Tag: সীতাকুণ্ড মডেল থানা

  • পদ্মা সেতুর উদ্বোধনে সীতাকুণ্ড মডেল থানার আনন্দ শোভাযাত্রা

    পদ্মা সেতুর উদ্বোধনে সীতাকুণ্ড মডেল থানার আনন্দ শোভাযাত্রা

    সীতাকুণ্ড প্রতিনিধিঃ স্বপ্নের পদ্না সেতুর উদ্বোধন উপলক্ষে সীতাকুণ্ড মডেল থানার উদ্যেগে আনন্দ শোভাযাত্রা বের করা হয়েছে। এর আগে শনিবার সকালে পদ্না সেতুর উদ্বোধনী অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে প্রচার করা হয়। উদ্বোধন শেষে থানা প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে মহাসড়ক পদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্নস্তরের মানুষ অংশ নেন।

    এছাড়াও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো: শাহাদাত হোসেন, সহকারী পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) মোঃ আশরাফুল করিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, মডেল থানার ওসি আবুল কালাম আজাদ, ওসি (তদন্ত) সুমন বনিকসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

  • সীতাকুণ্ড মডেল থানার ওসি (ইন্টেলিজেন্ট)সহ ১৫ পুলিশ করোনা আক্রান্ত

    সীতাকুণ্ড মডেল থানার ওসি (ইন্টেলিজেন্ট)সহ ১৫ পুলিশ করোনা আক্রান্ত

    কামরুল ইসলাম দুলু:করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সীতাকুণ্ড মডেল থানায় কর্মরত মোট ১৫ জন পুলিশ।

    এদের মধ্যে একরামুল হক (৪৫) নামের একজন এসআই মারা যান।
    আক্রান্তদের মধ্যে একজন ইন্সপেক্টর ইন্টেলিজেন্ট, চারজন সাব-ইন্সপেক্টর বাকি ৯ জন কনস্টেবলসহ মোট ১৫ জন পুলিশ।

    থানার সূত্র মতে করোনার লক্ষণ নিয়ে ৬ জুন একরামুল হক (৪৫) নামের একজন এসআই মারা যান। পরবর্তীতে সেদিন রাতেই প্রাপ্ত ফলাফলে তার করোনা পজিটিভ ধরা পড়ে। এ পর্যন্ত মোট ৫০ জনের নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়। এর মধ্যে ২৬ জনের ফলাফল পাওয়া গেছে যার মধ্যে ১৫ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।

    বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন মোল্লা।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সীতাকুণ্ড থানার এসআই একরাম করোনা আক্রান্ত ছিলেন

    সীতাকুণ্ড থানার এসআই একরাম করোনা আক্রান্ত ছিলেন

    কামরুল ইসলাম দুলু:করোনার উপসর্গে মারা যাওয়া সীতাকুণ্ড মডেল থানার সহকারী পরিদর্শক (এসআই) একরামুল ইসলামের করোনা শনাক্তের রিপোর্ট পজেটিভ এসেছে।

    করোনা ইউনিটের দায়িত্বে থাকা সীতাকুণ্ড থানার এসআই টিবলু কুমার মজুমদার বলেন, গতকাল রাতে পাওয়া নমুনা প্রতিবেদনে মৃত এসআই করোনা পজেটিভ ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া গতকাল শনিবার রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্যে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

    এদিকে করোনায় আক্রান্ত হওয়া মডেল থানার ওসি (ইন্টেলিজেন্স) সুমন বণিক চট্টগ্রাম নগরের পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

    উল্লেখ্য যে, গতকাল শনিবার (৬জুন) সকালে ভাড়া বাসায় তিনি মারা যান এসআই একরামুল ইসলাম। তিনি চার দিন ধরে তিনি সর্দি ও জ্বরে ভুগছিলেন।
    চিকিৎসকের পরামর্শে ওষুধও খাচ্ছিলেন। শনিবার সকাল ১০টার দিকে একই ফ্ল্যাটের অন্য দুজন তাকে ঘুম থেকে ডাকতে গেলে অচেতন অবস্থায় মুখে ফেনা দেখতে পান।

    থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।করোনা পরীক্ষার জন্য লাশের নমুনা সংগ্রহ করা হয়। রির্পোটে একরামুল ইসলামের শরীরে করোনা পজেটিভ আসে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনা উপসর্গে মারা গেছেন সীতাকুণ্ড থানার এসআই,ওসিসহ আক্রান্ত ৭ পুলিশ

    করোনা উপসর্গে মারা গেছেন সীতাকুণ্ড থানার এসআই,ওসিসহ আক্রান্ত ৭ পুলিশ

    কামরুল ইসলাম দুলু:করোনার উপসর্গে মারা গেছেন সীতাকুণ্ড মডেল থানার সহকারী পরিদর্শক (এসআই) একরামুল ইসলাম (৪৫)।

    আজ শনিবার (৬ জুন) সকালে ভাড়া বাসায় তিনি মারা যান। চার দিন ধরে তিনি সর্দি ও জ্বরে ভুগছিলেন। তিনি পৌরসদরস্থ উত্তর বাজারের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম থানার কাঠালিয়া এলাকায়।

    থানা সূত্রে জানা যায় সীতাকুন্ড পৌরসভার উত্তর বাজারে ভূইঁয়া টাওয়ার নামের একটি ভবনের ব্যাচেলর বাসায় থাকতেন এসআই ইকরাম। গত ২ জুন থেকে সর্দি-জ্বরে ভুগছিলেন তিনি।

    চিকিৎসকের পরামর্শে ওষুধও খাচ্ছিলেন। আজ সকাল ১০টার দিকে একই ফ্ল্যাটের অন্য দুজন তাকে ঘুম থেকে ডাকতে গেলে অচেতন অবস্থায় মুখে ফেনা দেখতে পান। থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    করোনা পরীক্ষার জন্য লাশের নমুনা সংগ্রহ করা হয়েছে।

    চার দিনেও জ্বর না কমাতে আজ করোনা পরীক্ষার নমুনা দেওয়ার কথা ছিল এসআই ইকরামের।

    সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ জানান, নিহতের মুখে ফেনা ছিল। এ কারণে প্রাথমিকভাবে স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি যেহেতু জ্বর ও সর্দিতে ভুগছিলেন তাই করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে।

    এদিকে সীতাকুণ্ড মডেল থানার ওসি (ইন্টেলিজেন্স) সুমন বনিকসহ ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

    শুক্রবার রাতে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে ঘোষিত করোনা পরীক্ষার ফলাফলে এসব তথ্য জানা গেছে।

    সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় জানান, শুক্রবার নমুনা পরীক্ষার ফলাফলে মোট ৮ জনের করোনা পজিটিভ হয়েছে।

    সীতাকুণ্ড থানার ওসি মো. ফিরোজ হোসেন মোল্লা সাংবাদিকদের জানান, আক্রান্তদের মধ্যে দুজন সীতাকুণ্ড মডেল থানার সদস্য। এদের মধ্যে একজন ওসি ইন্টেলিজেন্স সুমন বণিক।

    সীতাকুণ্ড উপজেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১২৩ জন, সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৫৩ জন। হোম আইসোলেশন এ থাকা ৪০ জনের মধ্যে সুস্থ হয়েছে ২০ জন। করোনাই আক্রান্ত হয়ে মারা গেছে ৩ জন। করোনা উপসর্গ নিয়ে মারা গেছে সর্বশেষ এই পুলিশ সদস্য সহ ৭ জন।

    এর আগে কুমিরা হাইওয়ে থানার তিন পুলিশ সদস্য করোনাই আক্রান্ত হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর