজ মঙ্গলবার(৫ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে পরিবহন মালিক, শ্রমিক, চালক-হেলপারদের নিয়ে উক্ত সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

    এ সময় ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মালিক-শ্রমিক সমিতি, চালক ও হেলপারদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

    এছাড়া চালক ও হেলপারদের নির্ধারিত বাস স্টপেজে বাস থামানো, চলন্ত অবস্থায় বাসের দরজা বন্ধ রাখা, ঘুমঘুম চোখে গাড়ি না চালানো, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি না চালানো, গাড়ি চালানোর আগে গাড়ির অন্যান্য কাগজপত্র সঠিক আছে কিনা তা দেখে নেওয়া, মহাসড়কে দ্রুতগতিতে গাড়ি না চালানো ইত্যাদি বিষয়ে আইন মেনে চলার জন্য তাদের প্রতি আহ্বান জানানো হয়।

    উক্ত সচেতনতা কার্যক্রমে উপস্থিত ছিলেন টিআই রফিক, ফৌজদারহাট ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোঃ খায়রুল হাসান, সীতাকুণ্ড ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোঃ আল আমিন, টিএসআই মোঃ সালাউদ্দিনসহ বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র,ড্রাইভার-হেলপারসহ সচেতন জনসাধারণ।

  • সীতাকুণ্ডে ৮ পা ২ মাথা বিশিষ্ট ছাগল শাবকের জন্ম

    সীতাকুণ্ডে ৮ পা ২ মাথা বিশিষ্ট ছাগল শাবকের জন্ম

    সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের ইমাম নগর গ্রামে ৮ পা,২ মাথা বিশিষ্ট একটি ছাগল শাবকের জন্ম হয়েছে এবং সাথে আরো একটি বাচ্চা হয়েছে।

    ছাগলের মালিক মোহাম্মদ ঈশা ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, সোমবার বিকালে আমার ছাগলের প্রথমে একটি বাচ্চা হয়, বাচ্চাটির ৮ পা ও ২ মাথা রয়েছে। এর কিছুক্ষণ পর আরো একটি ছাগলের বাচ্চা হয়। সেটি স্বাভাবিক হয়েছে। জন্ম হওয়ার ২০ মিনিট পর সেই ৮পা ওয়ালা ছাগলের বাচ্চা টি মারা যায়।

    অবশিষ্ট একটি বাচ্চা এখনো জীবিত আছে ও মা ছাগলটি সুস্থ আছে। সেই ছাগলের বাচ্চাটি দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায় মোহাম্মদ ঈশা বাড়িতে।

  • এবার জেএসসি পরীক্ষা দিচ্ছে সীতাকুণ্ডের বাকপ্রতিবন্ধী দুইবোন ইরিনা-শারমিন

    এবার জেএসসি পরীক্ষা দিচ্ছে সীতাকুণ্ডের বাকপ্রতিবন্ধী দুইবোন ইরিনা-শারমিন

    ইরিনা আক্তার ও শারমিন আক্তার দুইবোন। তারা জন্মগতভাবে বাকপ্রতিবন্ধী। কিন্তু এ প্রতিবন্ধকতা তাদের দমাতে পারেনি। কৃতিত্বের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে পিএসসি। এবার তারা দিচ্ছে জেএসসি পরীক্ষা।

    অন্য আর ৫টি স্বাভাবিক শিশুর মতোই তারা লেখাপড়া শিখছে। সাধারণত বোবারা বোবা স্কুলেই লেখাপড়া করে। কিন্তু এ দুইবোন অন্য সব সাধারণ শিক্ষার্থীদের সাথেই স্কুলে পড়ালেখা করছে। তারা এবার সীতাকুণ্ডের দক্ষিণ সোনাইছড়ি মোস্তফা হাকিম কেজি এন্ড জুনিয়র হাই স্কুল থেকে জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

    স্কুলের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, তারা দুইবোন হাতের ইশারায় সব কিছু বুঝে নেয়। বাকিটা বোর্ডে লিখে দিতে হয়। তারপরও শিক্ষকদের আলাদা একটা নজর তাদের দিকে দিতে হয়। সব শিক্ষকই তাদের প্রতি আন্তরিক। ফলে তারা এ পর্যন্ত আসতে পেরেছে। তারা পিএসসি পরিক্ষায়ও ভালো রেজাল্ট করে।

    নগরীর কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পরিক্ষা কেন্দ্রে গিয়ে দেখা যায়, স্বাভাবিক অন্যান্য শিক্ষার্থীদের সাথে তারা পরিক্ষা দিচ্ছে। দেখে বুঝার উপায় নেই তারা দুইবোন যে বাক-প্রতিবন্ধি।

    সীতাকুণ্ড উপজেলার ৮ নং সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকার মো. আবদুল আজিজের ২ ছেলে ৩ মেয়ের মধ্যে দুইজনই জন্মগতভাবে বাক প্রতিবন্ধি। ইরিনা আক্তার ও শারমিন আক্তার দুইবোন বাকপ্রতিবন্ধি হয়েও লেখাপড়ার পাশাপাশি ভাল ছবিও আঁকতে পারে।

    বাবা আব্দুল আজিজ ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, তারা যে বাকপ্রতিবন্ধি এটা মানতে রাজি নয় তারা। ছেলেবেলা থেকেই লেখাপড়ার দিকে প্রচন্ড ঝোঁক তাদের। প্রথম প্রথম ভেবেছিলাম পড়ালেখা ওদের ভাগ্যে সম্ভব নয়। কিন্তু সে ধারণা পাল্টে গেছে আমার। এখন ভাবছি যত কষ্টই হোক লেখাপড়া করিয়েই ওদেরকে বড় দেখতে চাই।

    ইরিন ও শারমিনের বিষয়ে জানতে চাইলে মোস্তফা হাকিম কেজি অ্যান্ড জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক মো. ফরিদুল ইসলাম ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ‘ইরিনা ও শারমিন একসময় ব্র্যাক স্কুলে পড়লেও ওই স্কুলের শিক্ষকেরা তাদেরকে পরীক্ষা দিতে দেয়নি। এজন্য খুব কান্নাকাটি করছিল শুনে আমি গিয়ে তাদেরকে আমার স্কুলে ভর্তির সুযোগ করে দিয়েছি।

    ভর্তির পর দেখলাম তাদের মেধা ভালো। ইশারাতেই প্রায় সব বোঝতে পারে। বলেও ইশারায়। কিছু না বোঝলে বোর্ডে লিখে দিলে তারা বোঝে নেয়। সকল শিক্ষক এখন তাদের বুঝতে পারেন। সেভাবেই পড়াচ্ছেন তারা। শিক্ষকদের নির্দেশনা বোঝতে পারে বলেই সফলতার সাথে পড়াশোনা করে পাস করে যাচ্ছে।

    ৫ম শ্রেণির প্রাথমিক সমাপনী পরীক্ষায় ওরা ভালোভাবেই পাস করে গেছে। জেএসসি পরীক্ষায়ও তারা ভালো ফলাফল করবেন আশা প্রকাশ করে প্রধান শিক্ষক আরো বলেন, ‘ইরিন ও শারমিনের কথা জানতে পারার পর মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সাবেক সিটি মেয়র মনজুর আলম মনজু যতদিন তারা পড়াশোনা করবে তাদেরকে বিনা বেতনে পড়ার ব্যবস্থা করে দিয়েছেন।

    আমি এবং স্কুলের শিক্ষকরা যতদিন এখানে আছে আমরা তাদের সার্বিক সহযোগিতা করে যাব।

  • ফ্রি-পোর্ট থেকে হারিয়ে যাওয়া আয়েশাকে খুঁজে পেলো পরিবার

    ফ্রি-পোর্ট থেকে হারিয়ে যাওয়া আয়েশাকে খুঁজে পেলো পরিবার

    চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ২৪ ঘন্টা ডট নিউজসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর হারিয়ে যাওয়া আয়েশা আকতার (১০) খুঁজে পেয়েছে তার পরিবারকে।

    গতকাল রবিবার নগরীর ফ্রি-পোর্ট কলসী দিঘীর পাড় থেকে মেয়েটি পথ হারিয়ে সীতাকুণ্ড উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডেরর সমুদ্র পাড়ে চলে আসে।

    কান্নারত অবস্থায় মেয়েটিকে জিন্মায় নেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস.এম আল মামুন এর ব্যক্তিগত সহকারী সাইদুল রহমান মারুফ।

    আয়েশার মা তাসলিমা ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, রবিবার সকাল ৮ টার দিকে আমার মেয়ে বাসা থেকে খেলতে বের হয়ে পথ হারিয়ে সে কলসী দিঘীর পাড় দিয়ে হেঁটে চলে যায়।

    সে এখানকার পথঘাট তেমন চেনে না। বেঁড়ি বাঁধের পার দিয়ে হাঁটতে হাঁটতে সে দুপুর ১টার দিকে ১০ নং সলিমপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সমুদ্র পাড়ে গিয়ে কান্না কাটি করলে তাকে স্থানীয়
    সাইদুল রহমান মারুফ তার কাছে রাখেন।

    এদিকে মেয়েকে অনেক খুঁজাখুঁজির পর বিকালে এলাকায় মাইকিং করানো হয়। এরপর ২৪ ঘন্টা ডট নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদ দেখে আমরা মেয়ের সন্ধান পায়।

    তাসলিমা আরো বলেন, আমার মেয়েকে যারা আশ্রয় দিয়েছে এবং যারা নিউজ করে খুঁজে পেতে সহযোগীতা করেছে আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।

    এবিষয়ে আয়েশাকে আশ্রয় দেয়া সাইদুর রহমান মারুফ ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আমার এখন খুবই ভালো লাগছে মেয়েটিকে তার পরিবারের হাতে তুলে দিতে পেরে।

    তিনি বলেন, পরিবারের ছোট বাচ্চাদের অন্তত ঘরের মোবাইল নম্বরটি মুখস্ত করানো দরকার যা বিপদের সময় খুব বেশি কাজে আসে।

  • পথ হারিয়ে শিশু আয়েশা সীতাকুণ্ডে, সন্ধান চাই পিতা মাতার

    পথ হারিয়ে শিশু আয়েশা সীতাকুণ্ডে, সন্ধান চাই পিতা মাতার

    চট্টগ্রামের সীতাকুণ্ডে আয়েশা নামের একটি শিশু কণ্যা পাওয়া গেছে। আজ সকাল ৮ টার দিকে উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডেরর সমুদ্র পাড়ে মেয়েটিকে পাওয়া যায়।

    মেয়েটির বলছে তার বাবার নাম মোশারফ, মায়ের নাম তাসলিমা। বাসা নগরীর ফ্রি-পোর্ট,কলসী দিঘীর পাড়। গ্রামের বাড়ী চাঁদপুর। সে সকালে বাসা থেকে দোকানে যাওয়ার জন্য বের হয়ে পথ হারিয়ে ফেলে।

    মেয়েটি বর্তমানে সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস.এম আল মামুন এর ব্যক্তিগত সহকারী সাইদুল রহমান মারুফ এর জিন্মায় আছে। মেয়েটিকে তার পিতা-মাতার কাছে ফিরিয়ে দিতে সকলের সহায়তা কামনা করেছেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন।

    মেয়েটির সন্ধান পেতে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করতে পারেন। যোগাযোগ, লতিফপুর,বহরদারবাড়ী। মোবাইল নম্বর
    01679600600, 01819043059

  • মানবতার মৃত্যু : সীতাকুণ্ডে রাস্তার পাশে পলিথিন মোড়ানো নবজাতকের লাশ

    মানবতার মৃত্যু : সীতাকুণ্ডে রাস্তার পাশে পলিথিন মোড়ানো নবজাতকের লাশ

    সীতাকুণ্ডে পলিথিনে মোড়ানো এক নবজাতক শিশু (কন্যা)’র লাশ পাওয়া গেছে।

    আজ রবিবার(৩ নভেম্বর) উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতলের বাংলাবাজার গ্রামে রাস্তার পাশে সদৃশ বস্তু দেখতে পান লোকজন। পরে তারা পলিথিন খুলে মৃত নবজাতকটি দেখতে পায়।

    খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে লোকজন ঐ এলাকায় ভীড় করতে থাকে। পলিথিন মোড়ানো নবজাতকের লাশটি রাস্তার পাশে কে বা কারা রেখে গিয়েছে কেউ জানতে পারেনি।

    এ ব্যাপারে স্থানীয় ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ফোরকান উদ্দিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, সকালে স্থানীয় এলাকাবাসী পলিথিনের ভিতরে রাস্তার পাশে একটি নবজাতকের(কন্যা) লাশ পড়ে থাকতে দেখে আমাকে জানালে আমি ঘটনাস্থলে যায় এবং বিষয়টি সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ আলম মোল্লাকে জানায়।

    পরবর্তীতে ওসির নির্দেশে লাশটি আমি দাফনের ব্যবস্থা করি। তিনি বলেন, এ ধরনের ঘটনা গুলো দেখে মনে হচ্ছে দিনদিন মানবতার মৃত্যু ঘটছে।

  • সীতাকুণ্ডে অস্ত্রসহ বহিরাগত ৫ যুবক আটক, মাইক্রোবাস ভাংচুর

    সীতাকুণ্ডে অস্ত্রসহ বহিরাগত ৫ যুবক আটক, মাইক্রোবাস ভাংচুর

    সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কাউন্সিলে আসা ৫জন বহিরাগত সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

    আজ শনিবার বিকাল সাড়ে ৪ টার সময় উপজেলার মাদামবিবির হাট এলাকায় এঘটনা ঘটে। এসময় বহিরাগত সন্ত্রাসীদের ব্যবহৃত মাইক্রোবাসটি ভাংচুর করে স্থানীয় এলাকাবাসীরা।

    খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) শামীম শেখের নেতৃত্ব পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করে। তাদের কাছ থেকে একটি পিস্তল ও একটি দা উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত ক্ষতিগ্রস্থ মাইক্রোবাসটি জব্দ করে পুলিশ।

    আটককৃতরা হলেন, উপজেলার মাদাম বিবিরহাটের খাদেমপাড়া মো. রফিকের ছেলে আব্দুল নুর, নগরীর রাহাত্তারপুল মাজার গেইট এলাকার নুর আলমের ছেলে মো. মিজান, পটিয়ার বাসিন্দা তপনের ছেলে মো. টিপু, দোহাজারীর কাগোরিয়ার ইসমাইলের ছেলে মো. রেদোয়ান ও কক্সবাজার জেলার ঈদগাঁ এলাকার নাছিরের ছেলে মো. হেলাল।

    জানা যয়, ভাটিয়ারী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের কাউন্সিলে সাইফুল ইসলাম রনি, মো. মুসলিম ও মো. হারুন সাধারণ সম্পাদক পদে প্রতিদন্ধীতা করেন। বিকাল ৫ টায় ভোট গ্রহণের কথা থাকলেও মাইক্রোবাসে করে সন্ত্রাসীরা ভোট কেন্দ্রের দিকে যেতে চাইলে স্থানীয় এলাকাবাসীদের সন্দেহ হয়।

    পরে গাড়িটি তল্লাশী করলে সেখানে অস্ত্রসহ কয়েকজন বহিরাগতকে দেখতে পাই। পরে তাদের আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা। কিন্তু এর আগেই উত্তেজিত জনতা বহিরাগতদের বহনকৃত গাড়িটি ভাংচুর করে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। ফলে নির্বাচন পন্ড হয়ে যায়।

    এবিষয়ে জানতে চাইলে সেক্রেটারী প্রার্থী সাইফুল ইসলাম রনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, নির্বাচনে প্রভাব খাটানোর জন্য মুসলিম স্বাধীনতা ৭১ ক্লাবের পক্ষে বাহিরাগত সন্ত্রাসীদের নিয়ে আসে।

    মো. মুসলিমের কাছে জানতে চাইলে তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, সন্ত্রাসীদের বিষয়ে আমি কিছুই জানিনা, আমি স্বাধীনতা ৭১ ক্লাবের সাথে জড়িতও নয়।

    এবিষয়ে জানতে চাইলে ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাজীম উদ্দিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আজ ২ নং ওয়ার্ডের কাউন্সিল হওয়ার কথা ছিল কিন্তু এলাকায় অস্ত্র নিয়ে কিছু বহিরাগত এসে একটা বিশৃংখলা ঘটাতে চেয়েছিল তাই কাউন্সিল স্থগিত করা হয়েছে।

    সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ খান মোল্লা ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, মাদামবিবিরহাটে একটা মাইক্রো বাসে করে কয়েকজন বহিরাগত যুবক আসলে এলাকাবাসী তাদেরকে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করে, তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি দা উদ্ধার করা হয় এবং তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি আটক করা হয়।