Tag: সীমা অক্সিজেন প্ল্যান্ট

  • সীমা অক্সিজেন প্ল্যান্টে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবার পাবে দুই লাখ টাকা করে

    সীমা অক্সিজেন প্ল্যান্টে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবার পাবে দুই লাখ টাকা করে

    সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির মালিকপক্ষ।

    বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সীমা অক্সিজেন লিমিটেডের ব্যবস্থাপক মো. ইফতেখার উদ্দিন। ক্ষতিপূরণের টাকা ইতোমধ্যে শ্রম আদালতে জমা দেওয়া হয়েছে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনায় আহত শ্রমিকদের যাবতীয় চিকিৎসা ব্যয় বহন করবে কর্তৃপক্ষ । এমনকি তারা সুস্থ না হওয়া পর্যন্ত তাদের বেতনসহ অন্য সুযোগ- সুবিধাও চলমান থাকবে। এ ছাড়া যারা নিহত হয়েছেন তাদের পরিবারের কেউ চাকরি করার উপযুক্ত থাকলে তাকে চাকরি দেবে ওই প্রতিষ্ঠান।

    উল্লেখ্য, গত ৪ মার্চ উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্লান্টে ভয়াবহ বিস্ফোরণে নিহত হয় ৭ জন এবং আহত হন ৩০ জনের বেশী মানুষ। এছাড়া বিস্ফোরণে আশপাশের বাড়ি ঘর, মসজিদের ব্যাপক ক্ষতিসাধন হয়।

  • সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ, আহতদের চিকিৎসা খরচও বহন করেনি কর্তৃপক্ষ

    সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ, আহতদের চিকিৎসা খরচও বহন করেনি কর্তৃপক্ষ

    সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের সোনাইছড়ির কদমরসুলে সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে আহত স্থানীয় ভাটিয়ারীস্থ বিএসবিএ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের কোন ধরণের খবরও নেয়নি কর্তৃপক্ষ। এমন কি আহত রোগীদের কোন প্রকার চিকিৎসা খরচও বহন করেনি তারা। নিজ খরচে অনেকই বাড়ি ফিরেছেন। আহতদের মধ্যে অনেকের আর্থিক দুরবস্থার কারণে হাসপাতালের খরচ চালাতে না পেরে বাড়ি ফিরে গেছেন। যতটুকু সম্বল ছিল তা দিযে কযেকদিন চিকিৎসা খরচ তারা বহন করে।

    কদমরসুল এলাকার বাসিন্দা ছমির আলী চাকরি করতেন সীমা অক্সিজেন প্লান্টে। ঘটনার দিন তিনি নামাজ পড়তে ওজু করতে যাচ্ছেন এমন সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ভাগ্যক্রমে বেঁচে গেলেও পায়ে মারাত্মক জখম পেয়েছেন। ভর্তি হন বিএসবিএ হাসপাতালে। কোন ধরণের ঔষধপত্র ছাড়াই একদিনের বিল আসে ১৬ হাজার টাকা।

    ছমির আলীর মতো বিএসবিএ হাসপাতালে চিকিৎসা নেওয়া পলিনোস গায়া, লোকমান, জাফর, রায়হান উদ্দিন, নওসাদ সেলিম, নুরউদ্দিন ও সালাউদ্দিনসহ অনেকেই নিজ খরচে বাড়ি ফিরেছেন।

  • সীমা অক্সিজেন প্ল্যান্টের তিন মালিকসহ ১৬ জনকে আসামী করে মামলা

    সীমা অক্সিজেন প্ল্যান্টের তিন মালিকসহ ১৬ জনকে আসামী করে মামলা

    সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় কারখানার ৩ মালিকসহ মোট ১৬ জনকে আসামি করে মামলা করেছেন বিস্ফোরণে নিহত আবদুল কাদেরের স্ত্রীর রোকেয়া বেগম।

    সোমবার রাত সাড়ে ১১টার সময় মামলাটি থানায় নথিভুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ।

    মামলায় সীমা অক্সিজেন প্ল্যান্টের তিন মালিক হলেন ব্যবস্থাপনা পরিচালক মামুন উদ্দিন, পারভেজ উদ্দিন সান্টু ও আশরাফ উদ্দিন বাপ্পি। তারা তিনজনই আপন ভাই। মামলার বাদী রোকেয়া বেগমের স্বামী আবদুল কাদের সীমা অক্সিজেন প্লান্টে ১৩ বছর ধরে কর্মরত ছিলেন। মামলায় মালিকপক্ষসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব কর্তব্য অবহেলা ও গাফিলতির অভিযোগ আনা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে মামলার তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছেন ওসি তোফায়েল আহমেদ।

    উল্লেখ্য, ৪ মার্চ শনিবার বিকালসাড়ে ৪টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকার কেশবপুর গ্রামে সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৭জন নিহতসহ আহত হন ৩০ জন।