Tag: সীতাকুণ্ডে

  • সীতাকুণ্ডে বিট কর্মকর্তার পরিত্যাক্ত ঘরে মিলল জবাইকৃত মায়া হরিণ!

    সীতাকুণ্ডে বিট কর্মকর্তার পরিত্যাক্ত ঘরে মিলল জবাইকৃত মায়া হরিণ!

    ২৪ ঘণ্টা ডট নিউজ। কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড : সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় অবস্থিত বন বিটের একটি পরিত্যাক্ত ঘর থেকে জবাইকৃত একটি মায় হরিণ উদ্ধার করেছে পুলিশ। হরিণটির ওজন প্রায় ১২ কেজি।

    আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার সময় এঘটনা ঘটে। ময়নাতদন্ত ছাড়াই বিট অফিসের পাশে মায়া হরিণটি মাটিচাপা দেওয়া হয়েছে।

    জানা যায়, সকালে শীতলপুর বিট কর্মকর্তা জাকির হোসেন নিজেই পরিত্যাক্ত রুমের ভিতরে একটি জবাইকৃত হরিণের চামড়া ছড়ানোর সময় স্থানীয় কয়েকজন যুবক বিষয়টি দেখতে পায়।

    পরে ঘটনাটি স্থানীয় সাংবাদিকদের জানালে তাৎক্ষনিভাবে কয়েকজন সাংবাদিক সেখানে উপস্থিত হয়। এসময় সাংবাদিকদের দেখে বিট কর্মকর্তা জাকির হোসেন তড়িঘড়ি করে জবাইকৃত মায়া হরিণটি মাটি চাপা দিতে যায়।

    এসময় তিনি বলেন, শামসুল আলম নামে এক ব্যক্তি পাহাড় থেকে হরিণটি নিয়ে যাওয়ার সময় আমি আটক করি। এরপর চামড়া সংরক্ষণের জন্য আমি জবাই করে চামড়া ছড়াই।

    এ প্রতিবেদক বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়কে জানালে তিনি হরিণটি মাটি চাপা দিতে নিষেধ করেন। এদিকে নাম প্রকাশ না করা শর্তে ওই এলাকার বেশ কয়েকজন যুবক বলেন, বিট কর্মকর্তাসহ স্থানীয় ২/৩ জন মিলে উক্ত হরিনটি আটক করে জবাই করে।

    পরবর্তীতে স্থানীয় লোকজনের মাঝে ঘটনাটি জানাজানি হয়ে গেলে বিট কর্মকর্তা হরিণের চামড়া সংগ্রহ করে মাংস মাটির নিচে চাপা দেয়।

    এদিকে খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার এস.আই মো. রফিক এর নেতৃত্ব পুলিশ শীতলপুর বিট কার্যলয়ে গিয়ে জবাইকৃত ও চামড়া ছড়ানো অবস্থায় মায়া হরিণটি উদ্ধার করেন। পরে কুমিরা বন বিভাগের রেঞ্জ অফিসার উত্তম কুমার দত্ত সেখানে উপস্থিত হন।

    এ বিষয়ে তিনি বলেন, পাহাড়ে শিকারীরা হরিণটি হত্যা করেছে। জবাইকৃত হরিণটি বিট কর্মকর্তা উদ্ধার করেছে।

    এদিকে বিট কর্মকর্তা জাকির হোসেন সাংবাদিকদের কাছে হরিণটি নিজে জবাই করে চামড়া ছড়ানোর বিষয়টি স্বীকার করলেও পুলিশের কাছে তিনি জবাই করা অবস্থায় পেয়েছেন বলে জানান।

    পরিত্যাক্ত রুমটিতে হরিণটি জবাই ও চামড়া চড়ানোর আলামত হিসেবে কয়েকটি ছুরি,কলাপাতা এবং রক্ত পাওয়া যায়।

    এব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা বখতিয়ার নূর সিদ্দিকী বলেন, কে বা কারা একটি মায়া হরিণকে হত্যা করেছে পাহাড়ে, সেটা বিট কর্মকর্তা উদ্ধার করেছে বলে আমাকে জানিয়েছে।

    লকডাউনের কারণে সব কিছু বন্ধ থাকায় ময়নাতদন্তও করা সম্ভব নয় বলে স্থানীয় প্রশাসনকে জানিয়ে মাটি চাপা দেওয়ার কথা জানিয়ে বলেন, দুপুর দেড়টার সময় এসআই রফিক ও রেঞ্জ কর্মকর্তা উত্তম কুমার দত্তের উপস্থিতিতে ময়নাতদন্ত ছাড়াই মায়া হরিণটি মাটিচাপা দেওয়া হয়।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • সীতাকুণ্ডে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

    সীতাকুণ্ডে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে চলতি মৌসুমে ১৫শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও ধানের বীজ বিতরণ করা হয়েছে।

    কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রনোদনার আওতায় আজ (২৩এপ্রিল) বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে সার ও বীজ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়।

    উপজেলা কৃষি অফিসার আল মামুন রাসেলের সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সুভাষ চন্দ্রনাথ এর পরিচালনায় প্রনোদনা বিতরণকালে উপস্থিত ছিলেন,সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক শেখ সালাউদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহ্ আলম প্রমুখ।

    প্রনোদনা বিতরণকালে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বলেন, সরকার বিনামুল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণসহ নানারকম পদক্ষেপ গ্রহন করে চলেছেন। ফলে কৃষক পরিবারের ছেলে মেয়েরা পড়া লেখা করে উচ্চ শিক্ষিত হয়ে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও স্কুল কলেজে শিক্ষক হিসেবে চাকুরী করতে সক্ষম হচ্ছেন। এসব উন্নয়নে সর্ব ক্ষেত্রেই সরকারের বিরাট ভুমিকা রয়েছে।

    তিনি আরো বলেন,আগে সারের জন্য কৃষক জমি চাষ করতে সমস্যায় পড়তে হতো। এখন আর সেই দিন নেই। সার ঘুরছে এখন কৃষকের পিছে।

    এদিকে প্রনোদনা গ্রহন করা পৌরসভাস্থ সিবপুর ৯নং ওয়ার্ডের কৃষক নুরুল আলম মানিক, বাড়বকুণ্ড ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ এর কৃষক মোঃ জাহাঙ্গীর আলম ও একই ইউনিয়নের উত্তর মাহমুদাবাদ এলাকার কৃষক মোঃ ইব্রাহীম বলেন, প্রতিবছরের মত চলতি বছরও আউশ মৌসুমে কৃষকদের মাঝে সরকার কৃষি উপকরণ বিতরণ করেছেন।

    এতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারগুলো অনেক উপকৃত হয়েছেন। তাছাড়া ধান উৎপাদনে সরকার বিভিন্ন সহায়তা প্রদান করছেন। সে জন্য আমরা অনেক খুশি।

    অপরদিকে কৃষি অফিসার আল মামুন রাসেল জানান, চলতি আউশ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক ১৫শ’কৃষকদের মাঝে প্রনোদনার আওতায় এক বিঘা জমি চাষ করার জন্য বিনামূল্যে মৌসুমে উপশী আউশ ধানের বীজ ৫ কেজি,ডিএপি সার ২০ কেজি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। সামাজিক দুরত্ব বজায় রাখতে শুধু পৌরসভা এলাকায় কৃষকদের উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে প্রনোদনা প্রদান করা হয়।

    ১নং সৈয়দপুর ইউনিয়ন থেকে ১০নং সলিমপুর ইউনিয়ন পর্যন্ত ইউপি চেয়ারম্যানদের নেতৃতে এবং ইউপি সদস্যদের উপস্থিতিতে এ প্রনোদনা বিতরণ করা হয়।

    ২৪ ঘণ্টা/ কামরুল ইসলাম দুলু/ আর এস পি

  • সীতাকুণ্ডে জ্বর নিয়ে ৫ বছরের শিশুর মৃত্যু, করোনা সন্দেহে নমুনা সংগ্রহ

    সীতাকুণ্ডে জ্বর নিয়ে ৫ বছরের শিশুর মৃত্যু, করোনা সন্দেহে নমুনা সংগ্রহ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে শরীরে জ্বর নিয়ে মো. হাসান (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় বুধবার রাত থেকে তার শরীরে জ্বর আসে, আজ বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

    শিশুটির শরীরে করোনা ভাইরাস সংক্রম হয়েছে কিনা তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে মারা যাওয়া শিশুটি করোনা আক্রান্ত হয়েছে সন্দেহে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

    মৃত হাসানের পিতা চা দোকানে কর্মচারী মোহাম্মদ হোসেন উপজেলার মাদাম বিবিরহাট সোনারগাঁ পেট্টোল পাম্পের পশ্চিমে আলী আজম মাষ্টারের ভাড়া বাসায় বাস করেন। তাদের গ্রামের বাড়ি নোয়াখালী।

    এ ব্যাপারে ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, শরীরে জ্বর নিয়ে এক শিশু মারা যাওয়ার খবর পেয়ে আমি বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানাই। সেখান থেকে চিকিৎসক এসে নমুনা সংগ্রহ করে নিয়ে যায় এবং লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা চিকিৎসক নুর উদ্দিন ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, জ্বরে মারা যাওয়া শিশুর করোনা আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার জন্য তা ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে পাঠানো হয়েছে। ফলাফল আসলে জানা যাবে মারা যাওয়া শিশুটির শরীরে করোনা ভাইরাস সংক্রমন ছিল কিনা।

    এদিকে বিকালে শিশুর লাশ মাদামবিবিরহাট এলাকায় দাফন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

    ২৪ ঘণ্টা/কামরুল ইসলাম দুলু/ আর এস পি

  • সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় পেট্টোল পাম্পের হিসাব রক্ষকের মৃত্যু

    সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় পেট্টোল পাম্পের হিসাব রক্ষকের মৃত্যু

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি || সীতাকুণ্ডের ভাটিয়ারীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আজগর আলী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

    গতকাল শনিবার রাত সাড়ে ৯ টার সময় উপজেলার মাদামবিবির হাটের জাহানাবাদ এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে।

    নিহত আজগর আলী মাদাম বিবিরহাটস্থ সোনারগাঁও পেট্টোল পাম্পের হিসাব রক্ষক বলে জানা গেছে।

    জানা যায়, তিনি রাতের ডিউটিতে আসার সময় রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার বাড়ী রাউজান থানা এলাকায় বলে জানা যায়।

    বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই আশরাফুল ইসলাম।

    ২৪ ঘণ্টা/ কামরুল দুলু/ আর এস পি

  • সীতাকুণ্ডে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আলিম উল্লাহ’র দাফন সম্পন্ন

    সীতাকুণ্ডে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আলিম উল্লাহ’র দাফন সম্পন্ন

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে নামাজে জানাজা শেষ বীর মুক্তিযোদ্ধা মরহুম আলিম উল্ল্যাহর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

    পুলিশের একটি চৌকস দল বীর এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বাদ জোহর নিজ এলাকা উপজেলার মুরাদপুর ইউনিয়নের বশরত নগর গ্রাম জামে মসজিদ সংলগ্ন মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

    এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সাংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন রায়, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন মোল্লা, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, মোরাদপুর ইউপি চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী বাবু, উপজেলা ডেপুটি কমান্ডার, জেলা ও উপজেলা কমান্ডের নেতৃবৃন্দ, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউপি সদস্যবৃন্দসহ উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।

    মরহুম আলিম উল্লাহ সোমবার বিকালে চট্টগ্রাম নগরীর জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

    ২৪ঘণ্টা/ কামরুল দুলু/ আর এস পি

  • লকডাউনের সুযোগে সক্রিয় প্রতারকচক্র :  সীতাকুণ্ডে জনতার হাতে ধরা ৩ ভুয়া ডিবি

    লকডাউনের সুযোগে সক্রিয় প্রতারকচক্র : সীতাকুণ্ডে জনতার হাতে ধরা ৩ ভুয়া ডিবি

    ২৪ ঘণ্টা ডট নিউজ : সীতাকুণ্ড প্রতিনিধি :  প্ররাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণে দেশব্যাপী লকডাউনের সুযোগে পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজি করছে কয়েকটি প্রতারক চক্র। 

    সীতাকুণ্ডের বড় কুমিরা এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ এমনই এক চক্রের ৩ সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

    গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) রাতে উপজেলার বড় কুমিরা মাজার গেইট রহমতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানায়, উক্ত ৩ ব্যাক্তি নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে করোনা ভাইরাসের বন্ধের মধ্যে দোকান খোলা রাখার কারণে ভয়ভীতি দেখিয়ে ব্যবসায়িদের কাছ থেকে চাঁদা আদায় করছিল।

    এসময় তাদের কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয় আলাউদ্দীন মেম্বার এবং সীতাকুণ্ড ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য মেজবা ও কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাইহান এবং কুমিরা ৭/৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে এলাতার জনগন তিনজনকে আটক করেন।

    পরে খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি ফিরোজ মোল্লা, ওসি তদন্ত শেখ শামীম ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে আটত তিনজন পুলিশ প্রশাসনের কোন দপ্তরেই কর্মরত নয় জানিয়ে তিনজনকে থানায় নিয়ে যায়।

    ওসি জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয়দের  বরাতে তিনি জানায়, এসব ভুয়া পুলিশ মূলত সড়কের পাশে দোকানে অভিযানের নামে বেধড়ক মারধর করে টাকা নিয়ে যায়। বেশ কয়েকটি দোকান হতে টাকা নেয়া শেষে বড় কুমিরা মাজার গেইটে গিয়ে একই কায়দায় টাকা দাবী করলে সেখানে জনতার সন্দেহ হলে আটক করে থানায় খবর দেয়।

    এসময় জনতা তাদের ব্যবহ্নত একটি প্রাইভেটকার ভাঙচুর করেছে। গাড়িটি পুলিশ জব্দ করেছে। তাছাড়া আটককৃত প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় ওসি।

    ২৪ ঘণ্টা/কামরুল দুলু/আর এসপি

  • সীতাকুণ্ডে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেল ৬ বছরের শিশু

    সীতাকুণ্ডে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেল ৬ বছরের শিশু

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিথি দাস নামে ৬ বছর বয়সী এক শিশু কন্যা মারা গেছে।

    আজ শনিবার (২৮মার্চ) সকাল ৯ টার সময় উপজেলার কুমিরা ঘাটঘর এলাকার ৮ নং ওয়ার্ডে জেলেপাড়ায় এঘটনা ঘটে। নিহত তিথি দাস একই এলাকার কৃষ্ণ জলদাসের কন্যা।

    জানা যায়, শনিবার সকালে খেলা করার সময় কুমিরা-সন্দ্বীপ ফেরী ঘাট রোড দিয়ে যাতায়াতকারী রড বোঝায় একটি ট্রাক
    ( চট্ট মেট্রো ট-১১-৭৬৬৬) তিথিকে চাপা দেয়। এতে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিথি মারা যায়।

    স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন ২৪ ঘন্টা ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই রবিচরণ ঘটনাস্থলে উপস্থিত হয়। ট্রাক চালক মো. নিজামেকে গাড়িসহ আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    ২৪ ঘন্টা/ কামরুল দুলু/ আর এস পি

  • সীতাকুণ্ডে ফ্রিজ ভাঙ্গা গুজবে আতংকিত গৃহনীরা

    সীতাকুণ্ডে ফ্রিজ ভাঙ্গা গুজবে আতংকিত গৃহনীরা

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সারাদেশে করোনা ভাইরাস নিয়ে একদিকে সবার মাঝে বিরাজ করছে আতঙ্ক আর অন্য দিকে একের পর এক সৃষ্টি হচ্ছে গুজব।

    এই গুজবে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। গুজবে পিছিয়ে নেই চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাও। করোনা আতঙ্কের মধ্যেও যে যেভাবে পারছে গুজব ছড়িয়ে যাচ্ছে। তেমনি একটি গুজব হচ্ছে ফ্রিজ ভাঙা।

    এ গুজবে বলা হচ্ছে করোনার কারণে ফ্রিজে কাঁচা মাছ, মাংস রাখলে বাড়ি গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ফ্রিজ ভেঙ্গে দিচ্ছে। আজ বুধবার সকাল থেকেই এ গুজব ছড়িয়ে পড়ে।

    স্থানীয়রা জানান, সকাল থেকেই গুজব রটে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর লোকজন বাড়ি বাড়ি গিয়ে ফ্রিজ ভেঙ্গে ফেলছে। তারপর ফ্রিজে রাখা জিনিসপত্র নিয়ে যাচ্ছে।

    জানা গেছে, উপজেলার কুমিরা এলাকায় বিদেশ ফেরত এক প্রবাসীর বাড়িতে গিয়ে ইউনিয়ন পরিষদের নুরুজ্জামান নামের এক চৌকিদার বলেছে, ঘরের ফ্রিজ বন্ধ রাখতে, এর কারণ হিসেবে বলেছে যে, ফ্রিজের ঠান্ডা খাবার খেলে করোনা ভাইরাসে আক্রান্ত হবে। এই কথাটি দ্রুত সবার মাঝে ছড়িয়ে পড়ে এবং যে যেভাবে পারছে গুজব ছড়িয়ে দিচ্ছে।

    এ ব্যাপারে নুরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি সবার কাছে শুনেই কথাটা বলেছি। গুজব রটানোর পর থেকে অনেকে নিজেদের আত্মীয়, পরিচিতজনদেরও মোবাইল ফোনে এ খবর জানিয়ে দেন। ফলে বাড়ির গৃহিণীদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়।

    এই গুজবের ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, এটি একটি সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট, গুজব। এক শ্রেণীর কিছু মানুষ এমন গুজব ছড়াচ্ছে। যারাই এমন গুজব ছড়াচ্ছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। সবাই মিথ্যা গুজব থেকে বিরত থাকুন, কেউ গুজবে বিশ্বাস করবেন না।

    ২৪ ঘন্টা/কামরুল ইসলাম দুলু/ আর এসপি

  • সীতাকুণ্ডে কুমিরায় গাছের ডাল পড়ে এক ব্যক্তি নিহত

    সীতাকুণ্ডে কুমিরায় গাছের ডাল পড়ে এক ব্যক্তি নিহত

    ২৪ ঘন্টা ডট নিউজ।সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে গাছ কাটার সময় শরীরের উপর গাছের ডাল পড়ে মো. হারুন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

    আজ রবিবার (২২ মার্চ) দুপুর দেড়টার সময় উপজেলার ছোট কুমিরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হারুন বাড়বকুণ্ড এলাকার নতুন পাড়া গ্রামের মৃত নুরুল হকের পুত্র।

    জানা যায়, হারুন দুপুরে কুমিরা এলাকায় ক্রয়কৃত গাছ কাটার সময় একটি বড় ঢাল তার শরীরের উপর পড়ে, এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এ ব্যাপারে বাড়বকুণ্ড ইউনিয়ের চেয়ারম্যান মো. সাদাকাত উল্লাহ মিয়াজী ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, নিহত হারুন গাছের ব্যবসা করেন। কুমিরা এলাকায় সে গাছ কিনে সেটি কাটার সময় তার গায়ে পড়ে আহত হয়। মেডিকেলে নিয়ে গেলে তিনি মারা যান।

    বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আহতাবস্থায় হারুন নামের এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষন পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ২৪ ঘন্টা/কামরুল দুলু/আর এস পি

  • সীতাকুণ্ডে আকাশ থেকে পড়ে ৩০ কেজি ওজনের বস্তু : জনমনে আতংক

    সীতাকুণ্ডে আকাশ থেকে পড়ে ৩০ কেজি ওজনের বস্তু : জনমনে আতংক

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে আকাশ থেকে পড়া একটি ভারী অদৃশ্য বস্তুকে বোমা ভেবে তুলকালাম কান্ড ঘটেছে। বেশ কয়েক ঘন্টা পুরো ভাটিয়ারী এলাকায় জনসাধারণের মাঝে বিরাজ করে আতঙ্ক।

    আজ ২১ মার্চ শনিবার দুপুর পৌনে দুইটার সময় উপজেলার ভাটিয়ারী এলাকার ৪নং ওয়ার্ডের মিত্র বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

    জানা যায়, শনিবার দুপুরে মিত্র বাড়ির পাশে একটি খালি একটি স্থানে বিকট শব্দে আকাশ থেকে একটি বস্তু পড়ার শব্দ শুনে এলাকাবাসী। ঐস্থানে বড় একটি গর্ত হতে দেখা যায়।
    তবে এলাকাবাসী বুঝতে পারেনি উপর থেকে কি পড়েছে। ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় হাজার হাজার উৎসুক মানুষের ভীড় বাড়তে থাকে।

    বিষয়টি স্থানীয় ইউপি সদস্য সাব্বির আহমেদ চৌধুরী প্রশাসনকে জানালে ঘটনাস্থলে উপস্থিত হয় এএসপি (সীতাকুণ্ড সার্কেল) শম্পা রানী শাহা, মডেল থানার ওসি ফিরোজ আলম মোল্লা, ওসি (তদন্ত) শামীম শেখ, ফৌজদার হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শফিক, ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন।

    এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী ও বোমা ডিসফোজল ইউনিট এডিসি পলাশ কান্তি নাথের নেতৃত্বে টিম উপস্থিত হয়। বিকাল ৫ টা থেকে রাত সাড়ে ৮ টা তিন ঘন্টা সময় নিয়ে প্রায় ১২ ফুট গভীর গর্ত মাটির ভিতর থেকে বস্তুটি উদ্ধার করেন তারা।

    উদ্ধারকৃত বস্তুটি কোন রকম বোমা বা অন্য কিছু নয় এটি সাগর উপকুলে অবস্থিত শীপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরিত ক্রেনের একটি অংশ ৩০ কেজি ওজনের লোহার পাত। এটি সাগর উপকুলের শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে প্রায় দেড় কিলোমিটার দুরে গিয়ে পড়ে।

    জানা যায়, উপজেলার ভাটিয়ারী ষ্টেশন রোডের পশ্চিম পার্শ্বে সাগর উপকুল এলাকায় অবস্থিত জিরি সুবেদারের মালিকানাধীন ফেরদৌস ষ্টীল। এই শীপ ইয়ার্ডে প্রায় ৪/৫ বছর আগে একটি ৫শত টন ওজনের ক্রেন আনেন বিদেশ থেকে।সীতাকুণ্ডে আকাশ থেকে পড়ে ৩০ কেজি ওজনের বস্তু

    কিন্তু দীর্ঘ সময় চেষ্টা করেও ইয়ার্ড কতৃপক্ষ ক্রেনটি ইয়ার্ডে নামাতে পারেনি। শনিবার দুপুরে ফের চেষ্টা চলছিল ক্রেনটি জাহাজ থেকে নামিয়ে ইয়ার্ডের কাজে ব্যবহার করার জন্য। কিন্তু বাঁধে বিপত্তি। ওয়ার টানতে গিয়ে বিকট শব্দে বিস্ফোরিত হয় ক্রেন। ছিঁড়ে যায় ওয়ার।

    এ সময় ওয়ার এর তার ছিঁড়ে মহাসড়কের পূর্ব পাশ প্রায় দেড় কিলোমিটার দুরত্বে ষ্টেশন রোড সিদ্দিক ফকিরের মাজার সংলগ্ন এলাকায় পড়ে এবং ত্রিশ কেজি ওজনের একটি লোহার টুকরো দুই কিলোমিটার দুরত্ব ৪নং ওয়ার্ড ভাটিয়ারি মিত্র বাড়ির পুকুর সংলগ্ন এলাকায় পড়ে।

    দুপুর থেকে জনমনে আতংক সৃষ্টি হয়,এত বিকট শব্দে এটা কি পড়লো। বাংলাদেশ সেনাবাহিনীর বিএম সংলগ্ন এলাকায় হওয়ায় সেনা বাহিনীকে স্থানীয় প্রতিনিধিরা অবগত করেন। এরপর আইন-শৃঙ্গলা বাহিনী,পরে চট্টগ্রাম থেকে ডাকা হয় বোমা ডিসফোজল ইউনিট।

    সন্ধ্যা সাড়ে ৫টার সময় ঘটনাস্থলে আসেন পলাশ কান্তি নাথের নেতৃত্ব সাত সদস্যর বোমা ডিসফোজল ইউনিট। শুরু হয় অভিযান, প্রায় তিন ঘণ্টা মাটি খনন করে মাটির ১২ ফুট গভীর থেকে উদ্ধার করা হয় পুরাতন জাহাজের ত্রিশ কেজি ওজনের একটি টুকরো।

    এ বিষয়ে জানতে চাইলে ভাটিয়ারি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘ আসলে অবিশ্বাস্য একটি ঘটনা। ফেরদৌস শীপ ব্রেকিং ইয়ার্ডটি ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দুরত্বে।

    দুপুরে বিকট শব্দে বহু উপর দিয়ে এসে এখানে এই লোহার টুকরোটি পড়ে। জনমনে শুরু হয় আতংক। আমাকে স্থানীয় মেম্বার জানানোর সাথে সাথে আমি আইন-শৃঙ্গলা বাহিনীকে অবগত করি।”

    এবিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার(সীতাকুণ্ড সার্কেল) শম্পা রাণী সাহা বলেন, যেই ইয়ার্ড থেকে লোহার টুকরোটি এসেছে শুনেছি,তার দুরত্ব প্রায় দুই কিলোমিটার। আমরা তদন্ত করবো এবং অসতর্কতার জন্য ইয়ার্ড কতৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

    ২৪ ঘন্টা/কামরুল ইসলাম দুলু/আর এসপি

  • সীতাকুণ্ডে সৌদি প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা

    সীতাকুণ্ডে সৌদি প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে হোম কোয়ারেন্টাইনে না থেকে প্রকাশ্যে চলা ফেরার দায়ে এক সৌদি আরব প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    দন্ডপ্রাপ্ত প্রবাসী উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বাসিন্দা। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় এই জরিমানা প্রদান ও আদায় করেন। ওই প্রবাসী গত ৯ মার্চ দেশে ফিরেন।

    এ বিষয়ে মিল্টন রায় বলেন, ‘১৯ মার্চ পর্যন্ত সীতাকুণ্ডে ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। দেশের বাহিরে থেকে আসার পর আমরা ১৪ দিন নিজ বাড়ির বাইরে না যাওয়ার জন্য বলেছি। এরপরও কিছু প্রবাসী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। খবর পেলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।

    তিনি জানান, সৌদি আরব থেকে দেশে আসা প্রবাসীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আরো বেশ কয়েকজন দেশে আসা প্রবাসীকে ১৪ ঘরের বাহিরে বের না হওয়ার পরামর্শ দেন।

    ২৪ ঘন্টা/কামরুল দুলু/আরএসপি

  • সীতাকুণ্ডে পুকুরে পড়ে ৪ বছর বছরের শিশুর মৃত্যু

    সীতাকুণ্ডে পুকুরে পড়ে ৪ বছর বছরের শিশুর মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে পুকুরে পানিতে পড়ে তাওফি (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১ টার সময় উপজেলার ১ নং সৈয়দপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে মোহরী বাড়িতে এ ঘটনা ঘটে।

    নিহত শিশু তাওফি উক্ত এলাকার মোঃ সুমন ও উত্তর পশ্চিম সৈয়দপুর স্কুলের সহকারী শিক্ষিকা সুলতানা তাসমিন এর ছেলে।

    জানা যায়, সকালে বাড়ির পাশে খেলা করার সময় পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। কিছুক্ষন পর তার মৃতদেহ পানিতে ভেসে উঠে। বিষয়টি নিশ্চিত করেছেন ১ নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী।

    ২৪ ঘন্টা/কামরুল/আর এস পি