Tag: সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম

  • সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন

    সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন

    সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর কার্যনির্বাহী কমিটি ২০২৪-২৫ গঠনের লক্ষ্যে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

    রবিবার (১৪ জানুয়ারী) সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম দুলু’র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এর আগে শনিবার রাতে সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম কার্যনির্বাহী পরিষদের এক সভা সংগঠনের সভাপতি মীর্জা মো. আকবর আলী চৌধুরী খোকন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মানিকের সঞ্চালনায় নগরীর নয়াবাজারস্থ তায়েফ হোটেলে অনুষ্ঠিত হয়।

    সভায় সর্বসম্মতিক্রমে সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক লায়ন মোঃ গিয়াস উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত করা হয়। এছাড়া নির্বাচন কমিশনার নিযুক্ত করা হয় বারৈয়ারঢালা শ্রী শ্রী নারায়ন আশ্রমের কার্যকরী সভাপতি ননী গোপাল দেবনাথ এবং চট্টগ্রাম ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল শাহিন আল রাজি।

    প্রধান নির্বাচন কমিশনার লায়ন মোঃ গিয়াস উদ্দিন বলেন, এবার নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬৬৮ জন। আশা করি বরাবরের মতোই নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর নির্বাচন উপহার দিবে। প্রতিদ্বন্ধিতাপূর্ণ এই নির্বাচনে সীতাকুণ্ড সমিতির যে কেউ অংশগ্রহনের সুযোগ পাবেন।

  • নবাগত এমপি এস এম আল মামুন এর সাথে সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম নেতৃবৃন্দের মতবিনিময়

    নবাগত এমপি এস এম আল মামুন এর সাথে সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম নেতৃবৃন্দের মতবিনিময়

    সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (আকবরশাহ-পাহাড়তলী আংশিক) আসনের নবাগত সংসদ সদস্য আলহাজ্ব এস এম আল মামুন এর সাথে সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর কার্যনির্বাহী কমিটি নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার দুপুরে সংসদ সদস্যের নিজ বাড়ি সলিমপুরস্থ এমপি বাড়িতে উক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।

    এসময় সমিতির কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে নবাগত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং একটি শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

    আলহাজ্ব এস এম আল মামুন এমপি সীতাকুণ্ড আসনে উন্নয়ন কার্যক্রমে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

    মতবিনিময়ে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর সভাপতি মীর্জা মোঃ আকবর আলী চৌধুরী খোকন, সহ-সভাপতি হাজ্বী মোঃ ইউছুফ শাহ, লায়ন কাজী আলী আকবর জাসেদ, সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ নাছির উদ্দিন মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবেদীন আল মামুন, লায়ন মোঃ আলিম উল্লাহ মুরাদ, সাংগঠনিক সম্পাদক লায়ন মোঃ আবুল হাসনাত, অর্থ সম্পাদক লায়ন মফিজুর রহমান সাজ্জাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক কামরুল ইসলাম দুলু, যুব ও ক্রীড়া সম্পাদক এসএম তবরেজ, শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইকবাল করিম তুষার প্রমুখ।

  • জমকালো আয়োজনে সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    জমকালো আয়োজনে সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    কামরুল ইসলাম দুলু: চট্টগ্রাম শহরে বসবাসরত সীতাকুণ্ডবাসীদের প্রানের সংগঠন “সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম” এর ১৬ বছর পূর্তি উপলক্ষে সমিতির গৌরবময় দিবসকে ঘিরে চট্টগ্রাম শহরে একখণ্ড সীতাকুণ্ড-এ রূপ নেয়। বর্ণাঢ্য এ আয়োজনে সীতাকুণ্ডের সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ শরিক হন।

    শনিবার সন্ধ্যায় নগরীর এম এম আলী রোডস্থ রয়েল গার্ডেনে জমকালো মিলনমেলা অনুষ্ঠিত হয়। বিকাল ৫ টার পর থেকে বিশাল হলরুম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দীর্ঘদিন পর চট্টগ্রাম শহরে বসবাসরত সীতাকুণ্ডের শিশু-কিশোর থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা একই ছাদের নিছে এসে যেন কয়েক ঘন্টার জন্য ভুলে যান সকল দূঃখ, কষ্ট। সেলফি, আড্ডা আর খোঁশ গল্পে সবাই কিছু সময়ের জন্য হারিয়ে যান অন্য জগতে।সন্ধ্যা ৭টায় সংগঠনের কার্যকরী কমিটির সদস্যদের নিয়ে বিশাল সাইজের কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি।

    অনুষ্ঠানে সীতাকুণ্ডের প্রকৃতি ও উদ্ভিদ বৈচিত্র নিয়ে পরিচালিত গবেষণার ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। সীতাকুণ্ডের পূর্বে পাহাড় ও পশ্চিমে সাগরবেষ্টিত ছোট্ট জনপদের প্রাকৃতিক জীববৈচিত্র ও পরিবেশ সমুন্নত কিংবা ভারসাম্য বজায় রেখে যে কোনো উ্ন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার ওপর জোর দিয়ে বক্তব্য রাখেন গবেষণার নেতৃত্বদানকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবং সীতাকুণ্ড সমিতি- চট্টগ্রামের কৃষি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল।

    সংগঠনের সভাপতি লায়ন মোঃ মির্জা আকবর আলী খোকন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মানিক এর পরিচালনায় অনুষ্ঠানে প্রতিবছরের মতো এবারও সমাজের বিভিন্নক্ষেত্রে অবদানের জন্যে সীতাকুণ্ডের গর্বিত ৮ জন ব্যক্তিকে সীতাকুণ্ড সমিতি পদক ২০২৩ সম্মানে ভূষিত করা হয়। ঐতিহ্যবাহী চাটগাঁইয়া মেজবান ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ১৬ বছর পূর্তি আয়োজনের সফল সমাপ্তি ঘটে।

    অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ মোস্তফা কামাল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এ কে এম আবু তাহের বিএস-সি, খাজা স্টীলের এমডি দিদারুল কবির দিদার, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের সাবেক অধ্যক্ষ সায়েদুর রহমান হিলালী, বিজয় স্মরণী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর, পুলিশের এডিশনাল ডিআইজি মোহাম্মদ মুসলিম, এডিশনাল ডিআইজি অনিন্দিতা বড়ুয়া, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. আনিসুর রহমান, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. তাজুল ইসলাম, সীতাকুণ্ড উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জয়নব বিবি জলি, এনআর গ্রুপের এমডি সিআইপি মোহাম্মদ নুর উদ্দীন রুবেল, রসায়নবিদ মোহাম্মদ দেলোয়ারুল ইসলাম, সাবেকে এপিপি এডভোকেট ভবতোষ নাথ, এডভোকেট , সমিতির সাবেক সভাপতি রাজনীতিবিদ দিদারুল ইসলাম মাহমুদ, আল্ আরাফা ইসলামী ব্যাংকের চট্টগ্রাম জোনাল হেড মোহাম্মদ আজম, ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের ভাইস-প্রিন্সিপাল শাহীন আল রাজী, সমিতির সাবেক সভাপতি লায়ন মোহাম্মদ গিয়াস উদ্দিনসহ উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সরকারি-বেসরকারী কর্মকর্তা এবং সংগঠনের কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ।

  • সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রাম শহরে বসবাসরত সীতাকুণ্ড বাসিন্দাদের প্রাণের সংগঠন ” সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম” প্রতিষ্ঠার ১৫ বছর পেরিয়ে ১৬ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে এবার ছোট্ট পরিসরে ১৫ পাউন্ড কেক কেটে উদযাপন করা হয়েছে।

    শনিবার সন্ধ্যায় নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম এর সভাপতি লায়ন আকবর আলী চৌধুরী খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন নাছির উদ্দিন মানিকের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশের এডিশনাল ডি আই জি মুহাম্মদ মুসলিম, প্রফেসর ড. মো. ফসিউল আলম, প্রফেসর ড. মো. সফিউল আলম, আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরী, শিল্পপতি মাস্টার আবুল কাশেম, আলহাজ্ব দিদারুল ইসলাম মাহমুদ, লায়ন একেএম আবু তাহের বিএসসি, আলহাজ্ব মোহাম্মদ আজম, অধ্যক্ষ আহমেদ শাহীন আল রাজী, আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম, লায়ন মোঃ গিয়াস উদ্দিন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র, সাধারণ সম্পাদক লিটন চৌধুরী।

    কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন মো.বেলাল হোসেন, হাজী ইউসুফ শাহ্ ,লায়ন কাজী আলী আকবর জাসেদ, লায়ন আলীম উল্যাহ মুরাদ, লায়ন মুহাম্মদ আবুল হাসনাত, আবেদীন আল মামুন, তোফায়েল উদ্দিন, লায়ন মো. আলীম উল্লাহ মুরাদ, এস.এম তবরেজ, এড.সরওয়ার হোসেন লাভলু, ইঞ্জিনিয়ার লায়ন কামরুদৌজা, লায়ন মফিজুর রহমান সাজ্জাদ, ইকবাল করিম তুষান, সুমন দত্ত, কামরুল ইসলাম দুলু, মুনজুর মোরশেদ চৌধুরী, স্থপতি সহিদুল ইসলাম, কাজী মাসুদা খানম, আকলিমা আকতার মুক্তাসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

  • সীতাকুণ্ড সমিতির নির্বাচন: সভাপতি আকবর, নাছির সাধারণ সম্পাদক

    সীতাকুণ্ড সমিতির নির্বাচন: সভাপতি আকবর, নাছির সাধারণ সম্পাদক

    সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন শনিবার (৮ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।

    চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

    নির্বাচনে আগেই বিনা প্রতিদ্বন্ধীতায় বিশিষ্ট শিল্পপতি লায়ন মীর্জা মো.আকবর চৌধুরী সভাপতি, হাজী মো. মহিউদ্দিন সিনিয়র সহসভাপতি, নাছির উদ্দিন মানিক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সহ-সভাপতি হন নির্বাচিত হন হাজী মো. ইউসুফ শাহ, সাংবাদিক লায়ন হাসান আকবর, লায়ন কাজী আলী আকবর জাসেদ, এস.এম তোফায়েল উদ্দিন ও রোটারিয়ান মোহাম্মদ মনোয়ারুল হক এফসিএমএ।

    এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন আলীম উল্যাহ মুরাদ ও আবেদীন আল মামুন ও সাংগঠনিক সম্পাদক- সাংবাদিক মুহাম্মদ আবুল হাসনাত, অর্থ সম্পাদক- লায়ন মফিজুর রহমান সাজ্জাদ, দপ্তর ও মিলনায়তন সম্পাদক- সৌমেন দত্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক-সাংবাদিক কামরুল ইসলাম দুলু, সাংস্কৃতিক সম্পাদক- আকলিমা আকতার মুক্তা, পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক-লায়ন ড.শাহিদুল আলম মিন্টু, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক-লায়ন এড. সরওয়ার হোসেন লাবলু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- লায়ন ইঞ্জিনিয়ার কামরুদৌজা, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্হানা সম্পাদক- লায়ন মোঃ কামাল উদ্দীন ভূঁইয়া, যুব ও ক্রীড়া সম্পাদক-এস.এম তবরেজ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক- মো. মনজুর মোরশেদ চৌধুরী, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক- কাজী মাসুদা খানম, সহ শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক- দিলরুবা আকতার, কৃষি,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক- অধ্যাপক ড. মো. ওমর ফারুক রাসেল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক- ইকবাল করিম তুষান নির্বাচিত হয়েছেন।

    ঘোষিত তফশিল অনুযায়ী সীতাকুণ্ড সমিতির কার্যনির্বাহী পরিষদের ৩১টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৬টি পদের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্ধীতায় বিজয়ী হন। শনিবার ভোটগ্রহণ হয় শুধুমাত্র শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও ৪টি সদস্য পদে। শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে ৩৯১ ভোট পেয়ে বিজয়ী হন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-পরিচালক অধ্যাপক তাওয়ারিক আলম সুমন। তার একমাত্র প্রতিদ্বন্ধী জিয়াউল ইসলাম শিবলু পেয়ছেন ১৭১ভোট।

    ৪টি সদস্য পদে আলহাজ্ব শফকত পাশা ৪৯৬ ভোট, লায়ন মো. বেলাল হোসেন ৪৯৫ ভোট, স্থপতি শহীদুল ইসলাম ৪৬৪ ভোট এবং লায়ন এস.এম আশরাফুল আলম আরজু ৪৬২ ভোট। তাদের একমাত্র নিকটতম প্রতিদ্বন্ধী জামশেদ রহমান পান ২৪৭ ভোট। নির্বাচনে ১৪৩৯ জন ভোটারের মধ্যে ৫৬৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

    নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্বপালন করেন, সিনিয়র আইনজীবি এড. মোহাং আবুল হাসান শাহাবউদ্দিন। সহকারী নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্বপালন করেন আলহজ্ব দিদারুল ইসলাম মাহমুদ ও এডভোকেট ভবতোষ নাথ। প্রিজাইডিং অফিসার হিসেবে দয়িত্ব পালন করেন ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ আহমেদ শাহীন আল রাজী।

    নির্বাচন পরবর্তী তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি লায়ন মীর্জা মো. আকবর চৌধুরী বলেন, আগামীতে এই সংগঠন তার সদস্যদের মাঝে সম্প্রতি বজায় রাখাসহ সীতাকুণ্ডের মানুষের কল্যাণে কাজ করবে। আর চট্টগ্রাম শহরে সমিতির স্থায়ী ঠিকানা নির্মাণে ভূমিকা রাখবে।

    এ সময় সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মানিক, সাবেক সভাপতি মোহাম্মদ আজম, এম ই আজিজ চৌধুরী লিটন, লায়ন মো. গিয়াস উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

    আরো পড়ুন সীতাকুণ্ডে মহাসড়কের পাশ থেকে লাশ উদ্ধার

  • আজ থেকে সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের ত্রাণ বিতরণ শুরু

    আজ থেকে সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের ত্রাণ বিতরণ শুরু

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর পক্ষ থেকে আজ শুরু হয়েছে ত্রাণ বিতরণ কার্যক্রম। প্রাথমিকভাবে ১৫০ পরিবারকে শুকনো ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

    করোনা দূর্যোগকালীন সময়ে সীতাকুণ্ড উপজেলার ৯ টি ইউনিয়ন ও একটি পৌর সভার কর্মহীন, গরীব পরিবারের মধ্যে সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণের অংশ হিসেবে শুক্রবার সকালে প্রথম পর্বে ভাটিয়ারী ইউনিয়নের খাদেমপাড়া মহিউদ্দিনের বাড়িতে একশত পঞ্চাশ জনের মধ্যে উক্ত সামগ্রী বিতরন করা হয়।

    পর্যায়ক্রমে উপজেলা অন্যান্য ইউনিয়নেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর সাবেক সাবেক সভাপতি ও সীতাকুণ্ড নাগরিক অধিকার পরিষদের সদস্য সচিব লায়ন গিয়াস উদ্দিন।

    খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাউল, আদা কেজি তেল, ১ কেজি ডাউল, ১ কেজি পিয়াজ, ২ কেজি আলু,আটা ১ কেজি, ও ২ টি সবান।

    ত্রাণ সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, ট্যুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি রোটারিয়ান মুহাম্মদ মুসলিম,ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজীম উদ্দিন, সীতাকুণ্ড সমিতির সাবেক সভাপতি লায়ন মোঃ গিয়াস উদ্দিন, আঁখি ইণ্টারন্যাশনালের স্বর্থাধীকারী লায়ন আলহাজ্ব মোঃ মহিউদ্দিন, সমিতির সহ সভাপতি লায়ন কাজী আলী আকবর জাসেদ, দি বাস্কেট এর ম্যানেজিং ডিরেক্টের আলহাজ্ব মোঃ নাজমুল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক খায়রুল আজম জসীম,আওয়ামীলীগ নেতা শামসুল আলম, ইউপি সদস্য নিজাম উদ্দিন প্রমূখ।

  • সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর যুগপূর্তি উৎসবে বর্নিল আয়োজন

    সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর যুগপূর্তি উৎসবে বর্নিল আয়োজন

    কামরুল ইসলাম দুলুঃ সীতাকুণ্ড সমিতি- চট্টগ্রাম এর একযুগ পূর্তি। সমিতির এ গৌরবময় দিবসকে ঘিরে চট্টগ্রাম শহরের দি কিং অব চিটাগাং ক্লাব একখণ্ড সীতাকুণ্ড-এ রূপ নেয়।

    বৃহস্পতিবার বর্ণাঢ্য এ যুগপূর্তির উৎসবে সীতাকুণ্ডের সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ শরিক হন। প্রতিবছরের মতো এবারও দু’শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত হয়।

    সমাজের বিভিন্নক্ষেত্রে অবদানের জন্যে সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম পদক – ২০১৯ ইং ২২ গুণিজনকে সংবর্ধনা ও ৬ জনকে স্মারক দেওয়া হয়।

    পদকপ্রাপ্ত ব্যক্তিদের জীবনী ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছবিসহ প্রকাশিত হয়েছে ভিন্ন একটি পুস্তিকা।

    বিকাল ৪ টার পর থেকে বিশাল হলরুম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দীর্ঘদিন পর চট্টগ্রাম শহরে বসবাসরত সীতাকুণ্ডের শিশু-কিশোর থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা একই ছাদের নিছে এসে যেন কয়েক ঘন্টার জন্য ভুলে যান সকল দূঃখ, কষ্ট। সেলফি, আড্ডা আর খোঁশ গল্পে সবাই কিছু সময়ের জন্য হারিয়ে যান অন্য জগতে।

    সংগঠনের যুুুুগ্ন সম্পাদক আবেদীন আল মামুনের সঞ্চালনায় এবং ড.মো.ফসিউল আলমের সভাপতিত্বে উক্ত মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মানিক।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, মিডল্যান্ড ব্যাংকের ভাইস চেয়ারম্যানর মাষ্টার আবুল কাসেম, জনপ্রসাশন মন্ত্রণালয়ের উপ-সচিব শামীম সোহেল, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম। স্নৃতি চারণ করে বক্তব্য রাখেন সমিতির সভাপতি আবুল মুনছুর ভূইয়া, দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরী, সাবেক সা.সম্পাদক অধ্যাপক একে এম তফাজ্জল হক,সাবেক সভাপতি ও অনুষ্ঠান উৎযাপন কমিটির আহবায়ক গিয়াস উদ্দিন।

    পদক প্রাপ্তদের পক্ষ থেকে অনুভতি প্রকাশ করেন টুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি মুসলিম উদ্দিন, ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান, সৈয়দা সুরাইয়া আক্তার।

    দু’পর্বের আলোচনা সভা শেষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এক যুগপূর্তি উৎসবের সফল সমাপ্তি ঘটে।

  • সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম এর যুগপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

    সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম এর যুগপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

    সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম-এর একযুগপূর্তি উৎসব আগের সব উৎসবকে চাপিয়ে ভিন্ন আমেজের স্মরণীয় ও বর্ণিল করার জন্য ব্যাপক আয়োজন করা হয়েছে।

    আগামী ১৪ নভেম্বর নগরীর দ্যা কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে জমকালো যুগপূর্তি উৎসব উৎযাপিত হবে।

    এই অনুষ্ঠান আগামীর জন্য মাইল-ফলক হয়ে থাকবে। আর সীতাকুণ্ডের সমস্যা, সম্ভাবনা, সমিতির এক যুগের কর্মকান্ডসহ সংশ্লিস্ট বিষয় ভিত্তিক তথ্যবহুল স্মরণিকা প্রকাশ, সীতাকুণ্ড সমিতি তথা সীতাকুণ্ডের পরিচিতি, পরিধি প্রসার, গুণিজন সংবর্ধনা।

    অনুষ্ঠানে সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম পদক – ২০১৯ ইং (যারা মনোনীত হয়েছেন, প্রফেসর ড.খায়রুল বশর, রশিদ আল ফারুক,চ.বি (শিক্ষা ও সাহিত্য) (মরণোত্তর), প্রফেসর সৈয়দ শামসুজ্জোহা চ.বি (শিক্ষা)(মরণোত্তর), প্রফেসর শামসুল ইসলাম নিজামী.ঢা.বি (শিক্ষা মরণোত্তর) আব্দুল খালেক (মরণোত্তর) সাবেক প্রধান শিক্ষক, নূরুল আলম (মরণোত্তর), জিয়াউল ইসলাম চৌধুরী (সুরুজমিয়া), সমাজসেবা (মরণোত্রর), বীর মুক্তিযোদ্ধা মো.রহমত উল্লাহ চেয়ারম্যান (মরণোত্তর) সমাজসেবা, চৌধুরী মো.শাহেনশাহ শাহজাহান (মরণোত্তর সমাজ সেবা), প্রফেসর ড. মাহমুদুল হক, চ.বি (শিক্ষা), নজির আহমদ (শিক্ষা), প্রফেসর ড.সৈয়দ গোলাম ফারুক (শিক্ষা ও প্রশাসন) মহাপরিচালক. মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, অধ্যাপক সুনীল বন্ধু নাথ (শিক্ষ), প্রফেসর ড.সাজেদা বেগম নাতাশা,জা.বি (শিক্ষাও পাখি বিশেষজ্ঞ), আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ তানভীর (শিল্প ও সমাজসেবা), মুহাম্মদ মুুসলিম, এডিশনাল ডিআইজি( ট্যুরিস্ট পুলিশ), ফারুক মঈনউদ্দীন আহমেদ (ব্যাংকিং), বেগম সুরাইয়া আক্তার (শিক্ষা), মেজর (অব,) এম শামসুল আমিন (মুক্তিযুদ্ধ), ডা.রোকেয়া বেগম (চিকিৎসা), নেজাম উদ্দিন (শিল্প ও সমাজসেবা), ইপসা-সমাজ উন্নয়ন সংগঠন।

    সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম এক যুগ পূর্তি স্মারক যাঁরা পাবেন- আলহাজ্ব মোহাম্মদ আজম-প্রতিষ্ঠাতা আহবায়ক, আলহাজ্ব দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরী-প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক, লায়ন এম.ই.আজীজ চৌধুরী লিটন-সাবেক সভাপতি, লায়ন মো.গিয়াস উদ্দিন-সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, আলহাজ্ব এস.এম তৌহিদুল হক চৌধুরী-সাবেক সাধারণ সম্পাদক, প্রফেসর এ.কে.এম তফজল হক সাবেক সাধারণ সম্পাদক।