Tag: সীতাকুণ্ডে

  • ড্রাগন ফলের চাষ করে ভাগ্য বদল সীতাকুণ্ডের যুবক ইমনের

    ড্রাগন ফলের চাষ করে ভাগ্য বদল সীতাকুণ্ডের যুবক ইমনের

    দেশি ফল চাষের পাশাপাশি ড্রাগন ফল চাষ করে সফলতা পেয়েছেন সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের খাদেমপাড়া গ্রামের সাবের শাহ্‌ ইমন। চলতি মৌসুমে তিনি দুই লাখ টাকার ড্রাগন ফল বিক্রি করেছেন বলে জানালেন। বাগানে রয়েছে আরও কমপক্ষে এক থেকে দুই লাখ টাকার ফল।

    জানা যায়, ইমন শিক্ষিত যুবক। চট্টগ্রাম সিটি কলেজ থেকে হিসাব বিভাগে মাস্টার্স ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন এই যুবক, রুক্ষ পাহাড়ের তলদেশে ড্রাগন ফলের বাগান গড়ে তুলেন প্রথমে শখের বশে। অপরূপ সুন্দর লতানো গাছে এখন কাঁচা-পাকা ড্রাগন ফলের সমারোহ। রসে ভরা টসটসে ড্রাগন ফল দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও অনেক মজাদার।

    সরেজমিন গিয়ে দেখা যায়, সীতাকুণ্ড উপজেলার কৃষি অফিসারদের সহায়তায় ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে ২০ শতক জায়গায় ৬০ টাকা দরে ৫২০টি ড্রাগন গাছের চারা রোপণ করেন ইমন। ড্রাগন ফলের চাষ কিছুটা বৈচিত্রময়। নির্দিষ্ট দূরত্বে একটি করে পাকা সিমেন্টের খুঁটি গেড়ে তার উপর রিকসা ও সাইকেলের পরিত্যক্ত টায়ার ব্যবহার করা হয়।

    খুঁটির চারপাশে ৪টি করে ড্রাগন ফলের চারা রোপণ করা হয়। ড্রাগন গাছের লতা বড় হলে খুঁটি বেয়ে টায়ারের ভেতর থেকে বাইরে ঝুলে পড়ে। সঠিক পরিচর্যা হলে চারা লাগানোর ২ বছর পরই গাছে ফল আসতে শুরু করে। একটি ড্রাগন গাছ অন্তত ২০ বছর ফল দিয়ে থাকে।

    এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ৭ মাসে ড্রাগন গাছে ৫ থেকে ৬ বার ফলন আসে। চলতি মৌসুমের সেপ্টেম্বর পর্যন্ত তিন বার ফল বিক্রি করে দুই লাখ টাকার মত আয় করেছেন ব্যবসায়ী সাবের শাহ্‌ ইমন। এখনো আরো ২লাখ টাকার ফল বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।

    নানা বয়সের মানুষ প্রতিদিন তার বাগান দেখতে আসেন। কৃষকরা এসে প্রশিক্ষণও নেন তার কাছে। অনেক সময় সরকারি-বেসরকারি সংস্থার লোকজনও আসেন তার বাগান কৌশল জানতে।

    তিনি জানান, লোকজনকে বিনামূল্যে দেশি-বিদেশি ফলজ চারা বিতরণের মাধ্যমে চাষাবাদে উৎসাহিত করছেন তিনি। শুধু সীতাকুণ্ড নয়, চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে অনেক উৎসাহী লোকজন আসেন তার বাগানে।

  • সীতাকুণ্ডে ২০ দিনে ১৭ লাশ, উদ্বিগ্ন এলাকাবাসী

    সীতাকুণ্ডে ২০ দিনে ১৭ লাশ, উদ্বিগ্ন এলাকাবাসী

    চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় হঠাৎ করে অপমৃত্যু বেড়ে গেছে। উপজেলায় গত ১১ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২০ দিনে খুন, দুর্ঘটনা, আত্মহত্যা, পানিতে ডুবে, ক্রস ফায়ারসহ মোট ১৭ জনের মৃত্যু হয়েছে।

    এদের মধ্যে দুজন আত্মহত্যায়, ৪ জন সড়ক দুর্ঘটনায়, বন্দুকযুদ্ধে ৪ জন, অজ্ঞাত লাশ একটি, শিপইয়ার্ডের দুর্ঘটনায় ২জন, ট্রেনে কাটা পড়ে ১ জন এবং ছাদ থেকে পড়ে নিহত ১ জন নিহত হয়। খুন হয় দুজন।

    বিভিন্ন দূর্ঘটনায় আহতও আছে ৩০ জনের অধিক। এসব ঘটনায় থানায় মামলা হয়েছে।

    এদিকে উপজেলার বিভিন্ন এলাকায় এভাবে লাশের মিছিলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

    থানা ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সীতাকুণ্ডে হঠাৎই খুন, আত্মহত্যা, দুর্ঘটনায় প্রাণহানি উদ্বেগজনক হারে বেড়েছে। যা এলাকাবাসীকে উদ্বিগ্ন করে তুলেছে।

    এএসপি (সীতাকুণ্ড সার্কেল) শম্পা রানী শাহা ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, এটা অবশ্যই উদ্ধেকজনক, তবে আমি আমাদের পুলিশের সব ডিপার্টমেন্ট নিয়ে আইনশৃংখলা বিষয়ে মিটিং করেছি, সামনে পরিস্থিতি আরো উন্নতি হবে।

    এই মূহুর্তে সীতাকুণ্ডের আইনশৃংখলা অবনতি কিনা জানতে চাইলে এএসপি শম্পা রানী শাহা ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আইনশৃংখলা অবনতি নয় স্বভাবিক আছে, সামনে আরো ভালো হবে, এজন্যে আমরা কাজ করে যাচ্ছি।

    জানা যায়, গত ৯ অক্টোবর সন্ধ্যা ৬ টার সময় উপজেলার শেখপাড়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় মহিউদ্দিন (২৮) নামের এক বাই সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মহিউদ্দিন পশ্চিম সৈয়দপুর, অন্তর খালী মসজিদ বাড়ির শাহ আলমের পুত্র।

    ১১ অক্টোবর ৯ নং ভাটিয়ারী ইউনিয়নের মির্জানগর জেলে পাড়ায় গলায় ফাঁস দিয়ে শান্ত জল দাশ (২৫) নামের এক যুবক আত্নহত্যা করে। শান্ত দাশ উক্ত এলাকার সিদাম জল দাশের পুত্র।

    ১২ অক্টোবর কুমিরা ঘাটঘর উপকূলে অবস্থিত “ও ডব্লিউ ডব্লিউ ট্রেডিং এণ্ড শীপ ব্রেকিং” নামে একটি শিপ ইয়ার্ডে গ্যাসে আক্রান্ত হয়ে সাইফুল এবং মাসুদ নামে দুই শ্রমিক নিহত হয়।

    ১৬ অক্টোবর তিনতলার ছাদ থেকে পড়ে আল আমিন (২২) নামের এক যুবক নিহত হয়। বিকাল তিনটার সময় পৌরসদর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল আমিনের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়।

    ১৮ অক্টোবর কুমিরাস্থ ঘাটঘর এলাকায় রাস্তার পাশ থেকে মোঃ শাহ আলম (৫৮) নামের এক ডাক্তারের লাশ উদ্ধার করে পুলিশ, সে ছোট কুমিরা এলাকার মৃত আজিজুল হক মাষ্টারের পুত্র। একইদিন কুমিরা এলাকার পিএইচপি গেইটের সামনে থেকে অজ্ঞাত এক মহিলার (৪০) লাশ উদ্ধার করে পুলিশ। সে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত হয় বলে জানান বাঁশবাড়িয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুল ইসলাম।

    ১৯ অক্টোবর উপজেলা বারৈয়ারহাটস্থ কলাবাড়িয় নামক স্থানের রেল লাইন থেকে দ্বিখন্ডিত অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। একইদিন সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল এলাকায় সড়ক দূর্ঘটনায় সজিব নামে এক যুবক আহত হয়ে পরদিন চমেক হাসপাতালে সে মারা যায়।

    ২১ অক্টোবর সীতাকুণ্ড পৌরসভার ৪নং ওয়ার্ডের প্রেমতলা এলাকায় স্বামীর সাথে অভিমান করে গলায় ফাঁস খেয়ে মিতা দেবী (২১) নামের এক বাক প্রতিবন্ধী গৃহবধূ আত্মহত্যা করে। গৃহবধু মিতা সজল দেবনাথের স্ত্রী।

    ২২ অক্টোবর ভাটিয়ারীর কলেজপাড়া এলাকায় মোবাইল ফোন চুরির অভিযোগ এনে এক নিরিহ যুবককে পিটিয়ে হত্যা করেছে রায়হান নামের পুলিশের এক এসআই। তাকে আটক করেছে পুলিশ। নিহত যুবক এজাহার মিয়া ভাটিয়ারী ৪নং ওয়ার্ডের বালুর রাস্তা এলাকার মফিজুর রহমানের ছেলে।

    ২৩ অক্টোবর উত্তর বাঁশবাড়িয়া এলাকায় র‍্যাব ৭ এর টহল দলের সাথে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলি বিনিময়ে চাঞ্চল্যকর ডা, শাহ আলম হত্যাকাণ্ডের মূল হোতা ডাকাত দলের প্রধান নজির আহমেদ সুমন প্রকাশ কালু (২৬) নিহত হয়।

    ২৮ অক্টোবর উপজেলার সলিমপুরস্থ কালুশাহ নগর এলাকায় লরী উল্টে হযরত খাজা কালুশাহ মাজারের দানবাক্সের নাইট গার্ডসহ দুইজন নিহত হয়ে। নিহত নাইট গার্ডের নাম মোঃ আজম, সে কালুশাহ নগর এলাকার আমির হোসেনের পুত্র। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি। একইদিন ফৌজদানহাট আবদুল্লাহ ঘাটা এলাকায় নিটল টাটা গাড়ির ওয়ার্কশপে থাকা একটি কাভার্ডভ্যানের কেভিন থেকে দুলাল (৪০) নামের চালকের সহকারীর লাশ উদ্ধার করে ফৌজদারহাট ফাঁড়ির পুলিশ।

    ২৯ অক্টোবর ছোট কুমিরা এলাকায় র‍্যাবের সঙ্গে ডাকাত দলের বন্দুকযুদ্ধের ঘটনায় অন্ত:জেলা ডাকাত দলের ৩ সদস্য নিহত হয়। নিহত তিন ডাকাতের পরিচয় পাওয়া যায়নি।

    ৩০ অক্টোবর মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ গ্রামে আবিদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে হাসনাবাদ গ্রামের বাবুল সওদাগরের বাড়ির মহিউদ্দিনের পুত্র।

  • পরিবেশের ছাড়পত্র না থাকায় সীতাকুণ্ডে কারখানাকে ১ লাখ টাকা জরিমানা

    পরিবেশের ছাড়পত্র না থাকায় সীতাকুণ্ডে কারখানাকে ১ লাখ টাকা জরিমানা

    পরিবেশ ছাড়পত্র না থাকার অভিযোগে সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকায় জিন মা (বিডি) নামক একটি কারখানাকে একলক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।

    আজ বুধবার (৩০ অক্টোবর) সকালে শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

    বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করার অপরাধে উক্ত জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুক্তাদির হাসান ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, কদমরসুল এলাকায় জিন মা (বিডি) নামক এই কারখানাতে বিভিন্ন শিপ ইয়ার্ড ও বিভিন্ন কারখানা থেকে মিল স্কিল নামে কিছু ধাতব এনে সেগুলো আগুনে পুরানো হয়। এতে পরিবেশ দূষণ হচ্ছে।

    এ কাজটি করার জন্য তারা পরিবেশের কোন ছাড়পত্রও নেয়নি। উক্ত প্রতিষ্ঠানকে একলক্ষ টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

  • সীতাকুণ্ডে বন্দুকযুদ্ধে নিহত ৩ ডাকাতের লাশ আঞ্জুমানে হস্তান্তর

    সীতাকুণ্ডে বন্দুকযুদ্ধে নিহত ৩ ডাকাতের লাশ আঞ্জুমানে হস্তান্তর

    সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় র‍্যাবের সঙ্গে ডাকাত দলের বন্দুকযুদ্ধের ঘটনায় নিহত তিন ডাকাতের পরিচয় মেলেনি।

    গতকাল মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টায় উপজেলার ৭ নং ছোট কুমিরা এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনায় তিন ডাকাত নিহত হয়। পুলিশ কুমিরা এলাকা থেকে তিন ডাকাতের লাশ উদ্ধার করে সুুুুরতাল রির্পোট তৈরী করে লাশ তিনটি চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে। সেখানে ময়না তদন্ত সম্পন্ন হয়।

    সারাদিন লাশগুলো মর্গে ছিল, তাদের কোন আত্নীয়-স্বজন না আসায় তিনজনের লাশ আঞ্জুমানে মহিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।

    এ ব্যাপারে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ আলম মোল্লা মুটোফোনে ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, তিন লাশের কোন স্বজন থানায় বা চমেক হাসপাতালের মর্গে আসেনি। তাই লাশগুলো রাতে পোষ্টমোটেমের পর বেওয়ারিশ লাশ দাফনকারী সংস্থা আঞ্জুমানে মহিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।

    এর আগে গত বুধবার চাঞ্চল্যকর ডা, শাহ আলম হত্যাকাণ্ডের মূল হোতা ডাকাত দলের প্রধান নজির আহমেদ সুমন প্রকাশ কালু (২৬) ডাকাত ভোরে সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়। নিহত কালু ডাকাত উপজেলার বাড়বকুণ্ড এলাকার আবুল হোসেনের পুত্র।

  • কমিউনিটি পুলিশিং ডে’ উপলক্ষে সীতাকুণ্ডে র‍্যালি ও সভা অনুষ্ঠিত

    কমিউনিটি পুলিশিং ডে’ উপলক্ষে সীতাকুণ্ডে র‍্যালি ও সভা অনুষ্ঠিত

    কমিউনিটি পুলিশিং এর কার্যক্রম গতিশীল করা, জনবান্ধব পুলিশি ব্যবস্থা গড়ে তোলাসহ পুলিশ ও কমিউনিটির মধ্যে সম্পর্ক উন্নয়নে জনসচেনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার পালন করা হয় ‘কমিউনিটি পুলিশিং ডে’ ।

    তারই ধারাবাহিকতায় আজ ২৬ অক্টোবর শনিবার বাংলাদেশ পুলিশের সকল ইউনিটে একযোগে ‘কমিউনিটি পুলিশিং ডে’ উদযাপিত হয়। তারই অংশ হিসেবে “পুলিশের সংগে কাজ করি, মাদক-জংঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই স্লোগানে সীতাকুুুুণ্ডে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷

    সকালে মডেল থানা পুলিশের আয়োজনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‍্যালি বের হয়। এছাড়া থানা প্রাঙ্গনে আলোচনা সভা, শিক্ষার্থীদের চিত্রংকর প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

    একইদিন সকালে বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ ও কমিউনিটি পুলিশের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ এতে গাড়ির মালিক, চালক শ্রমিক, ইউপি সদস্য, সাংবাদিক ও স্থানীয় এলাকাবাসীসহ সর্বস্ততরের জনসাধারণ অংশ নেন।

    আলোচনা সভায় বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবদুল আওয়াল চালকদেরকে ট্রাফিক সিগনাল মেনে চলে গাড়ি চালানো, যত্রতত্র লং পার্কিং না করা এবং জনসাধারণকে রাস্তা পারাপারে ফুটওভার ব্রীজ ব্যবহারের জন্য অনুরোধ জানান।

  • পুলিশ সেক্টরে সবচে কম দূর্নীতি হয়-সীতাকুণ্ডে মশিউদ্দৌলা রেজা

    পুলিশ সেক্টরে সবচে কম দূর্নীতি হয়-সীতাকুণ্ডে মশিউদ্দৌলা রেজা

    আমাদের দেশের বেশিরভাগ প্রতিষ্ঠানেই দূর্ণীতি আছে তবে বর্তমানে পুলিশ সেক্টরে সবচে কম দূর্নীতি হয়। সাধারণ মানুষের ধারণা পুলিশে বেশি দূর্নীতি হয়। এটা ভুল ধারণা, পুলিশের বিরুদ্ধে সাংবাদিকরা সব সময় নেগেটিভ নিউজ করে। পুলিশের ভালো দিকগুলো তারা লিখেন না।

    চট্টগ্রাম জেলা ট্রাফিক পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উপলক্ষে ট্রাফিক কমিউনিটি পুলিশিং কর্তৃক ট্রাফিক সচেতনতা ও মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির উপরোক্ত কথাগুলো বলেন অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজা পিপিএম।

    আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১ টায় সীতাকুণ্ড জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    তিনি আরো বলেন, মাদকের আগ্রাসন প্রতিরোধ ও অপরাধ দমন ও আইন মেনে মহাসড়কে গাড়ি চালালে এবং জনসাধারণ রাস্তা পারাপারা নিজেরা সচেতন হলে সড়ক দূর্ঘটনা অনেকাংশে কমে যাবে।

    পুলিশকে সহযোগিতার জন্য জনসাধারণের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জঙ্গী দমনে বর্তমান সরকার বেশি সফলতা অর্জন করেছে। তিনি গাড়ির ড্রাইভারদেরকে মাদক পরিহার করে সুস্থভাবে গাড়ি চালানোর আহবান জানান।

    অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) শম্পা রানী সাহা’র সভাপতিত্বে এবং বাংলাদেশ উপজেলা কমিশনার জাহাঙ্গীর ভূইঁয়ার পরিচালনায় অনুষ্ঠানে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌর মেয়র বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব বদিউল আলম, সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ আফাজ উদ্দিন, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন, টিআই চট্টগ্রাম (উত্তর) মোস্তাফিজুর রহমান পিপিএম, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, টিআই সীতাকুণ্ড মোঃ রফিক আহমেদ মজুমদার, টিআই মীর নজরুল ইসলাম, টিআই (মীরসরাই) বিপুল পাল, সড়ক পরিবহণ শ্রমিক নেতা দিদারুল আলম প্রমূখ।

    ট্রাফিক সচেতনতা ও মাদক বিরোধী উক্ত আলোচনা সভায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, বিভিন্ন যানবাহনের ড্রাইভার, গাড়ির মালিকসহ সমাজের বিভিন্ন পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • বাংলাবাজার বাইপাস সড়কে বাস-লরী সংঘর্ষে ১২ যাত্রী আহত

    বাংলাবাজার বাইপাস সড়কে বাস-লরী সংঘর্ষে ১২ যাত্রী আহত

    সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ বাংলা বাজার বাইপাস এলাকার মহাসড়কে বাস ও ট্রেইলরের সংঘর্ষে অন্তত ১২ জন বাস যাত্রী আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আজ বুধবার (২৩ অক্টোবর) দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।

    স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাইপাস সড়কের বন্দর রোড থেকে একটি লরী মহাসড়কে প্রবেশ করার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামূখী দিদার পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ লাগে। এতে অন্তত ১২ জন যাত্রী আহত হয়। তাদের মধ্যে কয়েকজন মারাকত্বকভাবে জখম হয়। স্থানীয় এলাকাবাসীর সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করে।

    বিষয়টি ২৪ ঘন্টা ডট নিউজকে নিশ্চিত করেন বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মোহাম্মদ কাউসার। তিনি বলেন, দুইটি গাড়ির সংঘর্ষে দুর্ঘটনায় ৫/৬ জন আহত হয়। তাদেরক উদ্ধার করে হাসপাতালে প্রেরন করা হয়েছে। তাৎক্ষনিকভাবে আহতের নাম পরিচয় পাওয়া যায়নি। গাড়ি দুইটি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।

  • সীতাকুণ্ডে পিটিয়ে যুবক হত্যার ঘটনা এসআইসহ তিনজনের বিরুদ্ধে মামলা

    সীতাকুণ্ডে পিটিয়ে যুবক হত্যার ঘটনা এসআইসহ তিনজনের বিরুদ্ধে মামলা

    সীতাকুণ্ডের ভাটিয়ারীতে মোবাইল ফোন চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আরো খবর : এসআই রায়হান ও ভগ্নিপতি আটক

    বুধবার নিহত এজাহার মিয়ার বড় ভাই আলমগীর হোসেন মানিক বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় এসআই ইকবাল পারভেজ রায়হান, তার ভাই ইমতিয়াজ আরামান এবং তার ভগ্নিপতি মিজানুর রহমানের বিরুদ্ধে উক্ত মামলা দায়ের করেন।

    এ ঘটনায় বর্তমানে আটক আছে এসআই রায়হান এবং ভগ্নিপতি মিজানুর রহমান। ঘটনার দিন গতকাল মঙ্গলবার তাদের দুইজনকে আটক করা হয়। মামলার অপর আসামী ইমতিয়াজ আরমান পলাতক রয়েছে।

    মামলা দায়েরের বিষয়টি ২৪ ঘন্টা ডট নিউজকে নিশ্চিত করেছেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির (মামলার দায়িত্বপ্রাপ্ত) সার্জেন্ট ওবাইদুল্লাহ। আরো খবর : যুবককে পিটিয়ে মারল এসআই রায়হান!

    উল্লেখ্য : গত সোমবার রাতে বোনের মোবাইল চুরির অপবাদে এজাহার মিয়াকে ঘরে ঢেকে নিয়ে ৪ ঘন্টা অমানবিক নির্যাতন করে একই এলাকার পুলিশ কর্মকর্তা ইকবাল পারভেজ রায়হান, তার ভাই ইমতিয়াজ আরামান এবং ভগ্নিপতি মিজানুর রহমান।পরদিন অর্ধমৃত অবস্থায় এজাহার মিয়াকে স্থানীয় ইউনিয় পরিষদ কার্যলয়ে রেখে চলে যায়। সেখানে তার মৃত্যু হয়।

    নিহত এজাহার মিয়া ভাটিয়ারী ৪নং ওয়ার্ডের বালুর রাস্তা এলাকার মফিজুর রহমানের ছেলে। অভিযুক্ত এসআই রায়হান আটক হওয়ার আগ পর্যন্ত নগরীর পুলিশ লাইনে কর্মরত ছিলেন। আরো খবর : মোবাইল চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

  • সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের উদ্যেগে এতিম ছাত্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের উদ্যেগে এতিম ছাত্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    অক্টোবর সেবা মাসে লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টি, লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ড, সেন্ট্রাল জুবিলী, শতাব্দী ও অর্কিড এর যৌথভাবে আয়োজনে সীতাকুণ্ডের হজরত পীর পন্থীশাহ (রঃ) এতিমখানায় ৯০ জন মাদ্রাসা ও এতিম ছাত্রদের মধ্যে দুপুরের খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলার ২য় ভাইস জেলা গভর্ণর লায়ন আল সাদত দোভাষ।

    এতে বিশেষ অতিথি ছিলেন কেবিনেট সেক্রেটারী লায়ন জি কে লালা, কেবিনেট ট্রেজারার লায়ন আশরাফুল আলম আরজু, গভর্ণর এডভাইজর লায়ন এটিএম নুরুল আলম, জোন চেয়ারপার্সন লায়ন মোঃ নাজমুল হক, জোন চেয়ারপার্সন লায়ন দেবাশীষ, জেলা চেয়ারপার্সন লায়ন কাজী আলী আকবর জাসেদ, ক্লাব প্রেসিডেন্ট লায়ন সাগর।

    এছাড়া ভাইস প্রেসিডেন্ট লায়ন নুরুল ইসলাম শাহাবউদ্দিন, ট্রেজারার লায়ন কাজী আশিক ই ওয়াহিদ, লায়ন শওকত আলী চৌধুরী, লায়ন শফিকুল আলম, লিও জোন ডিরেক্টর লিও ইয়াকুব খাঁন, লিও লিবার্টি প্রেসিডেন্ট লিও আরিফ, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লিও জিল্লুর রহমান শিবলী, লিও সীতাকুণ্ড প্রেসিডেন্ট লিও নূর খাঁন, বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ, লায়ন লিও লিডারবৃন্দ, মাদ্রাসা এতিমখানার শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • সীতাকুণ্ডে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে এসআই রায়হান ও ভগ্নিপতি আটক

    সীতাকুণ্ডে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে এসআই রায়হান ও ভগ্নিপতি আটক

    চট্টগ্রামের সীতাকুণ্ডে বোনের মোবাইল চুরির অপবাদ দিয়ে এজাহার মিয়া নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত এস আই ইকবাল পারভেজ রায়হানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। একই ঘটনায় রায়হানের ভগ্নিপতি মিজানুর রহমানকে আটক করা হয়েছে।

    সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) শামীম শেখ ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, মোবাইল চুরির অপবাদ দিয়ে পিটিয়ে এজাহার মিয়া নামক এক যুবককে হত্যা করার অভিযোগ পেয়ে আজ মঙ্গলবার দুপুর দুইটার দিকে এস আই রায়হানের ভগ্নিপতি মিজানুর রহমানকে নিজ বাড়ি ভাটিয়ারী থেকে আটক করা হয়। আরো খবর : বোনের মোবাইল চুরির অপবাদে

    এদিকে একই দিন বিকেলে এ ঘটনার মূল অভিযুক্ত এস আই ইকবাল পারভেজ রায়হানকে পুলিশ লাইন থেকে আটক করেছে পুলিশ। তথ্যটি ২৪ ঘন্টা ডট নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা।

    এর আগে সোমবার রাতে ভাটিয়ারী কলেজপাড়া এলাকায় বসবাসকারী ইকবাল পারভেজ রায়হান নামের পুলিশের এসআই রায়হান তার বোনের মোবাইল চুরির অভিযোগ এনে এজাহার মিয়াকে বাড়িতে ডেকে নিয়ে নির্যাতন করতে থাকে। এসময় ঘটনাস্থলে এজাহার মিয়ার শ্বাশুড়ীও উপস্থিত ছিলেন। আরো খবর : যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

    এ ব্যাপারে এজাহার মিয়ার শ্বাশুড়ি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, এসআই রায়হান মোবাইল চুরি করেছে এমন একটি অভিযোগে আমার মেয়ের জামাইকে ডেকে নিয়ে আমার সামনেই সারারাত অমানুষিক নির্যাতন করে। সকালে এজাহার মিয়াকে অর্ধ মৃত অবস্থায় একটি রিক্সায় করে এজাহার মিয়ার বাড়ির পাশে রেখে চলে যায়। এরপর আমি তাকে স্থানীয় বিএসবিএ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়।

  • বোনের মোবাইল চুরির অপবাদে যুবককে পিটিয়ে মারল এসআই রায়হান!

    বোনের মোবাইল চুরির অপবাদে যুবককে পিটিয়ে মারল এসআই রায়হান!

    চট্টগ্রামের সীতাকুণ্ডে বোনের মোবাইল চুরির অপবাদ দিয়ে পুলিশের এস আই রায়হান এজাহার মিয়া নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন নিহতের স্ত্রী ও শ্বাশুড়ি।

    নিহত যুবকের নাম এজাহার মিয়া (২৬)। সে ভাটিয়ারী ৪নং ওয়ার্ডের বালুর রাস্তা এলাকার মফিজুর রহমানের ছেলে বলে জানা গেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা ভাটিয়ারী কলেজ রোড এলাকায় ঘটনাটি ঘটে।

    বর্তমানে নিহত যুবকের লাশ ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সামনে রাখা হয়েছে। এসময় স্বজনদের আহাজারীতে পুরো এলাকাতে শুরু হয় শোকের মাতম।

    জানা য়ায়, গত ১৩ অক্টোবর রাত তিনটার সময় ভাটিয়ারী কলেজ পাড়া এলাকার শারমিন আক্তার নামের এক মহিলার দ্বিতীয় তলা ঘর থেকে একটি মোবাইল চুরি হয়। মোবাইল চুরির সন্দেহে এজাহার মিয়াকে আটক করে স্থানীয় এলাকাবাসী। পরদিন স্থানীয় ইউপি পরিষদে শালিশের মাধ্যমে বিষয়টি সুরাহা হয়ে যায়। আরো খবর : যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

    এদিকে গতকাল সোমবার রাতে ভাটিয়ারী কলেজপাড়া এলাকায় বসবাসকারী ইকবাল পারভেজ রায়হান নামের পুলিশের এক এসআই তার বোনের মোবাইল চুরির অভিযোগ এজাহার মিয়াকে বাড়িতে ডেকে নিয়ে নির্যাতন করতে থাকে। এসময় ঘটনাস্থলে এজাহার মিয়ার শ্বাশুড়ীও উপস্থিত ছিলেন।

    এ ব্যাপারে এজাহার মিয়ার শ্বাশুড়ি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, এসআই রায়হান মোবাইল চুরি করেছে এমন একটি অভিযোগে আমার মেয়ের জামাইকে ডেকে নিয়ে আমার সামনেই সারারাত অমানুষিক নির্যাতন করে। সকালে এজাহার মিয়াকে অর্ধ মৃত অবস্থায় একটি রিক্সায় করে এজাহার মিয়ার বাড়ির পাশে রেখে চলে যায়। এরপর আমি তাকে স্থানীয় বিএসবিএ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়।

    এজাহার মিয়ার স্ত্রী পপি আক্তার ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আমার স্বামীকে অন্যায়ভাবে পিটিয়ে হত্যা করেছে, সে যদি অপরাধী হয়ে থাকে তাহলে তাকে পুলিশের কাছে দিতে পারতো।

    খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এএসপি (সীতাকুণ্ড সার্কেল) শম্পা রানী সাহা।

    সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) শামীম শেখ ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে এমন সংবাদে ভাটিয়ারী ইউপি পরিষদে গিয়ে এক যুবকের লাশ উদ্ধার করি। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাশটি মর্গে প্রেরণ করেছি।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন বলেন- মোবাইল চুরির অভিযোগে এক যুবকে পিটুনী দিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয়রা অভিযোগ করছে একজন পুলিশ সদস্যসহ কয়েকজন মিলে যুবকটিকে পিটিয়ে হত্যা করেছে। তবে ওই পুলিশ সদস্য সীতাকুণ্ড থানার কেউ নয় জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছেন।

    জানা যায়, অভিযুক্ত এসআই রায়হান খাগড়াছড়ি থানায় কর্মরত ছিলেন, বর্তমানে পুলিশ লাইনে আছেন বলে জানান তার বোন শারমিন।

  • সীতাকুণ্ডে মোবাইল চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

    সীতাকুণ্ডে মোবাইল চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

    মোবাইল চোর সন্দেহে আজহার নামে ২৬ বছর বয়সী এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

    আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা ভাটিয়ারী কলেজ রোড এলাকায় ঘটনাটি ঘটে। পিটুনীতে নিহত আজহার ভাটিয়ারী ৪নং ওয়ার্ডের বালুর রাস্তা এলাকার মফিজুর রহমানের ছেলে বলে জানিয়েছেন স্থানীয়রা।

    এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, মোবাইল চুরির সন্দেহে প্রশাসনের এক কর্মকর্তাসহ এলাকার কয়েকজন উত্তেজিত জনতা মিলে আজহারকে পিটিয়ে হত্যা করেছে। কয়েকজন যুবক আজহারের মরদেহটি উদ্ধার করে প্রথমে ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সামনে নিয়ে রাখে। সেখানে শত শত মানুষ যুবকের পরিচয় সনাক্ত করতে ভীড় জমায়।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন বলেন- মোবাইল চুরির অভিযোগে এক যুবকে পিটুনী দিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয়রা অভিযোগ করছে একজন পুলিশ সদস্যসহ কয়েকজন মিলে যুবকটিকে পিটিয়ে হত্যা করেছে। তবে ওই পুলিশ সদস্য সীতাকুণ্ড থানার কেউ নয় জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছেন।

    সীতাকুণ্ড থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে নিয়ে গেছে।