Tag: সীতাকুণ্ডে

  • সীতাকুণ্ডে প্রভিটা পোল্ট্রি ফিডকে জরিমানা

    সীতাকুণ্ডে প্রভিটা পোল্ট্রি ফিডকে জরিমানা

    পরিবেশ ছাড়পত্রের শর্তভঙ্গের অভিযোগে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়ায় প্রভিটা পোল্ট্রি ফিড কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।

    সোমবার (২১ অক্টোবর) সকালে শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

    বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করার অপরাধে প্রভিটা পোল্ট্রি ফিডকে উক্ত জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    জরিমানা দিতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয় গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে।

  • ফৌজদারহাটস্থ বিআইটিআইডি হাসপাতালে ৭দিনে ১৮ ডেঙ্গু রোগী ভর্তি

    ফৌজদারহাটস্থ বিআইটিআইডি হাসপাতালে ৭দিনে ১৮ ডেঙ্গু রোগী ভর্তি

    সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ বিআইটিআইডি হাসপাতালে নারী শিশুসহ এক সাপ্তাহের ব্যবধানে ১৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। তাদেরকে হাসপাতালে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।

    গত শনিবার থেকে পর্যায়ক্রমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় এবং  চিকিৎসা নিচ্ছে রোগীরা।

    আক্রান্ত রোগীরা হচ্ছে মেহেদী হাসান(১৯), মিনহাজ উদ্দিন (১২), শাহরিয়া (২১), আবদুল কাইয়ুম (২৩), তানজিন সাজ্জাদ (২৯), কামরুল হাসান (৩৩), মাইন উদ্দিন (২৮), শাহিন (৩২), শরীফ (১৭), সামিয়া (৮), ফিরোজা বেগম (৪০), ডালিয়া আকতার (১৭), ফেরদৌস (২০), মাসুদা বেগম (৬০), নারগিস আকতার (৪০) এবং রোকেয়া বেগম (১৮)।

    এদের সকলের বাড়ি নগরীর কর্ণেলহাটস্থ সিডিএ বিশ্ব কলোনী এলাকায়।

    এব্যাপারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ড কাউন্সিলর জহিরুল আলম জসিম এর কাছে জানতে চাইলে তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আমার ওয়ার্ডে নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। ডেঙ্গু ব্যাপারে জনসাধারণকে সচেতন করা হচ্ছে এরপরও কেন যে হঠাৎ করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলো বুঝতে পারছিনা। আমরা আরো ব্যাপকহারে কার্যক্রম চালাবাে।

    এব্যাপারে ফৌজদারহাটস্থ বিআইটিআইডি হাসপাতালের অধ্যাপক ডা. মামুনুর রশিদ মামুন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ভর্তি হওয়া ডেঙ্গু আক্রান্ত রোগীদেরকে নিবিড় পরিচর্যায় চিকিৎসা দেওয়া হচ্ছে। আতঙ্কিত হওয়ার কারণ নেই। এর আগেও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অনেক রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে।

    এদিকে হাসপাতালে সরজমিনে গিয়ে ডেঙ্গু আক্রান্ত রোগী ও তাদের অভিভাবকদের সাথে কথা বললে তারা ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, বিআইটিআইডি হাসপাতালে তারা ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন, সারাক্ষণই ডাক্তাররা খোঁজ খবর নিচ্ছে। কোন অসুবিধা হচ্ছেনা।

  • কুমিরায় মহাসড়কের পাশ থেকে লাশ উদ্ধার

    কুমিরায় মহাসড়কের পাশ থেকে লাশ উদ্ধার

    সীতাকুণ্ডের কুমিরা এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

    আজ শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৮ টার সময় কুমিরা ঘাটঘর এলাকার বাইপাশ সড়কের পাশ থেকে উক্ত লাশ উদ্ধার করা হয়।

    স্থানীয় এলাকাবাসী জানায়, সকালে মহাসড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হাতে নতুন ঘড়ি লাগানো। প্যান্ট,সার্টে রক্তের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর রাতের কোন একসময়ে রাস্তার পাশে ফেলে দেওয়া হয়।

    কুমিরা ইউপির স্থানীয় সদস্য আলাউদ্দিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, সকালে এলাকার লোকজন একটি লাশের খবর জানালে বিষয়টি আমি থানায় অবহিত করি। এখানকার জায়গাটি একেবারে নির্জন, অন্য জায়গাতে হত্যা করে দুর্বৃত্তরা লাশ এখানে ফেলে দিয়েছে ধারনা থেকে তিনি এধরণের ঘটনা আগেও ঘটেছে বলে জানান।

    খবর পেয়ে কুমিরা হাইওয়ে ফাঁড়ির পুলিশ ও সীতাকুণ্ড মডেল থানার এসআই রবিচরণ চৌহান এর নেতৃত্ব পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে লাশে পরিচয় পাওয়া যায়নি।

    সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) শামীম শেখ ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, কুমিরা মহাসড়কের পাশ থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

    সুরতাল রির্পোটের পর লাশ ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হবে, পোষ্টমোটেমের পর জানা যাবে এটি হত্যা না দূর্ঘটনা।

  • সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত মহিলা নিহত

    সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত মহিলা নিহত

    সীতাকুণ্ডের কুমিরায় সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত এক মহিলা (৪০) নিহত হয়েছে।

    আজ শুক্রবার(১৮ অক্টোবর) ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার কুমিরা পিএইচপি গেইটের সামনে এ দূর্ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) সাহিদুল ইসলাম ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, ভোরে অজ্ঞাত এক নারীকে একটি গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়, আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

    তিনি বলেন, লাশটি ময়না তদন্তের জন্য চমক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে মহিলাটি মানসিক ভারসাম্যহীন ছিল।

  • সীতাকুণ্ডে তিনতলার ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত

    সীতাকুণ্ডে তিনতলার ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত

    সীতাকুণ্ডে তিনতলার ছাদ থেকে পড়ে
    আল আমিন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

    বুধবার (১৬ অক্টোবর) বিকাল তিনটার সময় এ ঘটনা ঘটে। নিহত আল আমিনের কুমিল্লার বুড়িচং উপজেলায়।

    জানা যায়, উপজেলার সদরে ৬ তলার বিল্ডিং এর তিনতলায় আস্তরের কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সে সীতাকুণ্ডে ভুঁইয়া টাওয়ার এর পিছনে দীর্ঘ দিন যাবত ভাড়া বাসায় বসবাস করছেন।

    বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) শামীম শেখ ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ভবনের নির্মাণ কাজ করার সময় অসাবধানতাবশত এক নির্মাণ শ্রমিক মারা যায়। এব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে জানান তিনি।

  • বায়ু দূষণের দায়ে সীতাকুণ্ডে আবুল খায়ের মেল্টিংকে জরিমানা

    বায়ু দূষণের দায়ে সীতাকুণ্ডে আবুল খায়ের মেল্টিংকে জরিমানা

    বায়ু দূষণের অভিযোগে সীতাকুণ্ডের মাদামবিবির হাটে অবস্থিত আবুল খায়ের মেল্টিং লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম।

    আজ সোমবার(১৪ অক্টোবর) শুনানী শেষে উক্ত জরিমানা করা হয়।

    জানা যায়, এ ফ্যাক্টরীতে দীর্ঘদিন যাবৎ বায়ু দূষণ হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযোগের সত্যতা পায় অধিদপ্তর। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে এই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের সহ-পরিচালক মুকতাদির হাসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

  • সীতাকুণ্ডে মহাসড়কে ফুটপাত : দখলদার মুক্ত করলো পুলিশ

    সীতাকুণ্ডে মহাসড়কে ফুটপাত : দখলদার মুক্ত করলো পুলিশ

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফুটপাত থেকে অবৈধভাবে গড়ে উঠা দখলদার মুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ।

    রোববার (১৩ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপজেলার বার আউলিয়া থেকে ভাটিয়ারী পর্যন্ত এ উচ্ছেদ অভিযানে অংশ নেন।

    এসময় মহাসড়কের দু’পাশের ফুটপাতে অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন দোকানপাট, রাস্তার পাশে রাখা পুরাতন জাহাজ ভাঙ্গা মালামাল উচ্ছেদ করা হয়েছে, এছাড়া মহাসড়কের পাশে ফুটপাট দখল করে রাখা জাহাজের বিভিন্ন মালামাল সরিয়ে নিতে ব্যবসায়ীদেরকে তিন দিনের সময় দেওয়া হয়।

    বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবদুল আউয়াল ২৪ ঘন্টা ডট নিউজকে জানায়, দীর্ঘদিন ধরে কিছু ব্যবসায়ী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দু’পাশের ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা করে আসছে। এতে মহাসড়কে যান চলাচলে যানজট সৃষ্টিসহ মহাসড়কে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল।

    কিছু ব্যাবসায়ী মহাসড়কের ফুটপাটে বিভিন্ন মালামাল রেখে দখল করার কারণে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী এবং জনসাধারণের চলাচলে ব্যাঘাট সৃষ্টি হচ্ছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এসব অবৈধ দখলদার ব্যবসায়ীদের দোকানপাট উচ্ছেদ অভিযান করে মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

    অভিযান পরিচালনার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম, শেখ মো. কাওসার, এএসআই রেজাউল, দেলোয়ার, রশিদ, জসিম, সার্জেন্ট মাহমুদুন্নবী। এছাড়াও সংশ্লিষ্ট থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্য অভিযানে উপস্থিত থেকে ফুটপাত দখলমুক্ত করতে ভুমিকা রাখেন।

  • সীতাকুণ্ডে শিপ ইর্য়াডে দূর্ঘটনা : ২ শ্রমিকের মৃত্যু

    সীতাকুণ্ডে শিপ ইর্য়াডে দূর্ঘটনা : ২ শ্রমিকের মৃত্যু

    সীতাকুণ্ডে একটি পুরাতন জাহাজ ভাঙা ইয়ার্ডে গ্যাসে আক্রান্ত হয়ে ২ শ্রমিক নিহত হয়েছে।

    আজ শনিবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার কুমিরা ঘাটঘর উপকূলে অবস্থিত “ও ডব্লিউ ডব্লিউ ট্রেডিং এণ্ড শীপ ব্রেকিং” নামে একটি শিপ ইয়ার্ডে এ ঘটনা ঘটে।

    নিহত দুই শ্রমিক হল- সাইফুল (২৬) বাড়ী নওগা এবং মাসুদ (২২) কাটার হেলপার বাড়ী, সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে।

    সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) শামীম শেখ দুই শ্রমিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, পুরাতন একটি জাহাজে কাজ করার সময় সন্ধ্যার দিকে দুই শ্রমিক গ্যাস আক্রান্ত হয়।

    পরে রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাদের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গেছে।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এ এস আই আব্দুল হামিদ ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের কুমিরা থেকে শীপ ইয়ার্ডে গ্যাস আক্রান্ত দুই শ্রমিককে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

    স্থানীয় সুত্রে জানা গেছে, কুমিরার “ও ডব্লিউ ডব্লিউ ট্রেডিং এণ্ড শীপ ব্রেকিং“ নামে উক্ত ইয়ার্ডে মাত্র ১০/১২ দিন আগে একটি পুরাতন বীচিং করা হলে সেটি গ্যাস ফ্রি করার জন্য আজ শ্রমিকরা কাজ করতে যায়।

    এসময় দুই শ্রমিক গ্যাসের ট্যাঙ্কিতে পড়ে যায়। পরে তাদের গুরুত্বর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তারা মারা যায়।

  • সীতাকুণ্ডে চোলাই মদসহ দুই যুবক আটক

    সীতাকুণ্ডে চোলাই মদসহ দুই যুবক আটক

    সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের জলিল গেইট এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৪শ ১০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে। এসময় ২ যুবককে আটক করা হয়।

    শনিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৭ টার সময় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

    আটককৃতরা হলো উপজেলার উত্তর ছলিমপুরের বাসিন্দা মো. হোসেনের ছেলে মো. ইকবাল (৪০) ও ফৌজদারহাট ফকিরের বাড়ির মৃত ফয়েজ আহমেদের ছেলে মো. মুসলিম প্রকাশ মুছা (৩০)।

    পুলিশ জানায়, গোপনে খবর পেয়ে সীতাকু- মডেল থানার এসআই আলিম ও এএস সেলিম এর নেতৃত্ব পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ফৌজদারহাটস্থ জলিল এলাকার একটি ঘর থেকে ৪শ ১০ লিটার চোলাই মদ এবং মদ তৈরীর সরঞ্জাম উদ্ধার করে। এসময় দুই যুবককে আটক করা হয়।

  • সীতাকুণ্ডে ঝাঁকে ঝাঁকে ইলিশ : খুশি ক্রেতা, খুশি জেলেরাও

    সীতাকুণ্ডে ঝাঁকে ঝাঁকে ইলিশ : খুশি ক্রেতা, খুশি জেলেরাও

    সীতাকুণ্ডের সদ্বীপ চ্যানেলের বিভিন্ন ঘাট দিয়ে জোঁতে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। তবে মহাজন বা দাদনদের হাতে জিম্মি উপজেলার প্রায় ৩৮ হাজার জেলে।

    সরকার ঘোষিত চিহ্নিত উপকূলীয় এলাকার ইলিশ প্রজনন ক্ষেত্রসহ সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত করণ ও বিক্রয় নিষিদ্ধ করা হয়েছিল। ফলে এসময় উপজেলার মৎস্যজীবীরা ইলিশ ধরার জন্য সাগরে নামতে পারেনি।

    বেধে দেওয়া সময়ের পর সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর, বাঁশবাড়ীয়া, বোয়ালীয়াকুল, কুমিরা,সোনাইছড়ি, সলিমপুর, শেখেরহাট, মুরাদপুর, বাড়বকুন্ড, ভাটিয়ারী, ফৌজদারহাটসহ বিভিন্ন উপকূলীয় অঞ্চলের জেলে পরিবারের সদস্যরা এখন ইলিশ শিকারে ব্যস্ত।

    জানা যায়, ইলিশ মৌসুম বলতে শ্রাবন, ভাদ্র, আশ্বিন এই তিন মাসকে বোঝায়। তবে মৌসুমের শুরুতে তারা ইলিশ শিকারে গহীন সাগরে অবস্থান করলেও মাছ না পেয়ে ক্রমশ হতাশ হয়ে পড়ে। ইলিশ শিকারে নিষেধাজ্ঞার টানা ৬৫ দিন পর এবার উপকূলীয় অঞ্চলের জেলেদের মুখে হাসি ফুটেছে।

    নদীতে জাল ফেললেই জেলেদের জালে ধরা পরছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ। মহাজন ও বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়ে জেলেরা মাছ ধরেন। এ অবস্থায় মাছের দাম ভালো থাকলে ঋণ পরিশোধে এ বছর জেলেদের সমস্যা হবে না বলে মনে করছেন তারা। গত দুুই/তিনদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে জেলেদের জালে প্রচুর পরিমান ইলিশ ধরা পড়ছে।

    বেশি মাছ ধরা পড়াতে জেলেরা যেমন খুশি তেমনী দামও ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় ক্রেতারাও খুশি। সীতাকুণ্ডের বিভিন্ন ঘাটে ইলিশ মাছ বিক্রি হচ্ছে কেজি ১০০ টাকা থেকে ৫০০ টাকা ধরে বিক্রি হচ্ছে। তবে কেজিতে ৪/৫ টা ধরা মাছ বিক্রি হচ্ছে ১০০ থেকে ২০০ টাকা কেজি এবং কেজিতে ১টি এমন ওজনের মাছ বিক্রি হচ্ছে সাড়ে ৪শত থেকে ৫শ টাকা কেজি দরে সীতাকুন্ড উপজেলা জুড়ে ৩৩টি জেলে পল্লীর প্রায় ৩৮ হাজার জেলে পরিবারের সদস্য রয়েছে।

    তবে সাগরে আগের মত জলদস্যুর উৎপাত দেখা না গেলেও ইলিশ মৌসুম ছাড়া অন্যান্য সময়ে বিভিন্ন প্রজাতীর মাছ পাওয়া যাচ্ছেনা সাগরে। ফলে তারা সংসার চালাতে দাদনদের কাছ থেকে ঋণ নিতে হচ্ছে। তাই দাদন সমস্যা রোধ করা না গেলে একদিকে যেমন অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রুস্ত হবে সরকার, অন্যদিকে মাছ তথা আমিষ থেকে বঞ্চিত হবে সাধারন মানুষ।

    এ প্রসঙ্গে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামীম ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, উপজেলার বিভিন্ন উপকূলীয় অঞ্চলের জেলেরা দাদনদের কাছে জিম্মি বিষয়টি শুনেছি। জেলে সম্প্রদায়ের মানুষগুলো অর্থের ভাবেই দাদনদের কাছ থেকে টাকা নিয়ে জাল,নৌকা কিনে এবং সংসার চালায়। তাই তারা দাদনদের কাছে ইলিশ মাছ দিতে বাধ্য হচ্ছে।

    তবে এ বিষয়ে কোন জেলে সহযোগিতা চাইতে উপজেলায় আসেনি। বর্তমানে মৎস্য জীবীদের প্রয়োজন তারা অন্যত্র থেকে ঋণ নিয়ে জাল ও নৌকা কিনতে পারলে দাদনদের সাথে তাদের যে সমস্যা সেটা আর থাকবেনা। ফলে তারা মাছেরও ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারবে বলে মনে করেন তিনি।

    এদিকে গত কয়েক বছর ইলিশ মাছের অনেকটা আকাল ছিল সমুদ্রে। কিন্তুু এবার দেশের সবগুলো উপকূলীয় এলাকায় জেলেদের মুখে হাসি। প্রতি ১৪ থেকে ১৫ বছর অন্তর এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় বলেও জানিয়েছেন সমুদ্র বিশেষজ্ঞরা।

    দেশের অন্যান্য জেলার মত চট্টগ্রামের সীতাকুণ্ডেও সাগরে প্রচুর ইলিশ ধরা পড়ছে। লবণ ও বরফের দাম বেড়ে যাওয়ায় সব মাছ সংরক্ষণ করতে না পারায় ইলিশ নিয়ে বিপাকে পড়েছেন জেলেরা। অনেকেই তরতাজা মাছগুলো রেখে বাসি-পঁচা মাছ ফেলে দিচ্ছেন।

    উপজেলার কুমিরা ইউনিয়নের কুমিরাঘাট, বাঁশবাড়িয়া ইউনিয়নের বোয়ালিয়াকুল, সোনাইছড়ি ইউনিয়নের ফকিরহাট সাগরপাড়ে সরেজমিনে দেখা যায়, যেখানে-সেখানে পঁচে যাওয়া ইলিশ পড়ে আছে। এতে পুরো এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। খালের পানিতেও প্রচুর পঁচা ইলিশ ভাসতে দেখা গেছে।

    জেলেরা তরতাজা ইলিশগুলো রেখে বাকি মাছ ফেলে দিচ্ছেন। কুমিরার জেলে নিতাই দাশ বলেন, গত তিন দিন এত বেশি মাছ পড়েছে যে অনেকে জালের কিছু অংশ কেটে সাগরে ফেলে দিয়ে এসেছেন। অনেকে জাল থেকে মাছ খুলতে না পারায় জাল-মাছ একসঙ্গে তীরে নিয়ে এসেছেন। এ সময় পঁচে যাওয়ায় অনেক মাছ ফেলে দিতে হচ্ছে।

  • সীতাকুণ্ডে স্টার লুব ও মাস্টার স্টীলকে জরিমানা

    সীতাকুণ্ডে স্টার লুব ও মাস্টার স্টীলকে জরিমানা

    ছাড়পত্রের শর্তভঙ্গ করা ও ইটিপি অকার্যকর হওয়ায় সীতাকুণ্ডে দুইটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।

    সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

    প্রতিষ্ঠান দুইটি হচ্ছে উপজেলার কদমরসুলের লালবেগ এলাকার স্টার লুব লিমিটেডকে (ইটিপি অকার্যকর) ৫০ হাজার টাকা এবং মাস্টার স্টীল রি-রোলিং মিলসকে (ছাড়পত্রের শর্তভঙ্গ) ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

    বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে দুই প্রতিষ্ঠানকে উক্ত জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত নোটিশে জানানো হয়।

    আরো:: সীতাকুণ্ডে মহাসড়কের পাশে আবর্জনার পাহাড়, জনদুর্ভোগ

  • মহাসড়ককে যানজট মুক্ত রাখতে পুলিশের সাথে শিল্প প্রতিষ্ঠানের মতবিনিময়

    মহাসড়ককে যানজট মুক্ত রাখতে পুলিশের সাথে শিল্প প্রতিষ্ঠানের মতবিনিময়

    সীতাকুণ্ডের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক প্রতিনিধিদের সাথে মতবিনিয়ম করেছেন হাইওয়ে পুলিশ চট্টগ্রাম (সার্কেল) এর সিনিয়র এএসপি মোঃ সফিকুল ইসলাম।

    সোমবার বেলা ১১ টায় বার আউলিয়া হাইওয়ে থানা প্রঙ্গণে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় এএসপি সফিকুল ইসলাম শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উদেশ্যে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সীতাকুণ্ড অংশে বহু বড় বড় শিল্প কলকারখানা গড়ে উঠেছে, তাদের লরী, কাভার্টভ্যান, ট্রাকসহ মালামাল ভর্তি গাড়িগুলো মহাসড়কের পাশে রেখে যানচলাচলে বিঘ্ন সৃষ্টি করছে।

    অনেক প্রতিষ্ঠান তাদের ফ্যাক্টরির সামনে পার্কিংকে ফুলের বাগান বানিয়ে দখলে রেখে মহাসড়কের উপর গাড়ি রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। যার ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। অনেক কারখানার মালিক বড় বড় ফ্যাক্টরী করেছে অথচ নিজেদের গাড়ি পার্কিং এর জন্য জায়গা রাখেনি। মহাসড়ককে যানজটমুক্ত রাখতে যার যার ফ্যাক্টরীর গাড়ি নিজস্ব পার্কিং এ রাখা, রাস্তার উপর কোন ধরনের গাড়ি না রাখার জন্য সবার প্রতি অনুরোধ জানান।

    বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবদুল আউয়াল এর সভাপতিত্বে উক্ত মতোবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুল ইসলাম, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারন সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাবেক সভাপতি এম,সেকান্দর হোসাইন, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, এসআই সাইফুল ইসলাম, শেখ মোহাম্মদ কাউসার, চট্টগ্রাম ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ-সম্পাদক মোঃ সেলিম।

    এছাড়াও উপস্থিত ছিলেন রয়েল সিমেন্ট, কে এস আর এম, কে ওয়াই সি আর, কেডিএস লজিস্টিক, আরএফএল, বিএসআরএম, শীতলপুর স্টিল, বিএম কন্টেইনার ডিপো, পোর্ট লিংক ডিপোসহ বিভিন্ন ইন্ডাট্রিজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।