Tag: সীমা গ্রুপ

  • ৯দিন পর জামিন পেয়েছেন সীমা গ্রুপের পরিচালক সান্টু

    ৯দিন পর জামিন পেয়েছেন সীমা গ্রুপের পরিচালক সান্টু

    সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্লান্টে বিস্ফোরণে নিজ প্রতিষ্ঠানের নিহত শ্রমিকের স্ত্রীর দায়ের করা মামলায় ৯ দিন পর জামিন পেয়েছেন সীমা গ্রুপের পরিচালক পারভেজ উদ্দিন সান্টু।

    বুধবার (২২ মার্চ) চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালতে শুনানি শেষে এই আদেশ দেন।

    এর আগে গত ১৪ মার্চ সন্ধ্যায় নগরীর জিইসি মোড় থেকে সীমা গ্রুপের পরিচালক পারভেজ উদ্দীন সান্টুকে গ্রেফতার করে শিল্প পুলিশ। পরের দিন তাকে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নাজমুন নাহারের আদালতে উপস্থাপন করা হয়।

    চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ বলেন, আদালতে সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণের মামলায় গ্রেফতার প্রতিষ্ঠানটির পরিচালক পারভেজ উদ্দীন সান্টুর জামিন আবেদন করা হয়েছিল। আদালত উভয় পক্ষের শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেছেন।

    উল্লেখ্য,গত ৪ মার্চ বিকালে উপজেলার কদমরসুলপুর এলাকায় সীমা অক্সিজেন প্লান্টে বিস্ফোরণে ৭জন নিহত হন, এছাড়া আহত হন আরো ৩৫ জন। এঘটনায় বিস্ফোরণে নিহত শ্রমিক মো. সালাহউদ্দিনের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে কারখানার মালিক, তিন ভাই সীমা অক্সিজেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মামুন উদ্দীন এবং দুই পরিচালক আশরাফ উদ্দীন ও পারভেজ উদ্দীনসহ ১৬ জনকে অভিযুক্ত করা হয়।

  • সীমা গ্রুপের পরিচালকের কোমরে দড়ি, শিল্প পুলিশের সদস্যদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

    সীমা গ্রুপের পরিচালকের কোমরে দড়ি, শিল্প পুলিশের সদস্যদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

    সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্লান্টে বিস্ফোরণ মামলায় গ্রেফতার সীমা গ্রুপের পরিচালক পারভেজ উদ্দিন সান্টুকে কোমরে দঁড়ি বেঁধে আদালতে নিয়ে যাওয়ার ঘটনায় শিল্প পুলিশের সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পুলিশ সুপার। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে।

    বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার সীতাকুন্ড (ইউএনও) মো. শাহাদাত হোসেন।

    মঙ্গলবার রাতে নগরীর মুরাদপুর থেকে সীমা গ্রুপের পরিচালক পারভেজ উদ্দিন সান্টুকে শিল্প পুলিশ গ্রেফতার করে।

    বুধবার সকালে পুলিশ সান্টুর কোমড়ে রশি বেঁধে আদালতে নিয়ে যায়। এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় উঠে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন জানিয়েছেন, ছবিটি দেখে জেলা প্রশাসক নিজে মর্মাহত হয়েছেন। পরে তিনি শিল্প পুলিশের পুলিশ সুপারকে ফোন দিয়ে অতি উৎসাহী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।

  • সীমা গ্রুপের পরিচালক সান্টু গ্রেফতার,বাড়িতে তল্লাশি

    সীমা গ্রুপের পরিচালক সান্টু গ্রেফতার,বাড়িতে তল্লাশি

    সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্লান্টে বিস্ফোরণে নিহতের মামলায় কারখানার পরিচালক পারভেজ উদ্দিন সান্টুকে গ্রেপ্তার করেছে শিল্প পুলিশ।

    মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    বিষয়টি মুঠোফোনে এ প্রতিবেদকের কাছে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিল্প পুলিশ-৩ এর ইন্সপেক্টর  মোহাম্মদ শামশুদ্দীন।

    তিনি বলেন, রাতে নগরীর মুরাদপুর থেকে মামলার দুই নাম্বর আসামী পারভেজ উদ্দিন সান্টুকে গ্রেফতার করা হয়।

    বিস্ফোরণে নিহত শ্রমিকের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলা করেন। এ মামলায় অক্সিজেন প্ল্যান্টের তিন মালিকসহ ১৬ জনকে আসামি করা হয়।

    এদিকে রাতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী সীমা স্টিলের পরিচালকের উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বাড়িতে তল্লাসী চালায়। মামলার অপর আসামীদের গ্রেফতারের লক্ষ্যে এ তল্লাসী বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিল্প পুলিশ-৩ এর ইন্সপেক্টর  মোহাম্মদ শামশুদ্দীন।