Tag: সীতাকুণ্ডে

  • বিএনপি’র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ডে সমাবেশ

    বিএনপি’র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ডে সমাবেশ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা বিএনপি’র উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার বিকাল ৩টায় বাড়বকুণ্ড স্কায়ারের হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা বিএনপি’র যুগ্ন-আহবায়ক জহুরুল আলম জহুর।

    পৌরসভা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোজাহের উদ্দীন আশরাফের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে চাকসুর ভিপি ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি নাজিম উদ্দীন বলেন।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ন-সম্পাদক এডভোকেট আবু তাহের,ইছাক কাদের চৌধুরী, জয়নাল আবেদীন দুলাল, সামছুল আলম আজাদ, মোঃ মোরছালিন, কাজী সালাউদ্দীন, মুক্তিযোদ্ধা আবুল মুনছুর, আরঙ্গজেব মোস্তফা, ফজলুল করিম চৌধুরী, সাহাব উদ্দীন রাজু, অমলেন্দু কনক, আবুল কালাম আজাদ, বদিউল আলম বদরুল, মুক্তিযোদ্ধা মোহরম আলী, কাজী এনামুল বারী, অহিদুল আলম চৌধুরী শরীফ, আনোয়ারুল আজিম মুকুল, আলি নেওয়াজ মামুন, জহিরুল ইসলাম নাছির, সালামত উল্ল্যাহ, মহিউদ্দদীন।

    এছাড়াও বক্তব্য রাখেন ডাঃ কমল কদর, বখতিয়ার, উত্তর জেলা স্বেচ্ছাসেবকদলের নেতা নুরুল হুদা সোহেল, শওকত তালুকদার, জিয়া উদ্দীন, যুবদল নেতা লোকমান হোসেন রকিব, ইসমাইল, ছাত্রদল নেতা ইফরান রকি, ইসমাইল, সোহেল উদ্দীন, ইসমাইল হোসেন, আসরাফ আলী জিকু, সাজ্জাদ হোসেন শাকিল, আইনুল হক রিপন, সাইফুল ইসলাম, একরাম, আকবর হোসেন জসীম, ইদ্রিছ মিয়া মনির, ইদ্রিছ মেম্বার, আলা উদ্দীন মাসুম, শহীদুল্ল্যাহ মেম্বার, জসিম মেম্বার, হেলাল উদ্দীন বাবর, হারুন ভূইয়া, একরাম উল্ল্যাহ নয়ন, হারুনুর রশিদ ইব্রাহিম, মোশারফ হোসেন, হেলাল উদ্দীন, নুরুন্নবী, সৈয়দ আলা উদ্দীন, বাহার উদ্দীন, ছালে আহাম্মদ ছলু, কেফায়েত উল্ল্যাহ, শামসু, মহিম, গোলাম ছাদেক, সেলিম উদ্দীন মাহামুদ, কাজী বদরুদ্দীন, মুনছুর আলী, জিতেন্দ্র নারায়ন নান্টু, গোপাল শর্মা, এডভোকেট আইনুল কামাল, হেলাল মেম্বার, মহিদুল ইসলাম আবির, সৈকত প্রমুখ নেতৃবৃন্দ।

    ২৪ ঘণ্টা/আর এস/কে আই ডি

  • সীতাকুণ্ডের সোনাইছড়ি বেড়িবাঁধের কাজ পরিদর্শনে এমপি দিদার

    সীতাকুণ্ডের সোনাইছড়ি বেড়িবাঁধের কাজ পরিদর্শনে এমপি দিদার

    কামরুল ইসলাম দুলু : সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়ন এর পাক্কা মসজিদ এলাকায় সাগর তীরে বেড়িবাঁধ সংস্কার কাজের পরিদর্শন ও নবনির্মিত ২টি কালভার্ট এর উদ্বোধন করেছেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

    দীর্ঘ ১৪ বছর পর সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের সাগর উপকূলীয় এলাকায় ১৭ লক্ষ টাকা ব্যায়ে তিনশত মিটার বেড়িবাঁধের সংস্কার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।

    আজ মঙ্গলবার সকালে উক্ত কাজের পরিদর্শন করতে গিয়ে দিদাররুল আলম এমপি জেলে পাড়া এলাকায় দুইটি কালর্ভাটের উদ্ভোধন করেন।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ.ম.ম দিলসাদ, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মনির আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিকী ভুইয়া, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ ইদ্রিস, শ্রমিক নেতা মাহবুবুর রহমান, সমাজ সেবক দিদারুল ইসলাম মাহমুদ, ইউপি সদস্য মোঃ ফোরকান, জহুরুল আলম, সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার রাশেদসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

    প্রকৌশলী আবু বকর সিদ্দিকী ভুইয়া বলেন, বেড়িবাঁধটি অস্থায়ীভাবে করা হচ্ছে সামনে বাজেট পাশ হলে স্থায়ীভাবে বেড়িবাঁধের কাজ পুনরায় করা হবে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সীতাকুণ্ডে একদিনে আক্রান্ত ১৫/ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আইসোলেশন সেন্টারে রোগী ভর্তি শুরু

    সীতাকুণ্ডে একদিনে আক্রান্ত ১৫/ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আইসোলেশন সেন্টারে রোগী ভর্তি শুরু

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্বনির্ধারিত ১০ বেডের আইসোলেশন সেন্টারে আজ বৃহস্পতিবার (১১জুন) থেকে রোগী ভর্তি শুরু হয়েছে।

    করোনা আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করতে সীতাকুণ্ডে ১০ শয্যার আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। বর্তমানে সীতাকুণ্ড উপজেলার কোভিড ১৯ সংক্রমণ হওয়া ৭ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।সীতাকুণ্ডে উপজেলা আইসোলেশন সেন্টারে ভর্তি শুরু

    এদিকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সীতাকুণ্ডে ক্রমেই বাড়ছে। গতকাল একদিনে সীতাকুণ্ড থানার ৭ পুলিশ সদস্যসহ উপজেলায় এক দিনে ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে থানার ১ জন ইন্সপেক্টর, ১ জন এসআই ও ৮ জন পুলিশ সদস্যের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়া তথ্যানুযায়ী, উপজেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫৩ জন। এর মধ্যে মারা গেছেন ৪ জন, সুস্থ হয়েছেন ৬০ জন।

    সীতাকুণ্ড থানা সূত্র মতে, করোনার লক্ষণ নিয়ে ৬ জুন একরামুল হক (৪৫) নামের একজন এসআই মারা যান। পরবর্তীতে সেদিন রাতেই প্রাপ্ত ফলাফলে তার করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর একই দিন ২৪ জন ও পরদিন আরো ১০ জনসহ মোট ৩৪ জনের নমুনা দেওয়া হয়।

    এর মধ্যে যে ৭ জনের ফলাফল পাওয়া গেছে সবার করোনা পজিটিভ পাওয়া যায়। আক্রান্ত ইন্সপেক্টর ও এক সদস্য ইতিপূর্বে চট্টগ্রামের হালিশহরস্থ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃনুর উদ্দিন বলেন, রোগীদের অবস্থা স্থিতিশীল। অন্যান্য রোগীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, সাধারণ সমস্যার জন্য হাসপাতালের নাম্বার এ যোগাযোগ করুন, খুব জরুরী প্রয়োজন না হলে হাসপাতালে না আসার পরামর্শ।

    যারা সর্দি, কাশি, জ্বরে ভুগেছেন তারা ফোনে যোগাযোগ করে এবং ফ্লু কর্নারে যোগাযোগ করবেন, চিকিৎসা নিবেন। তাদের পরামর্শ অনুযায়ী পরীক্ষার জন্য নমুনা দিবেন।

    ২৪ ঘণ্টা/কামরুল ইসলাম দুলু/আর এস পি

  • সীতাকুণ্ডে কার উল্টে দুই সচিব আহত

    সীতাকুণ্ডে কার উল্টে দুই সচিব আহত

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে ব্যক্তিগত কার উল্টে সরকারের এক উপসচিব ও এক জ্যেষ্ঠ সহকারি সচিব আহত হয়েছে।

    শনিবার (৩০মে) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার পৌর সদরের ফায়ার সার্ভিসের সামনে এ দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন, উপ-সচিব হাসান আরিফ ও জ্যেষ্ঠ সহকারী সচিব সেজুঁতি বড়ুয়া। তারা দুইজনেই বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) দায়িত্ব পালন করছেন।

    দুর্ঘটনার খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    এই বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায় বলেন, বেজার দুই কর্মকর্তাই রাঙ্গামাটি থেকে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের দিকে যাচ্ছিলেন। পথেই দুর্ঘটনা ঘটল। এতে সেজুঁতি বড়ুয়ার মাথায় আঘাত লেগেছে।

    কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক(এসআই) আবদুর রাজ্জাক বলেন, সকাল থেকে সীতাকুণ্ডে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। ধারণা করছি, বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল ছিল। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের উপর গাড়ি তুলে দেয়।

    ২৪ ঘণ্টা/কামরুল দুলু/আর এস পি

  • সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস ঢুকে গেলো দোকানে, হতাহত ৩

    সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস ঢুকে গেলো দোকানে, হতাহত ৩

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু ও একই ঘটনায় আরো ২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

    আজ শুক্রবার (২৯ মে) সকাল ৬টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকার কেডিএস লজিস্টিক ফ্যাক্টরীর সামনে এই দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রামমূখী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে সীতাকুণ্ড মহাসড়কের পাশের একটি দোকানে ঢুুকে পড়ে। এসময় মাইক্রোবাসের ধাক্কায় তিনজন আহত হয়।

    স্থানীয়রা তাদের উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কেডিএস লজিস্টিকস এর সিকিউরিটি ইনচার্জ মো. আশরাফ মারা যান। নিহত আশরাফ উপজেলার শিবপুর এলাকার মোহাম্মদ আব্দুল্লাহ্ পুত্র। তিনি কেডিএস লজিস্টিকস এর সিকিউরিটি ইনচার্জ বলে জানা গেছে।

    বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মিজান ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়িটি আটক করি। আহতদের মধ্যে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। এই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করছি।

    উল্লেখ্য গত ৪ দিনে সীতাকুণ্ড উপজেলায় তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ১৫ জন।

    ২৪ ঘণ্টা/কামরুল ইসলাম দুলু/আর এস পি

  • সীতাকুণ্ডে সোনাইছড়িতে পুকুরে পড়ে শিশু কন্যার মৃত্যু

    সীতাকুণ্ডে সোনাইছড়িতে পুকুরে পড়ে শিশু কন্যার মৃত্যু

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে পুকুরে পড়ে মাহিয়া তাবাচ্ছুম (দেড় বছর) নামের এক শিশু কন্যা মারা গেছে। আজ বৃহস্পতিবার (২৮ মে) বেলা ১ টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর মদনহাট এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত মাহিয়া উক্ত এলাকার আজিম মাঝির বাড়ীর ইসমাইল হোসেনের কন্যা।

    এ ব্যাপারে সোনাইছড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য বাবুল মিয়া বলেন, মেয়েটির মা,বাবা অসুস্থ্য। তারা ঘরের মধ্যেই ছিল, তাদের অলক্ষ্যে ঘরের পাশের পুকুরে মেয়েটি পড়ে যায়।

    অনেক খুঁজাখুজির পর মেয়েটির দেহ পানিতে ভেসে উঠলে তাকে উদ্ধার করে স্থানীয় বিএসবিএ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে।

    ২৪ ঘণ্টা/কামরুল ইসলাম দুলু/রাজীব প্রিন্স

  • সীতাকুণ্ডের বার আউলিয়ায় সড়ক দূর্ঘটনায় আহত ১১ জনের ২ জন মারা গেছে

    সীতাকুণ্ডের বার আউলিয়ায় সড়ক দূর্ঘটনায় আহত ১১ জনের ২ জন মারা গেছে

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : ঈদের দিনে সীতাকুণ্ডের বার আউলিয়ায় সড়ক দূর্ঘটনায় আহত ১১ জনের মধ্যে দুইজন মারা গেছে। গতকাল ২৫ মে ঈদের দিন রাতে দুজনই চমেক হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় মারা যায়।

    নিহতরা হচ্ছে বেচুরাম দাশ (৪৫), সে জোরালগঞ্জ থানার মুরালীপুর গ্রামের আশুতোষ দাশের পুত্র। সুমন (৩০), সে কুমিল্লা জেলার মুরাদপুর থানার কুশাকুরিনিরপার গ্রামের মৃত কনু মিয়ার পুত্র।

    বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মিজানুর রহমান।

    উল্লেখ্য যে, গতকাল ঈদের দিন (২৫ মে) সোমবার বেলা ১২টার সময় উপজেলার বার আউলিয়া এলাকায় বাইপাস সড়কে বিএসআরএম স্টিল মিলের সামনে চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কারের সাথে উল্টোপথে আসা যাত্রীবাহী একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

    এসময় পিকআপ ভ্যানে থাকা নারী,শিশুসহ অন্তত ১১ জন আহত হয়। তাদেরকে চমেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রাতে দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানান এসআই মিজান।

    ২৪ ঘণ্টা/কামরুল ইসলামদুলু/রাজীব প্রিন্স

  • সীতাকুণ্ডে করোনায় নারীর মৃত্যু, উপসর্গ নিয়ে চমেকে মারা গেছে তরুণ চিকিৎসক

    সীতাকুণ্ডে করোনায় নারীর মৃত্যু, উপসর্গ নিয়ে চমেকে মারা গেছে তরুণ চিকিৎসক

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : দিন যতই যাচ্ছে করোনার থাবায় দিশেহারা হয়ে উঠছে বাণিজ্যিক নগর চট্টগ্রাম। আক্রান্তের তালিকায় ইতিমধ্যে দেশের রাজধানী ঢাকার পরেই এখন চট্টগ্রামের অবস্থান। রীতিমতো করোনা মহামারির হটস্পটে পরিণত হয়েছে।

    সোমবার (২৫ মে) সকাল পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭১০ জন। এর মধ্যে চট্টগ্রাম মহানগরে ১ হাজার ৩০৬ ও উপজেলায় ৩০৪ জন।

    গত ২৪ ঘণ্টার রিপোর্টে মৃত্যুবরণকারীর তালিকায় যোগ হলো আরো একজনের নাম। করোনাভাইরাসে (কোভিড-১৯ এ) আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়।

    গতকাল ২৪ মে রবিবার সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নে করোনার উপসর্গ নিয়ে ৭০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। রাতে পাওয়া নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাঁর করোনা সংক্রমণ ধরা পড়ে। সীতাকুণ্ডে করোনা সংক্রমণ শুরুর দেড় মাস পর প্রথমবারের মৃত্যুর ঘটনা ঘটল।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ বলেন, ওই নারীর জ্বর ও শ্বাসকষ্ট থাকায় গত শনিবার দুপুরে তাঁর নমুনা সংগ্রহ করা হয়। রোববার সকালে তিনি মারা যান। সরকারি স্বাস্থ্যবিধি মেনে তাঁর লাশ দাফন করা হয়।

    ২৪ মে রবিবার রাতে পাওয়া নমুনা পরীক্ষার ফলে তাঁর করোনা পজিটিভ আসে। এছাড়া একই দিনের নমুনা পরীক্ষার ফলাফলে আরও পাঁচজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে তিনি জানান। এ মৃত্যুটিসহ চট্টগ্রামে এখন পর্যন্ত সরকারি তালিকায় ৫৪ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

    করোনা উপসর্গ নিয়ে তরুণ চিকিৎসকের মৃত্যু : আজ সোমবার (২৫ মে) ভোর ৬টার দিকে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ৩৪ বছর বয়সী তরুণ চিকিৎসক ডা. এস এম জাফর হোসাইন রুমি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

    মৃত্যুবরণকারী তরুণ চিকিৎসক ডা. এস এম জাফর হোসাইন রুমি বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের ৩য় ব্যাচের সাবেক শিক্ষার্থী এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের শিশুরোগ বিভাগের চিকিৎসক ছিলেন।

    আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের পরিচালক ডা. নুরুল হক তথ্যটি নিশ্চিত করে বলেন, গত ১৬ মে শনিবার তরুণ এ চিকিৎসকের শ্বাসকষ্ট দেখা দিলে তিনি আমাদের হাসপাতালের কেবিনে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নেন। শারিরীক অবস্থা খারাপের দিকে গেলে ওইদিন দুপুরেই তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ)তে নেওয়া হয়।

    গত ১৯ মে তার অবস্থা আরো খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের উদ্দ্যেশে এয়ার অ্যাম্বুলেন্স তৈরি করা হলেও করোনা উপসর্গ জানতে পেরে এয়ার অ্যাম্বুলেন্সটি তাকে না নিয়ে ফিরে যায়। পরে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোর ৬ টার দিকে তার মৃত্যু হয়।

    হাসপাতাল সূত্রে জানা গেছে এর আগেও চিকিৎসক জাফর হোসাইনের করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয়েছে। প্রথম বার নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছিল। পরে পরীক্ষার জন্য আবারও নমুনা নেওয়া হয়েছে।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • বড়দারোগারহাটে দুটি প্রাইভেট কারের সংঘর্ষে নিহত ১

    বড়দারোগারহাটে দুটি প্রাইভেট কারের সংঘর্ষে নিহত ১

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড‌ে দুটি প্রাইভেট কারের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টার দিকে উপজেলার বড়দারোগারহাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

    জানা যায়, বড়দারগাহাটে অবস্থিত ওজন স্কেলের জন্য দেয়া স্পিড ব্রেকার পার হওয়ার সময় দুইটি প্রাইভেটকার (ঢাকা-মেট্রো গ-৪২-৭৯০২ ও ঢাকা-মেট্রো গ- ১৩-৫৫১৩) একটি অন্যটির পিছনে ধাক্কা দেয়। এসময় এক ব্যাক্তি ঘটনাস্থলে নিহত হয়।

    খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা তাশারফ হোসেন এর নেতৃত্বে ঘটনাস্থলে উপস্থিত লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

    এ ব্যাপারে কুমিরা হাইওয়ে পুলিশের ওসি সাইদুল ইসলাম ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, সকাল ৯ টা দিকে গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ একজন নিহত হন। তার পরিচয় পাওয়া যায়নি। লাশটি উদ্ধার করে চমেক হাসপাতলের মর্গে প্রেরন করি।

    ২৪ ঘণ্টা/কামরুল ইসলাম দুলু/রাজীব প্রিন্স

  • সীতাকুণ্ডে নতুন করে আরো একজন আক্রান্ত, সচেতনতার বালাই নেই!

    সীতাকুণ্ডে নতুন করে আরো একজন আক্রান্ত, সচেতনতার বালাই নেই!

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে আজ আরো একজন করোনায় আক্রান্ত হয়েছে। এই নিয়ে গত তিনদিনে সীতাকুণ্ডে ৯ জন করোনায় আক্রান্ত হয়েছে।

    আক্রান্ত ব্যক্তি পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী। তিনি উপজেলার ছোটদারগারহাট পূর্ব লালা নগর এলাকার বাসিন্দা। বয়স ৩৫। বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মোঃ নুর উদ্দিন রাশেদ।

    সর্বশেষ তথ্য মতে সীতাকুণ্ড পুরো উপজেলায় এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছে ১৩ জন, সুস্থ হয়েছেন ২ জন, প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে ৮৫৩ জন, আইসোলেশনে আছে ১১জন।

    আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও জনসাধারণের মধ্যে এখনো সচেতনতা বালাই নেই, আর সামাজিক দূরত্বকে উপেক্ষা করে প্রতিনিয়ত হাট বাজারে ভিড় করছে লোকজন।

    ২৪ ঘণ্টা/কামরুল ইসলাম দুলু/আর এস পি

  • সীতাকুণ্ডে একদিনে দুই নারীসহ ৫ জন করোনা আক্রান্ত : মোট ১২,সুস্থ ৩ জন

    সীতাকুণ্ডে একদিনে দুই নারীসহ ৫ জন করোনা আক্রান্ত : মোট ১২,সুস্থ ৩ জন

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তার মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ।

    চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা.হাসান শাহরিয়ার কবির ২৪ ঘণ্টা ডট নিউজকে জানান, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে বৃহস্পতিবার ৬১টি নমুনা পরীক্ষা করার পর ৪০টি নমুনা পজেটিভ এসেছে। তার মধ্যে সীতাকুণ্ড উপজেলায় রয়েছে ৫জন।

    উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক মো. নুর উদ্দীন রাশেদও বিষয়টি নিশ্চিত করেছেন। এনিয়ে পুরো উপজেলায় মোট আক্রান্ত সংখ্যা দাড়িয়েছে ১২ জনে।

    একদিনে নতুন করে আক্রান্তদের মধ্যে উপজেলার ছোট কুমিরায় ১ জন, ভাটিয়ারীতে ১ জন, পৌরসভায় ২ জন এবং বারৈয়াঢালায় ১ জন। তাদের মধ্যে কুমিরা এবং ভাটিয়ারীর আক্রান্ত দুইজন মহিলা বলে জানা গেছে।

    ইতোমধ্যে আক্রান্তদের বাড়ি ও আশপাশ এলাকায় লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়। সীতাকুণ্ডে এ পর্যন্ত ১২ জন আক্রান্তদের মধ্যে তিনজন সুস্থ্য হয়ে বাসায় ফিরেছেন বলে তিনি নিশ্চিত করেছেন।

    ২৪ ঘণ্টা/কামরুল ইসলাম দুলু/আর এস পি

  • সীতাকুণ্ডে আরো একজন করোনায় আক্রান্ত, ১১ পরিবার লকডাউন

    সীতাকুণ্ডে আরো একজন করোনায় আক্রান্ত, ১১ পরিবার লকডাউন

    ২৪ ঘণ্টা ডট নিউজ। কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড : সীতাকুণ্ডে আরো একজন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। উক্ত ব্যক্তির বয়স (৫০) বছর। সে একটি ওয়ার্কশপের নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত বলে জানা গেছে।

    করোনা আক্রান্ত ব্যাক্তিটি উপজেলার ১০ নং দক্ষিণ সলিমপুর ইউনিয়নের আবদুস সাত্তারের বাড়ির বাসিন্দা।

    গত ২২ এপ্রিল তিনি ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতলে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসলে আজ ২৯ এপ্রিল রাতে রিপোর্টে তার করোনা পজিটিভ ধরা পড়ে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন।

    জানা যায়, রিপোর্ট দিয়ে আসার পর থেকে ঐ প্রতিষ্ঠানে নিরাপত্তা কর্মী হিসেবে নিয়োজিত ছিলেন। এদিকে রাতে আক্রান্ত ব্যক্তির বাড়িতে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন মোল্লা। ওই বাড়ির ১১ পরিবারকে লকডাউনে রাখা হয়।

    উল্লেখ যে, সীতাকুণ্ডে এ পর্যন্ত তিনজনের শরীরে করোনা ভাইরাসের সংক্রামন ধরা পড়ে। তার একজন ইতোমধ্যে সুস্থ্য হয়ে বাসায় ফিরে যায়।

    ২৪ ঘণ্টা/আর এস পি