Tag: সীতাকুণ্ডে

  • ৩০ টাকা চুরির অপবাদ : সীতাকুণ্ডে শিক্ষিকার হাতে পিঠুনি খেয়ে হাসপাতালে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী

    ৩০ টাকা চুরির অপবাদ : সীতাকুণ্ডে শিক্ষিকার হাতে পিঠুনি খেয়ে হাসপাতালে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : টাকা চুরির অপবাদে ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে এক শিক্ষিকার বিরুদ্ধে। শানজিদা আক্তার নামে ঐ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করেছে তার পরিবার।

    সোমবার সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। জানা যায়, ৬ষ্ট শ্রেণীর শিক্ষার্থী শানজিদা আক্তারের বিরুদ্ধে একই ক্লাসের অপর এক ছাত্রীর কাছ থেকে তিরিশ টাকা চুরির অভিযোগ উঠে।

    চুরির অভিযোগ তুলে স্কুলের শিক্ষিকা শাহানাজ পারভিন শানজিদাকে বেধরক মারধর করেন। পরে শিক্ষার্থীর বাবা মো. খোরশেদ আলম তার মেয়েকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

    এই বিষয়ে শিক্ষার্থীর পিতা মো. খোরশেদ আলম এর কাছে জানতে চাইলে তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, স্কুলে আমার মেয়েকে ত্রিশ টাকা চুরি অভিযোগ এনে বেধড়ক মারেন বিদ্যালয়ের শিক্ষিকা শাহানাজ পারভিন। পিঠিয়ে জোরপূর্বক টাকা চুরির শিকারোক্তি আদায় করেন আমার মেয়ের কাছ থেকে। স্কুল ছুটি হয়ে যাওয়ায় বিদ্যালয়ের কারো সাথে যোগাযোগ করতে পারিনি।

    এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসহাক এর কাছে জানতে চাইলে তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে জানান ঐ শিক্ষার্থীর বিরুদ্ধে বেশ কিছু দিন ধরে টাকা চুরির অভিযোগ এসেছে। তার পরিপেক্ষিতে তার কাছে থেকে শিক্ষিকা বিষয়টি জানতে চেয়েছেন।

    উপজেলা শিক্ষা অফিসার মো. মামুন এর কাছে জানতে চাইলে তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে জানান বিষয়টি সর্ম্পকে তিনি অবগত নন। অভিযোগ পেলে তিনি বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

    ২৪ ঘন্টা/কামরুল দুলু/আর এস পি

  • সীতাকুণ্ডে পৃথক ৪টি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ১০

    সীতাকুণ্ডে পৃথক ৪টি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ১০

    ২৪ ঘন্টা ডট নিউজ।সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে গত ২৪ ঘন্টায় পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে।

    শনিবার রাত ৯ টায় ও রাত ১ টায় বাড়বকুণ্ড ও সলিমপুরের ফকিরহাট এলাকায় পৃথক সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়। রাতে বাড়কুন্ড এলাকার সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যাক্তি আহত হয়।

    কুমিরা হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থান মারা যান। নিহতের পরিচয় পাওয়া যায়নি।

    অন্যদিকে রাত ২টার দিকে উপজেলার কালুশাহ্ মাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় রুহুল আমিন (৬০) নামের একজন নিহত হয়। তিনি শাহাজালাল সার্ভিস সেন্টার নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার বাড়ি নোয়াখালী বলে জানা গেছে।

    অপর দিকে শনিবার কুমিরায় মিনিবাস ও সিমেন্ট বুঝায় ট্রাকের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়। রবিবার সকাল ১১টার সময় ফৌজদার হাট লিংক রোডে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হন।

    এই বিষয়ে বারআউলিয়া হাইওয়ে থানার এস আই মিজান জানান, আমরা খবরে পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।

  • সীতাকুণ্ডে আগুনে পুড়ে গেছে ৩২টি ঘর, ৩৫ লক্ষ টাকার ক্ষতি

    সীতাকুণ্ডে আগুনে পুড়ে গেছে ৩২টি ঘর, ৩৫ লক্ষ টাকার ক্ষতি

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অনন্তপূর এলাকায় আগুনে বসতঘরসহ ৩২টি টিনের ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

    বুধবার (৪ মার্চ) বিকাল পৌনে ৩টার সময় এলাকার জহুরলাল এর ভাড়াটিয়া হাসান এর তুলার গোডাউনে গ্যাসের রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে ধারনা করা হচ্ছে।

    সীতাকুণ্ড ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকাল পৌনে ৩টার সময় আমরা খবর পেয়ে বাড়বকুণ্ড অনন্তপূর গ্রাম এলাকায় ফারুক বড়ূয়ার বাড়ীতে ছুটে যায়। এসময় চারদিকে মানুষ ছুটে এসে যে যার মত আগুন নেভানোর চেষ্টা করে।

    সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুনে মৃত মনমোহন বড়ূয়ার সন্তান অশোক বড়ূয়ার বসত ঘরসহ জহুরলাল বড়ূয়া ও প্রিয়লাল বড়ূয়ার ৩২টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থদের দাবি আগুনের ঘটনায় ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।সীতাকুণ্ডে আগুনে পুড়ে গেছে ৩২ ঘর ক্ষতি ৩৫ লক্ষ টাকা

    ক্ষতিগ্রস্থ বাড়বকুণ্ড অগ্নিকুণ্ডের পৌরহিত নির্মল ভট্টাচায্য এবারের শিব চতুদর্শী মেলায় দক্ষিনা ও জায়গা বিক্রয়ের নগদ ৭ লক্ষ টাকা অপর দিকে মুদি দোকান দার শ্যামল চৌধুরীর ৫লক্ষ টাকা সহ পুড়ে ছাই হয়ে যায়।

    সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ তাশারফ হোসেন জানান, আগুনে ৩২টি টিন সেডের কাঁচাঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ২০ থেকে ২৫ লাক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। গ্যাসের রান্নার চুলার আগুন থেকে এই ভয়াবহ আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা করছি।

  • সীতাকুণ্ডে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

    সীতাকুণ্ডে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে উপজেলা প্রশাসনের আয়োজনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বিষয়ে প্রতিবন্ধি জনগোষ্ঠী ও অংশীজনদের জন্য এক অবহিতকরণ কর্মশালা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

    পায়াকট্ বাংলাদেশ’এর সহযোগীতায় বুধবার সকাল সাড়ে ১০টায় দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন জেন্ডার এন্ড সোশ্যাল ডেবেলপমেন্ট স্পেশালিস্ট সেইপ অথ্য বিভাগ,অর্থ মন্ত্রনালয়ের (অতিরিক্ত সচিব) ফারহিনা আহমেদ।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মাহাবুবুল হকের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের সমন্বয়ক মো. জিয়া উদ্দীনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলাউদ্দীন সাবেরী, মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী ও বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম ওয়াহেদী।

    স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ)অর্থ বিভাগ ও অর্থ মন্ত্রণালয় সামাজিক প্রচারভিযান দক্ষতা অবহিত করণ কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ্ আলম, সমাজ সেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম, তথ্যসেবা তথ্য আপা প্রকল্পের কর্মকর্তা শারমীন আক্তার, কর্মশালার ফ্যাসিলিটেটর মোঃ আবু আজম ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা এনজিও কর্মকর্তাসহ প্রতিবন্ধিরা
    কর্মশালায় অংশ গ্রহন করেন।

    প্রধান অতিথি বলে,সরকারি খরচে হতদরিদ্র জনগোষ্ঠীরা সম্পূর্ণ বিনামূল্যে মানসম্পন্ন প্রশিক্ষণ দেয়া হয় এই সেইপ এর মাধ্যমে। প্রশিক্ষন জানা থাকলে দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে কাজ করা সুযোগ হবে। প্রশিক্ষণের মাধ্যমে তারা সনদপত্রও পাবেন।

  • সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু

    সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে’র ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দূর্ঘটনায় মো. কামরুল হাসান (২৮) নামে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

    আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলার সোনাইছড়ির লালবেগ এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে। নিহত কামরুল হাসান বরিশাল জেলার ভাউখালী থানার রাজাপুর গ্রামের মো. মহসিনের পুত্র। সে একজন শিপ ব্রেকিং ইয়ার্ডের ব্যবসায়ী।

    প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার সময় লালবেগ শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে ব্যবসার কাজ সেরে মোটর সাইকেল চালিয়ে মহাসড়কে উঠার সময় ঢাকামূখী একটি কভার্ডভ্যান মোটর সাইকেলকে চাপা দিলে গুরুতর আহত হয়।

    আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করে।

    এই বিষয়ে চমেক পুলিশ ফাঁড়ির এ এস আই আলাউদ্দিন জানান, দুপুর ১২টার সময় লালবেগ এলাকায় মোঃ কামরুল হাসান নামে এক শিপ ব্রেকিং ব্যবসায়ী মোটর সাইকেল আরোহীকে একটি কভার্ডভ্যান চাপা দিলে গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে।

    বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মিজান বলেন, কাভার্ডভ্যানের সাথে ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়। তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। কাভার্ডভ্যানটি আটক করে থানায় নেওয়া হয়েছে বললেন তিনি।

  • সীতাকুণ্ডে স্কুল ছাত্রীকে উক্ত্যক্ত, পরিবারের উপর হামলা : প্রকাশিত সংবাদের প্রতিবাদ

    সীতাকুণ্ডে স্কুল ছাত্রীকে উক্ত্যক্ত, পরিবারের উপর হামলা : প্রকাশিত সংবাদের প্রতিবাদ

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে দশম শ্রেণীর এক স্কুল পড়ুয়া মেয়েকে উক্ত্যক্তের প্রতিবাদ করায় উক্ত শিক্ষার্থীর পরিবারের উপর বখাটেরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

    সোমবার ২৪ ঘন্টা নিউজ এ প্রকাশিত উক্ত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ভাটিয়ারী ইউনিয়ের খাদেমপাড়াস্থ খোরশেদ মেম্বারের বাড়ির মো. হোসেন।

    তিনি বলেন, আমার আপন ভাই মোঃ আবুলের সাথে আমাদের পৈত্রিক সম্পত্তি ভিটা ও বসত ঘর নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

    তারই ধারাবাহিকতায় গত ১৯ ফেব্রুয়ারি বুধবার রাত ৯ টার সময় বাড়ির উঠানে পূর্ব পরিকল্পিতভাবে ৫/৬ জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে আমার এবং আমার ছেলে মোঃ শাহাজাহান ও মোঃ জাহেদ হোসেনের উপর অতর্কিতভাবে হামলা করে শরীরের বিভিন্নস্থানে জখম করে।

    মো. আবুল হত্যার উদ্দেশ্যে তাহার হাতে থাকা ধারালো কিরিচ দিয়ে শাহাজাহানকে আঘাত করিলে তার বাম হাতে মারাকত্বক জখম হয়। এসময় আমার আরেক ছেলে জাহিদ এগিয়ে এলে তাকেও ধারালো ছুরি দিয়ে চোখ ও নাকে আঘাত করে। স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়।

    এ ঘটনায় আমি বাদী হয়ে পাঁচজনের নামে সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়ের করি। মামলায় মোঃ আবুল(৫০), শামিমা আরা বেগম (৪৭),নাদিয়া আক্তার(১৯), তানিয়া আক্তার(২৫) ও সনিয়া আক্তার (২২) আসামী করা হয়।

    সংবাদে স্কুল ছাত্রী নাদিয়াকে স্কুলে যাওয়া আসার পথে কুরুচীপূর্ণ অঙ্গভঙ্গী এবং অশালীন কথাবার্তা, ইভটিজিং করে বলে যে লিখা হয়েছে তা সম্পুর্ণ বানোয়াট, মিথ্যা। এধরণের সংবাদের আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

    প্রতিবেদকের বক্তব্য : সোমবার ২৪ ঘন্টা নিউজ এ প্রকাশিত সংবাদটি প্রতিবেদকের নিজস্ব কোন বক্তব্য নয়। মো. আবুল হোসেন এর দায়ের করা মামলা সূত্রের তথ্য মতে নিউজটা প্রকাশিত হয়।

  • সীতাকুণ্ডে চোরাই সেগুন ও গামারি কাঠসহ কাভার্ডভ্যান আটক

    সীতাকুণ্ডে চোরাই সেগুন ও গামারি কাঠসহ কাভার্ডভ্যান আটক

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে চোরাই সেগুন ও গামারি গোল কাঠসহ একটি কাভার্ডভ্যান আটক করেছে ফৌজদার হাট বিট-কাম-চেক ষ্টেশন চট্টগ্রাম উত্তর বন বিভাগ।

    বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের বন কর্মকর্তারা মিরসরাই নিজামপুর এলাকা থেকে কাঠ বোঝায় কাভার্ডভ্যানটি আটক করে নিয়ে আসেন।

    কাভার্ডভ্যানটিতে অনুমানিক ১২ লক্ষ টাকার চোরাই সেগুন ও গামারি কাঠ ছিল বলে জানায় বন কর্মকতা।

    জানা যায়, চট্টগ্রাম শহর থেকে চোরাই সেগুন ও গামারি গোল কাঠ বোঝায় করে ঢাকার উদেশ্যে নিয়ে যাচ্ছিল (চট্ট মেট্রো ট ১১-৬০৭৫) একটি কাভার্ডভ্যান। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম উত্তর বন বিভগের বিভাগীয় উর্ধতন বন কর্মকর্তার নির্দেশে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ ও মনিরুল করিম (ফরেস্টার) স্টেশনের অন্যান্য সহযোগী কর্মকর্তারা কাঠ বোঝাই কভার্ডভ্যানটি মাদামবিবির হাট ফরেস্ট অফিসের সামনে ব্যরিকেট দিয়ে দেয় বন কর্মকর্তারা।

    পরে কাভার্ডভ্যানটির চালক ব্যরিকেট কেটে ঢাকার উদ্দেশ্যে চলে যায়। এক পযার্য়ে বন কর্মকর্তারা কাভ্যার্ডভ্যানের পিছনে ধাওয়া করতে করতে মিরসরাই নিজামপুর এলাকায় গিয়ে কাভার্ডভ্যানটি আটক করে মাদাম বিবিরহাট ফরেস্ট অফিসে নিয়ে আসে।

    এই বিষয়ে, ১৯২৭ সনের বন আইনে (২০০০) সংশোধনে ৪১ ও ৪২ ধারা বন আইনে ২০১৪ বিভাগীয় অরন্য পরিবহন বিধি মালা ২০১১ এর ধারা দন্ড বিধি মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন ফৌজদারহাট বিট- কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ (ফরেস্টার)।

  • সীতাকুণ্ডে কাল শুরু হচ্ছে ঐতিহ্যবাহী শিব চতুদর্শী মেলা : আগমন ঘটবে ২০ লক্ষ পুণ্যার্থীর

    সীতাকুণ্ডে কাল শুরু হচ্ছে ঐতিহ্যবাহী শিব চতুদর্শী মেলা : আগমন ঘটবে ২০ লক্ষ পুণ্যার্থীর

    ২৪ ঘন্টা ডট নিউজ। কামরুল দুলু, সীতাকুণ্ড : হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান সীতাকুণ্ডে কাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী শিবচতুর্দশী মেলা। চলবে শনিবার পর্যন্ত।

    মেলা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন গীতাযজ্ঞ, নামসংকীর্তন, ধর্মসভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। মূল মেলা তিন দিন (২০-২২ ফেব্রুয়ারি) হলেও প্রায় ১৫ দিন পর্যন্ত এই মেলা চলবে।সীতাকুণ্ডে ঐতিহ্যবাহী শিব চতুর্দশী মেলা কাল থেকে শুরু

    প্রতি বছর এ মেলা চলাকালে সীতাকুণ্ডের চন্দ্রনাথ দর্শনের জন্য ভারত, নেপাল, শ্রীলংকাসহ বিভিন্ন দেশ থেকে পুণ্যার্থীরা ছুটে আসেন। মেলায় প্রতিবারের ন্যায় এবারও প্রায় ২০ লক্ষ লোকের সমাগম ঘটবে বলে জানান মেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী। আরো খবর : সীতাকুণ্ডের চন্দ্রনাথে ঐতিহ্যবাহী শিব চতুদর্শী মেলা

    মেলা সুন্দর,সুশৃঙ্খল, সমন্বয় ও সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য প্রতিবছরের ন্যায় এবারও সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ২০ থেকে ২২ ফেব্রুয়ারি শিব চতুদর্শী এবং ৮-৯ ফেব্রুয়ারি দোল পূর্ণিমা অনুষ্ঠিত হবে।

    সীতাকুণ্ড স্রাইন কমিটির পক্ষ থেকে পুরী লজিং এ্যাক্ট অনুযায়ী শিবরাত্রী পূজা অনুষ্ঠানে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্রাইন কমিটির পক্ষ থেকে বৈদিক সন্মেলন আয়োজন করা হবে।সীতাকুণ্ডে ঐতিহ্যবাহী শিব চতুর্দশী মেলা কাল থেকে শুরু

    মেলায় সার্বিক আইন-শৃংঙ্খলা রক্ষার জন্যে অতিরিক্ত পুলিশ সুপার সীতাকুণ্ড সার্কেল শম্পা রাণী সাহা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ আলম মোল্লা’র নেতৃত্বে প্রায় ৫৫০ জন পুলিশ এবং বিশেষ করে এবার মহিলা পুলিশের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া ৩০-৪০ জন মহিলা আনসার -ভিডিপি সদস্য মেলা চলাকালীন সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকবে।

    মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের আগমনের সুবিধার্থে তুর্ণা নিশিতা, সুবর্ণ এক্সপ্রেস, মহানগর প্রভাতীসহ অন্যান্য আন্তনগর ট্রেন সমুহের যাত্রার ক্ষেত্রে সীতাকুণ্ডে ৩ মিনিট যাত্রা বিরতির ব্যবস্থা করা হয়েছে।সীতাকুণ্ডে ঐতিহ্যবাহী শিব চতুর্দশী মেলা কাল থেকে শুরু ২

    তীর্থের মন্দিরসহ মেলায় স্থাপিত দোকান,স্টল, বিনোদন কেন্দ্র সমূহকে অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা করা ও অসুস্থ তীর্থযাত্রীদের জরুরী ভিত্তিতে সেবা দেয়ার জন্য মেডিকেল বোর্ডসহ ফায়ার সার্ভিস বিভাগ সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকবে।

  • সীতাকুণ্ডে অস্ত্রসহ গ্রেফতার ১

    সীতাকুণ্ডে অস্ত্রসহ গ্রেফতার ১

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে পুলিশের বিশেষ অভিযানে সাইফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মাহমুদাবাদ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

    গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম মাহমুদাবাদ এলাকার কাপ্তান বাড়ির মো. আব্দুল মজিদের পুত্র বলে জানা যায়।

    রাতে গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড মডেল থানার এস আই জুলফিকার হোসেনের নেতৃত্ব পুলিশ দীঘিনালার হেমন্ত পুকুর পাড়ের দক্ষিনে একটি লাউ ক্ষেতের ভিতর অভিযান চালিয়ে উক্ত আসামিকে অস্ত্রসহ আটক করে।

    বিষয়টি নিশ্চিত করে মডেল থানার ওসি ফিরোজ আলম মোল্লা ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ এর (ক) ধারায় আভিযোগ গঠন করে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সীতাকুণ্ডে গোল্ডেন আয়রণ শিপ ব্রেকিং ইয়ার্ডকে ১০ লক্ষ টাকা জরিমানা

    সীতাকুণ্ডে গোল্ডেন আয়রণ শিপ ব্রেকিং ইয়ার্ডকে ১০ লক্ষ টাকা জরিমানা

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : পরিবেশের শর্ত ভঙ্গ এবং পরিবেশের ক্ষতি সাধন করার অপরাধে সীতাকুণ্ডে গোল্ডেন আয়রন ওয়ার্কস (শিপ ব্রেকিং ইয়ার্ড)কে ১০ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।

    সোমবার (১৭ ফেব্রুয়ারী) শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

    বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ এবং পরিবেশের ক্ষতি সাধন করার অপরাধে উক্ত জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    তিনি বলেন, সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ির শীতলপুর এলাকায় অবস্থিত উক্ত শিপ ব্রেকিং ইয়ার্ডকে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়। শিপ ব্রেকিং ইয়ার্ডটি পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করেছে এছাড়া তারা পরিবেশের ক্ষতি সাধন করেছে। এই অপরাধে উক্ত প্রতিষ্ঠানকে শুনানীতে ডাকা হয়।

    শুনানীকালে উক্ত প্রতিষ্ঠানকে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সীতাকুণ্ডে জাহাজে ৫ দিন আটকে থেকে অবশেষে নিজ দেশে ফিরে গেলো ১৭ চীনা নাবিক

    সীতাকুণ্ডে জাহাজে ৫ দিন আটকে থেকে অবশেষে নিজ দেশে ফিরে গেলো ১৭ চীনা নাবিক

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডের স্ক্রাপ জাহাজে ৫ দিন ধরে আটকে থাকার পর অবশেষে নিজ দেশের ফিরে গেলো ১৭ চীনা নাবিক।

    আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১ টার সময় বিচিং করা উক্ত জাহাজ থেকে ১৭ নাবিক নিচে নেমে তিন মাইক্রো যোগে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে রওয়ানা হয়। সেখান থেকে বিমান যোগে তারা থাইল্যান্ডের ব্যাংকক হয়ে বাই রোডে নিজ দেশ চীনে চলে যাবেন।

    এ ব্যাপারে লালবাগ শিপ ব্রেকিং ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসেম আবদুল্লাহ বলেন, চীনের ১৭ নাবিক ৫ ধরে আমাদের জাহাজে ছিল, করোনাভাইরাস আতঙ্কে এসব নাবিকদের নিচে নামতে দেওয়া হয়নি। ডাক্তারী পরিক্ষায় তাদের শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাস পাওয়া যায়নি।সীতাকুণ্ডে স্ক্রাপ জাহাজে আটকে থাকা ১৭ নাবিক ফিরছে দেশে

    তিনি বলেন, সরকারী নির্দেশনায় ১৭ চীনা নাবিককে তাদের এজেন্সীর মাধ্যমে বিমানের টিকেট দিলে আজ সকালে তাদের নিজ দেশে পাঠানো হয়। আরো খবর : সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজে আটকে আছে ১৭ চীনা নাবিক

    উল্লেখ্য যে, গত ২০ জানুয়ারি চীনের উইফং বন্দর থেকে রওনা দিয়ে শনিবার বিকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের সাগর উপকূলে সোনাইছড়ি ইউনিয়নের আবুল কাসেম মোঃ আবদুল্লাহ ও হাজ্বি লিয়াকত আলীর মালিকানাধীন লালবাগ শিপ ইয়ার্ডে জাহাজটি কাটার জন্য রাখা হলেও প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে এসব নাবিকদের নিচে নামতে দেওয়া হয়নি।

  • সীতাকুণ্ডে সাড়ে তিনলক্ষ টাকার ইয়াবা উদ্ধার : আটক ২

    সীতাকুণ্ডে সাড়ে তিনলক্ষ টাকার ইয়াবা উদ্ধার : আটক ২

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে তিনলক্ষ ত্রিশ হাজার টাকা মূল্যের ১১শ’ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

    সোমবার রাত ১১টায় উপজেলার ভাটিয়ারী এলাকায় মহাসড়কের পাশে বাস কাউন্টারের সামনে থেকে দুজনকে আটক করা হয়।

    পুলিশ জানায়, গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই আবদুল মজিদ সরকারেরর নেতৃত্বে দুইজনকে আটক করে তাদের শরীর তল্লাশী করলে একজনের কাছ থেকে ৬শ ও আরেকজনের কাছ থেকে ৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য তিন লক্ষ তিরিশ হাজার টাকা।

    আটককৃতরা হলেন- লক্ষ্মীপুর জেলার দিঘলী বাজার ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে মো. মোবারক হোসেন (২৪) ও চট্টগ্রাম জেলার পটিয়া থানার দক্ষিণ শ্রীমাই উত্তরপাড়া গ্রামের মো. শামছুল আলমের ছেলে মো. মহিউদ্দিন (৩০)। তারা উভয়ে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জেলার পাহাড়তলী থানায় একটি ভাড়া বাসায় বাস করে আসছিলেন।

    সীতাকুণ্ড থানার ইন্সপেক্টর (ইন্টেলিজেন্স) সুমন বণিক ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, বিশেষ অভিযানে ভাটিয়ারী এলাকা থেকে দুইজনকে ইয়াবাসহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে দুজনই মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেন।

    আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১),১০ এর (ক) ধারায় মামলা রুজু করে কোর্টে প্রেরন করা হয় বললেন এ পুলিশ কর্মকর্তা।